আপন হতে বাহির হয়ে - ৬

সাক্ষী সত্যানন্দ এর ছবি
লিখেছেন সাক্ষী সত্যানন্দ [অতিথি] (তারিখ: সোম, ২৬/০১/২০১৫ - ৮:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

আগের পর্বের অনেক ছবি এক দূর্বোধ্য যান্ত্রিক গোলযোগের কারণে দেখা যায় নাই।
এখন ঠিক করে দিয়েছি, দেখতে চাইলে কায়কাউসের নাম নিয়ে এইখানে টিপি দ্যান। চোখ টিপি

এই পর্বের সকল ছবি সাজেক উপত্যকায় তোলা। যাদের পূর্বাভিজ্ঞতা আছে চেপে যান। হাসি

ভঙ্গীকার করেছিলাম আর ছবি ব্লগ দিব না। ভঙ্গীকার বিধায় রাখা গেল না। শয়তানী হাসি

০১। মেঘপাহাড়ের দেশে

০২। বুদ্ধমূর্তি নাই, এইটা দিয়া কাজ চালান

০৩। মেঘপাহাড়ে কৃত্রিমতার থাবা-১

০৪। মেঘপাহাড়ে কৃত্রিমতার থাবা-২

০৫। মেঘপাহাড়ে কৃত্রিমতার থাবা-৩

০৬। মেঘপাহাড়ে কৃত্রিমতার থাবা-৪

০৭। অ-জানি দেশের না-জানি কি!

০৮। ঐ দেখা যায় স্যার সিরিল র‍্যাডক্লিফের প্রেতাত্মা-১

০৯। আমি (তারেকাণূদা'রে কইতে হবে ক্ষ্যমতা থাকলে নিজের এমুন একখান ছবি দিক)

১০। মেঘপাহাড়ের নাম না জানা বুনোফুল-১

১১। প্রকৃতির ভাস্কর্য

১২। মেঘপাহাড়ের নাম না জানা বুনোফুল-২

১৩। মহীনের ছাগুগুলি মেঘপাহাড়ে ঘাস খায়-১

১৪। মহীনের ছাগুগুলি মেঘপাহাড়ে ঘাস খায়-২

১৫। দিগন্তের বাগান

১৬। মেঘপাহাড়ের কাশফুল-১

১৭। মেঘপাহাড়ের কাশফুল-২

১৮। মেঘপাহাড়ের কাশফুল-৩

১৯। মেঘপাহাড়ের কাশফুল-৪

২০। নির্মাণ-বিনির্মাণ (কান্ট-হেগেল-হেজেমনি চাহিয়া লজ্জা দিবেন না)

২১। মেঘপাহাড়ের প্যানারোমা প্রচেষ্টা-১

২২। মেঘপাহাড়ের প্যানারোমা প্রচেষ্টা-২

২৩। মেঘপাহাড়ের প্যানারোমা প্রচেষ্টা-৩

২৪। মেঘপাহাড়ের প্যানারোমা প্রচেষ্টা-৪

২৫। মেঘপাহাড়ের প্যানারোমা প্রচেষ্টা-৫

২৬। মেঘপাহাড়ের প্যানারোমা প্রচেষ্টা-৬

২৭। মেঘপাহাড়ের প্যানারোমা প্রচেষ্টা-৭

২৮। মেঘপাহাড়ের প্যানারোমা প্রচেষ্টা-৮

২৯। মেঘপাহাড়ের প্যানারোমা প্রচেষ্টা-৯

৩০। ধিন তা ধিনা তা ধেই ধেই, স্বর্গে যাবার রাস্তা এই

৩১। ঐ দেখা যায় স্যার সিরিল র‍্যাডক্লিফের প্রেতাত্মা-২

৩২। মেঘপাহাড়ে মেঘের ছায়া-১

৩৩। মেঘপাহাড়ে মেঘের ছায়া-২

৩৪। সূর্যঘড়ি-১

৩৫। সূর্যঘড়ি-২

৩৬। স্বর্গের সিঁড়ি-১

৩৭। স্বর্গের সিঁড়ি-২

৩৮। সাজেকের সর্পিল গিরিপথে

৩৯। কাঠচোরের আস্তানা

৪০। মন্তব্য নিষ্প্রয়োজন


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

সুন্দর ছবিগুলো, ভাল ছবি তুলেছেন, ভঙ্গীকার ভুলে যান, ছবি ব্লগ দেন, পড়তে আর ভাল লাগে না। ৯ নং ছবির ক্যাপশান পছন্দ হইছে।

