ছবি ব্লগ: ৩০ ডিগ্রি

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: শনি, ২৫/০৪/২০০৯ - ৯:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। বাংলাদেশে হয়তো কিছুই না, কিন্তু কানাডার ঠান্ডায় যারা অভ্যস্ত তাদের জন্য সাক্ষাৎ দোজখ। ভাগ্য ভালো তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে বাতাসের বেগও আছে। অনেকদিন পরে আজ তাই ক্যামেরাটাকে ব্যায়াম করালাম। সেই সাথে একটু হাঁটাহাঁটিও হলো।

আজ শুক্রবার। জুম'আর দিন। এই দিন সাধারণত একটু ভালো পোষাক-আশাক পড়ি। সপ্তাহের বাকি চারদিন নাক-মুখ গুঁজে টেবিলে বসে থাকতে থাকতে কোনকিছুতেই নজর দেয়ার সময় থাকেনা। তাই আজকেই যত সব আয়োজন।

সেমিস্টারের ফাইনাল পরীক্ষা সব শেষ। এই সেমিস্টারে একটা কোর্স পড়ানোর সুযোগ হয়েছিল। গ্রেড সাবমিট করার পর থেকে শুরু হয়েছে আরেক জ্বালা। সবারই এক আবদার, গ্রেডটা একটু কার্ভ করে দাও, নাহলে স্কলারশীপ থাকেনা; পাশ করিয়ে দাও নাহলে উইথড্র করতে হবে ইত্যাদি। যাহোক সেসব নিয়ে বিস্তারিত পোস্ট দেয়ার ইচ্ছে আছে... দেখা যাক কতদূর কি করতে পারি।

পরীক্ষা শেষ তাই ক্যাম্পাস ফাঁকা। সেই সাথে অতি উজ্জ্বল একটা দিন। শুরুটা ২ডিগ্রি দিয়ে শুরু হলেও বেলা গড়াতে না গড়াতেই ২৪ডিগ্রি। দুপুরের পরে সেটা ৩০এ গিয়ে উঠল। ফাঁকা ক্যাম্পাসে ডিলন হলের দুইটা ছবি তুললাম। ক্যামেরার সেটিংসএ ছেলেমানুষি একটা ঝামেলা করেছিলাম বলে খুব একটা সুবিধার হয়নি-- তাই সিউডোএইচডিআর করে ফেললাম (হাঃ হাঃ , ফাঁকিবাজি আরকি)

_MG_1963_hdr
ছবি ১: ক্যাম্পাসে ডিলন হল।

বিকালের দিকে পরিবার নিয়ে রিভারসাইডে ঢুঁ মারলাম। আজ পার্কিং পাওয়া যাবেনা আগেই বুঝেছিলাম। তাই একটু দূরে ইউনিভার্সিটির মধ্যে পার্ক করে ফিরে আসি।

গরমে সবার অবস্থা ততটা খারাপ যদিও হয়নি, তবুও এরকম গোসল করতে পারলে মন্দ হতোনা।
_MG_1878
ছবি ২: যে স্নান কখনো শেষ হয়না...[উৎসর্গ ধূ.গো. চোখ টিপি ]

হাঁটতে হাঁটতে রেলিংয়ের উপর দেখি Ring billed Gull বসে আছে। বাংলা নাম জানিনা তাই ওর নাম দিলাম আংটিমুখো। একেবারে ছোঁয়ার দূরত্বে। ও যেন বুঝতে পেরেছে আমারতো অরূপের মতো লম্বা লেন্স নাই।

_MG_1909
ছবি ৩: আংটিমুখো.. জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে।

আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। বাতাসের ঝাপটায় একটু একটু শীতল আমেজ পেলাম। নাহ, আর থাকা যাবেনা, শেষে সর্দি লেগে যেতে পারে। সূর্য ডোবার একঘেয়ে দৃশ্য-- তবুও শেয়ার করলাম। ভালো লাগলেও লাগতে পারে। হাসি

_MG_1988
ছবি ৪: যখন সন্ধ্যা নামে...


মন্তব্য

প্রথম মাল্যবান এর ছবি

"যখন সন্ধ্যা নামে" চমতকার লেগেছে। পাকা কম্পোজিশান।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ব্রীজের বাকি অংশটা নিতে পারলেও হয়তো আরো ভালো লাগতো। কিন্তু সেটা সম্ভব নয়, এত লম্বা ব্রীজ, এক ফ্রেমে আসেনা।

মূলত পাঠক এর ছবি

ভালো লাগলেও লাগতে পারে? ফাইজলামি করেন নাকি?

