আম গাছে ফুল ধরে থোকায় থোকায়। সেই থোকা লম্বায় কয়েক ইঞ্চি থেকে এক/দেড় ফুট হতে পারে। প্রতিটি থোকায় দুই/তিনশ থেকে চার হাজার পরিমান ফুল থাকে। ফুলের ব্যাস ছয় থেকে আট মিমি পর্যন্ত। বড় পাপড়ি থাকে পাঁচটি আর ছোট চারটি।
ফুলের শতকরা পঁচিশ থেকে আটানব্বই ভাগই পুরুষ। ফুল মৌমাছি আকর্ষণ করেনা, সাধারণত বাতাসেই রেনু ছড়ায়। প্রতিটি থোকায় পরাগায়ন এর পরিমান শতকরা দুই থেকে তিন ভাগ। প্রখর রোদ, অতিরিক্ত বৃষ্টি এবং কুয়াশার কারনে পরাগায়ন ব্যহত হয়।
পুরো গাছেই ফুল ধরে, তবে ব্যতিক্রম হিসাবে গাছের শুধুমাত্র একপাশে বা একটা ডালে ফুল ধরতেও দেখা যায়।
বিশ্বের সবচাইতে জনপ্রিয় ফলের তালিকায় থাকা আমের আদি বাসস্থান দক্ষিণ পূর্ব এশিয়ার ভারত, বাংলাদেশ ও মিয়ানমার। গাছ একশ বিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। কোন কোন গোষ্ঠী ফুল এবং কচি পাতা ধর্মীয় আচার/পূজায় ব্যবহার করে থাকে। শুকনো ফুলের গুড়া আয়ুর্বেদিক ঔষধ তৈরিতে (আমাশয়, কলেরা, বাত, গনোরিয়া) ব্যবহৃত হয়।
মন্তব্য
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
দুর্ধর্ষ!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
আপনাকে
দ্বিতীয় ছবিটা কী যে সুন্দর !
আর একটা কথা। "ঝোঁকা" শব্দটা অচেনা অচেনা লাগছে। শব্দটা কি "থোকা"?
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
হুম, তাই সম্ভবত। আমাদের দেশেও থোকাকে "ঝোঁকা" বলে।
আমের মুকুলও যে ফুল সেটা মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ। ২য় ছবিটা অদ্ভুত সুন্দর, এতবার আম গাছে ফুল ধরতে দেখি কিন্তু একবারের জন্যও এভাবে দেখিনি।
মুকুল তো বুঝলাম, ফুল থেকে যে ফলটা হয়, সেটা যে কতদিন খাইনা, মনে পড়ে গেল (এবং অবধারিতভাবে মন খারাপ)। আমাদের প্রকৃতি যে কত সুন্দর, শুধু একটুখানি দেখার চোখ থাকতে হয়, এটাই বা আমরা ক'জন পারি!
- শরতশিশির -
কাঁচা আম দিয়ে টক ডাল খেতে ইচ্ছা করছে এই রাতদুপুরে ।
আমের মুকুল দেখতে যেমন-তেমন, এর জাদু হচ্ছে গন্ধে। একবার এক্সপ্লোরারস ক্লাবের কয়েকজন চাঁপাইনবাবগঞ্জ গিয়েছিলাম কেবল আমের বাগান দেখতে। উপরি হিসাবে সোনা মসজিদ আর তোহাখানা দেখে এসেছিলাম, কিন্তু আমের মাইলের পর মাইল বাগান এক অন্যরকম দৃশ্য। আমের ভারে ছোটো আমগাছের ডাল নুয়ে মাটি স্পর্শ করছে, এই দৃশ্য এখনও চোখে ভাসে। আর বুড়ো গাছগুলো এক কথায় বিশাল। আম গাছ যে এত বড় হতে পারে, আগে জানতাম না।
শেষবার যখন গাছ ভর্তি আমের মুকুল দেখেছিলাম তখন বয়স ছিলো দশ বছর। জীবনে কত কিছুই নতুন দেখি, শুধু দেখা হয় না ছেলেবেলার মধুময় স্মৃতিগুলোর সাথে।
- কতোদিন আমের মুকুল দেখি না।
সবগুলো আমগাছ নাকি বুড়িয়ে গেছে বাড়িতে। একটাতেও এখন আর মুকুল দেখা যায় না। তবে নতুন লাগানো একটা গাছে বছর কয়েক ধরে মুকুল হয়, আম ধরে। সেগুলোর কয়েকটা শুনি ডিপে থাকতে থাকতে শুকিয়েও যায়।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আচ্ছা, বালিকাদের গোলাপ-রজনীগন্ধার পরিবর্তে কি আমের মুকুল দেয়া যায়? সেক্ষেত্রে নিষ্কর্মা-অপরাগায়িত পুরুষ ফুলগুলোর একটা হিল্লে করা যায়।
লেখায় তারা।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
গত কয়দিন আগে ঢাকায় প্রচন্ড শিলাবৃষ্টি হইল। তাতে শুনতেছি এবার আমের ফলন নাকি ব্যাহত হবে। আশংকায় আছি। ঠিক মত আম খাইতে না পারলে ক্যামনে হবে??
ছবিগুলা যথারীতি সুন্দর।
- মুক্ত বয়ান
বিদেশে এক একটি ঋতুতে একএক ধরনের আপেল বা আঙ্গুরকে নাম ধরে বিক্রী হয়। কিন্তু এখানে আম বলতে তারা একটি বস্তুকেই বোঝে। গাধার দল। বুঝলো না এক আমের কত বহুরূপ।
আমি এই আমগুলোর নাম জেনে চেখে দেখেছিঃ (আমার পছন্দের ক্রমে)
ল্যাংড়া
গোপালভোগ
আলফনসো
চোষা
সিন্ধী
আম্রপলি
সুরমাই/ফজলী
দুধকলম/দুধসাগর
হিমসাগর
লতা
খিরসাপাতি
টমি এটকিন
আরো আম নিশ্চয়ই আছে, দেশের বাড়ীতে অজানা আমগাছ থেকে ঢিল ছুড়ে টকমিষ্টি আঁশে ভরা পোকার বাসাসহ যে আমগুলো পেট ভরে খেয়েছি, সেগুলোর নাম জানিনা।
ধারাবাহিকে ধারা ঝাঝা!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আহা... শিলাবৃষ্টির পরে দুঃখে আছি...আমাদের চারটা গাছে যদি আম কম ধরে...
দু' নম্বর ছবিটা অতি সুন্দর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
শেষের ছবিটা দেখলে একদম বনসাই মনে হয়, আমার টবে একটা বনসাই আছে কিন্তু বাঁচছে না!
বাহ!!!
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
নতুন মন্তব্য করুন