ম্যাচ থ্রেড: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: শুক্র, ২৫/০২/২০১১ - ২:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

সন্ধ্যায় ৪ ঘন্টা ঘুমিয়ে রাত বারোটায় উঠলাম শুধুমাত্র বাংলাদেশের খেলা দেখব বলে। দেখি, আজ আয়ারল্যান্ডকে হারাতেই হবে। শুরুটা তো ভালোই হচ্ছে মনে হয়।

আমার মতো যারা দেশের বাইরে বসে আছেন, তারা লিংক শেয়ার করতে পারেন। আমি দেখছি
www.cricvid.com -এ। ল্যাপটপের সাথে টিভির সংযোগ দিয়ে এই রাত সাড়ে তিনটায় বসে আছি সামনে।

নজরুল ভাই নাই দেখে আমিই পোস্ট দিলাম। দরকার হলে সরিয়ে দেবো।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

তানিম কোপাচ্ছে হাসি

আশুকে নিছে দেখা যায়। আজ খেলতে না পারলে হয়তো এটাই ওর শেষ ম্যাচ হয়ে যাবে।

জি.এম.তানিম এর ছবি

টাইপো ভাল্লাগছে!

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ফাহিম হাসান এর ছবি

ইমরুল কায়েস আউট মন খারাপ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কেমন যেন থেমে গেল সব।

ফাহিম হাসান এর ছবি

জুনায়েদ তো একরকম আত্মহত্যা করলো ... অ্যাঁ

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

এইটার চ্যানেল ১-৫ পর্যন্ত বাংলাদেশের খেলা ...

বলতে না বলতেই আরেক জন শেষ ইয়ে, মানে...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হুম। এইটা কোন কাজ হল? আশ্চর্য!

ইশতিয়াক রউফ এর ছবি

দুইটা আউটই ফাও হলো। ইমরুল হেঁটে ক্রিজ থেকে বের হয়ে গেল। জুনায়েদ নিজের কল-এ অলস ভাবে দৌঁড়ে রান-আউট হলো। দেখি মুশফিক কয় হালি বল নষ্ট করে... মন খারাপ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

২৫০ করলেও কোন লাভ নাই। এই মাঠে ৩০০র কাছাকাছি করতে হবে। অবস্থাদৃষ্টে তেমন আশাবাদী হতে পারছিনা। দুইটা ফাউ আউট হলে কেমনে চলে?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

তামিমও আউট। যেন পুরানো বাংলাদেশকেই দেখছি! দেখি আশু কী করে। আশু গেলে ঘুমাতে যাবো।

ধুসর গোধূলি এর ছবি

নাহ্, এগুলা মানুষ হইলো না!

আগের দুইটা আউটের ধাক্কা তো তাও সামাল দেওয়া যায়, কিন্তু তাইম্যার আউট কেমনে হজম করি? এই তিনটারেই কান ধরে স্টেডিয়াম প্রদক্ষিণ করানো উচিৎ।

দ্রোহী এর ছবি

গেল তামিম ইকবাল।

ব্যাটসম্যানদের ভাব দেখে মনে হচ্ছে আয়ারল্যান্ড কোন ঘটনাই না। যেমনে খুশি বাড়ি দিলেই হল। মন খারাপ

এরা এমন কেন?

দ্রোহী এর ছবি

উটপোঁদদার বুদ্ধিতে আগে ব্যাটিং নিয়ে কী বিপদে পড়া গেল!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

তামিমের খেলাও কেমন জানি লাগতেছে। বডি ল্যাংগুয়েজ ভালো না। সাদা-দাদা এখন কী রিপোর্ট লিখবে সেটাই ভাবছি।

ইশতিয়াক রউফ এর ছবি

অলসতা। ৩ জনকেই মাঠের চারপাশে হাঁটানো উচিত এক ঘন্টা করে। সাকিবেরও তো দেখি পা নড়ে না। এই ভাবে অবহেলা করে আবার ধরা খাবে। পিচটা একটু স্লো মনে হচ্ছে, এটাই একমাত্র ভালো দিক।

দ্রোহী এর ছবি

সাকিব ভাগ্যক্রমে জীবন পেল!

