সচল আড্ডা

মেহবুবা জুবায়ের এর ছবি
লিখেছেন মেহবুবা জুবায়ের [অতিথি] (তারিখ: শুক্র, ১৫/০৬/২০১২ - ৭:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচল আড্ডা
মেহবুবা জুবারের

অনেকদিন থেকেই ভাবছিলাম একটা সচল আড্ডা করার কথা। কিন্তু একা একা কী এসব হয়? তাই মনের ইচ্ছে মনে চেপে রেখে বড় বড় নিশ্বাঃস ফেলে ঢাকার/জার্মানীর সচল আড্ডার বর্ণনা পড়তাম, ছবি দেখতাম আর মনকে বলতাম, দেখিস আমরাও একদিন...

অনেক দিন আগে একটা বাংলা ছবি দেখেছিলাম। ছবিটার নাম ছিলো “The Rain”। যার বাংলা নাম করা হয়েছিলো “যখন বৃষ্টি এলো”। নীল কমোলীনি জানালেন তিনি ডালাসে বেড়াতে আসবেন আগামী ৯ই জুলাই। ব্যাস দুইয়ে দুইয়ে ষোলো বানিয়ে ফেল্লাম।(কল্পনার ঘুড়ি উড়াইলাম আর কী?) ভাবলাম “The chance” যার বাংলা অর্থ “যখন সুযোগ এলো”।

বসে গেলাম প্লান করতে। জালাল ভাই থাকতে পারবেন না, দেশে যাচ্ছেন তিনি। যোগাযোগ করলাম ডালাসবাসী সচল উচ্ছলা ও চরম-উদাসের সাথে। তাসনীমকে কল দিলাম, এখন সামার। ওর বাচ্চাদের স্কুল বন্ধ, সুতরাং ও আসতে পারবে। ফোন দিলাম লুজিয়ানাতে আনন্দিনীকে, ওদের কোন অসুবিধে নেই। আসতে পারবে ওরা।

অবশেষে দেখে, শুনে, জেনে, বুঝে মনে হচ্ছে এবার একটা সচলা আড্ডা হতে যাচ্ছে ডালাসে। তাহলে ঘোষণাটা দিয়েই ফেলি...

আগামী ১৩ই জুলাই শক্রবার সন্ধা/রাত থেকে আমাদের সচল আড্ডার শুভমুক্তি হতে যাচ্ছে। হাসি-গান-গল্প-ঝগড়া-চুটকী-আলোচনা-সমলোচনায় ভরপুররররর এই আড্ডা চলবে ১৪ই জুলাই রাত পর্যন্ত। প্রধান ভুমিকায় অভিনয় করবেন আমাদের সচলের হিট নায়ক শিশুপালনের সফল রচয়িতা সর্বজনাব সচল তাসনীম। সার্বিক পরিচালনার দায়িত্বে থাকবেন নীলকমোলীনি। প্রধান সহকারীর দায়িত্বে থাকবেন, উচ্ছলা ও চরম উদাস। তিনি কথা দিয়েছেন উদাসীনতা দুই দিনের জন্য নামের পেছন থেকে সরিয়ে রেখে তিনি শুধু চরম ভাবে আড্ডায় হাজির থাকবেন। মেনু এবং ভেনুর( চিৎ কাৎ হোটেল) দায়িত্বে থাকবেন মেহবুবা জুবায়ের। মেনু কী হবে? হ্যাঁ ভাই এইখানেই তো কাহিনির টার্নিং পয়েন্ট। সেটা জানতে হলে সশরীরে বাকী পর্ব ডালাসের রূপালী আড্ডায় দেখতে হবে।
উত্তর আমেরিকার সব সচলদের আমন্ত্রণ রইলো দলে দলে যোগদান করে আমাদের প্রথম উত্তর আমেরিকা সচল আড্ডা সফল করতে। যাতে করে আমরাও আড্ডার বর্ণনা ও ছবি দিয়ে একটা বি-রা-ট পোষ্ট দিতে পারি। এবং সেই পোষ্ট পড়ে "তাহাদের" পোষ্ট পড়ে আমাদের মনের কী অবস্হা হতো, আমরা কেমন করে আহা উুহু করতাম, তার সাথে, একটু হলেও যেন পরিচয় করিয়ে দিতে পারি। আমেন!


