| ঘড়ায়-ভরা উৎবচন...|৩১-৪০|

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: শুক্র, ১৬/১০/২০০৯ - ১২:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

সতর্কতা:

ধর্মীয় বিশ্বাস ও সংস্কার বা মুক্তচিন্তা বিষয়ে যাঁদের সংবেদনশীলতা রয়েছে,

তাঁদের জন্য অস্বস্তিকর হতে পারে।

...
.
(৩১)
মৃত্যু হিসাব-নিকাশহীন এক কাল্পনিক যাত্রা
যার কোনো শুরু নেই, শেষও নেই;
যেখানে কোন ধর্মগ্রন্থ নেই।

(৩২)
শুচিবাই কোন পরিচ্ছন্নতা নয়,
মনের কোণায় লুকিয়ে থাকা নিজস্ব নোংরামির বহিঃপ্রকাশ;
যেখানে রুগ্নতার চেয়ে বেশি থাকে অসভ্যতা।

(৩৩)
ব্যাঙের বের হবার সাধ্য নাই বলে তাকে কূপমণ্ডুক হয়েই জীবন কাটাতে হয়।
কিন্তু মানুষের সাধ্য অসীম,
তবু বাঙালির শখ কূপমণ্ডুক থাকাতেই ;
এজন্যে বাঙালি মানুষ হয না, হতে পারে না।

(৩৪)
মানুষই সবচেয়ে অসভ্য প্রাণী, কারণ
সে কেবল নিজের অনুকূলেই নিজের মতো করে সভ্যতা নির্মাণ করেছে।
মানুষের সভ্যতা প্রকৃতির অনুকূল নয়।

(৩৫)
সু-স্বাস্থ্য মানে নিরোগ থাকা নয়।
এই বিশাল ও ভয়ঙ্কর জীবাণুমণ্ডলে ডুবে থেকে
রোগ-জীবাণু মুক্ত থাকার কথা কেবল নির্বোধরাই ভাবতে পারে।
সুস্থ থাকার সামর্থই হচ্ছে স্বাস্থ্য।

(৩৬)
আবেগ হচ্ছে প্রাকৃতিক অসভ্য অবস্থা ;
মানুষ যতক্ষণ আবেগহীন থাকে, ততক্ষণ সে দিগম্বর হয় না।

(৩৭)
মুদ্রা বা অর্থের শক্তি তার লেনদেনের মধ্যে,
প্রতিটা লেনদেন মানুষের ভেতরটাকে একটানে বাইরে নিয়ে আসে।

(৩৮)
যা বাস্তব তা-ই সত্য, তাই
বাস্তবতাকে স্বীকার না-করার অর্থ
নিজের অস্তিত্বকেই অস্বীকার করা।

(৩৯)
প্রকৃতির সৌন্দর্য্য তার নগ্নতায়।
মানুষ যতক্ষণ প্রকৃতির অনুকূলে থাকে, তার নগ্নতা সৌন্দর্য্য ছড়ায়;
প্রকৃতির প্রতিকূলে মানুষই হয়ে উঠে সবচেয়ে অশ্লীল।

(৪০)
পিতা আর জন্মদাতা এক নয়।
জননযন্ত্র সক্রিয় হলেই জন্ম দেয়া যায়,
পিতা হতে দরকার হয় বাৎসল্যের।
...

[২১-৩০][*][৪১-৫০]


মন্তব্য

অবাঞ্ছিত এর ছবি

দারুন লাগছে। চলুক!
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

রণদীপম বসু এর ছবি

বাঞ্চিত মন্তব্যের জন্য ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মনামী এর ছবি

তৃতীয় নেত্র দিয়া দেখিয়াছেন মেঘের ওপারে মেঘ - ধন্যবাদ!!!আরো চাই ।

রণদীপম বসু এর ছবি

শূন্যতার ওপারে শূন্যতা, ভণ্ডামির ওপারে ভণ্ডামি, হা হা হা !

