কি লজ্জা!

মির্জা এর ছবি
লিখেছেন মির্জা (তারিখ: সোম, ১৬/০৩/২০০৯ - ৪:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ষাটের কাছাকাছি বয়স ভদ্রলোকের। বাড়ি লাহোরে। ১৯৭১-এর সবকিছুই অত্যন্ত ভাল করে তার মনে আছে। যদিও পঞ্চাশের দশকের শেষ থেকেই তিনি এদেশে, পাকিস্তান-বাঙ্গালদেশ আর ভারতের খবর বেশ ভাল ভাবেই রাখেন।

কথা প্রসঙ্গে গত পরশুদিন হটাত আমকে জিজ্ঞ্যেস করলেন, এটা কি সত্যি যে বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকান্ডের (বিডিআর) পেছনে না-কি ইসলামি জঙ্গিবাদিদের হাত রয়েছে?
আমি বললাম, সে রকমই শুনছি।

ভদ্রলোক, বেশ খানিক্ষন ইনিয়ে-বিনিয়ে, ইতঃস্তত করলেন একটা প্রশ্ন করতে। আমিতো ন্যাচারাল রিফ্লেক্সের মত তৈরি হচ্ছি ঝাঝালো উত্তর নিয়ে; কারন আমি ধরেই নিয়েছি ভদ্রলোক মুসলিম ব্রাদারহুড, বাংলাদেশ আর পাকিস্তানের কেন একসাথে থাকা উচিত ছিল আর এইসবকিছুর যে পেছনে যে ইন্ডিয়ার-কাফিরদের হাত আছে সেই বিষয়ে কিছু বলবেন।

তিনি বললেন, Is it true you still allow pro-Pakistan political group to participate in the election?

আমি মাথা নেড়ে সায় দিলাম। কিন্তু তখনো উনি কোন পয়েন্ট থেকে ইসলামি উম্মা বা পাকিস্তানের একাত্ববাদের দিকে কথা ঘুরাবেন সেটা আচ করার চেষ্টা করছি।

তিনি বললেন, পাকিস্তানের অনেক যায়গায় এখনো পড়ানো হয় ১৯৭১-সালে বাংলাদেশে পকিস্তানি আর্মি যা-যা করেছে- ধর্ষন, গ্ণ হত্যা,আগ্নি সংযোগ- এই সব কিছুই ঠিক ছিল কারন তা না হলে ইসলাম আর ধরে রাখা যাচ্ছিল না (আমাদের রক্ত পরিশুদ্ধ করার আর কোন উপায় না-কি ছিল না, এই তত্ত্ব আমি আগেও শুনেছি) আমার পায়ের নীচ থেকে মাটি সরে যাচ্ছে।

ভদ্রলোক বললেন, It’s a shame, it's a shame''

এ লজ্জা আমি কোথায় রাখি? আমি কিভাবে বলি শুধু রাজনৈতিক দল না, এখনও তোমার দেশ ক্রিকেট খেললে আমরা পাকিস্তানি পতাকা উড়াই, রক্ত পরিশুদ্ধকারি আফ্রিদিকে ‘ম্যারি মি’ বলে পোষ্টার টানাই, পাকিস্তানি আলখাল্লা পড়া কাউকে দেখলে মুসলিম ব্রাদার বলে জড়িয়ে ধ র তে চাই……এ যাত্রা না হয় ভদ্রলোক এসব জানলেন না, কিন্তু যদি জানতে পারেন? আমাদের লজ্জাহীনতায় উনি নিজেই বিস্মিত আর আমরা? এই লজ্জা আমি রাখি কোথায়?


মন্তব্য

জেবতিক রাজিব হক এর ছবি

ক্রিকেট খেলায় কেউ যখন খেলা আর রাজনীতিকে আলাদা রাখার দোহাই দিয়ে ফাকিস্তান সাপোর্ট করে, তখন ইচ্ছা করে টা.....না......য়া একটা চটকানা মারি।

স্নিগ্ধা এর ছবি

আমাদের লজ্জাহীনতায় উনি নিজেই বিস্মিত আর আমরা?

সত্যি ............!

ইশতিয়াক রউফ এর ছবি

আমাদের লজ্জাহীনতায় উনি নিজেই বিস্মিত আর আমরা? এই লজ্জা আমি রাখি কোথায়?

