তারা তিন-ভুজ

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: সোম, ০৫/০৭/২০১০ - ২:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

tara3jonfinal

কার্টুন আঁকিবার একখান প্রাণান্তকর চেষ্টা।
পেন্সিলে আঁকিতে পারি, কিন্তু সেটারে কেমন করে রঙ করে, কেমন করে ঢং করে, এইসব নিয়া বেশ হেজিমনিতে দিন কাটাইতেছি।

পেন্সিলে পিটাইয়া, ট্যাবলেট দিয়া চাবাইয়া, ফটুস্যুপ-এ মাখাইয়া শেষমেষ ঘন্টা তিনেকের সুমো-কুস্তির পরে এইখান বাইরাইলো।
সচলে পোস্টাইয়া দিলাম। জাঝাকুল্লা খাইর।


মন্তব্য

স্পর্শ এর ছবি

আপনি তো ছুপা রুস্তম নিকলা! চলুক


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

কনফুসিয়াস এর ছবি

ধন্যবাদ মি. প্রকাশ্য রুস্তম। হাসি
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অছ্যুৎ বলাই এর ছবি

ডিম চিকিৎসার আগেই খুনি চিকিৎসা শুরু হয়ে গেছে।

মুজাহিদের সঙ্গে থাকতে অস্বীকৃতি : মুজাহিদ ও সাঈদীকে ডিবির পৃথক দুটি হাজতে রাখা হয়। গত শনিবার রাতে মুজাহিদের সঙ্গে রাখা হয় একজন হত্যা মামলার আসামিকে। হাজতখানার মধ্যে ওই আসামি মুজাহিদকে রাজাকার-আলবদর বলে গাল দেয়। মুজাহিদও তাকে খুনি বলে গাল দেন। এমন পরিস্থিতিতে ওই আসামি মুজাহিদের সঙ্গে এক হাজতখানায় থাকবে না বলে পুলিশ কর্মকর্তাদের জানায়। পরে তাকে ওই হাজতখানা থেকে সরিয়ে নেওয়া হয়।

(সূত্র: কালের কণ্ঠ, ০৫ জুলাই, ১০)

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

স্পর্শ এর ছবি

আসামিকে মুজাহিদের সাথে রাখলে আসামির মানবাধিকার লঙ্ঘিত হতো।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অছ্যুৎ বলাই এর ছবি

এজন্যই তিনি রাজাকারের সাথে এক সেলে থাকতে চান নাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

স্পর্শ এর ছবি

আসামিকে উত্তম জাঝা!। মুজারে মুখের উপর গাইল দেওয়ার জন্য!


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

কৌস্তুভ এর ছবি

খুনি হতে পারে, তবুও এর সেইটুকু সচেতনতা আছে, যা ছাগুব্যাটাদের নাই...

ধ্রুব বর্ণন এর ছবি

হা হা হাসি , এমন কঠিন জোক বহুদ্দিন শুনি নাই। যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর অপেক্ষায় আছি। ওটাই রাজাকারদের শেষবিচারের শুরুর ইন্ডিকেটর।

ধুসর গোধূলি এর ছবি

- আসামীরা রাজাকারদের সাথে থাকতে না চাওয়ার রাজাকারদের "বিশেষ ব্যবস্থাপনায়" রাখার পক্ষপাতি আমি না। বিশেষ ব্যবস্থাপনা মানে যদি হয় জেলখানার আসামীদের জন্য নির্দিষ্ট করা জায়গার চেয়ে উন্নত, তাইলে সেটায় আমার তীব্র আপত্তি আছে। রাজাকারদেরও অন্য আসামীর মতো চোনামুতের কটু গন্ধযুক্ত কক্ষে রাখা উচিত।

আর আসামীদের উচিৎ, প্রথমেই কোনো শব্দ না করা। রাজাকারদের ঢুকানোর পর তাদেরকে রামধোলাই দেয়া ঈমানি দায়িত্ব আসামীদের। শুধু বাকবিতণ্ডা করে তাদেরকে আলাদা ব্যবস্থাপনায় পাঠিয়ে দেয়াটা কাজের কথা না!

তবে, এইটা খুব আশাব্যঞ্জক যে অন্তত কয়েদীরা পর্যন্ত এইসব বরাহ, রাজাকারকে বর্জন করেছে। এদের জীবনে আর কী বাকি থাকলো? অবশ্য এরা যে পরিমান বেহায়া, তাতে করে গলা ফুলিয়ে এরা বলতেই পারে, "ভরা বাজারে কানসা পাতালি চটকানা খাইছি তো কী হইছে, জুতার বাড়ি তো খাই নাই। মানীর মান এতো সহজে যায় না!"
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মহাস্থবির জাতক এর ছবি

ছোটবেলায় বাবার কাছে একটা ছড়া শিখেছিলাম বানান-বিষয়ক:

