আধুনিক ঠাকুরমার ঝুলি (গোলামকুমার- মধ্যপর্ব)

সাক্ষী সত্যানন্দ এর ছবি
লিখেছেন সাক্ষী সত্যানন্দ [অতিথি] (তারিখ: রবি, ২১/০৭/২০১৩ - ৮:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

১।
বিহবল ভাবটা তাড়াতাড়িই সামলে নেন গোলাম। আযমীর দিকে অলিভওয়েলের শিশিটা এগিয়ে দেন- “নে বাবা, দু’ফোঁটা খেয়ে নে চট করে। মাথাটা ঠান্ডা হবে। বেশি খাসনে যেন, এটুকুই দেয় জালিমগুলো।” হতাশ দৃষ্টিতে জনকের দিকে তাকায় গোলামকুমার। সেই দৃষ্টি দেখে নরম হন গোলাম, মিন মিন করে বলেন- “কি হয়েছে? চাঁদ ঊঠলে উঠবে, তাতে এত ভয়ের কি আছে? আশ শামসু ওয়াল কামারু বি হুসবান, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াস জুদান”। এইবার রাগে ফেটেই পড়ল গোলামকুমার- “আমাকে কি ভারতের শান্তিটিভির দর্শক পাইছেন? পান্তাভাতের মধ্যেও নায়কের মত একখান আয়াত আওড়াবেন আর গলে যাব? আপনার দৌড় কদ্দুর সে তো আমি ভালই জানি।” আবার মিন মিন করেন গোলাম- “আরে, কি হয়েছে ভেঙ্গে বল।” একটু ঠান্ডা হয় গোলাম কুমার, বলে- “কি ভাবেন নিজেকে? দাদাজানকে নাহয় সৌদী রাজ্যের রাজা নিজে উদ্ধার করে নিয়ে গেছিল, আপনাকে তো তাও করবে না।”

গোলাম হেসে বলেন “তাতে কি? there are more things in heaven and earth, Horatio” আবার ক্ষেপে ওঠে গোলামকুমার- “লাল মলাটের সবুজ কালিতে লেখা জাদুবইয়ের কথা বলবেন তো?” এইবার মুখটা চুপসে যায় গোলামের, দুবার আমতা আমতা করে থেমে যান। চোখের ভাষা বলতে চায় ব্যাটা তুই জানলি কিভাবে? গোলামকুমার আবার ফেটে পড়ে- “এইটা কি ২০০ বছর আগের হিন্দুস্তান পাইছেন? ওই বই এখন সবার ঘরে ঘরে। স্কুলে যাবার আগেই কেউ কেউ জানে কি করে অসুর বধ করতে হয়। সারাজীবন তো খালি রাজাকার-গোলাম-গেলমান নিয়ে দিন কাটাইছেন। বাস্তবতা বোঝেন নাই। ৭১ এ ঠ্যালা খেয়েও আপনার শিক্ষা হয় না?” আধ গেলাস ব্রান্ডিতে দু ফোঁটা অলিভওয়েল ছিটিয়ে কোঁত করে গিলে নিয়ে একটু ধাতস্থ হয় গোলামকুমার। বাম চোখটা অর্ধেক মটকে নীলক্ষেত ওভারব্রিজ নিবাসী হকারদের ভঙ্গিমায় বাপকেও অফার করে বসে, “লাগবে নাকি?” গোলামের কোনকালেই আপত্তি ছিল না, কিন্তু তৃতীয় পক্ষের সামনে স্বভাবসুলভ ভাবগাম্ভীর্য ধরে রাখলেন। কে জানে, পাগলটা যদি আবার তালে ঠিক হয়।

২।
শান্ত হয়ে গোলামকুমার এবার একগাল হেসে বলে- “আগামী কাল রাতে পূর্নিমা। ওরা এম্বুশ করেছে শাহবাগে। অন্তত দুলাখ লোক নাকি একযোগে আপনার নাম নিয়ে ছ্যাড় ছ্যাড় করে মুতে দেবে।” এবার চিন্তায় পড়ে গেলেন গোলাম- “তাহলে উপায়?” গোলামকুমারের মুখে মিটি মিটি হাসি। “আরে আমরা কি খালি সাইমুম সিরিজ পড়ি নাকি? মাসুদ্রানাও পড়ি। বাইরে বলি না যদিও।” গোলাম আগ্রহ ভরে চেয়ে থাকেন। গোলামকুমার বলতে থাকে- “আরে, ফুল্প্রুফ প্ল্যান করেই এসেছি। এই বৃফকেসে আছে হীরক রাজার সেই ব্রেন ওয়াশ যন্ত্রের পকেট এডিশন, আর এইটা গড হেলমেট। আমার আইপ্যাডে ইন্সটল করা আছে অরূপ-মুর্শেদের কনভার্টার। আপনে তো আবার ব্যাকডেটেড। এই পাগলেও ইউনিকোড সাপোর্ট করে- আর আপনে? কি আর বলব! ভাল কথা, এই হল ইউএসবি কেবল। জেলে থাকতে থাকতে আপনার পোর্ট ঢিলা হয়ে যায়নাই তো? তাহলে তো স্পীড কমে যাবে। ব্যাপার না, সাপজিটরিগুলো দিয়ে গোঁজ দিয়ে দিব।” সাপজিটরির কথা শুনে নড়েচড়ে বসেন গোলাম। বড্ড ব্যাথা। একে কোতোয়ালের বদমাশ রক্ষী বাহীনীর অত্যাচার। তার ওপর, গতকাল রাতে চট্টগ্রাম পরগনার নবাবে আমীর লাঙ্গুলসোনা চৌধুরি’র বিশেষ দূত এসেছিল কুশল জিজ্ঞাসা করতে। তারপর থেকেই এই অবস্থা। যাকগে।, জীবন নিয়েই যখন টানাটানি- গোলাময়াজমের মায়া করে আর কি হবে?