যাদের বোঝার, তারা বুঝলে হয় কথাটার মর্ম।

রানা মেহের এর ছবি

রনি ভাইয়া আবার লিখছেন। শান্তি।
তবে কৃতিত্ব আপনার নয়। ইনায়া ম্যাডামের।
সে আসার পর থেকেই না আপনার লেখা আবার শুরু হলো
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

ভূঁতের বাচ্চা এর ছবি

সেদিন আমার এক ইরাকী কলিগও সাম্প্রতিক আর্মি কর্মকর্তাদের হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন।

আসলেই লজ্জার ব্যাপার !
---------------------------

--------------------------------------------------------

নীড় সন্ধানী [অতিথি] এর ছবি

ভদ্রলোক হয়তো জানেননা ১৯৭১ সালে পাকিস্তানী বর্বরতার সহযোগীদের শুদ্ধতা প্রমান করার জন্য বাংলাদেশের অনেক শিক্ষক-বুদ্ধিজীবি পত্রিকার পাতা ভরিয়ে ফেলেন সারি সারি প্রবন্ধে।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

প্রাসঙ্গিক বিবেচনায় একটা কথা বলি। অনেকে মনে করেন ১৯৭১-এর গণহত্যাসহ পাকিস্তানী সামরিক বাহিনীর অপকর্মের জন্য শুধুমাত্র তাদের সামরিক কর্তারা ও কতিপয় রাজনীতিবিদ ও আমলারা দায়ী। সাধারণ পাকিস্তানীরা নাকি এসব বর্বরোচিত কাজের কথা প্রায় কিছুই জানতো না। ব্যক্তিগতভাবে আমি মনে করিনা পাকিস্তান দেশটি মূর্খ, গবেট ও বোধহীন মানুষে পূর্ণ। যদি তাই হত তাহলে উপরের কথাগুলো সত্য হত। বাস্তবে তারা মোটেও তা নয়। তারা আসলে কী তা বোঝার জন্য এই ভিডিওটি দেখুন। সেখানে দেখুন বাংলাদেশ আর তার মানুষদের ব্যাপারে সাধারণ পাকিস্তানীদের মনোভাব কী?

আমার মাঝে-মধ্যে মনে হয় পাকিস্তান-পিরিতে পীড়িত বাঙালী নামের কলঙ্কগুলোকে বঙ্গোপসাগরে নৌকায় তুলে দিয়ে বলি, "যা! এবার নৌকা বেয়ে তোদের বাপের দেশে যা!!"



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

টিকটিকির ল্যাজ এর ছবি

পাকিস্তানের নতুন জেনারেশন নিয়ে কথা বলতে চাইনা...আগে বলেছিলাম, তাতে সুঅভিজ্ঞতা হয়নি...

নিজের দেশের নতুন জেনারেশন নিয়ে বলি...মনে প্রাণে বিশ্বাস করি আমাদের দেশের নতুন জেনারেশনে যুদ্ধপরাধীদের বিরুদ্ধে সচেতনতাটুকু অনেক অনেক শক্ত...এটা খুব ভাল লাগায়...

ভিডিওটা দেখলাম...
ধর্মের দোহাই দিয়ে এইসব বলতে শুনলে মাথায় রক্ত উঠে যায়!!

এনকিদু এর ছবি

শেষ লাইনে উত্তম জাঝা!


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

পাকিস্তান-পিরিতে পীড়িত বাঙালী

সব বলে দিলেন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

তানবীরা এর ছবি

আমিতো একটু ঠোঁট কাটা, আমি কিন্তু বলেই ফেলি, থাকস কেনো আমাদের দ্যাশে, যা ভাগ, পাকিতে যা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমার মাঝে-মধ্যে মনে হয় পাকিস্তান-পিরিতে পীড়িত বাঙালী নামের কলঙ্কগুলোকে বঙ্গোপসাগরে নৌকায় তুলে দিয়ে বলি, "যা! এবার নৌকা বেয়ে তোদের বাপের দেশে যা!!"

এইটা ঠিকাছে... তবে এই বিষয়ে একবার মহামতি লীলেন্দা একটা ভালো প্রস্তাব দিছিলো, সেইদিন থেকা আমি তার ফ্যানয়া গেছিলাম... তিনি বলছিলেন এগুলারে লুঙ্গি পরায়া পিরানহা মাছের পুকুরে ছাইড়া দিতে... হো হো হো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তানবীরা এর ছবি

নজু ভাই সব গল্প যেহেতু আমরা জানি না তাই পুকুরের গল্পটা একটু বিস্তারিত বলেন।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

কীর্তিনাশা এর ছবি

আমার মাঝে-মধ্যে মনে হয় পাকিস্তান-পিরিতে পীড়িত বাঙালী নামের কলঙ্কগুলোকে বঙ্গোপসাগরে নৌকায় তুলে দিয়ে বলি, "যা! এবার নৌকা বেয়ে তোদের বাপের দেশে যা!!"