"ভুল, ভুজ, ভুবন,
তিনটি হ্রস্ব উ-কার জেনো।"

দেখা যাচ্ছে, সেটা আসলেই ছড়া চিরন্তনী ছিলো।
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

কনফুসিয়াস এর ছবি

ওহ, ভুল হয়ে গেছে। ঠিক করে দিচ্ছি একটু পরেই। অনেক ধন্যবাদ।
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

কৌস্তুভ এর ছবি

জব্বর, পুরাই জব্বর। আমার সবচেয়ে ভাল লেগেছে চোখের ওই কুটিল চাহনিগুলো।

কনফুসিয়াস এর ছবি
বাউলিয়ানা এর ছবি

মুরগি চিকিতসার পর আর ভাল কী চিকিতসা আসতে পারে ভাবতেছি চিন্তিত

কার্টুন আঁকার শ্রমসাধ্য চেষ্টার জন্য শুভেচ্ছা

চলুক

কনফুসিয়াস এর ছবি

আরও ভাল চিকিৎসা আছে। তবে জনসমক্ষে বলার মত না। হাসি

-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

রায়হান আবীর এর ছবি

ডিম চিকিৎসা প্রদান করা হউক!

তারেক ভাই, চ্রম চ্রম চ্রম হইছে।

কনফুসিয়াস এর ছবি

থ্যাংকু, থ্যাংকু।
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বস, এটাতো মনে হয় মোরগের ছবি হয়েছে-- ডিম পারবে কেমনে খাইছে

ধুসর গোধূলি এর ছবি

- আমাদের দেশের মুরগির ডিমগুলি খুব বেশিই ছোট ছোট। তাই বিলাতি মুরগি আনা হইছে। দেখতে আমাদের দেশি মুরগার মতো হলেও ডিম মাশাল্লা একেবারে প্রমাণ সাইজের, টেকসই! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ও তাইতো..
বিলাতি না অজি?

ধুসর গোধূলি এর ছবি

- হে হে হে
অই আরকি!

বিলাত নিয়ে বহুব্রীহির কাদেরের ডায়ালগটা মনে আছে না পিপিদা? হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মনে করতে পারছিনা ... কী যেন ছিল?

কনফুসিয়াস এর ছবি

মোরগ হয়ে গেছে নাকি? ঝুঁটি ছোট দেয়ার ট্রাই করছিলাম, মনে হয় তবু জুইত করতে পারি নাই।
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ধুসর গোধূলি এর ছবি

- ডাক্তার যখন বিয়ের পরে বিলাত চলে যায়, মিস মিলি তখন বিষণ্ণ হয়ে থাকে। এ দেখে কাদের মিস মিলিকে সান্ত্বনা দেয়ার জন্য বলেছিলো, "আফা, চিন্তা কইরেন না। বিলাত দ্যাশ অনেক উন্নত। দেহেন না আমাগো আলু কেমন পানসা পানসা, আর তাগো আলু কেমন মিডা মিডা। আর আমাগো মাডি দিয়া কিছু হয়? কিন্তু বিলাতি মাডি দিয়া দালানকোডা বানায়!"

সেইরম আরকি! আমাগো দেশের মুরগা কি আর আণ্ডা পারে? বিলাতি মুরগা আণ্ডাও দেয়। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বাপরে! আপনার দেখি সেরাম মেমরি।

মুস্তাফিজ এর ছবি

হাসি

...........................
Every Picture Tells a Story

কনফুসিয়াস এর ছবি
ধুসর গোধূলি এর ছবি
কনফুসিয়াস এর ছবি

বড় হুজুরের "স্মৃতি বড় বেদনা" মনে পড়ছে। হাসি
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

শুভাশীষ দাশ এর ছবি

জটিল।

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

কনফুসিয়াস এর ছবি
দুষ্ট বালিকা এর ছবি

হাহাহাহহা... আরও আসুক ভাইয়া...আসতেই থাকুক! হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

কনফুসিয়াস এর ছবি

দেখা যাক, প্রতি উইকেন্ডে একটা আঁকবো বলে ঠিক করছি। হাসি
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

ভালৈছে দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

কনফুসিয়াস এর ছবি

থ্যাংকু। (ফেইসবুকে নাই অনেকদিন, তাই তোমার সাথে দেখা হয় না। )
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

হ্যাঁ, আমিও কয়েকদিন আগে ব্যপারটা খেয়াল করলাম ... তিথি আপুও মনে হয় ব্যস্ত ...