৩।
চটপট যন্ত্রপাতি সাজিয়ে ফেলে গোলামকুমার। “বাবা, এই হেলমেট টা মাথায় দিন” ডাক শুনে সম্মোহিতের মত এগিয়ে যান গোলাম। বাধ্য বাবার মত মাথায় হেলমেট পড়ে নেন তিনি। ব্রিফকেসের থেকে দুটো ইউএসবি কেবল আর চুশনিওলা তার বের করে চুশনিগুলো পাগলের মাথায় আর বুকে লাগিয়ে দেয় সে। এবার ইউএসবি কানেকশন। গোলাময়াজম এগিয়ে দেন গোলাম। একটু ঢিলে হয় পোর্টটা। নিষ্ঠুর হাতে সেখানে দেড়খানা সাপজিটরি গুঁজে দেয় গোলামকুমার। আইপ্যাডের স্কৃনে লোডিং দেখাচ্ছে তো দেখাচ্ছেই। ওফফ, অসহ্য- ভাবেন গোলাম। কিন্তু মুখফুটে বলেনা কিছু। গোলামকুমারের মেজাজের ঠিক ঠিকানা নেই, রাগ করে আরো দেড়-দু’খানা গুঁজে দিলেই দফা-রফা। লোড শেষে কি জানি একটা বোতামে টিপি দিতেই মাথা অবশ হয়ে আসে গোলামের। তিরিশ লক্ষ রক্তাক্ত মুখ একে একে ভেসে ওঠে। ভয়ে কুঁকড়ে ওঠেন গোলাম। কিন্তু কিছু করার নেই। অল্পক্ষন, নাকি অনেক্ষন পরে গোলামকুমারের ডাকে তন্দ্রা ভাঙ্গে গোলামের। আশ্চর্য হয়ে যান- মাথায় বুকে চুশনি লাগিয়ে ঘরের মাঝখানটায় দাঁড়িয়ে আছেন তিনি- “এ কিভাবে সম্ভব? অজ্ঞান হয়ে গিয়েছিলাম নাকি?” চেয়ারের দিকে চোখ পড়তেই আঁতকে ওঠেন- হুবহু তাঁর প্রতিরুপ মাথায় হেলমেট লাগিয়ে বসে আছে- মুখে অপ্রকৃতিস্থের মতন হাসি। ভয়ে ভয়ে আয়নার দিকে তাকাতেই লাফিয়ে ওঠেন- পাগলটার ছায়া দেখা যাচ্ছে কেন? হঠাৎ মাথাটা পরিষ্কার হয়ে যায় গোলামের- চট করে বুঝে যান গোলামকুমারের ফুল্প্রুফ প্ল্যানের মাজেজা। চটপট বাপবেটা মালপত্র গুছিয়ে বেড়িয়ে আসেন, পাগলটা গোলামের চেহারায় গোলামের সেলে আটকা পড়ে। শাহী কোতোয়ালের রক্ষী পাগলকে দেখেও কিছু বলেনা- তার উপরে কেবল গোলামকে আটকানোর আদেশ আছে, পাগলছাগলকে নয়। পাগলের মত অদ্ভুত হাসি দিতে দিতে সন্ধ্যার শাহবাগের খোলা হাওয়ায় বেরিয়ে আসে গোলাম। চত্বরে অগুনতি মানুষ, ৫ লাখের কম হবে না- আন্দাজ করেন গোলাম। সবার হাতে হাতে ২ লিটারের পানির বোতল, ঠেসে পানি খাচ্ছে নাস্তিক-নাফরমান গুলো। একটু ভয়ই পান গোলাম। যদি শেষরক্ষা না হয়, তখন?

গোলামকুমার হাত তুলে দেখায়- দূর পূর্ব দিগন্তে ভেসে উঠছে পূর্ণিমার চাঁদ।

(চলবে)


মন্তব্য

কাজি মামুন এর ছবি

অদ্ভুত সুন্দর একটা গল্প! যেকোনো বিচারেই এর আঙ্গিক অভিনব। সমসাময়িক। হিউমারের সংশ্লেষ। শব্দচয়ন ও বাক্যনির্মানে।
পরের পর্বের জন্য কেমন অস্থির লাগছে! গোলামকুমার ও গোলাম কি সব করবে আর গোলাম চেহারার পাগলটার নিয়তিই বা কি হবে? ভীষণ, ভীষণ কৌতূহল তৈরি করতে সক্ষম হয়েছেন লেখক!