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নজমুল আলবাব এর ছবি

শুভ প্রত্যাবর্তন বড়ভাই।

ভুল সময়ের মর্মাহত বাউল

অছ্যুৎ বলাই এর ছবি

আসলে এগুলো আমাদের রাজনৈতিক ভুল। সাধারণ ক্ষমা এবং পাকিস্তানফেরত অমুক্তিযোদ্ধা সুবিধাবাদীদের সামরিক বাহিনীতে পূনর্বহাল করা আমাদের রাজনৈতিক অদূরদর্শীতারই অংশ।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুমন চৌধুরী এর ছবি
অনামিকা এর ছবি

নিজের অভিজ্ঞতার কথা কিছু বলতে ইচ্ছা করছে ।

নব্বুই-এর মাঝামাঝি ইউ কে-তে পড়তে আসি । দেখলাম বেশ কিছু ভারতীয় ও পাকিস্তানি সহপাঠী আছে। দেখলাম দুই দলই খুব-ই কম জানে ১৯৭১- নিয়ে। (সে সময় ইন্টারনেট বহুল প্রচলিত হয়নি ।) মজার ব্যাপার সব পাকিস্তানি সহপাঠীই ১৯৭১-এর ব্যাপারে লজ্জা প্রকাশ করে, কম জানার পরেও। আর আমরা যখন কী ঘটেছিলো তার বিবরণ দিতে চেষ্টা করি, খুব অস্বোস্তিতে পড়ে। যাই হোক, ধরে নিলাম এই জেনারেশনই অন্যরকম, তাদের সচেতনতা অপেক্ষাকৃত বেশি । আব্বা-আম্মার কাছে শোনা পাকিস্তানিদের মত নয় ।

এক মজার ঘটনা আর এক মাত্রা যোগ করলো । আমার এক আমেরিকান-বাংলাদেশি বন্ধু জুম্মার নামাজের খুতবাতে ১৯৭১-এ পাকিস্তানের হানাদার বাহিনির সামান্য বিবরণ দিয়ে শক্ত বক্তব্য রাখল । তার বক্তব্য, এ ধরণের ভয়ঙ্কর পাপকাজ একজন মুসলমান কী ভাবে করতে পারে, তা মুসলমানের উপরই হোক বা অমুসলমানের উপরই হোক। যেহেতু সে দেশে বড় হয়নি, অনেক কথাই চাছাছোলা ভাবে বললো (তার উপর আবার আমেরিকান উচ্চারণে!) যা পাকিস্তানিদের গায়ে লাগবে । মসজিদটি কমিউনিটির, বিশ্ববিদ্যালয়ের নয় । অপেক্ষা করছি নামাজ শেষে বিশাল হুলুস্থুল হবে । এ শহরে বাংলাদেশি আর পাকিস্তানিদের সংখ্যা প্রায় সমান সমান, সামাজিক প্রতিযোগিতা সবসময়ই আছে । তা ছাড়া অন্যান্য ছোটো কমিউনিটি সামনেও মান-সন্মানের ব্যাপার আছেই । নামাজ শেষ । মজার ব্যাপার, কিছুই হলো না । কোনো পাকিস্তানিই এ নিয়ে একটা টু শব্দ করলো না, বরং মনে হলো লজ্জায় মাথা হেট হয়ে গেছে। একজন বাংলাদেশিকেই শুধু বিরবির করতে শুনলাম দু'একজোনের সাথে, "এতদিন পরে আর এসব কথা বলার কি দরকার, আমরা এই দেশে মিলে মিশে আছি," ইত্যাদি ।

নীড় সন্ধানী [অতিথি] এর ছবি

কজন বাংলাদেশিকেই শুধু বিরবির করতে শুনলাম দু'একজোনের সাথে, "এতদিন পরে আর এসব কথা বলার কি দরকার, আমরা এই দেশে মিলে মিশে আছি,"

আমি বাজি রেখে বলতে পারি সেই দেশীটা নিশ্চয়ই জাজা (জামাতী জাতীয়তাবাদী)। বাংলাদেশে এরকম জাজাদের কারনেই জামাত-জঙ্গীবাদের এত পোয়াবারো।

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

আমাদের লজ্জা থাকলেতো লজ্জা পাব। এ জাতীর লজ্জা নাই তাই আপনাদের যাদের আছে তারাও লজ্জা ত্যাগ করুন।

Lina Fardows

পরিবর্তনশীল এর ছবি

তারা যদি বুঝত!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

রানা মেহের এর ছবি

প্রিয় অনামিকা

আপনার অভিগ্গতা জেনে ভালো এবং খারাপ দুটোই লাগলো।
যদিও বেশীরভাগ ক্ষেত্রেই ঘটনা থাকে অন্যরকম
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

