কুরবানি

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: শনি, ১৩/১১/২০১০ - ১০:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

হায়রে স্বদেশ খায়রে *প,
আমজনতার মায়রে বাপ !

বর্ষ সেরা নেত্রী কি না
এই আমাদের শেখ হাসিনা !
সেই খুশিতে বাচ্চা লোগে,
জোরসে লাগাও করতালি
খালদা আফার মনটা খারাপ
কাইলকা দিসেন হরতালই !

বৌদ্ধ, হিঁদু, সুন্নি-শিয়া,
নেত্রী মোদের খালদা জিয়া !
এই ঈদেতে রপ্ত করি
মহান ত্যাগের সুর-বাণী
দুই ম্যাডামের জন্য আসেন
দেশটারে দেই কুরবানি !


মন্তব্য

সুরঞ্জনা এর ছবি

চ্রম!! অ্যাঁ
উত্তম জাঝা!
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অনেক আগেই দেয়া হয়ে গেছে। ছড়া ভালো হয়েছে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি


______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

চ্রম!!
(আচ্ছা, আমি ইমো দিতে পারি না। কেউ শিখাবেন, প্লিজ? পারলে আপনার জন্য কিছু ইমো বরাদ্দ হত)

---আশফাক আহমেদ

অতন্দ্র প্রহরী এর ছবি

এখানে দেখুন।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

এই ঈদেতে রপ্ত করি
মহান ত্যাগের সুর-বাণী
দুই ম্যাডামের জন্য আসেন
দেশটারে দেই কুরবানি !

জব্বর!

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক

অতিথি লেখক এর ছবি

গুরু গুরু

কুটুমবাড়ি

স্নিগ্ধা এর ছবি

সেটাই!

ওসিরিস এর ছবি

কাঁফাঁইয়া লাইসেন।।
_______________________________________________
সিগনেচার কই??? আমি ভাই শিক্ষিৎ নই। চলবে টিপসই???

খেকশিয়াল এর ছবি

হো হো হো

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কৌস্তুভ এর ছবি

চলুক

অতিথি লেখক এর ছবি

জটিল হইছে...... মজা পাইলাম......

-শাহেদ সেলিম

হিমু এর ছবি

ম্যাডাম কাঁদেন পিনপিনিয়ে, ক্যাডার কাঁদে হুহু
পিয়েম আপার বাসার গাছে কোকিল ডাকে কুহু
ম্যাডাম বলেন সরকারী লোক ধরলো আমার ঘেডি
সরকারে কয় এত্তদিনে ছাড়লো বাসা বেডি
ম্যাডাম বলেন কত্ত স্মৃতি আট বিঘা মোর নীড়ে
খ্যামতা যদি আবার আসে, আসবো আবার ফিরে
সরকারে কয় জবরদখল খবর করে ছাড়ি
কবর যাবেন বগলতলে সঙ্গে নিয়ে বাড়ি?
সরকারে দেয় অট্টহাসি, আটকুঁড়াও হাসে
ম্যাডাম থামেন, চামচারা সব চোখের জলে ভাসে
মিছিলমিটিংটকশোতে হয় ভীষণ হুটোপুটি
ফাঁকতালে হায় আমজনতার পণ্ড ঈদের ছুটি।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

প্রমিথিয়ুস [অতিথি] এর ছবি

ভয়াবহ-চমৎকার ছড়া হইছে... গুরু গুরু
ট্রেনের টিকিট ছিলো ১৪ তারিখের।রীতিমত যুদ্ধ করে কেনা।গিয়াঞ্জাম হয় কীনা ভগবানাল্লেশ্বরই জানেন। চিন্তিত

অতিথি লেখক এর ছবি

ভাইডি, সেইরাম হয়েছে।এক কথায় ঝমা ইট।

~~~~~ দেবাশিস মুখার্জি ~~~~~~
[db.mukherjee.blog@gmail.com]
(অল্পসল্প...কবিতা-গল্প...)

দ্রোহী এর ছবি
কৌস্তুভ এর ছবি

উশ্‌! পোস্টালেন্না কেন?

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

দুদার্ন্ত লেখা, হিমু ভাই। আলাদা পোস্টের দাবী রাখে।

তারানা_শব্দ এর ছবি

হো হো হো হো হো হো

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

তারানা_শব্দ এর ছবি

হো হো হো হো হো হো

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

নিবিড় এর ছবি
রাহিন হায়দার এর ছবি

গুরু গুরু
________________________________
মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো...

ওডিন এর ছবি

মুহাহাহাহাহা!

দুইজনের ছড়াতেই
একজনেরটায় তারা দিছি, অন্যেরটায় লাইক্স। হাসি
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

দুষ্ট বালিকা এর ছবি

বাহ রে বাহ!

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

প্রমিথিয়ুস [অতিথি] এর ছবি

রেগে টং যাহাদের জন্য প্রযোজ্য।

আর ছড়া (গুড়) হয়েছে।

অতিথি লেখক এর ছবি

খালি দেশকে কুরবানি দিলে মনে হয় দুই নেত্রীর মন ভরবে না, সাথে দেশের যত মানুষ আছে তাদেরকেও কুরবানি দিতে হবে।
এই দেশের মানুষ একজনের বাপ, মা, ভাইদের খাইছে আর আরেকজনের স্বামী খাইছে- এদেরকে ওঁনাদের ভালোবাসার কোন কারণ আছে বলে আমার মনে হয় না। আমরাই অবুঝ, আমরা আশা করি ওঁনারা আমাদের, এই দেশটাকে ভালোবাসবেন। আমরাতো আসলে ওঁনাদের ভালোবাসা পাওয়ারই যোগ্য না।
ধিক আমাদের যারা এরকম মহান নেত্রীদের সমালোচনা করি, ধিক।

পাগল মন

পান্থ রহমান রেজা এর ছবি

বেশ বেশ!

জি.এম.তানিম এর ছবি

চাল্লু!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

ভাইডি, খাসা হয়েছে।

~~~~~ দেবাশিস মুখার্জি ~~~~~~
[db.mukherjee.blog@gmail.com]
(অল্পসল্প...কবিতা-গল্প...)

রোমেল চৌধুরী এর ছবি

ভাই,
এমনিতেই স্বপ্নাহত হয়ে আছেন। এরপর এমনটি লিখলে আর লেখাতে যদি এমন সর্বনেশে নাব্যতা তেজী হয় তবে,
"কাব্যিখানা নাব্যি হলে ঝুলবে ঘাড়ে দণ্ডাদেশ
নীতির চ্যালা বুঝবি ঠ্যালা দেশেই হবি নিরুদ্দেশ।"
তাই সময় থাকিতে এবে হও সাবধান
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

দ্রোহী এর ছবি
রানা মেহের এর ছবি

দেশটার কুরবানি হবার বাকি আছে কিছু?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আপনি জব্বর!!!

বইখাতা এর ছবি

দারুণ! চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।