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

কিস্সা-ই কিস্সা! চলুক চলুক।
- একলহমা

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

এহহে... আজকে মনে হয় আসলেই পূর্নিমা ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অন্যকেউ এর ছবি

কাহিনি জমাট হয়ে উঠছে দেখি আরও! চ্রম! চ্রম! জলদি পরেরটা ছাড়েন। এর পরের পর্বেই শেষ করে দিয়েন না যেন। আরেকটা রসিয়ে রসিয়ে হবে এমন সমাপ্তি চাই কিন্তু! দেঁতো হাসি

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
পরের পর্বে শেষ হয়ে যাবার সমূহ সম্ভাবনা আছে হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

ভাইরে--- মোক্ষম হইতেছে। গোলাম ট্রান্সফারের পদ্ধতি ভাল লাগছে।

স্বয়ম

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সুবোধ অবোধ  এর ছবি

জব্বর! !
নেক্সট ...

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তানিম এহসান এর ছবি

লাঙ্গুলসোনা চৌধুরি! দেঁতো হাসি

রয়েসয়ে সময় নিয়ে শেষ করুন। ভাল হচ্ছে হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
চিনে ফেলেছেন চোখ টিপি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

রাত-প্রহরী এর ছবি

ভালো হচ্ছেগো দাদা।
পরের পর্বের জন্য কতদিন?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

রাইতের মানুষ, দিনের হিসাব দিয়া কি করবেন? চিন্তিত দেখি... চা খাইতে যদ্দিন লাগে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রৌঢ় ভাবনা এর ছবি

হ্যাঁ, 'চা খাওয়ার সময়টুকু' ছাড় দেওয়া যায়। চলুক

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নীড় সন্ধানী এর ছবি

হো হো হো দারুণ!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

অসাধারন।।।।।অসাধারন।।।।।।অসাধারন হাততালি গুরু গুরু পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম
ইসরাত

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

স্যাম এর ছবি

চলুক চলুক
গোলামকুমার - হাহহাহহা
গোলামজাদা, গোলামশাবক, গোলামেরপুত দিয়ে ভর্তি এদেশ।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

প্রিয়, ব্যানার্জী... অনেকসময় পোস্ট পড়া শেষ হয়ে গেলে মুগ্ধ চোখে নীড়পাতা বের করে বসে থাকি... ব্যানার দেখি... কিন্তু, এখনকার ব্যানারটা ৯০ বছর ঝুলবে ভাবলে মাথা শর্ট সার্কিট হয়ে যায় মন খারাপ

রেগে টং রেগে টং রেগে টং রেগে টং রেগে টং

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

চলুক

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

আহাহাহাহাহাহাহাহাহা ... গড়াগড়ি দিয়া হাসি সবার হাতে হাতে দুই লিটারের পানির বোতল, ঠেসে পানি খাচ্ছে নাস্তিক-নাফরমানগুলো ! আহাহাহাহাহাহাহাহাহাহাহাহা গড়াগড়ি দিয়া হাসি
হাইসতে হাইসতে মইরে গেনু, ময়না !

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

আরে, পন্ডিতজী... দাঁড়িয়ে দেখছেন কি? আজ পূর্নিমা... একটা বোতল নিয়ে লাইনে আসুন...

[হ, আপ্নেরা হাসতে হাসতে মারা যাবেন... আর হারামজাদাটা হাসতে হাসতে বেঁচেই থাকবে রেগে টং ]

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

বনজোছনা এর ছবি

ক্লাসিক গোলাম বধ(দ)নামা

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু এর ছবি
সাক্ষী সত্যানন্দ এর ছবি

লইজ্জা লাগে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

সাইরেন পড়ার আগে পরের পর্ব দেবেন তো? সবগুলো পর্বে একবারে মন্তব্য ঝাড়বো--- হা হা হা।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক

______________________________________
পথই আমার পথের আড়াল

সাক্ষী সত্যানন্দ এর ছবি

লইজ্জা লাগে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আয়নামতি এর ছবি

রোজা রমজানের দিনে কিসের এত চা খাওয়া রেগে টং পরের পর্ব জলদি ছাড়ুন দেঁতো হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

লইজ্জা লাগে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সুলতানা সাদিয়া এর ছবি

অন্তত দুলাখ লোক নাকি একযোগে আপনার নাম নিয়ে ছ্যাড় ছ্যাড় করে মুতে দেবে।

ব্রিফকেসের থেকে দুটো ইউএসবি কেবল আর চুশনিওলা তার বের করে চুশনিগুলো পাগলের মাথায় আর বুকে লাগিয়ে দেয় সে। এবার ইউএসবি কানেকশন। গোলাময়াজম এগিয়ে দেন গোলাম। একটু ঢিলে হয় পোর্টটা। নিষ্ঠুর হাতে সেখানে দেড়খানা সাপজিটরি গুঁজে দেয় গোলামকুমার।

হাহাহাহ

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

সাক্ষী সত্যানন্দ এর ছবি

দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।