মন্তব্য

সচল জাহিদ এর ছবি

কানাডা বাসীদের অন্তর্ভুক্ত না করার তেব্র পেত্যিবাদ আর দিক্কার জানাইয়া গেলাম। খানাপিনার কথা শুইনা এখনই জিভে পানি আইস্যা পড়ল।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

বাপ্পীহা‌য়াত এর ছবি

জাহিদ ভাই, কানাডা কি উত্তর আমেরিকায় না? দেঁতো হাসি

Guest_Writer নীলকমলিনী এর ছবি

ভাবী তো উত্তর আমেরিকার সবাইকে নিমন্ত্রন করেছেন, কানাডাবাসীরাও আমন্ত্রিত। প্লিজ চলে আসুন।

সচল জাহিদ এর ছবি

চিন্তিত হেইডাত খিয়াল করি নাই দেঁতো হাসি


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

গৃহবাসী বাঊল এর ছবি

জাহিদ্ভাই, এক কাম করেন। এডমন্টনেই একটা সচলাড্ডা ছুইড়া মারেন। এডমন্টন ও তার নিকটবর্তী শহর-বন্দর, বন-জংগল, পাহাড়-নদী, আকাশে-বাতাসে যত সচল, হাচল ও অবিচল (যারা খালি পড়ার ও না লেখার সিদ্ধান্তে রকি মাউন্টেনের মত তাব্দা খাইয়া রইছে, যেমন, এই অধ্ম) আছে সবাইরে নিয়া ঝাপাইয়া পড়েন। তারপর সবাইরে দেখাইয়া দেন যে আপ্নেও বড় হইছেন, এখন আপ্নেও পারেন। পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম শয়তানী হাসি

দিগন্ত এর ছবি

স্কাইপ ব্যবহার করে জুড়ে যান, উত্তর আমেরিকা মহাদেশ বিশাল হলেও ব্যান্ডউইথ সমস্যা হবে না, টাইম-জোনও না।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

মেহবুবা জুবায়ের এর ছবি

--------------------------------------------------------------------------------

চরম উদাস এর ছবি

সচল জাহিদ এর ছবি

এত নাচন ভালা না কইলাম।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

অতিথি লেখক এর ছবি

হো হো হো
গড়াগড়ি দিয়া হাসি
কড়িকাঠুরে

তানজিম এর ছবি

ভাইয়া, নাচতে নাচতে তো কলার খোসা পড়ে গিয়ে 'চরম উদাম' হয়ে গেলো দেঁতো হাসি

তিথীডোর এর ছবি

হো হো হো

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

চরম উদাস এর ছবি

অতিথি লেখক এর ছবি

"ও সুনা বন্দুরে-
কলা খাইলো ইন্দুরে... শয়তানী হাসি

কড়িকাঠুরে

প্রদীপ্তময় সাহা এর ছবি

এইগুলান জোগাড় করেন কই থিকা কন তো?
চরম, চরম।
গুরু গুরু

কৌস্তুভ এর ছবি

এইটা শরম উদাস খাইছে

অতিথি লেখক এর ছবি

চলুক হো হো হো গড়াগড়ি দিয়া হাসি
কড়িকাঠুরে

সাবেকা  এর ছবি

হো হো হো

মেহবুবা জুবায়ের এর ছবি

এই রকম জোস যেন থাকে তখন!

--------------------------------------------------------------------------------

ত্রিমাত্রিক কবি এর ছবি

কানাডায় একটা সচলাড্ডার আয়োজন করা দরকার এইটার তীব্র প্রতিবাদ হিসাবে।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

মেহবুবা জুবায়ের এর ছবি

একটু একটু জ্বলন হইতাছে ভাইজান? খুব খুশী লাগলো। দেঁতো হাসি

--------------------------------------------------------------------------------

ত্রিমাত্রিক কবি এর ছবি

এই আড্ডা আমাকে ছাড়া জমবে না। আমার জন্মদিনের দিন পাট্টি করবেন আমাকে ছাড়া?

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

আশরাফুল কবীর এর ছবি

উত্তর আমেরিকার সব সচলদের আমন্ত্রণ রইলো দলে দলে যোগদান করে আমাদের প্রথম উত্তর আমেরিকা সচল আড্ডা সফল করতে।

#প্রাচ্য, দূর প্রাচ্যের অধিবাসীদের আমন্ত্রণ জানানো হয়নি কেন? জানতে মুঞ্চায় কস্কি মমিন!