এই রকম সূর্যাস্ত দেখলে মন উদাস হইয়া যায় গো দাদা!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হাসি ধন্যবাদ পাঠক ভাই।

Rifat এর ছবি

ছবিগুলো চমৎকার সেইসাথে লেখাটা.

জুলফিকার কবিরাজ [অতিথি] এর ছবি

আংটিমুখো নামকরণ ভাল লেগেছে। আর ছবি ২য়টা। আর কারো জন্য না হলেও এই গ্রামে থাকা বালকটার জন্য লিখেন।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কোন গ্রামে থাকেন ভাই? কতদিন গ্রাম দেখিনা! অবশ্য কানাডা পুরাটাই একটা শহুরে গ্রাম...

রায়হান আবীর এর ছবি

ফাটাফাটি। যখন সন্ধ্যা নামে দেখে তো পুরাই ফিদা হয়ে গেলাম।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হাঃ হাঃ হাঃ.. ফিদা মানে কী রায়হান?

এনকিদু এর ছবি

শেষ ছবিতে উলম্বপ্রায় খাড়া দাগটি কিসের ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

লুৎফুল আরেফীন এর ছবি

সম্ভবতঃ উড়োজাহাজের নির্গত ধোয়া।
স্থির বাতাসে এটা এতোটা স্পষ্ট হয়।
শীত প্রধান দেশে এটা নিয়মিত বিষয়।
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ঠিক। ওপারে ডেট্রয়েট এয়ারপোর্ট। উল্লম্ব সাদা রেখাদুটি উড়োজাহাজের নির্গত ধোঁয়া, ইংরেজিতে বলে Aircraft contrail. ছবির মাঝ বরাবর ছোট একটা কালো স্পটের মতো আছে-- ওটা একটা পাখি।

গৌতম এর ছবি

ছবি দেখেই গোসল করতে ইচ্ছে করছে...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ভূঁতের বাচ্চা এর ছবি

সর্বপ্রথম আর সর্বশেষ ছবিটা সবচেয়ে ভাল লাগল।
---------------------------------

--------------------------------------------------------

প্রকৃতিপ্রেমিক এর ছবি

থ্যাংস।

ভূঁতের বাচ্চা এর ছবি

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
আচ্ছা একটা ছোট্ট প্রশ্ন ছিল,
কোন ক্যামেরা দিয়ে তুলেছিলেন ছবিগুলো ?
-----------------------------------

--------------------------------------------------------

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বাচ্চা ভূঁত, আমার ক্যামেরা ক্যানন ৪০ডি।

ভূঁতের বাচ্চা এর ছবি

হেঃ হেঃ ডরাইসি।
অনেক ভাল ক্যামেরা এইটা।
---------------------------

--------------------------------------------------------

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনি এখনো বাচ্চা তো তাই ডরাইছেন। অরূপের কি কি আছে আর মুস্তাফিজ ভাইয়ের কি কি আছে সেগুলা শুনলে আপনাকে ভুতপাতালে নিতে হবে।

জিজ্ঞাসু এর ছবি

ছবিগুলো দারুন। সী গাল কে যদি বাঙলায় গাঙচিল বলে তাহলে রিং বিল গাল হতে পারে আংটিচঞ্চু গাঙচিল।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চঞ্চুর কোন সহজে-উচ্চারণ-করা-যায় এমন বাংলা হলে ভালো হয়.. সেজন্যই মুখো বা মুখি বলেছিলাম। তবে যেকোনটাই ঠিক আছে, হয়তো এর বাংলা নামও আছে আমি জানিনা। ধন্যবাদ জিজ্ঞাসু। হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ও এইজন্য আপনি মুস্তাফিজ ভাইকে দশ-বাইশ বলেন ??? হা হা ... এত দেরিতে বুঝলাম! :খাইছে

হিমু এর ছবি

আরো বেশি ছবি চাই পোস্টপিছু। পিপিদার মতো ফোটোগ্রাফার চাইরখান দিয়া কাইটা পড়লে ক্যাম্নেকী?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এত কম সময় ধরে ছবি তুলেছি যে ভ্যারিয়েশন নাই, বেশি হলে একঘেয়ে লাগতো। এই সামারে নিয়মিত ছবি তুলবো আর সচলদের জ্বালাবো।

দময়ন্তী এর ছবি

কি সুন্দর! কি সুন্দর!
---------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

৭ মাস পরে আজ ঘরের জানালা খুললাম।

ছবি 'যখন সন্ধ্যা নামে' চলুক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনি কিন্তু অনেক অনিয়মিত। পড়াশুনার চাপ যাচ্ছে নাকি? আপনার মিতা'র খবর কী?

