পিটস্‌বার্গের ধুসর পান্ডুলিপি - ০০১

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: মঙ্গল, ১২/০৮/২০০৮ - ১০:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রকৃতি রূপ বদলাচ্ছে। ঢাকা ছেড়ে আসার পর অ্যারিজোনাতে যে জিনিসটা খুব মিস করতাম সেটা হল প্রকৃতির পরিবর্তন। সেখানে সারাটা বছরই আগুন গরম। পিটস্‌বার্গে ঠিক উল্টো। বছরে চারটে ঋতু দেখা যায় - উইন্টার, স্প্রিং, সামার, ফল। বাংলায় শীত, বসন্ত, গ্রীষ্ম আর হেমন্ত (নাকি শরৎ)। বর্ষা আর শরৎ নেই।

আজকে সকাল বেলা বাইরে বেরিয়ে দেখি গতরাতের বৃষ্টি গাড়ির উপর পাতলা একটা ধুসর আস্তর তৈরী করেছে। 'ফল' আসছে আর এর মধ্যে এই অবস্থা দেখে ভাবছিলাম শীতে কি হতে পারে! ঘরের স্টোরেজে বাড়ির মালিক শাবল, বেলচা কেন রেখেছে বুঝতে পারছি।

সকালের এই সময়টা খুব এনজয় করি আমি। মঙ্গলবার আর কোনকোন বুধবার সকালে মিটিং থাকে। নাহলে সকালে একটু নড়ে চড়ে অফিস যাই। আটটার অফিস ন'টার মধ্যে গেলেই চলে। গাড়ীতে উঠে রেডিও ছেড়ে দেই। সেটা শুনতে শুনতে অফিস। দুর্ভাগ্যজনক ভাবে অফিস বাসা থেকে সাত মিনিটের ড্রাইভিং দুরত্বে। মাস্তি করা হয় না অতটা। তবু বুনো পাহাড়ী রাস্তা ধরে গুটগুট করে যেতে যেতে আলতো রোদটাকে মজাই লাগে।

আমেরিকা আসার পর র‌‌্যাপে বড় আসক্তি হয়েছে আমার। রেডিও ছেড়ে কিছুদিন আগে পর্যন্ত গান শুনতাম। বেশীরভাগই র‌‌্যাপ বা আশির দশকের মেটাল। ইদানিং কি যেন হয়েছে - রেডিও ছেড়ে খবর শুনি - সিএনএন। নতুন গাড়িতে সিএনএন, ফক্স এসব নিউজ মিডিয়ার এক্স এম রেডিও চ্যানেল আছে। দুনিয়া জুড়া প্রচুর গিয়ানজাম। শুনতে মজাই লাগে।

আমার বস পাকিস্থানী। এক পাকিস্থানী প্রফেসরের কাছে খুব খারাপ এক্সপিরিয়েন্স নিয়ে আসার পর এই পাকিস্থানী বসকে নিয়ে ভয়ে ছিলাম। কিন্তু ভদ্রলোক নিতান্ত ভদ্র মানুষ। মডারেট কাজের চাপ। তাই সপ্তাহান্তে সামলে নেয়া যায়।

কাজের জন্য পাইথন শিখতে হচ্ছে এখন। চমৎকার এই ল্যাঙ্গুয়েজটির প্রেমে পড়ে যাচ্ছি কেবল আমি। তবে যে ব্যাপারটি ভালো লাগল না সেটা হচ্ছে ইন্ডেন্টেশন পাইথন ল্যাঙ্গুয়েজে একটা অংশ। কোডের সৌন্দর্য্য কি এভাবে এনফোর্স করা যায়? এ যেন বলা যে, 'তুমি ইংরেজীতে কথা বলতে চাইলে ইংরেজদের মত পোশাক পরতে হবে'।