#পুনশ্চ: স্মরনীয় আড্ডা হোক বাঘের বাচ্চা

মেহবুবা জুবায়ের এর ছবি

খাওয়া নিয়া কোন সমস্যা নাই, কিন্তু এতো মানুষ শুইতে দিমু কই?

--------------------------------------------------------------------------------

গৃহবাসী বাঊল এর ছবি

কেন ভাবি? আপনাদের শহরে কমলাপুর রেলস্টেশন নাই? না থাকলে সদরঘাট? সদরঘাট ও যদি না থাকে তাইলে কবি নিরব দেঁতো হাসি

ধুসর গোধূলি এর ছবি

হে হে হে, লাভ নাই। কয় তারিখ বললেন, ১৩ জুলাই? সেদিন দরকার হলে ডালাসে ঢুকার সব পথে আমরা অবস্থান ধর্মঘট করে বসে থাকুম। রাজপথ দখল করে মিছিল করুম, মিটিং করুম, ওয়াজ মাহফিল করুম, যাত্রাপালা করুম- তাও পাবলিকরে ডালাসে ঢুকতে দিমু না! ডালাসে ঢুকতে চাইলেই খাল্লাস করে দিমু... দেখি এইবার কে আসে ডালাসের আড্ডায়! মুহাহাহা শয়তানী হাসি

Guest_Writer নীলকমলিনী এর ছবি

ডালাসে ঢুকার পথ পর্যন্ত আসতে পারলে তো আড্ডায় জয়েন করলেই হয়।

মেহবুবা জুবায়ের এর ছবি

তুমি আন্দোলন করবা ক্যান? আমি না তোমার ভাবি হই? আমরা আমরাই তো। তোমার % কতো? ঠিক আছে টেবিলের তলে দিয়ে দিবো। পাবলিকরে কিছু বলবো না।

--------------------------------------------------------------------------------

ক্রেসিডা এর ছবি

আমারে একটা ভিসার ব্যবস্থা করে দেন!! আমিও আসুম চাল্লু

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

মেহবুবা জুবায়ের এর ছবি

ত্রেুসিডা তুমি বাংলাদেশে থাকলে কিছু করতে পারবো না, সরি। তবে অন্য কোথাও হলে স্পনসারের চিঠি পাঠাতে পারি। সত্যি আসবে। টিকিট তোমার। হা হা হা।

--------------------------------------------------------------------------------

ক্রেসিডা এর ছবি

বাংলাদেশে থাকি আপু মন খারাপ আপনারা মজা করেন, ফুটু দিয়েন শুধু.. খাবারের ফুটু দিয়েন না কইলাম; রাতের বেলা চরম ক্ষিধা লাগে মন খারাপ

প্রদীপ্তময় সাহা এর ছবি

সহমত মন খারাপ

বন্দনা এর ছবি

আমার ভিসা আছে, আমারে খালি টিকিটের ব্যবস্থাটা কইরা দেন আপ্নারা প্লিজ লাগে ইয়ে, মানে...

চরম উদাস এর ছবি

তাপস শর্মা এর ছবি

দেঁতো হাসি হাসি

যদিও উদাস হৈলাম। ইয়ে, মানে... এদিকে দেখি উদা'ভাই হুদা হুদা কত রঙ্গ করছে। খাইছে

মেহবুবা জুবায়ের এর ছবি

দুষ্ট পানি খাওয়া যাবেনা উদাস, পোলাপান নিয়ে তাসনীম আসবে যে!

