সচল আড্ডা

মেহবুবা জুবায়ের এর ছবি
লিখেছেন মেহবুবা জুবায়ের [অতিথি] (তারিখ: শনি, ১৯/০১/২০১৩ - ২:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

২০১২ সালের জুলাই মাসে ডালাস সচলাড্ডায় খাওয়া-দাওয়া আর আড্ডাবাজির যে ‘হৈহৈ কান্ড রৈরৈ ব্যাপার’ ঘটেছিল, তা পুনরুজ্জীবিত করতে আগামি ২৯শে জুন শনিবার ২০১৩-তে সচলের মেগা আড্ডা অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউ ইয়র্কে। টানা দুই তিন ধরে আমরা হুল্লোড় বাজী করব, রাঁধব, বাড়ব, খাব, এক সাথে বেড়াব, নানা গঠনমূলক ও অগঠনমূলক আলোচনা করব। এই আড্ডার হোষ্ট হবেন সচলের একনিষ্ঠ পাঠিকা (একটা পোস্ট পড়তেও ইনি বাদ রাখেননি !) নীলকমলিনী; তার বাসাতেই আড্ডাটি হবে। তবে এটাকে সাফল্যমণ্ডিত করবে (আশা করছি) নিউ-ইয়ার্ক ও তার আশে পাশের শহর ও স্টেটের বসবাসকারী সচলরা। (মানে নতুন জার্সি, দেলওয়ার হোসেন, কান একটি কাট, ও লম্বা দ্বীপের বাসিন্দারা)

শুধু জায়গা আর তারিখ ঠিক করা ছাড়া এখনো আর কিছুই ঠিক করা হয়নি। অনেক সময় আছে। ধীরে-সুস্থে প্ল্যান করা যাবে। এই পোষ্টের মন্তব্যের ঘরে আমরা আমাদের ভাবের, ইচ্ছার ও মতামতের আদান প্রদান করবো। নীলকমলিনীর ইমেলের ঠিকানা দেওয়া হলো। আগ্রহীরা যোগাযোগ করতে পারবেন।

আগামী সচল আড্ডার সফলতা কামনা করছি।

(নীলকমলিনীর ইমেলের ঠিকানা)


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এটাতে যাওয়া যায়। চিন্তিত

মেঘা এর ছবি

ঢাকার লোকেরা কোন আড্ডা করে না ইয়ে, মানে...

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

স্যাম এর ছবি

নজরুল ভাই জানে চোখ টিপি

মেঘা এর ছবি

নজরুল ভাই জানে ঠিকই কিন্তু বলে না মন খারাপ

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

সত্যপীর এর ছবি

টানা দুই তিন ধরে আমরা হুল্লোড় বাজী করব, রাঁধব, বাড়ব, খাব, এক সাথে বেড়াব, নানা গঠনমূলক ও অগঠনমূলক আলোচনা করব।

কোনরকম গঠনমূলক আলোচনার মধ্যে আমি নাই। আগেই কয়া রাখলাম।

..................................................................
#Banshibir.

ত্রিমাত্রিক কবি এর ছবি

হ গঠনমূলক আলোচনা মধ্যে আমিও নাই।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

চরম উদাস এর ছবি

সাফিনাজ আরজু এর ছবি

ওঁয়া ওঁয়া

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

কৌস্তুভ এর ছবি

কাইন্দেন্না। সামারে হেলসিঙ্কি যামু তখন সচলাড্ডা করতি চৈলা আয়েন।

সাফিনাজ আরজু এর ছবি

হাততালি হাততালি দেঁতো হাসি
তাইলে সেই কথাই রইল।

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

বেচারাথেরিয়াম এর ছবি

হাসি

সুমাদ্রী এর ছবি

উদাস'দা, কেমন করে এ ইমোগুলো দেন? হাসতে হাসতে ঐ জিম ক্যারীর মতই হাঁটা শুরু করা শুরু করলাম।

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

সাফিনাজ আরজু এর ছবি

শুধু আম্রিকাতে সচল আড্ডা হলে হবে??? চিন্তিত
ইউরোপের সচলেরা কি করে? বড় পরিসরে একটা আড্ডা হোক, যোগদানে আগ্রহী। ইয়ে, মানে...