প্রায় দুপুরে আমি লাঞ্চ করতে বাইরে যাই। মাঝে মাঝে সাথে থাকে মোহামেদ নামের এক ইন্ডিয়ান মুসলিম কলিগ। তার প্রাচীনকালের মুসলিম ধ্যানধারনা হজম করতে হয় আমাকে প্রায়ই। অথবা সাথে থাকে পাশের এক অফিসে চাকরী করা মুজিব ভাই।

ইদানিং পানেরা নামের একটা ইটালিয়ান রেস্টুরেন্টে যাই। প্রথম যেদিন গিয়েছিলাম সেদিন এক শংকর মেয়ে অর্ডার নিচ্ছিল। আমি তার কাছে গিয়ে মেন্যু বলতে দেখি সে কি-প্যানেল হাতড়াচ্ছে নির্ধারিত বাটন খুঁজে বের করার জন্য। আমি জিজ্ঞেস করলাম, আজকে কি তোমার প্রথম দিন? সে একটু মুখ কাঁচুমাচু করে বলল, ইয়া, ইউ ক্যান টেল? আমি তাকে একটু অভয় দিলাম। আজকে সেখানে যেতে যেতে মনে মনে ভাবছিলাম মেয়েটিকে কি আজকে দেখতে পাব?

কাজ শেষ হতে হতে প্রায় ছয়টা সাড়ে ছয়টা বেজে যায়। আজ বাজারে যেতে হবে। গাড়ি স্টার্ট দিয়েই দেখি সিএনএন চলছে। রাশিয়া যে জর্জিয়াতে আক্রমন করেছে তা নিয়ে ম্যাকেইন আর ওবামার মতামত কি। হঠাৎ মনে হল আরে খবর শুনছি কেন এত বেশী - তাহলে কি আমি বুড়ো হয়ে গেলাম? যুবক হবার আশায় জলদি চ্যানেল ঘুরালাম।

বাজার থেকে ফেরার পথে জানালা খুলে দিতেই এক ঝলক ঠান্ডা বাতাস ঝাপিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই দেখি কান কটকট করছে। তাড়াতাড়ি জানালা বন্ধ করলাম। শীতের দিনকাল বেশী সুবিধার যাবে বলে মনে হচ্ছে না।

(ডিসক্লেইমার: আইডিয়া হিমুর থেইকা চুরি করা।)


মন্তব্য

রাফি এর ছবি

দিনপঞ্জী লেখাগুলোর সমস্যা হল পাঠকের আগ্রহ থাকে, কিন্তু লেখকের কথা ফুরিয়ে যায়। চমৎকার লাগছিল পড়তে... মাসপঞ্জি বলে একটা বিষয় চালু করলে খারাপ হয় না।
সচলে বড় লেখার পাঠক জরীপ চলছে; এই লেখাটা পড়ে আমার আবারো মনে হল সুপাঠ্য লেখা বড় হওয়ার বিকল্প নেই।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমার ধারনা প্রতিটা লেখার একটা 'যোগ্য-দৈর্ঘ্য' আছে। সে দৈর্ঘ্যের কম বা বেশী হলে একটু বিরক্ত লাগে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কীর্তিনাশা এর ছবি

আমিও একমত বড় তাড়াতাড়ি শেষ করে দিলেন মুর্শেদ ভাই। আবার আপনাকে ইর্ষাও হলো খুব। ভালোই আছেন। আচ্ছা থাউক ইর্ষা করুম না। ভালো থাইকেন সব সময়।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মাঝখানে একটু ঝড়ো হাওয়া বয়ে গিয়েছে। সে কারনেই এই সুস্থির সময়টাকে এনজয় করার চেষ্টা করি। জীবনটাই আপস এন্ড ডাউনসে ভরা। আপনিও ভালো থাইকেন এই কামনা করি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি

আজকে সেখানে যেতে যেতে মনে মনে ভাবছিলাম মেয়েটিকে কি আজকে দেখতে পাব?

