শুভ জন্মদিন আড্ডাবাজ

অমি রহমান পিয়াল এর ছবি
লিখেছেন অমি রহমান পিয়াল (তারিখ: বুধ, ২৪/১০/২০০৭ - ৩:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাইকে বসে আছি। ইতিউতি ঘাড় ফেরাচ্ছি, কোন জন হতে পারেন ভেবে। একটু পরই পায়ে প্লাস্টার বাধা একজন এগিয়ে এলেন। লম্বা, গুফো এবং সুদর্শন। আমাদের প্রিয় আড্ডাবাজ। মুক্তিযুদ্ধের পক্ষে গণতন্ত্রের পক্ষে এক বলিষ্ঠ কণ্ঠ। ব্লগজীবনে আমার এক দারুণ অনুপ্রেরণা। আজ জন্মদিনে প্রাণ থেকে শুভেচ্ছা জানাই তাকে।


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন!



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

হাসান মোরশেদ এর ছবি

শুভ জন্মদিন বড়ভাই
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তারেক এর ছবি

শুভ জন্মদিন
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

কনফুসিয়াস এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা অনেক।
চিরকাল এরকমই বলিষ্ঠ থাকুক আপনার কন্ঠ।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ভাস্কর এর ছবি

শুভ জন্মদিন


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুভ জন্মদিন।

______________________________________
পথই আমার পথের আড়াল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা!!!

ইশতিয়াক রউফ এর ছবি

শুভ জন্মদিন!

অমিত আহমেদ এর ছবি

শুভ জন্মদিন আড্ডাবাজ ভাই।


ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমায়!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রের পক্ষের যে কাউকে আপন ভাবতে ইচ্ছে করে।
শুভ জন্মদিন, আড্ডাবাজ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

বিপ্লব রহমান এর ছবি

হেপ্পি বাড্ডে!

(অফটপিক: পিয়াল ভাই, ন্যাটজিও: ১৯৭২ এর অনুবাদের কাজ কতদূর? মনে আছে তো, লেখাটি আগামী ১ ডিসেম্বর সচলায়তনে দিতে হবে।...)


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

ফারুক হাসান এর ছবি

শুভ জন্মদিন!

----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

এম. এম. আর. জালাল এর ছবি

মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রের পক্ষের যে কাউকে আপন ভাবতে ইচ্ছে করে।
শুভ জন্মদিন, আড্ডাবাজ।

====
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"


এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"

অমি রহমান পিয়াল এর ছবি

অরূপ, আমার হাত দুইটা বস। আপাতত রুজি রুটিতে ব্যস্ত। তবে ১৬ ডিসেম্বরের মধ্যে কিছু দিতে না পারলে পদত্যাগ করব।
বিপ্লব। এখনো দেরি আছে ঢের


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

আড্ডাবাজ এর ছবি

অনেক অনেক ধন্যবাদ। কখনও ভাবিনি এতোগুলো আপন মানুষের সাথে ইলেকট্রনিক সম্পর্ক এতোটা আত্মিক রুপ নিবে। সত্যিই আমি ভাগ্যবান।

তবে আমার চেহারা মোবারকের বিবরণ শুনে প্রীত হয়ে ফেয়ার এন্ড লাভলীর আরও ২টা টিউব কিনে বাসায় ফিরলাম। বয়স যে কমছে তা কি ফেয়ার এন্ড লাভলীর বদৌলতে, না অমির বর্ণনায় তা বুঝার চেস্টা করছি। ধন্যবাদ।

রাসেল এর ছবি

লেট হয়ে গেলো নাকি, কেক কাটা শেষ?

------------------------------------

আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।

আরিফ জেবতিক এর ছবি

শুভ জন্মদিন আড্ডাবাজ ।

-----------------------------
কালের ইতিহাসের পাতা
সবাইকে কি দেন বিধাতা?
আমি লিখি সত্য যা তা,
রাজার ভয়ে গীত ভনি না।

হিমু এর ছবি

শুভ জন্মদিন আব্বু ভাই।


হাঁটুপানির জলদস্যু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অনেক অনেক শুভ জন্মদিন আড্ডাবাজ ভাই।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা।
_________________________
suspended animation...

এস্কিমো এর ছবি

শুভ জন্মদিন।

লেখতে চাই ..কিন্তু কি লিখবো?

জ্বিনের বাদশা এর ছবি

শুভ জন্মদিন
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নিঘাত তিথি এর ছবি

শুভ জন্মদিন।

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

টুটুল এর ছবি

শুভ জন্মদিন আড্ডাবাজ!
___________________________
"Intelligence is like an underwear. It is important that you have it, but not necessary that you show it........"

অছ্যুৎ বলাই এর ছবি

জয় হোক!
শুভ জন্মদিন।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

রায়হান জামিল এর ছবি

আপাততঃ মন্তব্য নেই, তবে এই সাইটের উদ্যোক্তাদের ধন্যবাদ।

শেখ জলিল এর ছবি

শুভ জন্মদিন।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

আড্ডাবাজ এর ছবি

সবাইকে আবারও ধন্যবাদ। সবার জন্য একগুচ্ছ শুভেচ্ছা আর ভার্চুয়াল চীজ কেকের এক পীস..।

থার্ড আই এর ছবি

শেষ হয়েও হইলনা শেষ... আমার শুভেচ্ছা নিবেন না আড্ডা ভাই।
অনেন অনেন অনেক শুভেচ্ছা।
--------------------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আরশাদ রহমান এর ছবি

বিলম্বে হলেও অনেক অনেক শুভেচ্ছা!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।