বাংলাদেশের খেলার লাইভ স্ট্রিম

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: রবি, ২৬/০৭/২০০৯ - ৮:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

পোস্টটা দেব কি দেবনা তা ভাবতে ভাবতে দিয়েই দিলাম।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের খেলার লাইভ স্ট্রিম পেয়ে গেলাম। ইনিংসের প্রথম বলেই তামিম ইকবাল আউট হওয়ার পর আশরাফুল ও জুনায়েদ মিলে ভাল পুনর্গঠন করেছে। এই মুহূর্তে ১১.২ ওভারে ৫৫/১

টেন স্পোর্টস খেলা দেখাছে। তবে এই সাইট থেকে লাইভ দেখা যাচ্ছে। কেউ যদি এর চে ভালো কোন লিংক পান তাহলে শেয়ার করলে খুশি হবো।

পোস্টটা যদিও প্রথম পাতায় দেয়ার মত নয়, তবুও প্রবাসী সচলদের সবাইকে জানানোর জন্য এর চে ভালো কোন উপায় না থাকায় দিতেই হলো।

খেলা শেষ হলে সরিয়ে দেবো। আশরাফুলের কমপক্ষে ৫০ রান দেখতে চাই। আশা করছি ও পারবে।

আপডেট: এই লিংক কাজ করছে। রেনেটকে ধন্যবাদ। তবে ইন্টারনেট এক্সপ্লোরার লাগবে এবং প্লাগইন ইনস্টল করতে হবে। নিজ দায়িত্বে করুন।

প্লাগইন ছাড়া দেখতে এটা ট্রাই করতে পারেন। সতর্কতা: সাইটে উল্টাপাল্টা ছবির বিজ্ঞাপন থাকতে পারে।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

যারা এখনো দেখা শুরু করেননি তাদের জন্য: ১৩.২ ওভার, ৬৪/১ বৃষ্টি শুরু হয়েছে মন খারাপ

হিমু এর ছবি
ইশতিয়াক রউফ এর ছবি

আমার কী যেনো সমস্যা, ভিডু আসে না, শুধু বকবক! অনেক অনেক ধন্যবাদ, পিপিদা।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মনিটরের রেজুলেশন কমিয়ে দেখতে পারেন। কাজ হতে পারে।

অতন্দ্র প্রহরী এর ছবি

আমি তো টিভিতেই দেখতে পারছি দেঁতো হাসি

পোস্টটা দিয়ে ভালোই করলেন। আপনি বেশ পয়া, মানতে হবে। হে হে হে। কিংকুও। আপনাদের দেয়া পোস্টের বদৌলতে বাংলাদেশ জিতেছে এর আগে, টেস্ট ম্যাচে।
ভাবছি আজও খেলা দেখব না। কারণ আমি দেখলেই তো দল খালি হারে! ইয়ে, মানে...

রেনেট এর ছবি

এই লিঙ্ক ব্যবহার করতে পারেন। ইন্টারনেট একপ্লোরার ব্যবহার করতে হবে, এবং প্লাগিন এড করতে হবে।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এ্যাশ ইজ গোয়ই স্ট্রং। গো আশরাফুল গো, নইলে আজকেও সুজন চৌ আর খেকশিয়াল তোমার জন্য বাঁশ ... চোখ টিপি

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনার অ্যাশ তো ৪০ করে ফেলেছে। কোনমতে ৫০ হলেই মনে হয় আউট হয়ে যাবে খাইছে

যুধিষ্ঠির এর ছবি

অবস্থা কেমন দাঁড়িয়েছে বোঝেন। ৫০% স্ট্রাইক রেট দেখলেও আশরাফ়ুলকে কত ভালো মনে হয়!