এনকিদু এর ছবি

আগে লজ্জা লাগত, এখন আর লাগে না । চামড়া মোটা করে ফেলেছি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নীল [অতিথি] এর ছবি

সত্যি. এ লজ্জা রাখি কোথায়!!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

জানতে ইচ্ছে করে, খেলা আর রাজনীতিকে যারা আলাদা রাখার "যুক্তি" দিয়ে থাকে, তারা কোন যুগে বাস করে?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মির্জা এর ছবি

উদ্ধৃতিঃ আমি বাজি রেখে বলতে পারি সেই দেশীটা নিশ্চয়ই জাজা (জামাতী জাতীয়তাবাদী)। বাংলাদেশে এরকম জাজাদের কারনেই জামাত-জঙ্গীবাদের এত পোয়াবাঃঃ
জামাতি কেউ যখন এসব বলে বুঝতে পারি কি এবং কেন বলছে। কিন্তু অনেক তথা-কথিত প্রগতিশীল, এ্যাটি-জামাতিকেও কিন্তু বলতে শুনেছি খেলা আর রাজনিতী এক করা উচিত না……এতদিন পর এসব ‘’ধরে রাখা’’ উচিত না। এদের উপরে রাগ ক্ষোভ-হতাশা আরও বেশী।
যাইহোক পাকিস্তানীদের এখনকার মনোভাব হয়ত কিছুটা বোঝা যেতে পারে এই ভিডিওগুলো থেকেঃ
http://www.youtube.com/watch?v=l-OA8FuSQQY

http://www.youtube.com/watch?v=tDdodVyleM0
http://www.youtube.com/watch?v=cjaQzBQyydw

নিবিড় এর ছবি

আমরা আসলে আমাদের লজ্জা টা ধুয়ে মুছে অন্য কোথাও ফেলে দিয়ে এসেছি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অনামিকা এর ছবি

নীড় সন্ধানী অতিথি লিখেছেন:
একজন বাংলাদেশিকেই শুধু বিরবির করতে শুনলাম দু'একজোনের সাথে, "এতদিন পরে আর এসব কথা বলার কি দরকার, আমরা এই দেশে মিলে মিশে আছি,"

আমি বাজি রেখে বলতে পারি সেই দেশীটা নিশ্চয়ই জাজা (জামাতী জাতীয়তাবাদী)। বাংলাদেশে এরকম জাজাদের কারনেই জামাত-জঙ্গীবাদের এত পোয়াবারো।

নারে ভাই । সেই দেশীটা জাজা নয় । (তোমার কি ধারণা জাজারা এ রকম সামনাসামনি মন্তব্য করবে? )

যে চাচা এই মন্তব্য করেছেন আমার বোঝা মতে তিনি দেশের জন্য অনেক কিছু করেন। আমি জানি তার বন্ধুরা মুক্তিযুদ্ধের সময় বিলাত থেকে দেশের জন্য অনেক কিছু করেছেন, যার থেকে প্রায় নিশ্চিত ভাবে ধরে নেয়া যায় তিনিও করেছেন।

চমতকার একটি মানুষ তিনি । কোনদিন হাসিমুখ ছাড়া দেখিনি।

নীল ভ্রমর [অতিথি] এর ছবি

আত্মসমালোচনা করতে কারো লজ্জা পাওয়া উচিত না।

আমি অনেক ভাল লোককে দেখেছি যারা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে পছন্দ করেন না। মাঝে মাঝে কিছু ঘটনা বলেন নয়তো বাকি সময় এড়িয়ে যান। আমরা বাংগালীরা বেশিরভাগ সময় মেনে নিতে অভ্যস্ত।

মুক্তিযুদ্ধের সময় অনেক অনেক লোক ছিল যারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি, কিন্তু মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে সাধ্যমত। এখন আবার যুদ্ধ হলেও তারা ঝাঁপিয়ে পড়বে না, হয়ত মুখেও কিছু বলবে না, কিন্তু কোনদিন বিশ্বাসঘাতকতা করবে না।

অনামিকাকে ধন্যবাদ অভিজ্ঞতাটা share করার জন্য। নিরপেক্ষ মন্তব্যের জন্য আরো সাধুবাদ। নিজেদের জানাটা বেশি জরুরী। কেউ একটা মন্তব্য করলেই সে জামাত হয়ে যায় না। মন্তব্যটা কে করছে সেটা বিবেচনা করা উচিত। না হলে আমরা শয়তানের মুখে জিকির শুনে বিভ্রান্ত হতে থাকব।

অতিথি লেখক এর ছবি

আগে পড়া হয়নি বলে খারাপ লাগছে।

-অর্জুন মান্না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।