ভালো আছেন?
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

নিবিড় এর ছবি

তারেক ভাই সত্যি করে বলেন, কলেজে জুনিয়র থাকতে প্রাক্টিক্যাল শিট আঁকতে হইত নাকি নিয়মিত খাইছে
ডিম চিকিতসার কথা শুনে মজা পেলাম দেঁতো হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

কনফুসিয়াস এর ছবি

নারে ভাই, আমাদের ক্লাসে অনেকে ব্যাপক এলেমদার ছিলো, তাই ওদের উপর দিয়াই ঝড় ঝাপ্টা যা যাওয়ার গেছে। আমি নেহাতই চুনোপুটি ছিলাম। হাসি

-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ফাটাফাটি হইছে কনফু!! সিম্পলী আ-মেইজিং!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কনফুসিয়াস এর ছবি

থ্যাংক্স মুর্শেদ ভাই।
পোস্ট করার আগে আপনাকে দেখাবো ভেবে তখন নক করছিলাম।
এইটা তেমন সুবিধার হয় নাই, এখনও কালরিং পারি না ঠিক মতো, হাতুড়ে অবস্থা।
আজকে আরেকটা আঁকছি, সিসিবিতে দিলাম।
ccbfinal
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

তাসনীম এর ছবি

চলুক

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অতিথি লেখক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

''চৈত্রী''

অতিথি লেখক এর ছবি

গুরু গুরু

পলাশ রঞ্জন সান্যাল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনে যে লাপাত্তা সেটা কয়দিন আগে খেয়াল করছি। ফেসবুকে কুপি জ্বালায়াও খুজেঁ পাই নাই। কয়দিন ধরেই ভাবতেছিলাম নিখোঁজ বিজ্ঞপ্তি দিমু কী না...

যাহোক... ভালোয় ভালোয় ফেরত আসলেন... ধন্যবাদ...

আপনে যে কাট্টুনিস্টও তা তো জানতাম না!

ভালো হইছে... চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কনফুসিয়াস এর ছবি

হুম, ডুব-সাঁতার প্র্যাকটিস করতেছি। দেঁতো হাসি
স্কেচ অভ্যাস ছিলো, তবে কার্টুন ব্যাপারটা আমার কাছেও নতুন।
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অতিথি লেখক এর ছবি

চ্রম!!!

অনন্ত

এনকিদু এর ছবি

উত্তম হইছে, জাঝাকুল্লা খায়ের


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

তারানা_শব্দ এর ছবি

হিহিহিহিহিহিহিহি

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

অতিথি লেখক এর ছবি

মাইর দিয়েন না কনফু ভাই, আপনি পেন্সিলে যখন আঁকতে পারেন, তাইলে ওই স্কেচটা স্ক্যান করে লাইন আর্ট এ কনভার্ট করলে আরেকটু ভালো ইফেক্ট আসত অবশ্য টেবলেট থাকতে ম্যানুয়াল ক্যা প্রশ্নটা এখন আমাকে শুনতে হবে.. হয়ত, ভালো লাগল আপনার কার্টুন।
মধুবন্তী মেঘ

কনফুসিয়াস এর ছবি

মাইর দেয়ার প্রশ্নই আসে না। আসল কথা হচ্ছে, আমি এখনও কম্পিউটারে ভালমতন প্রসেসিংটা পারি না। স্ক্যান করে যে লাইন আর্টে কনভার্ট করা যায় এটাই জানতাম না। ফটোশপের গলি ঘুঁপচি এখনও অনেক আবিষ্কার করা বাকি। ঃ)
আপনার পরামর্শের জন্যে অনেক ধন্যবাদ। ঠিকমতন সড়গড় হয়ে নিই, তখন এই কার্টুনটাকেই রিটাচ দিবো একবার, হাজার হোক, প্রথম কার্টুন। ঃ)

-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অতিথি লেখক এর ছবি

তাহলে বলি আরেকটু- আপনার স্কেচটা স্ক্যান করে নিয়ে ফটোশপে নিন। তারপর ইমেজ এ্যাডজাস্টমেন্ট থেকে থ্রেশোল্ড দিয়ে নিন। এবারে একটু ইধার উধার করতে হবে মানে যদি ফ্ল্যাশ আপনার কম্পুতে থাকে তাহলে সেখানে ছবিটি এনে ব্রেক এপার্ট করে নিলেই স্ক্যান ছবির সাদা কালো অংশ আলাদা হয়ে যাবে, সাদা অংশ ফেলে দিয়ে লাইন রেখে ফ্ল্যাশেই রং করে নিন কেননা আমাদের দেশে আমরা এখন পর্যন্ত ফটোশপ (প্রাথমিক কাজ) আর ফ্ল্যাশ দিয়েই ২ডি কার্টুন তৈরী করছি।
গিয়ানি কথা বলে ফেললাম বোধহয়। ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা। হাসি
মধুবন্তী মেঘ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

খাইসে!

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

বোহেমিয়ান এর ছবি

ওরে ইহা আমি কী দেখিলাম!!
ব্যাপক!!!
_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

অতিথি লেখক এর ছবি

জট্টিলললললললললল

স্বপ্নদ্রোহ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।