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

বেচারাথেরিয়াম এর ছবি

সামারে একটা প্লান করেন। লগে আছি। এই আম্রিকার ব্যাপারস্যাপার আর ভাল্লাগে না। মন খারাপ

হিমু এর ছবি

সামনের শীতে ল্যাপল্যান্ডে যাওয়ার ধান্দা আছে। আমি আর মিস্টার অ্যান্ড মিসেস চরম উদাস রাজি, তারেকাণু গাঁইগুঁই করে। ল্যাপকম্বল নিয়া আপনিও চৈলাইসেন।

সাফিনাজ আরজু এর ছবি

হাততালি
হিমু ভাই, আমি অনুদার মত গাঁইগুই এর মধ্যে নাই। লক্ষ্মী মেয়ের মত দুই হাত তুললাম, ল্যাপকম্বল নিয়া আসামী হাজির। দেঁতো হাসি দেঁতো হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

হিমু এর ছবি

তারেকাণুরে রাজি করাতে হবে। বাই হুক অর ক্রুক। সে ফস্কানোর ধান্দায় আছে। কিন্তু ফস্কাতে সে পারবে না। আপাতত সে পটুয়াখালী না সুনামগঞ্জ কই যেন কিছু ছিন্নমূল পাখির সংসারজীবন পয়মাল করার কাজে ব্যস্ত। সে হেলসিঙ্কিতে ফিরলেই তারে গ্লাভসে ছাই মেখে ধরবেন।

সাফিনাজ আরজু এর ছবি

নিউ ইয়ারে অনুদার সাথে দেখা হয়েছিল, তখন জানলে আগেই এক দফা সাইজে আনার চিন্তা করতাম! চিন্তিত
ব্যাপার না হিমু ভাই, এইবার মণ খানেক ছাই সাথে নিয়া যাব। অনুদা শিং মাছ হোক বা বাইম মাছ, যে কাদাতেই লুকাক না কেন--পালানোর কোন উপায় নাই। শয়তানী হাসি শয়তানী হাসি

ট্যুর ডে লা ল্যাপল্যান্ড ফাইনাল, হিপ হিপ হুররে ! দেঁতো হাসি দেঁতো হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

কৌস্তুভ এর ছবি

আগস্ট মাসে আমার মন্ট্রিয়লে কনফারেন্স। নিউইয়র্ক মন্ট্রিয়ল থেকে এত দূর কেন? নীলকমল আফামণি মন্ট্রিয়লে থাকেন্না কেন?

সত্যপীর এর ছবি

..................................................................
#Banshibir.

কৌস্তুভ এর ছবি

সত্যপীর এর ছবি

..................................................................
#Banshibir.

মণিকা রশিদ এর ছবি

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

সত্যপীর এর ছবি

..................................................................
#Banshibir.

কুমার এর ছবি

পীরের কালির কি জাদু, লেখলো মাগার পড়তে পারলাম না। মিস-য়ু-ছাগা'র আসেপাশে কিছু প্লান হইতেছে নি!

সত্যপীর এর ছবি

একদিন ঠিক পড়তার্বেন। ধইজ্জ ধরেন। গ্র্যাব পেশেন্স।

..................................................................
#Banshibir.

মণিকা রশিদ এর ছবি

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ফাহিম হাসান এর ছবি

Restricted: সচল

আমিও আসতে চাই ওঁয়া ওঁয়া

Guest_Writer নীলকমলিনী এর ছবি

আমার সঠিক ই মেইল ঠিকানা হল

এখনো অনেক সময় আছে প্ল্যান করার। প্লিজ চলে আসুন। আমরা গান বাজনার আয়োজনও রাখব। কেউ যদি বার বি কিউ করতে পছন্দ করেন তাহলে আমার বাড়ীর পেছনের ডেকে বনের ধারে বি বি কিউ করা যাবে।
আমাকে মেইল করে জানালে আমি ফোন নাম্বার দিয়ে দেব।
@ সত্যপীর তোমার খাবারের লিস্টি আমার কাছে আছে, @কৌস্তোভ, একমাস বেড়িয়ে তারপর মনট্রিইএল গেলেই হয়।@ চরম উদা্‌স, এত নাচানাচি কিসের, তুমি তো শুনলাম আসতে পারবে না। অনেক মিস করবে কিন্তু।
দেখা হবে জুনে

মণিকা রশিদ এর ছবি

উইক এন্ড এ হলে আমি আসবো। আড্ডা কি শুধু শনিবার এর, নাকি পুরো উইক এন্ড? জানা থাকলে থাকা ইত্যাদির প্ল্যান করাটা সুবিধেজনক হয় আর কি!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

Guest_Writer নীলকমলিনী এর ছবি

উইকএন্ড এ হবে। প্লিজ চলে আসুন। যদি অনেকেই আসে, তাহলে গ্রুপ রেটে হোটেলও নেয়া যায়।
আমি দেশে যাচ্ছি পরশু, ফিরে এসে প্ল্যান করব। শুভ কামনায়।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ঠিকানা? এ্যালবানি থেকে কত দূরে?
সাকিবের শ্বশুর বাড়ির স্টেট থেকে আসলে বিশেষ কোন খাতির মিলবে কি?

