একটি হারানো বিজ্ঞপ্তি

সুলতানা পারভীন শিমুল এর ছবি
লিখেছেন সুলতানা পারভীন শিমুল (তারিখ: বুধ, ১৩/০৮/২০০৮ - ৫:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

সে বহু বহু দিন আগের কথা। বঙ্গদেশে একুশ বছর বয়েসী একটি বালকের জন্ম হয়। জনশ্রুতি আছে, সে আই ইউ টির শিক্ষকদিগের মাথা নষ্ট করিবার ব্যাপারে অতি দক্ষ ছিলো। কখনো কখনো বন্ধুদিগের সহিত সে চলিয়া যাইতো তুরাগ নদীর ধারে। সেথায় বসিয়া গান্জা সেবন করা তাহার অতি প্রিয় একটি কর্ম ছিলো।

মন বিষাদগ্রস্থ হইলে মাতৃভক্ত এই বালক গিটার লইয়া টুংটাং বাজাইতো আর মধুর স্বরে গান গাহিতো। সচলায়তনে তাহার উপস্থিতি ছিলো বিদ্যুত চমকের ন্যায়। অতি দাপটের সহিত বিচরণ করিয়া এবং নিজেকে ক্রমাগত পরিবর্তিত করিয়া করিয়া সেই পরিবর্তনশীল দীর্ঘদিন হইতে লাপাত্তা। বহুদিন হইলো তাহার টিকিটির নাগাল পর্যন্ত পাওয়া যাইতেছে না। কেহ কেহ তাহাকে রাত্রিদিন পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রে ডুবায়মান প্রত্যক্ষ করিয়াছেন।

এইভাবে লাপাত্তা হইবার প্রাক্কালে পরিবর্তনশীল তার ব্লগে বিশাল সংখ্যক ভিন্ন স্বাদের লেখা এবং অসংখ্য ভক্তপাঠক রাখিয়া গিয়াছে। আমরা তাহার প্রত্যাবর্তনপ্রত্যাশী।

ফিরে এসো বালক। আমরা তোমাকে খুব খুব মিস করি...


মন্তব্য

তানবীরা এর ছবি

হাহাহাহাহা, শিমূল, দারুন।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

কীর্তিনাশা এর ছবি

খোকন খোকন ডাক পারি
খোকন মোদের কার বাড়ি...........
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আয়রে মহিব, সচলায়তনে আয়...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অছ্যুৎ বলাই এর ছবি

বালক এখন পরিবর্তনের কোন ফেইজে আছে কে জানে। তবে তার পরিবর্তন সচলমুখী হোক, এটাই প্রত্যাশা।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আমারো সেই কথা, বলাইদা।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

পলাশ দত্ত এর ছবি

যাহারা সেই বালককে চিনিতো না, যাহারা সেই বালককে এখনো চিনে না তাহাদের কি কখনোই জানা হইবে অথবা জানা হইবে না কে সেই বালক?

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

সুলতানা পারভীন শিমুল এর ছবি

এই কাজের নিমিত্তে আপনার একটি টাইম মেশিন আবশ্যক, পলাশদা।
অতীত দিনের ব্লগে পরিভ্রমন করিলেই জানিতে পারিবেন বালকের পরিচয়।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ফারুক হাসান এর ছবি

বালক খোলস বদলাইতেছে। তাই গর্তে লুকাইয়াছে। পরিবর্তন সম্পন্ন হইলেই ফিরিয়া আসিবে। টেনশন নেহী লেনেকা।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আরো একখানি পরিবর্তন !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

দৃশা এর ছবি

বালক যুবক হইবার দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় মনে লয় বিশেষভাবে ব্যস্ত।

দৃশা

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হইতে পারে।
তবে প্রক্রিয়ার আপডেট আমরারে জানান উচিত।
কি কন?

