ঠোঙা বানাবার জন্য আরেক বান্ডিল কাগজ

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: সোম, ১৬/০২/২০০৯ - ১২:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পথের পাঁচালিতে কতজন কতকিছু দেখে
শিল্প- ছবি গল্প কিংবা সত্যজিতের মুন্সিয়ানা

কিন্তু আমি শুধু দেখি এক লোক বসে বসে পুঁথি লেখে
ঘরে খাবার নেই; সেই লোক পুঁথি লেখে আর ভাবে পুঁথি প্রকাশ হলেই অভাব দূর হয়ে যাবে
পাওনাদার এসে চেপে ধরে; সেই লোক পুঁথি দেখায়- পুঁথিটা ছাপা হলেই সব দেনা শোধ করে দেবে...

কিন্তু কিছুই হয় না তার
শেষ মেশ পুঁথির বান্ডিল ছুঁড়ে ফেলে পৈতা সম্বল করে তাকে গরুর গাড়িতে চড়ে ছেড়ে যেতে হয় গ্রাম...

কিন্তু আমার না আছে পৈতা না আছে ব্রাহ্মণ্য না আছে ছেড়ে যাবার মতো ভিটে

আমার আছে দেড় হালি অচল প্রকাশিত পুঁথি; বাকশে বাকশে স্তূপ করে রাখা; তেলাপোকার টয়লেট- ইঁদুরের খাবার...

তার সাথে আজকেই যোগ হবে এসে আরেকটা নতুন পুঁথি; আরেকটা অচল পুস্তক

আর আমি আগের ছয়টার সাথে সপ্তম বইয়ের বান্ডিল ভ্যান রিকশায় তুলে রওয়ানা দেবো কানা গলি ঘুঁপচির দিকে- ঠোঙা বানাবেন কেউ ঠোঙা...?


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমিও একমত। প্রবাসীদের ১০টাকা এবং এক কপি বই ডিএইচএলে পাঠিয়ে দেয়া হোক।

মাহবুব লীলেন এর ছবি

শিমুল
ডিএইএল মানে কি ডি এইচ লরেন্স?

আহারে বড়োই কামিয়াব লেখক তিনি
লেডি চ্যাটার্লিজ লাভার নামে বড়োই কামের একখান পুস্তক তিনি লিখেছেন আমাদের শিক্ষার উদ্দেশ্যে

উনারে আমার আর ধুসর গোধূলির সালাম দিয়েন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

আহা, কতো গোপন করেই না ১ম বার লেডী চ্যাটার্লিজ লাভার পড়লাম। পড়ে মনে হলো - ধ্যুত, কিছু নাই।

ধুসর গোধূলি এর ছবি

- এই দুষ্টু বই ধুগো পড়ে না। ধুগো ভালো হইয়া গেছে। তয় সালাম যখন জানাইলেন, লগে থাকলাম (লেডি চ্যাটারলিরে জানাইলে আপনের আগে গিয়াই খাড়াইলাম)! চোখ টিপি

পেঙ্গুইন থেকে বই বের করা নিয়ে একজন অবসেসড মানুষের দেখা মিলেছে আমার। অসাধারণ কয়েকটা লেখা, অথচ তিনি বলে রেখেছেন "ছাপালে পেঙ্গুইন থেকে না হলে এই পাণ্ডুলিপিগুলোও আমার সঙ্গে চিতায় জ্বলবে।"
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মাহবুব লীলেন এর ছবি

@শিমুল

লরেন্সের ল্যাডি চেটারলিজ লাভার নাকি বেশি অশ্লীল হয়ে গিয়েছিল
তাই ওইটারে মানুষ বানাতে গিয়ে প্যাট্রিসিয়া রবিনস নামে একজন লিখলেন ল্যাডি চেটারলিজ ডটার

ওইটা কিন্তু সত্যি সত্যি ভয়াবহ
অলিভার আর কোনিরে একেবারে যৌন কারখানার কামলা বানিয়ে দিয়েছে

এনকিদু এর ছবি

মাদার ডটার দুইটাই !


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

তানবীরা এর ছবি

ডি।এইচ। এলে পাঠানো হোক চোখ টিপি চোখ টিপি

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মাহবুব লীলেন এর ছবি

আজকে বইমেলায় দশ টাকা কুড়িয়ে পেয়েছি
ওইটা আপনের জন্য রেখে দিলাম

আর ঝালমুড়ির ঠোঙার জন্য কাগজ এক্কেরে ফিরি
খালি টান দিয়া খুইলা নিলেই হইল

চলে আসেন
আপনাকে প্রধান ঠোঙারু বানিয়ে আমরা ঠোঙাক্যাম্প করি

এনকিদু এর ছবি

আপনার দশটাকা প্রীতিটা দেখি ভাল আকার ধারন করেছে । আগে সচলাড্ডা দশটাকা চকলেটে বিক্রী করলেন । পরের আড্ডাতেও দেখি দশটাকা পাইলেন কেম্নে জানি । এখন মেলায় কুড়িয়ে পাচ্ছেন দশটাকা ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রণদীপম বসু এর ছবি