আজকে হারা আছে কপালে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হ। সাকিবের বডি ল্যাংগুয়েজ দেখেই বুঝছি, আজ সুবিধার হবে না। যাই, আর খেলা দেখে লাভ নাই। এই জন্যই এদের নিয়ে এত লাফালাফি আমার পছন্দ না। এই মোবাইল কোম্পানিগুলো এদের নিয়ে বেশী হাইপ তৈরী করছে।

দ্রোহী এর ছবি

হ। ঘুম দেন। আমি গিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং দেখি। মন খারাপ

ধুসর গোধূলি এর ছবি
হিমু এর ছবি

সাকিব আউট। মেজাজ চরম খারাপ।

দ্রোহী এর ছবি

যাক।

গত বিশ্বকাপের ফলাফল বজায়ে থাকলো।

ইশতিয়াক রউফ এর ছবি

রাত ৩টার সময় রীতিমত গোসল দিয়ে পরিপাটি হয়ে খেলা দেখতে বসছিলাম যাতে ঘুম না ধরে... এমন ঢিলামি করলে কেম্নে কী?

তবে পিচ এমন স্লো, মনে হচ্ছে ২২০ হলেও ভালো ফাইট দেওয়া যাবে। স্পিন জিন্দাবাদ।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

পিচ কি আরো স্লো হবে? ২২০ করতে পারবে মনে হয়? যে ধারায় পড়তেছে মন খারাপ

ফাহিম হাসান এর ছবি

খেলা দেখে কান্না পাচ্ছে। ২২০ করা বেশ কঠিন হবে যদি না কেউ শক্ত হাতে হাল ধরে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এই বোথা'র বলই খেলতে এত কষ্ট হচ্ছে! রান তুলতে না পারলে স্লো পিচেও চাপে ফেলতে পারবেনা। কমপক্ষে ১৮০/২০০ রান করতে হবে।

ইশতিয়াক রউফ এর ছবি

মুশফিক-রকিবুল ভালো সময়েই পিচে আছে। একটু কনসলিডেশন প্রয়োজন। পিচ বেশ স্লো। আরও খারাপ হবে বোঝাই যাচ্ছে। ২২০+ রান হলেই সাড়ে তিন জন স্পিনার দিয়ে ঢেকানো যাবে। শফিউল-রবিউল একটু বুঝে-শুনে বল করলেই চলবে। রাজ্জাককে ৫ ওভারের মাথায় নিয়ে আসতে হলে সমস্যা।

আশা করছি আশু অধমের ভরসার মূল্য দিবে। তবে এই দু'জনকে ১০ ওভার টিকে থাকতেই হবে। রান না হলে নাই। ১০ ওভার টিকুক শুধু।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সেটাই। ১০ ওভারে ৩০ রান করলেও আমি খুশি। টিকে থাকাই এখন দরকার। আশুর উপর বড় আশা করে বসে আছি।

ইশতিয়াক রউফ এর ছবি

মাত্র ২২ ওভার গেল। ডকরেলের বলই যে ঘুরা ঘুরতেসে... কোনো রকমে ২২০ পার করে দেক। বাকিটা ঘূর্ণিরাজ রাজ্জাক দেখবে...

হিমু এর ছবি

মুশফিকুর-রকিবুলকে কমসে কম ১০০ রানের পার্টনারশিপ তৈরি করতে হবে। আশুর উপর সিম্পলি ভরসা করা যায় না।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হিমুর কথাই তো ঠিক হল। এরে আর সুযোগ দেয়া ঠিক হবে না।

ফাহিম হাসান এর ছবি

এভাবেই চলুক আপাতত। পরে রানের চাকা সচল করা যাবে নে।

ইশতিয়াক রউফ এর ছবি

ব্যাটিং অর্ডারের একটা ব্যাপার বুঝলাম না... আগের খেলায় কেন রকিবুলের আগে মুশফিক নামলো? আর এই খেলায় কেন মুশফিক-রকিবুলের আগে সাকিব নামলো? সিচুয়েশন বিচারে কোনোটারই হিসাব মিলে না।

ফাহিম হাসান এর ছবি

হায় রে আশরাফুল!

ধ্রুব বর্ণন এর ছবি

ভালোই হইসে। এই ম্যাচে আশু ভালো করলে তারে পরের সব কয়টা ম্যাচে রাইখা দেয়া হইত। তখন ক্ষতিটা আরও বড় হইত। এক ম্যাচে সেঞ্চুরি করলেও আশুরে বিশ্বাস করা চলে না!