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্বপ্নাহত যাকে এর ছবি

বালককে আমি শিগগির খবর দিচ্ছি যে তার নামে হারানো বিজ্ঞপ্তি ইস্যু করা হইসে। না হলে বালক মুভি দেখায় এত বেশি পরিমাণে ব্যস্ত যে হয়তো তার কোনদিন জানাও হবেনা কোন এক বালিকা তার পথ চেয়ে বসে আছে খাইছে

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আহারে !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ফারুক ওয়াসিফ এর ছবি

হুমম, তা পক্ষিমাতা কি এখনো উড্ডীন না শয্যাশায়ীনি, বিজ্ঞপ্তিতে সেই তথ্য থাকলে, বালকের প্রত্যাবর্তন ত্বরান্বিত করা যেত। অন্তত আমরা তাকে যতটা চিনি।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

পক্ষিমাতার কোন অবস্থা তার প্রত্যাবর্তন ত্বরান্বিত করবে, সেই তথ্য আগে জানা দরকার, স্যার।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ফারুক ওয়াসিফ এর ছবি

ম্যাডাম কি তার হারানো শাবকের মন বুঝেন না যে, কি রটাইলে সে কাতর হইয়া ফিরিয়া আসিতে বাধ্য থাকিবে। অর্থাত কাতর বালক ব্ল্যাকমেইলের তরিকা কি আপনি শেখেন নাই?

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

চিন্তিত

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতন্দ্র প্রহরী এর ছবি

হাহাহা। দারুন লিখেছেন শিমুল আপা। মহিবের অনুপস্থিতি আসলেই চোখে লাগছিল। ওকে মিস করছিলাম আমিও। ব্যাটা এমন দারুন দারুন সব সুস্বাদু লেখা আমাদের গিলিয়ে এভাবে ডুব মেরে আছে, চলেন তো, ওকে ধরে মাইর দেই, মাথা থেকে ভূত নামাতে এর থেকে ভালো ওষুধ আর আছে বলেন?! চোখ টিপি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ঠিক কথা, প্রহরী !
মাইরের ওপর ওষুধ নাই। কাজেই ... দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

হারাইন্যা স্যারার নাম জানেন?
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

সুলতানা পারভীন শিমুল এর ছবি


মহিবচন্দ্র মুখোপাধ্যায় ।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ভূঁতের বাচ্চা এর ছবি

না সিদ্দিকী ভাই এই ছেমড়া যে কেডা বুজতারলামনা, তবে হারিকেন নিয়া শিমুল আপুনি খুঁজতাছে তার পিছে তো কোনও অন্তর্নিহিত কারণ আছে কি কন ?

--------------------------------------------------------

সুলতানা পারভীন শিমুল এর ছবি

জ্বি জনাব। মন খারাপ

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

দৌবারিক এর ছবি

পাইছি। উনি বর্তমানে 'আউলিয়া বাউল মসজিদে' ইমামতি করিতেছেন এবং কোরান হেফজ করিবার অভিপ্রায়ে আলিফ, বাতাসা খা-ইতেছেন।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

অ্যাঁ

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নিঘাত তিথি এর ছবি

হো হো হো দারুণ লিখেছেন সুলতানা শিমুল। আসলেই ছেলেটার হলো কি? এমন করে সচলায়তনকে ভুলে গেলো? আসুক, তার ম্যুভি দেখার মজা টের পাওয়ানো হবে।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

একমত, তিথি।
মজা টের পাবে...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আবার লেখালেখি শুরু করার অনুরোধ জানিয়ে এই বালককে ব্যক্তিগত মেইল লিখেছি প্রায় এক সপ্তাহ আগে। সেই মেইল এখনও খোলেইনি সে!

এই হলো অবস্থা।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুলতানা পারভীন শিমুল এর ছবি

চিন্তিত

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

খেকশিয়াল এর ছবি

আরেকজন্রে বিস্রাইয়া পাইতাসিনা, হেইডা হইল গিয়া তীরন্দাজ দা, হেরা সব গেল কই ?

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হারিকেন লন, পন্ডিতজী।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মাহবুব লীলেন এর ছবি

মোবাইল আর ইন্টারনেটের সবচে জঘন্য বৈশিষ্ট্য হলো এগুলো মানুষের ডুব দেয়া কিংবা লুকানোর অধিকারটাকেই স্বীকার করে না

এই যন্ত্রভূতগুলো জানেই না যে মাঝে মাঝে মানুষ একা থাকলে কিংবা লুকিয়ে থাকলে ভালো থাকে কিংবা ভালো হয়ে উঠে
এগুলো বোঝেই না যে মানুষকে মাঝে মাঝে লুকিয়ে থাকতে দিতে হয় ডুব দিতে দিতে হয়....

