একটি কালো বিজয়ের প্রতীক্ষায়

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: রবি, ০২/১১/২০০৮ - ৮:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

শান্তির প্রতীক হিসেবে আমরা অনেক উড়িয়েছি শ্বেত-শুভ্র পারাবত। এইবার, নতুন শতাব্দীর প্রথম অংশে এক মেরুমুখি বর্তমান বিশ্বে আমরা প্রথম বারের মত বিজয় উৎসবে উড়াতে চাই কালা কইতর। শ্বেত-শুভ্রের চিরন্তন হেজিমনি থেকে বের হয়ে এসে আমরা মুগ্ধ দৃষ্টি নিয়ে তাকাতে চাই কালোর দিকে। দাসানুদাস, দাসের বংশধরের হাতে তুলে দিতে চাই রাষ্ট্রদন্ড, বিশ্বের নেতৃত্বের ভার। ভালবাসা আর আবেগে ফুলে-ফেঁপে ওঠা হৃদয় নিয়ে আমরা অনেকেই বসে আছি, ধৈর্যহীন প্রতীক্ষায় – একটি কালো বিজয়ের জন্য। মন্দামুখি বর্তমান দুনিয়ার মানুষের সামনে নতুন আশার আলো হয়ে দেখা দিক – এই বিজয়ের কালো। পৃথিবীতে কালো শব্দটি ধরা দিক নতুন ব্যঞ্জনায়, এর গায়ে সাদার পক্ষ থেকে লেপ্টে দেয়া সমস্ত কালিমামুক্ত হয়ে কালো ছড়াক নতুন সম্ভাবনার আলো।

শুধু আমি নই, শুধু গুটিকয় আমরা নই, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ ভোটাররা নয়, পৃথিবীর বিভিন্ন দেশের ৭০%, দুই-তৃতীয়াংশ লোক মনে প্রাণে চাইছেন বারাক ওবামার বিজয়। সারা বিশ্বের বিবেকবান মানুষেরা বারাক ওবামার মাঝে শুধু একজন নেতাকেই দেখতে পাচ্ছেন তা নয়, বারাককে তারা দেখছেন নির্যাতিত, বঞ্চিত, শোষিত মানুষের প্রতিকৃতি হিসেবে।

বাংলাদেশে এখন নির্বাচনের ঢাক-ঢোল বাজছে। তবুও আমাদের চোখ আমেরিকার নির্বাচনের দিকে। অস্বাভাবিক শোনাতে পারে, কিন্তু অযৌক্তিক নয়। আমরা জানি আমেরিকার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যেকোনো উদার পালাবদল সারা বিশ্বের জন্য বয়ে আনতে পারে স্বস্তির সুবাতাস। সুতরাং দূর-দেশের নির্বাচন নিয়ে এই মাত্রাতিরিক্ত আগ্রহে শরমিন্দা হওয়ার কিছু নাই। দেশের যেকোনো নির্বাচনের মত এই নির্বাচনও বুকের মধ্যে শংকা ও সম্ভাবনার ঢাক বাজাচ্ছে, এ সত্য তো অস্বীকার করার নয়।

৪ নভেম্বর, মঙ্গলবার তাই আমার কাটবে টেলিভিশনের সামনে। থোকা থোকা কালো কালো বিজয়ের জন্য উন্মুখ হয়ে বসে থাকবো সারা রাত। বৈদ্যুতিক আলোয় ঝলমলে রাত শেষে কালো একটা বিজয়ের দিনের জন্য এ এক প্রতীকি প্রতীক্ষা।


মন্তব্য

জিজ্ঞাসু এর ছবি

উৎকন্ঠা আর আশা নিয়ে আমিও আছি আপনার সাথে।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমারেও লগে নিয়েন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আশায় আছি, অন্য সবার মতই।

হিমু এর ছবি

হুমমমমম। লেখককে চেনা চেনা লাগছে।

পৃথিবী জুড়ে কালোর কদর বাড়ছে দেখে ভাল্লাগছে দেঁতো হাসি


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- তোর উৎসাহ দেখে তো এখন ইচ্ছে করছে আমার 'গুলাবি' বদনে কয়লা মাখানো শুরু করি! কিন্তু, ওহে হেরেমখোকা, এই কালো যে তোমার সেই কালো না, এইটে বুঝো?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হিমু এর ছবি

কস্কি! আমি তো তোর কাছ থেকে পাওয়া হাবশী সার্টিফিকেট বেইচাই খাইতেসি। এখন কালোতে কালোতে আবার ফারাক খুঁজিস! মোনাফেক কোথাকার।


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- তুই কি চামে চিকনে আমারে তোরে হাবশী বলার পুরা ক্রেডিট দিতে চাস? দিলে দে, আমি নিমু না। কেন নিমু না সেইটা একটা ইতিহাস! তোরে খালি একটা কথাই কই, "হাবশী আর সুদানী- এই দুইয়ের মধ্যে ফারাক আছে!"

এখন তুই-ই বাইচ্ছা নে। তুই কোন টাইটেল নিবি। হাবশী হিমু নাকি সুদানী হিমু।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হিমু এর ছবি

শাইসএগাল। ল্যাটিচুডের সামান্য তফাতে কি কিছু আসে যায় রে হামদু? যা ঝুলছে তা ঝুলবেই, তা সে আবিসিনিয়াই হোক আর সুদান হোক।


হাঁটুপানির জলদস্যু

ইশতিয়াক রউফ এর ছবি

সেই ২০০৪-এর ভাষণের পর থেকেই বারাক ওবামা'র যাবতীয় কথা-কাজ-প্রচারণা অনুসরণ করে আসছি। শেষবেলায় এসে টেনশনের কথা নাহয় না-ই বললাম। আমিও অধীর আগ্রহে টেলিভিশনের সামনেই বসে থাকবো। আমার স্টেটের (ভার্জিনিয়া) ফলাফলই বলে দেবে নির্বাচনের ফলাফল কোন দিকে যাবে। জানি না কী হবে। অপেক্ষায় আছি।

সুমন চৌধুরী এর ছবি

ধৈর্য ধরে আছি সুনা



অজ্ঞাতবাস

এনকিদু এর ছবি

ধরলাম কালো জয়যুক্ত হল, কিন্তু তারপরেও আশঙ্কা থেকে যায় ।

All animals are equal, but some animals are more equal.

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

কেউ না  এর ছবি

হাবসী,কাফ্রি আর সুদানী-এদের নিয়ে জানতে চাই।

হিমু এর ছবি

একদিন কাচ্চি বিরিয়ানি খাওয়ান। আমি আসি দেঁতো হাসি


হাঁটুপানির জলদস্যু

সৌরভ এর ছবি

খাইতেমঞ্চায়।


আবার লিখবো হয়তো কোন দিন

সৌরভ এর ছবি

আমি নাই। ব্রাডলি এফেক্ট আইসা আবার উড়াইয়া নিয়া না যায়!


আবার লিখবো হয়তো কোন দিন

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ব্রাডলি এফেক্ট বা মুখচোরা ভোটারদের হিসাব যে জরিপে ধরা পড়ে না তা ঠিক। তবে টম ব্রাডলির ক্যালিফোর্নিয়ার মেয়র পদে হারার পর অনেক সময় গেছে।
নির্বাচনের আগের দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রব্যাপী অন্তত: ৭% ভোটে বারাক এগিয়ে আছে।
সব মিলিয়ে আমাদের আশা অন্তত: ২৭৮-১৩২ ইলেক্টোরাল ভোটে জিতবে বারাক।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।