রক্তঋণ (ছবিব্লগ)

মেহদী হাসান খান এর ছবি
লিখেছেন মেহদী হাসান খান (তারিখ: বুধ, ০৬/০২/২০১৩ - ৪:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কুখ্যাত রাজাকার কাদের মোল্লার একাত্তরে ৩৪৪টা খুনের ঘটনা প্রমাণিত হবার পরেও নামমাত্র যাবজ্জীবন শাস্তি ঘোষণার প্রতিবাদে ৫ ফেব্রুয়ারি, ২০১৩ তারিখ বিকাল সাড়ে তিনটায় ঢাকার শাহবাগে জড়ো হন ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্টরা। পরে সেদিন রাত থেকেই এটা কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধী রাজাকারের ফাঁসির দাবীতে সর্বস্তরের মানুষের গণআন্দোলনে পরিণত হয়। সেখান থেকে তোলা কিছু ছবি-


মন্তব্য

হিমু এর ছবি

মেহদী হাসান খান এর ছবি

চলুক

অতিথি লেখক এর ছবি

নব অঙ্কুর জয়পতাকায় শাহাবাগ সমাকীর্ণ।

ঈয়াসীন

বেচারাথেরিয়াম এর ছবি

চলুক

সাফিনাজ আরজু এর ছবি

খুব আফসোস হচ্ছে কেন শাহবাগের এই প্রতিবাদের জনসমুদ্রে আমি যোগ দিতে পারলাম না, তবে অনেক দূর থেকেও যেভাবে অনেক কাছে থাকা যায় ঠিক সেভাবেই জানি , আমি সেখানে উপস্থিত ছিলাম।
শেয়ার করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া উজ্জীবিত প্রতিবাদের এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

এই রায় মানিনা। আশায় থাকলাম যদি আপিল করে নতুন কিছু হয়।
সকল রাজাকারদের ফাঁসি, ফাঁসি এবং ফাঁসি চাই।

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

তানিম এহসান এর ছবি

গুল্লি

অতিথি লেখক এর ছবি

কসাই কাদেরের ফাঁসি চাই।

তুহিন সরকার।

শিশিরকণা এর ছবি

মন পড়ে আছে শাহবাগে। দূরে বসে গলা মেলাই।

বিঃ দ্রঃ বিদেশি মিডিয়াতে ( বিবিসি, টাইমস অফ ইন্ডিয়া ইত্যাদি) তে দেখছি খবরে বলা হচ্ছে, ইসলামি নেতার রায় ঘোষণায় শহরে প্রতিবাদ। কিন্তু টোনটা এমন যেন ইসলামিক নেতার শাস্তি হোক এটা বাঙ্গালিরা চায় না। এইটা নিয়ে কিছু প্রতিবাদ হওয়া দরকার, সঠিক চিত্র টা বিদেশি মিডিয়ার কাছে তুলে ধরা দরকার।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

ধুসর গোধূলি এর ছবি

ঠিক এইটাই ভাবতেছিলাম, শাহবাগের ফাঁসীর দাবীতে প্রতিবাদ না আবার রাজনৈতিক হ্যানস্থার প্রতিবাদ হয়ে যায়!

নানাবিধ কেশোৎপাটনে দক্ষ আমাদের একেকজন মন্ত্রণাদায়ক, আমলা, বুদ্ধিজীবীগণ কোথায়? তারা কি আশা করে আছেন তাদের সব লোকমা বানিয়ে মুখে তুলে খাইয়ে দিয়ে আসবে বাংলাদেশের সাধারণ মানুষ?

শিশিরকণা এর ছবি

এই আশাতেই তো বসে থাকে, কিছু না করে যদি পার পাওয়া যায়। উপায় নাই, লোকমা তুলে গিলিয়ে দিয়ে আসতে হবে। জনগণের উপরেই সব ভরসা।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

সৌরভ কবীর এর ছবি

চলুক

__________________
জানি নিসর্গ এক নিপুণ জেলে
কখনো গোধূলির হাওয়া, নিস্তরঙ্গ জ্যোৎস্নার ফাঁদ পেতে রাখে

সাম্য এর ছবি

আপনার মন্তব্য পড়ে বিবিসির খবরটা পড়ে আসলাম। অসংগতিতে পূর্ণ এই রিপোর্টে মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ আর 'সিভিল ওয়ার' বলা হয়েছে। আরো আছে - "East Pakistan becomes the independent country of Bangladesh on 16 December 1971", যেটা ২৬ মার্চ হওয়া উচিত। কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগের সমাবেশ বেমালুম চেপে যাওয়া হয়েছে। উল্টা জামাতের সমাবেশের ছবি দিয়ে রেখেছে। কারা এইসব রিপোর্ট লেখে, জানতে ইচ্ছা করে।

--------------------------------
বানান ভুল থাকলে ধরিয়ে দিন!

শিশিরকণা এর ছবি

বিবিসিকে কেমনে একটা মেসেজ পাঠানো জায়, লিঙ্ক তিঙ্ক পাচ্ছি না। বিবিসির এই ভোল দেখতেছি বাচ্চু রাজাকারের নিউজ এর সময় থেকেই। বাংপাকি কে জানি এই রিপোর্ট পাঠায়। এরে ধরে শাহবাগের খোলা ম্যানহোলে চুবায় রাখা দরকার।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

মেঘা এর ছবি

চলুক

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

তারেক অণু এর ছবি
দ্রোহী এর ছবি

♪♫ জন্ম আমার ধন্য হল মা গো........................