হিমু এর ছবি

আশরাফুলকে দলে ঢোকানোর জন্য আলুর ক্রীড়া র্ভস্রাবদের প্রাণান্তকর চেষ্টা সফল হয়েছে। ৬ বলে ১ রান করে আশু ব্যাট বগলে প্যাভিলিয়নে ফিরত গেছে। এই ব্যাটটা উটপোঁদের পুটকি দিয়ে ঢুকিয়ে দেয়া হোক।

দ্রোহী এর ছবি

শুন্য রানে আউট হলে তাকে বলে "হাঁস" মারা। ১ রান করে আউট হলে তাকে বলে "উট" মারা।

আশরাফুল ৬ বলে ১ রান করে উটপোঁদ মারলো।

ফাহিম হাসান এর ছবি

দুঃখের মধ্যেও আপনার কথা শুনে গড়াগড়ি দিয়া হাসি

ফাহিম হাসান এর ছবি

২০০ করতে পারবে বলে মনে হয় না। মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে।

দ্রোহী এর ছবি

আগে ১৮০ করুক।

সাফি এর ছবি

facebook e chobi disi ekta boss...time paile phuto shop mairen

দ্রোহী এর ছবি

১৮০ হয়া গেছে। আর চিন্তা নাই।

দেখে নিয়েন সবাই, আমরা কোপানি বোলিং করে জিতে যাব আজ।

ইশতিয়াক রউফ এর ছবি

সেই ১৫-১৬ ওভার থেকে ২২০ চেয়ে আসতেসি... আর অল্প একটু। রিস্কের দরকার নাই। কারও মাথার উপর দিয়ে মারার দরকার নাই। যেখানে ফিল্ডার বাইরে, সেখানেই ১ নেক। ২০০ হইলে শেষ দুই ওভারে দেখা যাবে। এনশাল্লাহ...

সাফি এর ছবি

200+ হলেই খুশি

ফাহিম হাসান এর ছবি

বোলাররা দিবানে ধইরা ঠুয়া দিয়া দিমু...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

যাক, মনে হইতেছে এটলিস্ট ২০০ হবে হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

ইশতিয়াক রউফ এর ছবি

একটা অফটপিক প্রশ্ন মাথায় ঘুরছে টুর্নামেন্টের শুরু থেকে। বাংলাদেশের জার্সির পেট-পাছা কালো কেন? দূর থেকে দেখে মনে হয় প্যান্ট ভিজায়ে ফেলসে... খাইছে

অছ্যুৎ বলাই এর ছবি

বাংলাদেশে দলের ব্যাটিং বিপর্যয়ের জন্য আজ শুক্রবারে জুম্মার নামায বাদ দেয়া দায়ী।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

শুভাশীষ দাশ এর ছবি

দুইটা গেছে।

স্বাধীন এর ছবি

আশু এর মধ্যেও লেগে বল ফেলে। ধইরা ধাপড়া দেওয়া দরকার।

ধুসর গোধূলি এর ছবি

কঁচু ব্যাট করছে ফাযিলগুলা। সব কয়টারে ধরে আজকে সারারাত আশুর গান শোনতে বাধ্য করা উচিৎ।

ধুসর গোধূলি এর ছবি
ইশতিয়াক রউফ এর ছবি

আশরাফুল এক উইকেট পেয়ে সেরেনা উইলিয়ামসের মতো সেলিব্রেট করলো, আরেক উইকেট পেয়ে মোহাম্মদ আলীর মতো। দেঁতো হাসি

রানরেট কোনো রকমে ৫-এর ঘরে তুলতে পারলেই দেখা যাবে অবস্থা। হাসি

ধুসর গোধূলি এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

সাবাশ তামিম!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমি থাকলে সমস্যা হতে পারে; তাই দূরে আছি। আপনারা জিতিয়ে নিয়ে আসেন হাসি

ধুসর গোধূলি এর ছবি

আর কইয়েন না পিপিদা, ভারতের লগে হারছে দেখে আমি আজকে জার্সিই পরি নাই। মন খারাপ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সেটাই। আমি খেলায় বসে থাকলে আর জেতা লাগতোনা বোধহয় চোখ টিপি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

টেস্ট

ধুসর গোধূলি এর ছবি

শুভ'র দারুণ ক্যাচ।

কিন্তু শুভরে আজকেও নামানো হলো না কেনো বুঝলাম না! চিন্তিত
বোলিং তো বটেই, ব্যাট'টাও তো সে আশুর চেয়ে ভালোই চালাতে জানে।

শুভাশীষ দাশ এর ছবি

মনৈতেছে আশা আছে।

ধুসর গোধূলি এর ছবি

এখন দরকার বোথা'রে একটা কড়া করে গুঁতা দেয়া আর মুনি'কে একটা কনি!