--------------------------------------------------------------------------------

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জুলাইয়ের শেষের দিকে এক আত্মীয়ের বাবু হবে বলে দেখতে যেতে চেয়েছিলাম হিউস্টনে। সেই যাত্রাটা কোনোভাবে জুলাইয়ের ১৪ তারিখ আনা যায় কিনা ভাবছি। প্রবল সম্ভাবনা হচ্ছে না যাবার। আমি জানাবো আপডেট।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শুক্রবার গিয়ে রবিবার ফেরত আসার টিকিট $২৭২/পারসন।

চরম উদাস এর ছবি

চলে আসেন। এর কমে টিকেট পাবেন না। বিমান ভাড়া অনেক বেড়ে গেছে আজকাল। আমি কিছু শেয়ার করুম নে। আপনে ২৭০ ডলার যোগাড় করেন বাকি ২ ডলার আমি দিতেছি (না করতে পারবেন না পিলিজ, নিজের লোক মনে করে এই সামান্য অর্থ আপনাকে গ্রহন করতেই হবে)

অমিত এর ছবি

ঐ দুই ডলারের অর্ধেকটা আমি শেয়ার করব হাসি

মেহবুবা জুবায়ের এর ছবি

মুর্শেদ বাঁচবো আর কয়দিন? মিল-মহব্বদ বড়ো কথা। শিকাগো থেকে সোজা নিচে নেমে এসো। ডালাসে কদিন বেড়াও। অস্টিন এ কদিন, তারপর হিউস্টনে যেও। বাচ্চাদের কথা বলা যায় না, আগেও হয়ে যেতে পারে। ডালাস সিরিয়াল আবার শুরু হয়ে গেছে, সাউথফর্ক র‍্যাঞ্জ দেখবা না? আসাটা কঠিন না ইচ্ছাটাই বড় কথা। প্লিজ আসো।

--------------------------------------------------------------------------------

মেহবুবা জুবায়ের এর ছবি

সামারে তেলে দাম ৩ ডলারের নীচে চলে আসবে। বউ-বাচ্চা নিয়ে ড্রাইভ করে চলে আসো। তোমার জন্য আহার বাসস্হান ও ঘুরোনতি ফিরতি সব ফ্রী। চাই কী তোমার বউ-বাচ্চা জন্য শপিং ও করে দিবো। আসবা?

--------------------------------------------------------------------------------

কৌস্তুভ এর ছবি

ভাবী, কাজটা কি ঠিক করলেন? যেইমাত্র আমি আম্রিকা থেকে চলে এলুম অম্নি আড্ডার আয়োজন? মন খারাপ

তিথীডোর এর ছবি

বেশ হয়েছে। শয়তানী হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মেহবুবা জুবায়ের এর ছবি

ভ্রেম হয়ে গেছে, মাফ করোন যায় না জ্যাডা?

--------------------------------------------------------------------------------

কৌস্তুভ এর ছবি

অ্যাঁ অ্যাঁ... উপ্রে দেখেন আমার দুর্দশায় পিচ্চিরাও হাস্তেছে... মন খারাপ

সত্যপীর এর ছবি

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ জুলাই মাসের গরমে টেক্সাস যাওয়া স্বাস্থ্যের জন্য হানিকর ম্যাঁও

..................................................................
#Banshibir.

চরম উদাস এর ছবি

এইবার গরম নাইক্কা। প্রতিদিন বৃষ্টি হচ্ছে। ইটস খুল ম্যান ... চাল্লু

মেহবুবা জুবায়ের এর ছবি

গেলি?

--------------------------------------------------------------------------------

তাসনীম এর ছবি

এই বার কিন্তু একদম ঠান্ডা সামার - ওভারকোট পরে বের হতে হয় এই অবস্থা।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সত্যপীর এর ছবি

টেক্সাসে ওভারকোট অ্যাঁ অ্যাঁ অ্যাঁ

..................................................................
#Banshibir.

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হিউস্টনে একবার গিয়ে ঠিক করেছি দ্বিতীয়বার আর নয়।

ধুসর জলছবি এর ছবি

সকলের পেট খারাপ হবে। শয়তানী হাসি । আগে দেখতাম ঢাকাতে সচলাড্ডা , এখন আমি হাচল হইছি তাই দূরে দূরে হয়। আমি দেশ ছাড়লেই আবার দেশে শুরু হবে মনে হচ্ছে। মন খারাপ

মেহবুবা জুবায়ের এর ছবি

আরে ঢাকায় তো সারাক্ষণ ই আড্ডা হয়! নজরুলের সাথে যোগাযোগ করো।

--------------------------------------------------------------------------------

আশালতা এর ছবি

ও মা ও পিসি ও হাবুদা এঁ এঁ এঁ (গড়ায়া কান্দনের ইমো)

----------------
স্বপ্ন হোক শক্তি

মেহবুবা জুবায়ের এর ছবি

কেমন আছো তুমি। তোমার সাথে কাটানো সময়টুকু খুব উপভোগ করেছিলাম। ছিঃ খুকি কাঁদেনা! চকলেট খাবে? বিসকুট?

