শুভ জন্মদিন, দিগন্ত

শিক্ষানবিস এর ছবি
লিখেছেন শিক্ষানবিস (তারিখ: বুধ, ১৬/০৪/২০০৮ - ১১:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

দিগন্ত নিজের পরিচয় দেন ধর্মনিরপেক্ষ মানবতাবাদী (সেক্যুলার হিউম্যানিস্ট) হিসেবে। ব্লগগুলোই বলে দেয় ধর্মনিরপেক্ষতা আর মানবতাবাদ কতটা প্রভাব বিস্তার করেছে তার জীবনে।

তিনি বিশুদ্ধ বিজ্ঞানমনস্ক মানুষ। তাই ধর্ম প্রশ্নে নিরপেক্ষ ভূমিকা পালন করেন। হয়ে উঠেন বিবর্তনবাদী। যুক্তিহীন সৃষ্টিতত্ত্বের বিপরীতে বিবর্তনের মাধ্যমে সবকিছু ব্যাখ্যার চেষ্টা করেন। লিখেন "নাস্তিকতার বিরুদ্ধে কিছু মিথ", "জীবনের সৃষ্টি নিয়ে" বা "একটি ধর্মের উৎস সন্ধানে" এর মত ব্লগ।

বিজ্ঞানকে সহজবোধ্য ভাষায় তুলে ধরার ক্ষেত্রে জুড়ি নেই তার। আমি বিজ্ঞান বিষয়ে লেখার অনুপ্রেরণা পেয়েছিলাম অভিজিৎ রায় এবং দিগন্তের লেখাগুলো পড়েই। "ডারউইন থেকে ডাবল হেলিক্স" এর মত অসাধারণ বিজ্ঞান প্রবন্ধমালার রচয়িতা তিনি। অনেক সময় বিজ্ঞানের নিত্য নতুন খবরগুলোর সাথে বিজ্ঞানের তত্ত্বকথা মিশিয়ে সবার সামনে তুলে ধরেছেন। জন্ম দিয়েছেন "নতুন গ্রহে প্রাণের খোঁজে" এর মত ব্লগের।

তার লেখার একটা বড় অংশ জুড়ে আছে মানবতার কথা। সমকালীন প্রতিযোগিতামূলক বিশ্বের বাস্তবতা, সকল মানুষের সমানাধিকার আর আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গঠিত হয়েছে দিগন্তের মানবতার জগৎ।
কম্পিউটার প্রকৌশলী হওয়ায় অধিকার নিয়ে তথ্যপ্রযুক্তি জগতের কথা বলেছেন। এর সাথে "লাভের গুড় কে খেয়ে যায়?" এর মত ব্লগের মাধ্যমে বিশ্ব পরিস্থিতির সূক্ষ্ণ বিশ্লেষণ করেছেন।

সমানাধিকার প্রশ্নে আপোষহীন ছিলেন সবসময়। "নিজভূমে পরবাসী" এর মত ব্লগে মানবাধিকারের কথা প্রচার করেছেন।

সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করেছেন আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলো লাইম লাইটে নিয়ে আসার মাধ্যমে। আমি এখানে বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং বাংলাদেশ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গির কথা বলব। "বাংলাদেশের অ্যাডমিশন টেস্ট নিয়ে আমার কিছু কথা" ব্লগে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে তুলে ধরেছেন। আর ফারাক্কা বা বংলাদেশ ভারত-সম্পর্কের এ ধরণের ইস্যু নিয়ে খোলা মনে কথা বলেছেন। "ফারাক্কা ওয়ান্স মোর" এর মত ব্লগগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এভাবেই বর্তমান সভ্যতার কেন্দ্রীয় বিষয়গুলো সাবলীল ভাষায় বলে যাচ্ছেন দিগন্ত। তার ব্লগ পড়ে নতুন যে চোখগুলো গজাচ্ছে সেগুলো দিয়ে সবকিছু স্বাভাবিকের চেয়ে স্পষ্ট দেখতে পাই আমি। সবাই নিশ্চয়ই এরকম দেখতে পান। দিগন্তের জগৎ দর্শনের ছিটেফোটা জানতে পেরেও আমরা সবাই পুলকিত।

দিগন্ত সরকারের জন্মদিন আজ। জন্মদিনে দেয়ার মত তেমন কিছু নেই। তার প্রতিটি ব্লগের জন্য যে কৃতজ্ঞতাগুলো জমা হয়ে ছিল তার সবটুকু তাই ঢেলে দিলাম এখানে।


মন্তব্য

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍দিগন্ত, আমি অসম্ভব ভক্ত আপনার লেখার। যদিও বিজ্ঞান বিষয়ক সব লেখায় দাঁত বসাতে পারি না (তবে দেখাতে পারি দেঁতো হাসি ) নিজের অজ্ঞতার কারণে, তবে ধর্ম বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি আমার খুবই নিকটের।

একজন আপাদমস্তক বিজ্ঞান- ও যুক্তিমনষ্ক আধুনিক মানুষকে জন্মদিনের শুভেচ্ছা।

আর ধন্যবাদ শিক্ষানবিশকে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা ।

স্বপ্নাহত এর ছবি

শুভ জন্মদিন!!