দেবোত্তম দাশ এর ছবি

৭ টা গন, গন গনা গন হাসি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

দেবোত্তম দাশ এর ছবি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

ধুসর গোধূলি এর ছবি

৮ টা গেছে।

ঢাক্কিতাকিন ঢাক্কিতাকিন ঢাক্কিতাকিন ঢাক...

দেবোত্তম দাশ এর ছবি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

ধুসর গোধূলি এর ছবি

স্টেডিয়ামের ডিজে তো মারাত্মক রসিক দেখা যাচ্ছে। আমার ফেভারিট গান বাজাচ্ছে! দেঁতো হাসি
গানের সাথে মাঠে থাকা আশুর নাচাটা দেখতারলে মনটা ভরতো! হো হো হো

তাসনীম এর ছবি

জিতলাম!

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

দেবোত্তম দাশ এর ছবি

১০

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

ধুসর গোধূলি এর ছবি

... প্যাকেট। ২৭ রানের জয়।

আজকা না জিতলে খবরই আছিলো ধুগোনী'র ভাইয়েরা।

দেবোত্তম দাশ এর ছবি

ধুগো ভাই, ইয়া হাবিবি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

ইশতিয়াক রউফ এর ছবি

আসেন, বুখে আসেন সবাই... কী একটা খেলা জিতলাম রে!!!!!!!!

কাউকে দোষ দেওয়ার নাই আজকে। প্রত্যেকে কিছু না কিছু করসে। এইটা হইলো বাঘের মতো খেলা!

অনার্য সঙ্গীত এর ছবি

শফিউল চলুক চলুক চলুক

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

বইখাতা এর ছবি

মনে হচ্ছে এতক্ষণে চেপে রাখা দম ছাড়তে পারলাম। হাসি অসাধারণ শফিউল! সাকিব ও তার দলকে অভিনন্দন!

তিথীডোর এর ছবি

ধইরা ঠুয়া দিয়া দিমু... গুল্লি কোপাও মামা... দেঁতো হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

guest_writer এর ছবি

বস...জিতাইলো তো স্টেডিয়ামের দর্শক......যাউকগা...।ইয়াহু.......
..অস্পৃশ্য ।

স্বাধীন এর ছবি

জিতছে, কিন্তু হার্টের উপর অনেক চাপ গেছে। বুড়া হইছি, এখন আর এতো চাপ নিতে কষ্ট হয়। আর কয়টা রান থাকলে এই চাপটা এড়ানো যাই তো আর কি। তাও জিতছে শেষ পর্যন্ত, এটাই যা। ব্যাটিং নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে।

রোমেল চৌধুরী এর ছবি

সাবাস, শেষমেষ জয় আমাদের হলো!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

ধুসর গোধূলি এর ছবি

যেদিন ব্যাটিং-এ ফেল মারে সেদিন বোলার-ফিল্ডাররা কোপানি শুরু করে দেয় নির্মমভাবে। আবার যেদিন বোলাররা ক্রনিক্যাল আমাশয়ে ভুগতে থাকে, সেদিন ব্যাটিং হয় মারাত্মক। কিন্তু এই দুইটা ডিপার্টমেন্টই সমানতালে ভালো করতে পারে না কেন? সমস্যা'টা কী?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

জিতছি, আনন্দ... কিন্তু আয়ারল্যান্ডের লগে জিইতা অতো আনন্দ করা ঠিক না... এইটা তো পাওনা বিজয়।
এই বিজয় দেইখা সাকিব বাহিনী যেন না লাফায়, ব্যাটিংয়ে ম্যালা উন্নতি না করতে পারলে পরের ম্যাচ আর জিততে হইবো না

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

আরেকটু হইলে এই জোয়ান বয়সে আমার ইন্তেকাল হইত আর কি...যেই ম্যাচ হইল...

বাংলাদেশের ব্যাটিং দেখে মনের দুঃখে ঘুম দিচ্ছিলাম। সিটি কর্পোরেশন কে ধন্যবাদ, কারণ মশক বাহিনীর কারনেই কারনেই ঘুম ভেঙ্গে গেল। টিভি ছেড়ে আশরাফুলের নৃত্য দেখে অবাক হয়ে কিছুক্ষন তাকিয়েছিলাম আর কি...হাসি

শফিউল মারাত্মক না হইলেও ভালো বোলিং করেছে। তামিম অসাধারন ক্যাচ ধরেছে...বাকিরাও ভালো ফিল্ডিং করেছে। তবে ব্যাটিং ভালো হয় নাই দেখে কিঞ্চিৎ টেনশনে আছি।

জেতার জন্য অভিনন্দন সাকিব বাহিনীকে। গর্জে উঠো টাইগাররা !!!