--------------------------------------------------------------------------------

কৌস্তুভ এর ছবি

ও মা ও পিসি ও হাবুদা এঁ এঁ এঁ ... (যোগ দিলাম)

মেহবুবা জুবায়ের এর ছবি

ভুগোলে ফেল করার পর তোমার মা তোমাকে যে পিটানি দিয়েছিলো, সেটা নিয়ে কবে পোষ্ট দিবা? চোখ টিপি

--------------------------------------------------------------------------------

তানভীর এর ছবি

আমার অগাস্টে ছুটি। ঐ সময় হলে আসতে পারতাম। ষড়যন্ত্র করে জুলাই মাসে করার জন্য ডালাসবাসীকে দিক্কার। সবার পেট খ্রাপ হোক দেঁতো হাসি

মেহবুবা জুবায়ের এর ছবি

বরদোয়া দিয়ো না। অগাস্টে রোজা না? থাকো বাড়ির কাছে! তোমার আবার জুলাই অগাস্ট?

--------------------------------------------------------------------------------

উচ্ছলা এর ছবি

গত সপ্তাহে মেহবুবা ভাবীর বাসায় দাওয়াত ছিল। আমি সাধারণত দাওয়াতের বাসায় গিয়েই বাসার মালকীন-কে খুঁজে বের করে জিজ্ঞেস করি, "What’s for dessert? " - আদাব-সালাম, 'কেমন আছেন' ইত্যাদি এর পরে দেই আরকি। ভাবীর বাসায় ঢোকা মাত্রই, ভাবীকে প্রথমবারের মত চোখের সামনে দেখে আমার তো আর পলক পরেনা ! ডিজার্ট-ফিজাট ভুলে হুড়মুড় করে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম উনাকে ! ছাড়তাম না, তবে আশেপাশে খাবার দাবারের হুলুস্থূল দেখে প্রীতি-আলিঙ্গন ভেঙ্গে, ভদ্রতার খ্যাতা পুড়িয়ে টেবিলের দিকে গেলাম হাসি

যত দূর চোখ যায়, খালি খাবার আর খাবার ! বাসার আনাচে-কানাচে খাবার! হিসেব করে দেখলাম, তিমি মাছ আর হাতীর গোস্ত বাদে বাকি সব কিছুর আয়োজন করেছেন প্রিয়ভাষিনী, জ্বালাময়ী সুন্দরী ভাবী।

আমার আর ভাবীর এই ছোট্ট ঘরোয়া আড্ডার এত জৌলুশ! তাইলে সচলাড্ডা না জানি কত রঙ্গীলা হবে! আর মেন্যু টা না হয় ফাঁস না করি হাসি খামোখা মানুষের বুকের ব্যথা বাড়িয়ে লাভ আছে?

চরম উদাস এর ছবি

আমারে কেউ দাওয়াত দিলনা ওঁয়া ওঁয়া

উচ্ছলা এর ছবি

আল্লাহ্‌র গজব পড়বে! আপ্নে দাওয়াতে আসেন নাই! রাত দশটার সময় ফোন করে দাওয়াত ক্যান্সেল করছেন!
লানৎ !!

তাপস শর্মা এর ছবি

এইবার বুঝলাম তোমার ফেইসবুকীয় খাবার সন্ত্রাস এর আসল রহস্য। দিক্কার!! মন খারাপ ওঁয়া ওঁয়া

কৌস্তুভ এর ছবি

এইযে বেয়াদপী কোচিং সেন্টারের ম্যাডাম, আপনার পাত্তা নাই ক্যান আজকাল?

তাসনীম এর ছবি

ভাবিকে ধন্যবাদ এই আয়োজনের জন্য।

আশাকরি ১৪-ই জুলাই সবার সাথে দেখা হচ্ছে হাসি

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

রানা মেহের এর ছবি

আপনাদের সবার এতো কারেন্ট কেন? মন খারাপ

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

মেহবুবা জুবায়ের এর ছবি

মানে কী ভাই? মাথার ওপরের যে এনটিনা ফিট করা আছে, সেটা খুবই পুরাণো আর ঠিকমতো কাজ করেনা। তোমাদের নতুন জামানার ফিকোন্সি ধরতে পারেনা। তা মেহের তোমার মেয়ে কেমন আছে?