অতন্দ্র প্রহরী এর ছবি

সেটাই। ওর গড় জানেন! মাত্র ২৩! আজও যে খেলতেসে, সিঙ্গেলস বের করতে মনে হচ্ছে যেন জান বের হয়ে যাচ্ছে! একটা রান নেয় তো দুই তিনটা করে ডট বল দেয়। এরকম খেলোয়াড় দলে থাকার চেয়ে না থাকা ভালো। কিন্তু এর আগে কিংকু একটা ভালো কথা বলসিল, ওকে বাদ দেয়া আসলে কোনো সমাধান না, কারণ ওর বদলে ভালো অন্য কোনো খেলোয়াড় নাই। আমাদের রিজার্ভ খেলোয়াড়দের অবস্থা খুবই খারাপ। পুরা কাঠামোতে বদল দরকার।

অতিথি লেখক এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

এই মুহূর্তে লিংকটিতে খেলা দেখাচ্ছেনা। তাই প্রথম পাতা থেকে সরিয়ে দিলাম। লিংক সচল হলে আবার প্রথম পাতায় দেয়া যাবে।

যুধিষ্ঠির এর ছবি

রেনেটের লিংকটা দিয়ে আমি দেখতে পাচ্ছি।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আশরাফুলের ১ রান দরকার। যদিও অনেক বল খেয়েছে। তবুও আমি খুশি। আশা করি বড় রান করতে পারবে আজ।

অতন্দ্র প্রহরী এর ছবি

চার ছয় না মারুক, অন্তত এক রান করে তো নিবে! সেটাও কি এতোই কঠিন?!
মন্তব্যটা লিখতে লিখতেই, এইমাত্র আশরাফুল রান আউট হয়ে গেল!

যুধিষ্ঠির এর ছবি

৬০% রেটে ৫৭ রান, খুব খারাপ হয়তো কিছু না। খেলার শেষই বলবে এই ৯৫টা বল ওর খেলাটা কতটা এফেক্টিভ এই খেলার জন্য। আজকেও খুব খুশি হতে পারলাম না ওর খেলায়। বোঝা যাচ্ছিলো সে খুবই অস্বস্তির সাথে খেলছিলো।

অতন্দ্র প্রহরী এর ছবি

আজকেও খুব খুশি হতে পারলাম না ওর খেলায়। বোঝা যাচ্ছিলো সে খুবই অস্বস্তির সাথে খেলছিলো।
সম্পূর্ণ একমত।

সবচেয়ে মজা পেলাম যে বিষয়টাতে...
ও যে রানআউট হলো, সেটা থার্ড আম্পায়ারের কাছে জানতে চাওয়ার কোনো দরকারই ছিল না, খালি চোখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল, অন্তত ওর তো বোঝা উচিত ছিল অবশ্যই। তো, সে দেখলাম ঢক ঢক করে পানির বোতল খালি করলো। এরপর থার্ড আম্পায়ারের দেয়া সিগন্যাল দেখে প্যাভিলিয়নের উদ্দ্যেশে হাঁটা ধরলো। ওর হাবভাবে মনে হচ্ছিল আউটটা নাও হতে পারে দেঁতো হাসি

সাইফ তাহসিন এর ছবি

শেষের লিংকটা ক্লিক করতেই দেখি এক অর্ধউম্মুক্ত বক্ষার ছবি খাইছে, নিচে খেলা, ভাবছিলাম কোনটা দেখব, এর মধ্যে উইকেট পরে গেল, বুঝে গেলাম, খেলা দেখাটা দেশের জন্যে ভালো হবে না।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আশরাফুলে ইনিংসটা ধীর গতির হলও কনফিডেন্স ফিরে আনতে কাজে দেবে।

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনার ধৈর্য্য এবং আশরাফুলের উপর আস্থা (অথবা বিশ্বাস) অবশ্যই উদাহরণযোগ্য দেঁতো হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কী আর করা বলো, সবেধন নীলমনি ঐ ক্রিকেট টীম। খারাপ আমারো লাগে কিন্তু ওদের খারাপ সময়ে পাশে তো কাউকে না কাউকে থাকতেই হবে হাসি

হিমু এর ছবি

আশরাফুল আজকে ভালো খেলেছে। রয়েসয়ে। ওর আউট হওয়া দেখে মনটাই খারাপ হয়ে গেছে।

মুশফিকরে ব্যাট হাতে দেখলেই ঠাডাইয়া একটা চটকানা মারতে মঞ্চায়।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

... [অতিথি] এর ছবি

মুশফিকরে গ্লাভস হাতে দেখলেই ঠাডাইয়া একটা চটকানা মারতে মঞ্চায়।

হিমু এর ছবি
অতন্দ্র প্রহরী এর ছবি

রহিম সাহেব আউট হলেন এইমাত্র।

রান: ১১, বল: ১৮, ক্যাচ: স্যামি, বল: লুইস

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ছেলেটার যে কী হইছে মন খারাপ মনে হয় বিশ্রাম দেয়া দরকার। বিকল্প কে আছে?