আমার নাম্বারটা আছে না তোমার কাছে? বউয়ের হাতে পিডা খাইয়া গুণগুণ কইরে না কানতে চাইলে আমার নাম্বারটা ঐখানে রাইখা আইসো! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ইমরুল কায়েস এর ছবি

চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
-----------------------------------------------------
কেউ একজন অপেক্ষা করে

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

বউয়ের হাতে পিডা খাইয়া গুণগুণ কইরে না কানতে চাইলে আমার নাম্বারটা ঐখানে রাইখা আইসো!

গুণগুণ কইরা কেমনে কান্দে? চিন্তিত
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

ধুসর গোধূলি এর ছবি

- বুঝবেন বস, বুঝবেন। তখন বুঝেও ইজি থাকতে পারবেন না। তখন এই গরীবের কথা মনে করবেন, "হ কইছিলো, ধুগো কইছিলো!" চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মেয়েটা অনেক লম্বা। রিহানা গোত্রের। তোমারে ধরে চেপ্টা করে দিবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

আপনার লেখায় অনেকদিন পর প্রাণের স্পন্দন পেলাম।

আইডিয়া ব্যবহারকে চুরি বলা যায়?তাহলে আলাপ-আলোচনা বা পরামর্শ করা নিষিদ্ধ হওয়া উচিত।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

চুরি না। হিমুর লেখা পড়ে খানিকটা ইন্সপার্য়াড। তাই কৃতজ্ঞতা স্বীকার করেছি কেবল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মূর্তালা রামাত এর ছবি

প্রাণবন্ত লিখেছেন। পড়ে আনন্দ পেলাম।

মূর্তালা রামাত

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

একটা ব্যাপার লক্ষ্য করেছি - যে লেখাটা আমি লিখে আনন্দ পাই, সেটা পাঠক পড়ে আনন্দ পায়। বিষয়টা ইন্টারেস্টিং।

আপনাকে ধন্যবাদ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ক্যামেলিয়া আলম এর ছবি

পরিচ্ছন্ন আর সাবলীল লেখার এক দিনলিপি পড়লাম-----আপনার কথাগুলোয় আপনাকে দেখতে পাচ্ছিলাম
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পড়বার জন্য আপনাকে ধন্যবাদ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আরিফ জেবতিক এর ছবি

চলুক

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

চলুক চলুক

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হিমু এর ছবি

হাত খুলে লেখো বাবা।


হাঁটুপানির জলদস্যু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বান্দরটাকে কৃতজ্ঞতার কলা দিয়েছি বলে খুশীতে বগল চুলকাচ্ছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হিমু এর ছবি

এই মন্তব্য ভবিষ্যতে ব্যবহারের জন্যে দাগানো হলো :)।


হাঁটুপানির জলদস্যু

তানভীর এর ছবি

পাইথনের কোন ভাল রেফারেন্স বই বা ভালো কোন টিউটোরিয়াল থাকলে জানায়েন। ধন্যবাদ।

= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

গুগল থাকতে চিন্তা কি? আমরা আসলে আয়রন পাইথন বলে পাইথনের একটা ডট নেট ডিসেন্ডন্ট ব্যবহার করছি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কনফুসিয়াস এর ছবি

হাসি
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ইশতিয়াক রউফ এর ছবি

ভাল লাগলো। হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ওয়েল্কাম ব্যাক!
ভাল লাগছে বরাবরের মতো।

আবার সিরিজ চলুক।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কানাডা যাত্রার কতদূর?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রায়হান আবীর এর ছবি

যুবক হবার আশায় জলদি চ্যানেল ঘুরালাম।

হো হো হো

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍দুর্ভাগ্যজনক ভাবে অফিস বাসা থেকে সাত মিনিটের ড্রাইভিং দুরত্বে।

অফিস থেকে বাসার দূরত্ব কম হলে সেটা দুর্ভাগ্য কেন? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সকালবেলার গান বা খবর শোনাটা এনজয় করতে করতে খুব দ্রুতই ফুরিয়ে যায় বলে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত এর ছবি

মরুভূমি থেকে একদম বরফে !!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।