--------------------------------------------------------------------------------

অনার্য সঙ্গীত এর ছবি

ওইটা আমাদের ভাগ্নে! ইয়ে, মানে...

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

রানা মেহের এর ছবি

আমার মহা হ্যান্ডসাম ম্যানলি ছেলেটাকে মেয়ে বানিয়ে দিলেন ভাবী? মন খারাপ

ইয়ে কারেন্ট কেন মানে হচ্ছে আপনাদের সবার এতো চেতনা উতসাহ তেল এনার্জি ব্লা ব্লা কেন?

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

পুতুল এর ছবি

আড্ডা বাজদের শুভেচ্ছা। একদিন আমরাও

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

জুলাইতে আম্রিকা ঢোকার পরিকল্পনা আছে, কিন্তু এতদূর যাওয়া কঠিন হবে।

আনন্দী কল্যাণ এর ছবি

সব ঠিক থাকলে থাকব আড্ডায় হাসি । ভাবি আপনাকে অনেক ধন্যবাদ হাসি

সাফি এর ছবি

আমিতো ৮ তারীখে ডালাস হয়ে আলবুকার্কি ফিরছি, আগে জানলে থেকে যেতাম মন খারাপ

অতিথি লেখক এর ছবি

খাইছে

প্রদীপ্তময় সাহা এর ছবি

আপনাদের আড্ডা জমে উঠুক।
বাঘের বাচ্চা

শুধু খাওন-দাওন এর ছবি দিয়েন না।
পিলিজ। ইয়ে, মানে...

তারেক অণু এর ছবি

ক্যান, আমাকে বললে কি আমি যেতুম না!
চরম পেতিবাদ জানাচ্ছি, বলা যায় না এই জন্য এই সামারেই বিলেতে আড্ডা হতেও পারে।
স্পন্সর পাওয়া গেলে বিশ্বের যে কোন জায়গায় যেতেই পারি, কিন্তুক বেলই পেলাম না শয়তানী হাসি

সত্যপীর এর ছবি

আপ্নে তো জ্বীন, খালি উইড়া উইড়া জায়গায় জায়গায় যান। আপ্নের আবার স্পন্সর কি দরকার?

..................................................................
#Banshibir.

চরম উদাস এর ছবি


আমি ব্যনার নিয়ে যাব, এইখানে তারেক অণু আসে নাই লিখে।

তারেক অণু এর ছবি

খাইছি তোরে ধইরা ঠুয়া দিয়া দিমু...

চরম উদাস এর ছবি

ভদ্রভাষায় কথা বলুন, বলুন খেয়েছিনু তোকে।

অতিথি লেখক এর ছবি

কস্কি মমিন! - আইজকাই...

কড়িকাঠুরে

অতিথি লেখক এর ছবি

হো হো হো গড়াগড়ি দিয়া হাসি
কড়িকাঠুরে

Guest_Writer নীলকমলিনী এর ছবি

তোমাকে তো গতবছরই নেমন্তন্ন জানিয়েছিলাম মেক্সিকো যাবার সময়। এখনও অনেক সময় আছে আমাদের আড্ডায় আসার , যদি আসো জানাও, স্পন্সর পাঠিয়ে দিচ্ছি।

তারেক অণু এর ছবি

এইভাবে বললে না করি কিভাবে লইজ্জা লাগে
৩ মাসের ভিসা আছে, বললে চলেই আসি, নাকি?