অতিথি লেখক এর ছবি

বিকল্পর কি অভাব আছে?? ভিডু দেখেন...

http://www.youtube.com/watch?v=Eb1edt_dvhk

এই রকম 'প্রতিভা' বাংলায় প্রচুর আছে......
মুশ ফকির ভাই তো এইডাও পারবো না

সবজান্তা এর ছবি

কী যে সমস্যা। আমি খেলা দেখলেই আউট হয়। অনেক সামলানোর পরও লোভে পইড়া আবার দেখা শুরু করলাম। এইবার দুই উইকেট খাইলাম, রিয়াদ আর সাকিব মন খারাপ


অলমিতি বিস্তারেণ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দ্বিতীয়ার্ধের খেলা তাহলে কষ্ট করে একটু দেখেন হাসি

বিপ্রতীপ এর ছবি

আমিও ভয়ে ভয়ে দেখতাছি। আমি খেলা নিয়া বেশি লাফালাফি করলেই বাংলাদেশ হারে ক্যান জানি মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

মুস্তাফিজ এর ছবি

ইন্ডিজের একটা নাই। দুই ওভার চার রান।

...........................
Every Picture Tells a Story

মুস্তাফিজ এর ছবি

ইন্ডিজের একটা নাই। দুই ওভার চার রান।

...........................
Every Picture Tells a Story

মুস্তাফিজ এর ছবি

ইন্ডিজের দুইটা নাই। তিন ওভার আট রান।

...........................
Every Picture Tells a Story

অনিকেত এর ছবি

ওরে দুইটা গেসে রে----!!!

sumon এর ছবি

আশরাফুল আজ ভাল খেলছে। আর শেষের দিকে পায়ে টান পড়াতে রানিং এ সমস্যাই পড়ছে।

মুস্তাফিজ এর ছবি

ইন্ডিজের তিনটা নাই। আট ওভার তেইশ রান।

...........................
Every Picture Tells a Story

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কঠিন অবস্থা। আজ জিতব ইনশাল্লাহ।

সবজান্তা এর ছবি
প্রজাপতি [অতিথি] এর ছবি

৪২/৪ ১২ ওভারে দেঁতো হাসি

আবির আনোয়ার  [অতিথি] এর ছবি

এইটা দেখেনhttp://www.ooxtv.com/

tariq এর ছবি
বিপ্রতীপ এর ছবি

আরেকটা গেল! ১৮৮/৮
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

বিপ্রতীপ এর ছবি

জিতছি রে দেঁতো হাসি
...পিপিদাকে উত্তম জাঝা!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

অমিত আহমেদ এর ছবি

আশরাফুলের খেলা আজ ভালো লেগেছে। পুরো খেলা দেখেই আমোদ পেয়েছি। ছেলেদের বডি ল্যাংগুয়েজ দেখে "জয় পাবো না" মনে এমন শঙ্কাই জাগেনি।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল

প্রকৃতিপ্রেমিক এর ছবি

জিতে গেলাম তো। সাবাশ আশরাফুল, সাবাশ সাকিব, সাবাশ বাংলাদেশ দল।

রেনেট এর ছবি

আপনিও বাংলাদেশ দলের জন্য পয়া মনে হচ্ছে হাসি
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভাই, এসব পয়া টয়া বইলেন না, শেষে দেখা যাবে আর কাজ হচ্ছেনা খাইছে