Guest_Writer নীলকমলিনী এর ছবি

অলবেনী থেকে ১২০ মাইল, নুইইয়র্ক শহরের দিকে।তেতে? নুই ইয়র্ক থেকে ২৫ মাইল উত্তরে।
সাকিবের বউ এর বাড়ী কোন স্টেটে?

Guest_Writer নীলকমলিনী এর ছবি

নুই ইয়র্ক সিটি থেকে ২৫ মাইল উত্তরে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

উইশ কম সিন। মেলা দূর!

ফারুক হাসান এর ছবি

নিউ জার্সি থেকে দুই হাত তুললাম।

মেহবুবা জুবায়ের এর ছবি

@ মোর্শেদ যেতে পারি মানে? যেতে হবে, এখন থেকেই প্লান করো। এবার আর কোন ওজর আপত্তি শুনবো না।

@ মেঘা আসল আড্ডা করে তো ঢাকার লোকেরাই (সচলরা), ঢাকার বাইরের আমরা তো ওদের নকল করার চেষ্টা করি মাত্র। আ: সে যে কী আড্ডা!

@ সত্যপীর তুমি হলে গিয়ে সত্যপীর (ভণ্ডপীর না?), যা বলবে, যা করবে সেটাই হবে অঘটন মুলক ঘটনা! হাসি

@ কৌস্তুভ ছি: কান্না কাটি করে না। জার্মান দেশে বাঘা বাঘা সচলরা থাকেন। তোমার মন্ট্রিয়েল থাকাকালীন সময়ে অনেক সচল আড্ডা হবে দেখো নিও।

@ মনিকা চলে এসো, পুরো সপ্তাহজুড়েই আড্ডা হবে।

@প্রকৃতিপ্রেমিক আশা করছি নীলকমলিনী তোমার প্রশ্নের জবাব দেবেন। ইষ্ট কোস্টের ওদিকটা আমি ভালো জানিনা , চিনিনা তাই।

@ফারুক হাসান খুব খুশী হলাম দুই হাত তোলার জন্য। তোমাদের সবার নীলকমলিনীকে সাহায্য করতে হবে। এতদূর থেকে আমরা তো তেমন একটা সাহায্য করতে পারবো না।

আলতাইর এর ছবি

আহা!!! সচলরা আড্ডাবাজী করে!! আর আমরা নাদান অচলরা---- খালি পোস্ট দেখি!! তালগাছটা আপনাকে দিলাম

ত্রিমাত্রিক কবি এর ছবি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

মনি শামিম এর ছবি

আচ্ছা, এই আড্ডাবাজির কি কোনও নিয়ম আছে যেখানে অচলরা অন্তর্ভুক্ত হতে পারবেন না- এই জাতীয় কিছু? কেউ কি অনুগ্রহ করে জানাবেন?

-মনি শামিম

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সচলরা যাওয়ার জন্য টিকিট পায় (সচল ফান্ড থেকে), আর অচল বা হাচলরা নিজ দায়িত্বে।

সত্যপীর এর ছবি

সচল ফান্ডের টাকা অতিথি লেখকেরা দিয়ে থাকেন শুনছি।

..................................................................
#Banshibir.

জোহরা ফেরদৌসী এর ছবি

সচল ফান্ডের টাকা অতিথি লেখকেরা দিয়ে থাকেন শুনছি।

আমি শুধু ভাবি এ ক্যামন ধারা পীর ? অ্যাঁ

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

প্রকৃতিপ্রেমিক এর ছবি

নামেই তো বোঝার কথা! পীর আবার সত্যি হয় নাকি চোখ টিপি

ইয়াসির আরাফাত এর ছবি

কস্কি মমিন!

ত্রিমাত্রিক কবি এর ছবি

আম্মো আসতে চাই। ভ্যাঙ্কুভার থিকা, দেখি কোন স্পন্সর যোগার করা যায় নাকি!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

দিগন্ত এর ছবি

পূর্বপাড়ে গেলে ওই সময়ে নিশ্চয় আসব। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

ক্লোন৯৯ এর ছবি

আমরাও (আমি এবং পরিবার) আড্ডায় যোগ দিতে চাই, যদি অনুমতি মেলে!!

আড্ডাস্থান সিটি থেকে ৩০ মাইল উত্তরে হলে আমরা তার আশেপাশেই আছি মনে হয় দেঁতো হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।