ধন্যবাদ। চেষ্টা করবো সরবরাহ করে যেতে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

জুয়েইরিযাহ মউ [অতিথি] এর ছবি

৩১,৩৪,৩৭,৩৮,৪০ - ভালো লাগলো।

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ মউ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মাহবুব লীলেন এর ছবি

সু-স্বাস্থ্য মানে নিরোগ থাকা নয়।

চামে চামে ইয়োগার বিজ্ঞাপন কর্লেন মনে হয়?

০২

মানুষ যতক্ষণ আবেগহীন থাকে, ততক্ষণ সে দিগম্বর হয় না।

তাহলে পর্নো ফিল্মের শিল্পীদের আমরা বলতে পারি আবেগবাদী শিল্পী সমাজ
তাই না?

০৩

মানুষ যতক্ষণ প্রকৃতির অনুকূলে থাকে, তার নগ্নতা সৌন্দর্য্য ছড়ায়;

তাইলে কইতাছেন পর্বতারোহীদের ন্যাংটা হইয়া পাহাড়ে উঠা উচিত?

রণদীপম বসু এর ছবি

গুরুদৃষ্টি এরকমই।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মূলত পাঠক এর ছবি

আপনার এই লেখা কি মৌলিক (তাইলে তো ভয়ানক দার্শনিক গোছের লোক আপনি), নাকি অনুবাদ ধরণের কিছু? এগুলো প্রায় আনডাইল্যুটেড লিকার, একেকটা দিয়েই একখানা করে লেখা নামানো যায়।

রণদীপম বসু এর ছবি

একেবারে নিজের স্বভাব-প্রকৃতি থেকে আহরিত জিনিসকে যদি মৌলিক বলা যায়, তাহলে এগুলো তা-ই। উৎস বিবেচনা করলে এই ভবঘুরে অস্তিত্বটার ভেতর থেকে জারিত হয়ে বেরিয়ে আসা কাঁচামাল এগুলো। এখন পর্যন্ত ৮০ টা চূড়ান্ত গ্রন্থিত করে রেখেছি। আরো কিছু আকরিক অবস্থায় আছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ পাঠক দা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অনুপম ত্রিবেদি এর ছবি

৩২,৩৪,৩৬,৪০ - ফাটাফাটির উপর দুই নোক্তা।

মারহাবা, মারহাবা, ওয়াহ, ওয়াহ !!

-------------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সুহান রিজওয়ান এর ছবি

৩১ আর ৪০ = দুর্দান্ত মশয় , দুর্দান্ত !!!

---------------------------------------------------------------------------

মধ্যরাতের কী-বোর্ড চালক

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ সুহান।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শাহেনশাহ সিমন এর ছবি

দুর্দান্ত হচ্ছে মঁশিয়ে!

_________________
ঝাউবনে লুকোনো যায় না

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদকে ফ্রেঞ্চ-এ কী বলে ? আপনাকে ওইটা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

s-s এর ছবি

বচনশংসা করতেই হচ্ছে। দারুণ! কিন্তু উপরের সতর্কতার কারণ কি? কোনো দরকার নেই তো। চিত্ত ভয়শূন্য কি এখনো হয়নি আমাদের?অনেক অনেক ধন্যবাদ রণদা, আপনাকে।

রণদীপম বসু এর ছবি

কোন কোন ক্ষেত্রে রুটিন-ওয়ার্কের মতো কিছু সতর্কতা জানিয়ে রাখা উচিৎ। কার কিসে সমস্যা হতে পারে তা তো আর বলা যায় না। অনেক ক্ষেত্রে নিজেরাও তা বুঝতে পারেন না। এজন্যেই। এটা ভয় নয়, অন্যকে সুস্থির থাকতে সহায়তা করা।
আমি কি বুঝাতে পারলাম ? মন্তব্যের জন্য ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সাফি এর ছবি

৪০ দারুন লাগলো

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ সাফি।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।