Guest_Writer নীলকমলিনী এর ছবি

অনুকে, ভিসা থাকলে প্লিজ চলে এসো। আড্ডার পরে সব সচলদের বাড়ী ঘুরে বেড়ালেই আমেরিকার অনেক কিছুই দেখতে পাবে।

চরম উদাস এর ছবি

সিরিয়াসলি বলতেছি, চলে আসেন। পীরবাবা ইজ কামিং টু। গাড়ী আর থাকার ব্যবস্থা আমি করুম নে। খাওয়া নিয়া তো কোনো চিন্তাই নাই। গ্রেট কুক উচ্ছলা আর জুবায়ের ভাবী তো আছেই।

চরম উদাস এর ছবি

তারেক অণু আসলে ওকে এয়ারপোর্ট থেকে রিসিভ করা এবং থাকার সব ব্যবস্থা আমি করবো। আমেরিকার সেরা হোটেল, হোটেল গুয়ান্তানামো বে তে নিয়ে উঠাবো এক্কেবারে।

তারেক অণু এর ছবি

জে না, ঐটা কিউবাতে! আপনারা ( মানে মার্কিন নাগরিকরা আরকি) জবর দখল করে রাখছেন।

বাকিটার ব্যবস্থা আমিই করুম, উড়ানোর ব্যবস্থা করেন শয়তানী হাসি

কল্যাণ এর ছবি

ও মা ও পিসি ও হাবুদা এঁ এঁ এঁ (গড়ায়া গড়ায়া হেব্বি কান্দনের ইমো) [সোর্সঃ আশাদি']

_______________
আমার নামের মধ্যে ১৩

ব্যাঙের ছাতা এর ছবি

আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা। আড্ডার পরেরদিনই পোস্ট চাই সচলে। হাসি

ঢাকায় সচল আড্ডা কোথায় হয়?
আমি যেতে চাই, যেতে চাই, যেতে চাই।
(মাটিতে গড়াগড়ি দিয়ে দাবী জানানোর ইমো)

মুস্তাফিজ এর ছবি

ম্যাঁও
ব্যাপারনা, আমি আর সুজন,দা প্রতিদিনই সচলাড্ডা বসাই।
কিছুদিন পর আজ্বান দিয়া আড্ডা বসাবো।

বাই দ্যা ওয়ে, আপনাদের আড্ডায় কী কেউ পোট্রেট তুলে দিবে? কিংবা ক্যারিকেচার করে দিতে পারবে? পারবেনা, কিন্তু আমাদের এখানে এমনি এমনিই হয়। হাসি

...........................
Every Picture Tells a Story

চরম উদাস এর ছবি

আপনাদের আড্ডায় কি কেউ এমন করে নাচতে পারে?

কেউ এমন ডেসার্ট বানাতে পারে?

এমন আইসক্রীম বানাতে পারে?(কপিরাইট উচ্ছলা)

এমন করে সিরাজ আর মোগল বাদশাহদের পেন্টালুন খুলে দিতে পারে?

ত্রিমাত্রিক কবি এর ছবি

সেপ্ট থিকা আমিও যোগ দিব দেঁতো হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অনুপম ত্রিবেদি এর ছবি

হা হা হা ... আমাগো দেখাদেখি উনারাও আড্ডা মারে ... গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

মারেন, পরান খুইল্লা মারেন ... খালি ভালু কইরা খাওন-দাওন আর আড্ডার ছবি সহ একটা বিয়াপুক পুস্ট দিয়েন, আর কিচ্ছু না ... পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

কমেন্টগুলান পড়ে, হাসতেই আছি .... দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

চরম উদাস এর ছবি

পীরবাবা ইজ কামিং টু

সত্যপীর এর ছবি
ত্রিমাত্রিক কবি এর ছবি

আমার জন্মদিনে এত্ত আয়োজন? কিন্তু আমারে ছাড়াই??

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

Guest_Writer নীলকমলিনী এর ছবি

উত্তর আমেরিকার সবাইকে আমন্ত্রন জানান হয়েছে। এখনো অনেক সময় আছে, প্লিজ করে চলে আসুন। শুধু উত্তর আমেরিকা কেন আমাদের সচল বন্ধুরা যেখানেই থাকুন না কে তারা আসতে চাইলে ওয়েলকাম।

চরম উদাস এর ছবি

চলে আসেন জুলাইতে দুইদিনের জন্য, কি আছে জীবনে। যোগ বিয়োগ এর হিসাব করতে করতেই একদিন দেখবেন ঠুস। আমারে ফেবুতে একটা মেসেজ দিয়েন। আসার যদি ৩০% চান্সও থাকে বইলেন। ঠেলে বাকি ৭০% ফিল আপ করে দিবনে।

সাবেকা  এর ছবি

আহারে আড্ডাবাজির খবর পইড়া মন্ডা বড়ই আনচান করে মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।