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

ধ্রুব হাসান এর ছবি

একজন আধুনিক বিজ্ঞানমনষ্ক মানুষের লেখা পড়তে ভালো লাগে সবসময়; বিশেষ করে যে মানুষ সহজে ভায়াস হন্‌না নানাবিধ প্রোপাগান্ডায়, দিগন্ত তেমনি একজন মানুষ! প্রিয় এই লেখক কে জানাই জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা।

দিগন্ত এর ছবি

সবাইকে ধন্যবাদ ... আর শিক্ষানবিসকেও ... এত সুন্দর লিখে আমার জন্মদিনের উপহার দেবার জন্য ... খাওয়া পাওনা রইল।


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

শিক্ষানবিস এর ছবি

খাওয়া পাওনা রইল। দেঁতো হাসি

থার্ড আই এর ছবি

শুভেচ্ছা রইলো দিগন্তের জন্য ।
শিক্ষানবিসকে ধন্যবাদ দিগন্ত সম্পর্কে এতো গভীর পর্যবেক্ষন মূলক একটা লেখা উপহার দেয়ার জন্য।

---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

জাহিদ হোসেন এর ছবি

শুভ জন্মদিন, দিগন্ত! আপনার লেখা পছন্দ করি খুব। জীবন দীর্ঘ হোক, পূর্ণ হোক।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

হিমু এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুভ জন্মদিন দিগন্ত...
আর শিক্ষানবিশকেও ধন্যবাদ লেখাটির জন্য...

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন দিগন্তদা। আপনার ঠিকানাটা দেন, দাওয়াত খেয়ে আসি।
~রেনেট

সুবিনয় মুস্তফী এর ছবি

শুভ জন্মদিন, দিগন্ত!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

তানভীর এর ছবি

শুভ জন্মদিন, দিগন্ত। আশা করছি ওয়াশিংটনে এর মাঝে কিছু বন্ধু জুটিয়ে ফেলেছেন। আনন্দে কাটুক জন্মদিন।

=============
"আগে কি সুন্দর দিন কাটাইতাম"

ফারুক ওয়াসিফ এর ছবি

শুভ জন্মদিন দিগন্ত।
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন দিগন্ত।


কি মাঝি? ডরাইলা?

নিঝুম এর ছবি

চমত্‌কার কাটুক দিনটি।শুভ জন্মদিন ভাই।
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

রেজওয়ান এর ছবি
অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন।
........................
ঘুড়ি

s-s এর ছবি

সুপ্রিয় সুহৃদ:
আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।
==========================
"জানার মাঝে অজানারে করেছি সন্ধান
বিস্ময়ে তাই জাগে আমার গান"

জ্বিনের বাদশা এর ছবি

প্রিয় ব্লগার দিগন্তকে শুভ জন্মদিন ....
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ধুসর গোধূলি এর ছবি
নুরুজ্জামান মানিক এর ছবি

দিগন্ত এর লেখার সাথে আমার পরিচয়ের সুত্র সচলায়তন নয় , মুক্তমনা । তার লেখার প্রধান বিষয় সায়েন্স ,যা আমার বোধগম্য নয় । সংসারে এক সন্যাসির মত আমিও তার বিজ্ঞান বিষয়ক সব লেখায় দাঁত বসাতে পারি না ।

জন্মদিনের শুভেচ্ছা রইল দিগন্ত এর জন্য । আর অভিবাদন ও ধন্যবাদ শিক্ষানবিশকে তার লেখাটির জন্য ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

শেখ জলিল এর ছবি

শুভ জন্মদিন দিগন্ত।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন!
শিক্ষানবিস, খুবই ভালো লিখেছ!

অতন্দ্র প্রহরী

অভিজিৎ এর ছবি

জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা।

নানা ব্যস্ততায় সচলায়তনে আসা হয়নি কাল পরশু।
আজ না এলে এই খবরটাও জানা হত না।

আর ধন্যবাদ শিক্ষানবিসকেও- এত সুন্দরভাবে দিগন্তকে উপস্থাপনের জন্য। আমার পছন্দের দু'জন লেখক-
শুভ জন্মদিন



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

পরিবর্তনশীল এর ছবি

দিগন্তের বেশির ভাগ লেখাই আমার মাথার ওপর দিয়ে যায়। যেহেতু আমার মাথার ওপর দিয়ে যায়- সুতরাং তিনি অনেক বেশি ভালো লেখেন...তার চেয়েও বড় কথা ভালো কিছু বিষয় নিয়ে লিখেন।

তার চেয়ে বড় কথা আজ তার জন্মদিন।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
আরো বেশি বেশি লিখুন...

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

কনফুসিয়াস এর ছবি

শুভ জন্মদিন।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

বিপ্লব রহমান এর ছবি

শুভ জন্মদিন।


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

উত্তীও এর ছবি

শুভ জন্মদিন।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

জন্মদিনে দিগন্তকে অনেক অনেক শুভেচ্ছা।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুশফিকা মুমু এর ছবি

শুভ জন্মদিন দিগন্ত হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।