তাই তো কই, আমার পকেটে দশ টাকা কম কেন্ ! যান, আপনারে দিয়া দিলাম ! তয় আমার লাইগা দশ টাকার ঠোঙ্গা রাইখেন, বাচ্চাটার কামে লাগে যদি....!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রণদীপম বসু এর ছবি

তাই তো কই, আমার পকেটে দশ টাকা কম কেন্ ! যান, আপনারে দিয়া দিলাম ! তয় আমার লাইগা দশ টাকার ঠোঙ্গা রাইখেন, বাচ্চাটার কামে লাগে যদি....!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রণদীপম বসু এর ছবি

আমি যখন এই মন্তব্যটা করি তখনো সচলায়তন ডট অরগ্-এ-ই ছিলো। মন্তব্য লিখে যখনি ওকে করছিলাম, তখনই পেজ আনএভেইলেবল হয়ে যাচ্ছিল। ত্যক্ত হয়ে শেষ পর্যন্ত পোস্ট থেকে বেরিয়ে আসি। এখন ঢুকে দেখছি এক মন্তব্য তিনবার এসে গেলো। যমজ হলে বলে টুইন। এটা তো ত্রয়ী হয়ে গেছে। মন্তব্য ডিলিট করার অপশনও খুঁজে পাচ্ছি না ! এখন কী করি ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

খেকশিয়াল এর ছবি

ঠোঙ্গা বানাইতে পারুম না ঐটাও আপ্নেরে বানায়া দিতে হইব দেঁতো হাসি
আজকে আইতাসে তাইলে?

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

খেকশিয়াল এর ছবি

আইচ্ছা, ঐ ঠোঙ্গায় ভইরাই ঝালমুড়ি খামু

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অনিন্দিতা চৌধুরী এর ছবি

যাক আপনার পুঁথি তাহলে আসছে।
আমরা যারা দেশে থাকি তাদের আগে ফ্রী দেন তারপর না বিদেশী জনগণ।
কালই আসছে?

মাহবুব লীলেন এর ছবি

আপনি আবার দেশে থাকেন কবে থেকে?

স্বপ্নাহত এর ছবি

যেই দিন থেকে আপ্নে বিদেশে থাকেন চোখ টিপি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ঠোঙ্গা বানাইতে আবার আঠা লাগবে। তারচেয়ে কাগজের এরোপ্লেন আর নৌকা আর শাপলা ফুল বানানো যায়।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

খেকশিয়াল এর ছবি

আপ্নের আইডিয়াটাও খারাপ না, কিন্তু বেঁচতে তো হইব। আরো কিছু জাপানি কাগুজে বিদ্যা শিখা ফুল বেল পাতা সব বানায়া বেচা লাগবো।

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মাহবুব লীলেন এর ছবি

জাপানি কাওয়াইদান ছেড়ে খেকু এখন জাপানি ওরিগামির দিকে?

সবজান্তা এর ছবি

হায় নৌকা !

ইলেকশনের সিজনটা গেলো গা, আগে কইবেন না মন খারাপ


অলমিতি বিস্তারেণ

রেনেট এর ছবি

বাংলাদেশের ঠোঙাশিল্পে আপনার অবদান জাতি কোনদিনও ভুলবে না।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

তানবীরা এর ছবি

লীলেনদা, আমার বই কবে পাঠাচ্ছেন?

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রেনেট এর ছবি

ওমা! আপনাদের মধ্যে ননদ বিষয়ক সমঝোতা হয়ে গেছে? অ্যাঁ
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

এতো ঝামেলা করার কী দররকার! তার চাইতে নিখিল বাংলাদেশ ঠোঙা-প্রস্তুতকারী সংস্থা খুঁজে বের করে তাদের কাছে পাইকারিতে ছেড়ে দিন। পয়সা কিছু কম পাবেন বটে, তবে খাটনি কমবে অনেক। বাঁচবে সময়ও হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মাহবুব লীলেন এর ছবি

বুদ্ধিটা ভালো
আমি পাইকারি বিক্রি করলাম আর তারা নিয়ে সেটা বিক্রি করল খুচরা

কিন্তু সমস্যা হলো ওই সমিতির সভাপতি না হলেও সহসভাপতি যে আবার আমি নিজেই

এখন লেখক আমি পাইকারি রেটে বিক্রি করার পরে সমিতির পক্ষ থেকে যে আমাকেই আবার খুচরা বিক্রির জন্য ভ্যান ভাড়া করতে হবে

ধুসর গোধূলি এর ছবি

- বস, ঠোঙা বানানির জন্য জার্মানীতেও মিনিমাম একটা সাপ্লাই দিয়েন। আমার ভাগের দশ টেকা লাগবো না, ঠোঙা বিক্রির কমিশন ডি এইচ লরেন্স মারফত পাঠায়া দিবো নে! চোখ টিপি

তয় দেশে আসলে চাবিড়িপানতামুক খাওয়াইলে আমি না করুম না।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সাইফুল আকবর খান এর ছবি

চরম ব্যাপার হৈছে। আর, পরম পোস্ট!
কংগ্র্যাট্সসসসসসসসসসসসসসসস বস!