মেঘা এর ছবি

ঘৃণায় গা রি রি করছে রেগে টং

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

উচ্ছলা এর ছবি
শিশিরকণা এর ছবি

যতবার এই ছবিটা দেখি ততবার শাহবাগের আন্দোলনকে সাহায্য করতে কিছু করার জন্য নতুন করে এনার্জি পাই।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

সৌরভ কবীর এর ছবি

গুল্লি

__________________
জানি নিসর্গ এক নিপুণ জেলে
কখনো গোধূলির হাওয়া, নিস্তরঙ্গ জ্যোৎস্নার ফাঁদ পেতে রাখে

ঐশ্বরিক  এর ছবি

আমিও যাবো না ওই ঘরে, ওই মাটিতে, ওই গাঁয়ে

নীড় সন্ধানী এর ছবি

কসাই কাদের বিজয়ী হলো!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

মৃত্যুময় ঈষৎ এর ছবি

চলুক
কাল গেছিলাম আজও যাবো!


_____________________
Give Her Freedom!

শাব্দিক এর ছবি

চলুক

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

অতিথি লেখক এর ছবি

মানে না মন এই পরবাসে, ছুটে যেতে চায় তোদের কাছে,
শপথের মাশাল নিয়ে দাড়াতে চাই তোদের পাশে।
ভুলে যা তোরা কে করিস আওয়ামী বা বিএনপি,
একযোগে বল তোরা চাই কাদেরের ফাঁসি।

মানে না মন এই পরবাসে, ছুটে যেতে চায় এই মন ঘৃণা জানাতে,
স্লোগানে স্লোগানে বাধ্য কর দাবি মানাতে।

Tuhin Ahmed

মাহফুজ এর ছবি

অভিনন্দন প্রতিবাদকারীদের এগিয়ে আসায়,প্রতিবাদ ছরিয়ে পরুক সব জায়গায়

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

গুল্লি

---------------------
আমার ফ্লিকার

মেঘা এর ছবি

চলুক অসাধারণ!

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

রংতুলি এর ছবি

চলুক চলুক

Shamiul Hasan Shuvro এর ছবি

প্রথম আলোর প্রধান শিরোনাম এ দেখলাম কাদের মোল্লা তর্জনী আর মধ্যমা সহযোগে বিজয় চিহ্ন দেখাইতেছে,মনে হইতেছিল এই পাকসেবক তার তর্জনী তোলে নাই।শুধুমাত্র মধ্যমাই তুইলা আছে...শুধুমাত্র­ মধ্যমাই দেখাইতেছে।মধ্যম­া দেখায়া বাঁকা হাসিতে বলতেছে,"ফাক ইউ ইডিয়টস...আই ফাকড ইউ ইন ৭১ বাই পেনিস,নাউ ডুয়িং দ্য সেম জব এগেন বাই ল অ্যান্ড পলিটিক্স..."

উচ্ছলা এর ছবি

কী আশ্চর্য সুন্দর কিছু মুহূর্ত আপনি ক্যামেরাবন্দী করেছেন! অশেষ কৃতজ্ঞতা আপনার প্রতি।

ইয়াসির আরাফাত এর ছবি

প্রতিবাদে জড়ো হওয়া সকল ব্যক্তির জন্য শুভকামনা। আন্দোলন জয়যুক্ত হোক।

হিমু এর ছবি

এবং যথারীতি দুই বছর আগে পাকিস্তানের সঙ্গে রিকনসিলিয়েশনের তত্ত্ব চোদানো বুদ্ধিখানকি ফারুক গুয়েবাড়া আর ফেসবুকভাঁড় ডিবিনবী আসিফ মহীউদ্দিন শাহবাগে গিয়ে নানারকম তত্ত্ব চুদিয়ে পানি ঘোলা করার দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছে। এদের শাহবাগের আশেপাশে দেখা গেলে নিজ দায়িত্বে কানে ধরিয়ে ওঠবোস করান।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

এই দুইমুখা নব্য রাজাকারগুলারে শাহবাগেই তাদের রিকনসিলিয়েশন থিওরি গিলায়ে উল্টা করে ঝুলায়ে রাখতে পারছে না যারা ঐখানে আছেন? চেষ্টা করে দেখেন একটু প্লিজ লাগে। সবার আগে মুখে ফেনা তুলে ফেলা এই ছোটলোকগুলা লেজ তুলে দৌড়ে পালাবে প্যাদানি দিলেই!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

শিশিরকণা এর ছবি

এইগুলারে ধরে কোলে করে নিয়ে খোলা ম্যানহোলে ফেলে দিয়ে আসা দরকার। শাহবাগে এত মানুষের জন্য পাব্লিক টয়লেটের একটা দরকার আছে না?

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

অমি_বন্যা এর ছবি

উত্তম জাঝা!

তানভীর রাব্বানী এর ছবি

সচলায়তনে এটা নিয়ে একটা ব্যানার করা যায় না?
মেহেদী ভাই, আপনার ছবি শেয়ার করছি (অবশ্যই ফটো কৃতজ্ঞতা সহ)

----------------------------------------
শাহবাগ ডাকছে...

সাম্য এর ছবি

চলুক
ব্যানার্জি যে কোথায় গেলেন......

--------------------------------
বানান ভুল থাকলে ধরিয়ে দিন!

রু এর ছবি

ধন্যবাদ, মেহেদী হাসান খানকে।

মেঘনাদ এর ছবি

ভাই, বিবিসি, আল-জাজিরা এরা এই টাইপ রিপোর্ট তো করবেই। জামাত শত শত মিলিয়ন ডলার খরচ করে যাচ্ছে তাদের ভাবমূর্তি বজায় রাখার জন্য আর এই বিচারবিরোধী প্রচারণা চালানোর জন্য।

মর্ম এর ছবি

এই লেখাটার 'অনুবাদ' থাকা দরকার

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।