মামুন হক এর ছবি

আমি খেলা দেকছি। পয়া পিপি পোস্ট দেয়ায় সাহস বেড়ে গেছিল, বাংলাদেশের পুরা ইনিংসই দেখছি। সাবাশ বাংলাদেশ! সাবাশ পিপি!!
তবে মামা যত যাই কও মুশফিকুররে দলে রাখার কোন যুক্তি খুজে পাইনা। পাইলট চোখ বাইন্ধাও ওর চেয়ে ভালো খেলবে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

পাইলট এখন নাই (রিটায়ার করেছে).. ওর রিপ্লেসমেন্টও নাই।

ছায়ামূর্তি [অতিথি] এর ছবি

মাত্র ৩৩ বছর বয়সে উনি রিটায়ার করলেন ক্যান ? চিন্তিত

পাইলটের মতো কীপার থাকতে, আমরা একটা বল স্টপারকে খেলাচ্ছি !

কীর্তিনাশা এর ছবি

সাবাশ বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে রয় !!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

রিয়াদ পোলাটার খেলা আমার ভাল্লাগসে। দলে এমন প্লেয়ার দরকার কয়েকজন।

হিমু এর ছবি

গতকাল মাহমুদুল্লাহ, জুনায়েদ, সাকিব তিনজনেরই মারমুখো দেহভাব প্রশংসনীয়। আশরাফুল এক্টু ঢিমাতালে খেললেও আমি বলবো সে ভালো খেলেছে। রকিব আরেকটু সতর্কভাবে খেললে বড়সড় চাপ দিতে পারতো। মুশফিক বরাবরের মতোই ভোদাইমার্কা শট খেলে আউট হয়েছে। আমার মনে হয় নাইমকে মুশফিকের আগে নামিয়ে দেখা যেতে পারে, ছেলেটা মারকুটে ব্যাটসম্যান।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হুমম। আশরাফুলের সাম্প্রতিক ফরম যেরকম তাতে ঐ সময় আউট হয়ে যদি মড়ক লাগিয়ে দিতো তাহলে চিরাচরিত বাংলাদেশকেই হয়তো দেখা যেতো। সে বিচারে আশরাফুল ধীর হলেও ভালো কাজই করেছে। ওর নিজের জন্যও এমনটা দরকার ছিল। এ রানের মাধ্যমে ও ফরমে ফিরেছে এমনটা বলা যাবেনা, বরং পরের ম্যাচে ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখতে হবে, যেমনটা মাহমুদুল্লাহ, জুনায়েদ, সাকিবের ছিলো।

হিমু এর ছবি

৩৭/১। রুবেল আর রাসেল বাড়ি খাচ্ছিলো, সাকিব বল হাতে নিয়েই ফ্লেচারকে ফেলে দিয়েছে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

পিটায়ে তো তক্তা বানায়ে দিতেসে মন খারাপ ... West Indies 243/5 (46.6 ov)
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মন খারাপ আজকে একটু ঝামেলে হবে মনে হচ্ছে।

মামুন হক এর ছবি

275 টার্গেট। আজকে খবর আছে। যাই গিয়া ঘুম দেই হাসি

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

২৭৫ রান!!! আজকে বাংলাদেশের হারাটা ......

যুধিষ্ঠির এর ছবি

রোচ আর স্যামির কুড়িটা ওভার সমঝে খেলতে পারলে কিন্তু খুব একটা কঠিন না। তাছাড়া এই দুজনকে তো ওয়ানডে-র নিয়ম মেনে বল করতে হবে। ওদের বাকি বোলারগুলো তো খুব একটা ইম্প্রেসিভ না। টাইগাররা ভড়কে না গেলেই জেতা সম্ভব।

তবে আজকে জিততে হলে আশরাফুলকে সেইরম খেলতে হবে।

যুধিষ্ঠির এর ছবি

ট্র্যাভিস ডাওলিন কেমন খেললো খেয়াল করলেন? প্রতিভায় সে কিন্তু আশরাফুলের পায়ের নখের কাছাকাছিও না। কিন্তু টেমপারমেণ্ট! ওটাই আমাদের নেই। আজকে একজন ডাওলিনের মত খেললেই হয়ে যায়... কিন্তু সেইরকম দাঁড়িয়ে যাওয়াটা আমাদের ক্রিকেট কালচারেই নেই।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।