০২

মোবাইল আর ইন্টারনেটা জীবনটাকে একেবারে হাটবাজার বানিয়ে ফেলে...
প্রকাশ্য প্রকাশ্য আর প্রকাশ্য

০৩

পরিবর্তনশীল ডুব দিয়ে আছে ডুব দিয়ে থাকুক
তাকে টানাটানির দরকার কী?
যখন তার আবার আড্ডায় আসার ইচ্ছে হবে তখন আসবে
তার আগে পর্যন্ত সে উপভোগ করুক তার মহান নীরবতা...

খেকশিয়াল এর ছবি

হ ঠিকই, আর ভাল্লাগে না এইসব যন্ত্র, আমিও জঙ্গলে যাইতে চাই

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুলতানা পারভীন শিমুল এর ছবি

এই কথাগুলি সত্যি কথা, মহামতি লীলেন।
কিন্তু সবসময় মনে থাকে না যে...মন খারাপ

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

রণদীপম বসু এর ছবি

পরিবর্তনশীল !
নামেই তো তাহার পরিচয় ! উহাকে অপরিবর্তনীয় রাখিবার কোন হেতু আছে কি ?

নিশ্চয়ই এখানে কল্কি সরবরাহ এতোটাই লক্ষ্যণীয়ভাবে কমিয়া গিয়াছে যে, বালক উহাতে এইখানে আসিবার আগ্রহ হারাইয়া ফেলিয়াছে।

আশ্বস্ত করিলে হয়তোবা ফিরিয়া আসিতেও পারে। আমাদিগের আত্মপ্রসাদ ঘটিবে। যদিও তাহার নামের প্রতি ইহাতে সুবিচার হইবে না।

তথাপি আমিও আহ্বান করিতেছি, ফিরিয়া আসো বালক। বালিকারা বড়ই হাপিত্যেশ করিতেছে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সুলতানা পারভীন শিমুল এর ছবি

"কল্কি...আশ্বস্ত করিলে হয়তোবা ফিরিয়া আসিতেও পারে।" চোখ টিপি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অনিন্দিতা এর ছবি

শিমুল দারুণ হয়েছে।
ইস্ আজই আমার স্বপ্নাহতের লেখা পড়তে গিয়ে মনে হলো পরিবর্তনশীলের খোঁজ নিব। সে আবার কোন পরিবর্তন ঘটাচ্ছে জানা দরকার। কিভাবে যেন ভুলে গেলাম।
আর আজই তার হারানো বিজ্ঞপ্তি?
তাড়াতাড়ি ফিরো তো পরিবর্তনশীল।
আমরা খুব মিস করছি!

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মূর্তালা রামাত এর ছবি

ফিরে এসো বালক
ফিরে এসো এই অচলের যুগে সচলে........

মূর্তালা রামাত

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হুম...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুশফিকা মুমু এর ছবি

হাহাহাহা আসলেই অসাধারন শিমুল আপু খাইছে
পরিবর্তনশীল কৈ??? ওকে কি জানানো হয়েছে?
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সুলতানা পারভীন শিমুল এর ছবি

জানি না, মুমু। ইয়ে, মানে...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

কনফুসিয়াস এর ছবি

কামিং ছুন! হাসি
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

রায়হান আবীর এর ছবি

সংসারে এক সন্ন্যাসীর ব্যক্তিগত মেসেজ সে এখনও দেখে নাই। এবং আমি নিশ্চিত সে এই ব্লগটাও দেখে নাই। আমি ওর চোখের সামনে বসে সারাদিন ব্লগাই কিন্তু সে ফিরেও এই দিকে তাকায় না। মাঝে মাঝে আমার ওরে খুব ঈর্ষা হয়। আমি কেন এমন ডুব মারতে পারি না। গতকাল রাতে বসে বসে ভাবছিলাম এই ইহধামে আমার কি কি বন্ধন আছে। তিনটি বন্ধন আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে একটা সচলায়তন। সব কিছু ছেড়ে আমার ফুরুৎ দিতে ইচ্ছা হয়, কিন্তু আমি নিশ্চিত এই তিনটা জিনিস ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। মহিবের কথা বলতে যেয়ে নিজের কথা বলে ফেলছি। দুঃখিত।