ধুসর গোধূলি এর ছবি

- ২ নম্বরটা দেখেই বুজছিলাম! চোখ টিপি

হিমু'র কথায় সহমত। পাখিটার বাংলা নাম করেন "আঙুরীঠুঁইট্টা" শুদ্ধ ভাষায় "অঙ্গুরীঠুঁটি"! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এ..ই যে আপনার অপেক্ষায় বসে ছিলাম.. আপনারা দুই বন্ধুই মাশাল্লা.. নাম করণের ব্যাপারে জুরি নাই।

একরামুল হক শামীম এর ছবি

এই সেমিস্টারে একটা কোর্স পড়ানোর সুযোগ হয়েছিল। গ্রেড সাবমিট করার পর থেকে শুরু হয়েছে আরেক জ্বালা। সবারই এক আবদার, গ্রেডটা একটু কার্ভ করে দাও, নাহলে স্কলারশীপ থাকেনা; পাশ করিয়ে দাও নাহলে উইথড্র করতে হবে ইত্যাদি।

কি বলেন!! আপনিতো এমনিতেই ভালো মার্কস দেন। আমিতো আপনার ম্যাথ কোর্সে ১০০ তে ১০০ পাইছিলাম হাসি

অ্যানিওয়ে, ছবিগুলো খুবই ভালো হয়েছে। হাসি

----------------------------------------------------------
স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ন দেখতে এবং দেখাতে চাই আজীবন।
----------------------------------------------------------

----------------------------------------------------------
স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ন দেখতে এবং দেখাতে চাই আজীবন।
----------------------------------------------------------

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শামীম তুমি দেখি কিছুই গোপন রাখতেছনা।

ভূঁতের বাচ্চা এর ছবি

আহারে ! পিপিদার কাছে অঙ্ক শেখার সুযোগ পাইলে ভাল হইতো ।
--------------------------------------

--------------------------------------------------------

রণদীপম বসু এর ছবি

আপনার চার নম্বর 'সন্ধ্যারঙ' ছবিটা বড় বেশি নিঃসঙ্গতায় আক্রান্ত ! এটা দেখে আমার আরেকটা নিঃসঙ্গতার কথা মনে হলো-

auto

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

প্রকৃতিপ্রেমিক এর ছবি

রণদা, আপনার কালেকশন দেখে হিংসে হচ্ছে। হেন বিষয় নেই যে আপনার কাছে তার ছবি নেই।

স্টেশনের ছবিটা আরো নি:সঙ্গ মনে হতো যদি আরেকটু পরে ছবি তুলতেন। দেখে মনে হচ্ছে সকাল বা দুপুরের একটু পরে তোলা হয়েছে। (কিছু মনে করবেন না, আমার স্বভাবই হলো সমালোচনা করা খাইছে ) তবে স্টেশনটা আসলেই নিঃসঙ্গ।

রণদীপম বসু এর ছবি

ঠিকই বলেছেন। কটকটে দুপুরের তোলা। তেমন সময় ছিলো না বিকেল পর্যন্ত অপেক্ষা করার।
এইটা কেমন হয় ? কিঞ্চিৎ এডিট করা-

auto

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ছবির ডানদিকের অংশটা পুরাটাই ঘোলা হয়ে গেল কিভাবে? কারসাজি নাকি ?
...............................
নিসর্গ

তুলিরেখা এর ছবি

আহ! একদম দুনিয়া ভুলিয়ে দেওয়া ছবিসব!
এমন একটা সন্ধ্যা পাবার কত আশা যে করি!
হ্য় সে আসেনা, ন্য় আমি থাকি বন্দী!
আরো দিবেন এমন, বড় সুন্দর!
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনার সন্ধ্যার ছবিগুলোও কি কম?

ইশতিয়াক রউফ এর ছবি

মন্তব্য করবো না। বেশি ভাল। ধুর, করেই ফেললাম।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনার প্রায় পোস্টগুলোতেই আমি এই কাজ করি। সেদিন বাংলায় গান গাই লেখাটা পড়তে গিয়ে ৫ বছর আগে বিদেশে প্রথম আসার ঘটনার কথা মনে পড়ল। গানটা শুনে সেদিন কেঁদে ফেলেছিলাম। এই যা, মন্তব্য তো ওখানেই লেখার দরকার ছিলো।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

৯চলুক)

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দেখা যাক, যতদিন একঘেয়ে না হয় ততদিন চলতে পারে হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

শেষের ছবিটা যারপরনাই মারাত্মক। অসম্ভব ভালো লাগসে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।