হিমু এর ছবি

সকল কৃতিত্বই আসলে নান্টু ঘটকের।

হিমু এর ছবি

আরেকটা ব্যাপার। বেচারা শফিউল ইংরেজিতে কাঁচা, কিন্তু কেন আমাদের খেলোয়াড়দের মাঠে গিয়ে ইংরেজিতে সাক্ষাৎকার দিতেই হবে? একজন দোভাষী নিয়োগ করা হোক প্রয়োজন হলে। বেচারা এত ভালো খেলেও ইংরেজি বলার ভয়ে কাঁচুমাচু হয়ে সে কী একটা বাজে দৃশ্য! এইটা কোনো কথা হলো? ইনজামামের বাচ্চা তো ঠিকই উর্দুতে ভগর ভগর করতে থাকে!

আমাদের খেলোয়াড়রা মাঠে ইংরেজি সেকেণ্ড পেপার পরীক্ষা দিতে নামে নাই। তাদের মনে হীনম্মন্যতা দূর করার রাস্তা রাখা হোক, অভিলম্বে দোভাষী নিয়োগ করা হোক। শফিউল, পরের ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ক্যামেরার সামনে সিনা টানটান করে বাংলায় কথা বলবা। ডরাইলেই ডর ... !

ধুসর গোধূলি এর ছবি

শফিউলের সাক্ষাৎকারটা নিছেন আতহার আলী খান। উনি চাইলেই অবশ্য বাংলায় কথা বলতে পারতেন শফিউলের সঙ্গে। যাইহোক ব্যাপার না। আতহার আলী হয়তো নিজেও ভাবেন নাই এইটা তখন খুশির চোটে। হাসি

অমিত আহমেদ এর ছবি

আতাহার আলী খান কিন্তু এটা করেছেন আগে। যদ্দুর মনে পড়ে রাজ্জাক এর ইন্টারভিউ নেবার সময়। এবার আমারও মনে হয় খুশির চোটে ব্যাপারটা উনার মাথায় আসেনি।

কুটুমবাড়ি [অতিথি] এর ছবি

শফিউল একবার ফিসফিস করে কী যেন বলতে চাইছিল, মনে হলো বাংলায় কথা বলতে চাইছে। কিন্তু আতহার আলী খান একই প্রশ্ন ইংরেজিতে রিপিট করায় বেচারাকে বাধ্য হয়ে মুখ কাঁচুমাচু করে ইংরেজিতেই উত্তর দিতে হলো।

অতিথি লেখক এর ছবি

সম্ভবত আতাহার আলীর ধারনা বাংলা বললে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে।

পলাশ মুস্তাফিজ

অতিথি লেখক এর ছবি

ম্যাচ জিতেছি সাকিবের ক্যাপ্টেন্সি আর প্লেয়ারদের মনোবলের কারনে। সাকিব নিজেও দলের স্পিরিটের কথা উল্লেখ করেছে।

পাকিস্তানের শেষ খেলায় দেখলাম উমর আকমলের সাথে রমিজ রাজা উর্দুতে কথা বলল আর সাক্ষাতকার শেষে ইংলিশে একটা সারমর্ম দিয়ে দিল। আন্তর্জাতিক টুর্নামেন্টে এশিয়ান দেশগুলোর জন্য এরকম ব্যবস্থা রাখলেই পারে। ইংরেজী না জানাটাতো কোন অপরাধ না। বেচারা শফিউল নিজের অনুভুতির কথাগুলো ঠিক মতো গুছায় বলতেও পারল না!
-রু

ফাহিম হাসান এর ছবি

কোপা রে কোপা বাঘের বাচ্চা

অতিথি সন্ধ্যা এর ছবি

ম্যাচে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আমাদের আছে হাসি , দুর্বলতাগুলো নিয়ে কাজ করতে হবে
জয়ের জন্য অভিনন্দন হাততালি

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

আমরা জিতে গেছি।

জোহরা ফেরদৌসী এর ছবি

এই পোস্টের মন্তব্যগুলো পড়তে পড়তে আর হাসতে হাসতে আমার পেটে খিল ধরে গেল ।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।