অনেককাল আগে মহিব মাঝে মাঝে এইসব শুকনা পাতা খাইতো, গীটারেও টুংটাং করতো। মনে আছে ফার্স্ট ইয়ারে ওর "চ্যাপ্টা গোলাপ" গানটা শুনে আমি কতো মুগ্ধ হয়েছিলাম। অনেকদিন ওর কন্ঠে গান শুনি না।

ওর সব কিছুই বিদ্যুত চমকের মতো। কিছু কিছু মানুষ আছে যারা যেখানেই হাত দিবে সোনা ফলাবে। ও তেমন একজন। সেকেন্ড ইয়ারের শুরুতে ওর রেজাল্ট খারাপ হলো। স্যাররা সেবার বিশাল বাশ দিসিলো। এরপর থেকে ও বদলে গেলো। এমন না যে সারাদিন ধুমসে পড়ালেখা করে, কিন্তু পরের প্রত্যের সেমেস্টার থেকে ও প্রথম ৩-৪ জনের মধ্যে আছে।

অনেকদূর থেকে আপনি ওকে মিস করছেন। তার কাছের মানুষরাও তাকে মিস করছে। সেদিন আমাদের ইয়ারের প্যালেস্টাইন থেকে আগত এক ছেলে আমাকে ডেকে জিজ্ঞেস করলো, আচ্ছা মহিবের কি হয়েছে। ও আগে অনেক হাসি খুশী ছিল, মাঝে মাঝেই আমাদের রুমে আসতো, কিন্তু এখন একদম দেখা পাওয়া যায় না।

সচলের খোঁজ আমি ওরে দিসিলাম। ও যখন রেজিস্ট্রেশন করে তখন ওর হয়ে আমি টাইপ করছিলাম। নাম দিবো কি জানতে চাইলে ও চট করে বলে দিলো, পরিবর্তনশীল। এই নামটাই শুধু ওর সাথে যায়। ও আসলেই খুব দ্রুত বদলে যেতে পারে।

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আসলেই পরিবর্তনশীল।
দুই এক ঝলক দেখলাম মনে হলো...হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

পরিবর্তনশীল এর ছবি

লজ্জা পাইলাম- হে মহান বালিকা। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

খেকশিয়াল এর ছবি

আপ্নারে তো মিয়া হগলে বিসারাইতাসে, এদ্দিন আসিলেন কই? নদীর পারে গাঁজা খাইতেসিলেন ? দেঁতো হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

বিপ্লব রহমান এর ছবি

ওরে রাশব, পাণ্ডব, শাখামৃগ কাহিকা!

এই বেলায় হলফ করিয়া বল, কোথায় ডুব দিয়া ছিলি রে প্রিয় নাদান মুর্খ হতচ্ছাড়া!

কী! আবারো চুপ মারিয়া আছিস? ভাবিয়াছিস আমি কিছুই টের পাই না?

শুনিয়া রাখ, আমার বিশস্ত সূত্রসমূহ জানাইয়াছে, তুই না কী আবারো নাবালিকা ২ দি পাওয়ার আউট অব ফোকাস গং-এর খপ্পরে পড়িয়াছিস?

সে যাহাই হোক। সচলে এ হেন দীর্ঘদিন অচল থাকার দায়ে শাস্তিসরূপ শিগগিরই হাঁটে হাঁড়ি ভাঙিবো বলিয়া স্থির করিয়াছি। ...

এই বার লিখিবো: স্বপ্নায়তন: পরিবর্তীত বালকের নাবালিকা ২ দি পাওয়ার আউট অব ফোকাস...

অতএব!...খাইছে


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

পরিবর্তনশীল এর ছবি

@শিয়াল ভাইঃ গাঞ্জা খাওয়া ভুইল্যা গেসি। এক বছরের বেশি হইয়া গেল। ভালা হয়া গেছি। দেঁতো হাসি

@বিপ্লব্দাঃ দেখা যাউক। আমিও লিখুম। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।