চলুক

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

আহমেদুর রশীদ এর ছবি

ভ্যানগাড়ির ভাড়া বেশি, একটা বেয়ারিং গাড়ি বানাো।

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

মাহবুব লীলেন এর ছবি

বেয়ারিং গাড়ি ঠেলার জন্য আবার লোক লাগবে
তার চেয়ে চান্দা তুলে ভ্যান গাড়ি বানালে নিজে চালাতেও পারবো
চড়তেও পারবো
আবার ঠোঙা ফেরিও করতে পারবো

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

প্রিয় লীলেন, বই মেলার বাইরে আপনার বই সাতটি কোথায় পাওয়া যেতে পারে জানালে বাধিত হব। দয়া করে "আমার কাছে পাওয়া যাবে" জাতীয় রেফারেন্স দেবেন না।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ধুসর গোধূলি এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এভাবে বলবেন না... পরে বলে দেবে "উই পোকার পেটে" অথবা তারচেয়ে এক ডিগ্রি বাড়িয়ে- "বইগুলো তো এক ভাঙ্গারীতে বিক্রি করে দিয়েছিলাম, সে মিরপুরের আরতে নিয়ে গিয়েছিলো, সেখানে ঠোঙ্গা বানানো হয়েছিলো, আপনি এক কাজ করেন মিরপুরের সবগুলো মুদি দোকানে ঠোঙ্গা সার্চ করেন, সেগুলো খুলে খুলে জোড়া দিয়ে দেখেন সাতটা বই জোটাতে পারেন কি না..."

তারচেয়ে "আমার কাছে পাওয়া যাবে"ই ভালো। দেঁতো হাসি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মাহবুব লীলেন এর ছবি

আপনি যদি মধ্যপাণ্ডব হতেন তাহলে বলতাম পাতাল মন্থন করলে পেতে পারেন

তবে আহমেদুর রশীদের কাছে পাওয়া যাওয়ার কথা (যদি না সেগুলো অতদিনে ফুটপাতে চলে গিয়ে থাকে)

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

লেখাটা পড়ে কষ্ট পেলাম। দুঃখে আমার চউক্ষে পানি চলে আসল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মাহবুব লীলেন এর ছবি

চশমা পইরা কান্তে নাই
চউক্ষের পানি দেখা যায় না

অতিথি লেখক এর ছবি

ভাই, এ লেখার নাম " ঠোঙ্গায়তন " দিলে জমতো ভালো...

অতন্দ্র প্রহরী এর ছবি

"লীলেন সমগ্র" বের করে ফেলেন, তাহলে ঠোঙ্গাওয়ালাদের জন্য সুবিধা হবে। একসাথে অনেক ঠোঙ্গা বানানোর কাগজ পেয়ে যাবে তারা।

লীলেন'দা, পুঁথি তো কিনব, কিন্তু সাথে ফ্রী কী দিবেন? ইদানীং খুব খারাপ দিন যাচ্ছে রে ভাই। লোকজন এটা-ওটা দেয়ার প্রতিশ্রুতি করেও, পরে আর দেয় না। আপনি আবার ওই দলে যোগ দিয়েন না মন খারাপ

কীর্তিনাশা এর ছবি

ঠোঙ্গা বানানো নিয়া কুনো চিন্তাবেন না লীলেন্দাদা!
আঠার সাপ্লাই আমি দিমু! চোখ টিপি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

খেকশিয়াল এর ছবি

ঠোঙ্গার বইটা পাইলাম আজকে। মোড়ক ছিলার পর মোয়া খাইলাম, আক্তার আহ্মেদ ভাই দেখি লীলেনদার কথা শেষ হবার আগেই চোখমুখ কুচকাইয়া ক্যাতক্যাত কইরা হাসতে হাসতে দেখলাম মোয়ার মোড়ক ছিলা শুরু করছে। ডরাইলাম যে পামু নাকি। লীলেনদার কথা শেষ হয় কি হয় নাই সব ঝাপাঝাপি কইরা মোয়া খাইলাম। আগে বইটা পইড়া শেষ করি পড়ে ঠোঙ্গা আর ওরিগামি শুরু করুম।

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কল্পনা আক্তার এর ছবি

আজ বইটা পেলাম (লেখকের স্বাক্ষর সম্বলিত) হাসি

আগে পড়ে নিই তারপর বলবোনে এইটা দিয়া ঠোঙ্গা বানানো যাবে নাকি নৌকা....

...........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

হাসিব এর ছবি

ঠোঙা বানাতে চাই । কিন্তু এর জন্য একটা বই যে দরকার ! সেইটা পাঠানির ব্যবস্থা করেন ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।