- অমেশু

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

[ যারেতারে এইভাবে সাঁকো নাড়াইতে বলা ঠিক না শয়তানী হাসি ]

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রৌঢ় ভাবনা এর ছবি

হ্যাঁ, লেখা দেন নাই তবে বর্ণিত ছবিগুলি দিয়েছেন। ধন্যবাদ। হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

[ আসন্ন বইমেলার আনন্দে বাকরুদ্ধ হয়ে আছি দেঁতো হাসি ]

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

০৯- এইটা কি কোন ছেলের ছায়ার ছবি? নাকি মেয়ের?

৮০- গুইমারা? বানান ঠিক আছে? নাকি একটু এদিক সেদিক হয়ে গেছে?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

০৯ -আমারই, ঘাড়ে ব্যাগ থাকায় বেঢপ ছায়া পড়েছে ইয়ে, মানে...

৪০ - আমি কি জানি? ক্যান্টনমেন্টে গিয়া জিগান। খাইছে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

০৯, ১১, ১৭, ৩২ আর ৩৮ বেশী ভালো লেগেছে। হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- , আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- , আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- , আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আর আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ধুসর গোধূলি এর ছবি

বার বার 'স্যার সিরিল র‍্যাডক্লিফের প্রেতাত্মা'র কথা বলে ডর দেখাইলেন, কিন্তু স্যারের প্রেতাত্মা তো দেখলাম না। হুদাই মিয়া বুকে থু থু করে ছ্যাপ দেওয়াইলেন!

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মনে হয় ভুল জায়গায় ছ্যাপ দিছেন ইয়ে, মানে...
জায়গামত সহীহ ছ্যাপ দিয়া আবার দেখেন চাল্লু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মরুদ্যান এর ছবি

হো হো হো

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

শাব্দিক এর ছবি

১। আপনে আপা? এইটা তো এদ্দিন বুঝি নাই!
২। না জানি কি টা আসলে কি?
৩। সুরযঘড়িটা দারুণ!

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

১।
ছবিটা আবার দেখলাম, আপা মনে হইতাছে? (আমি আপা না, তয় ছাত্র জীবনে আপাগো লাহান চুল আর ম্যাচিং দাড়ি আছিল। লোকে পিছন থিক্যা আপা ভাইবা টেরাই নিলে উল্টা ঘুইরা দাড়ির ফাক দিয়া ৩৩দাঁত দেখায়া দিতাম, ভিরমি খাওয়া দেইখা তখন ৩৪দাঁত হইয়া যাইত শয়তানী হাসি )

২।
"রুশদেশের উপকথা" পড়েন নাই? ইয়ে, মানে...

৩।
হ। আসলেই দারুণ! দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

বড়ই সৌন্দর্য ছবিগুলো গুরু গুরু আমিই মনে হয় আপন হতে বাহির হয়ে গেছি

দেবদ্যুতি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
আসলে জায়গাটাই সুন্দর, আমি বাহকমাত্র

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আয়নামতি এর ছবি

স্বর্গে গেলেন কবে র‍্যা? জান্তেও পারলেম না মন খারাপ । শরীরহীন আত্মার ছায়া পড়ে কেম্নে চিন্তিত
দু' একটা ফটুক মারাত্নক লাগলু। একটা অনুরোধ করি?
'মহীনের ঘোড়াগুলি' আমাদের অনেকেরই পছন্দের। তার সাথে ছাগুদের না লাগিয়ে অন্য কিছু লিখেন।
তাহাদের ছাগুগুলি হতে পারে, কিংবা আপনার যা ভালুলাগে। এইবেলা অনুরোধ করলেম।
না পালটাইলে ধইরা ঠুয়া দিয়া দিমু... দেয়া হবে

সাক্ষী সত্যানন্দ এর ছবি

০১।
পাজি পিটারের সাথে ঘুরে এলাম গত হপ্তায় দেঁতো হাসি

০২।
ছায়ার ব্যাপারটা তারেকাণুদা ভাল বলতে পারবে চাল্লু

০৩।
ইয়ে, মহীনের ঘোড়াগুলি আমারও ভালই লাগে। আর, মহীনের ছাগুগুলি অলরেডি আছে তো ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আয়নামতি এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি ইয়া মাবুদ!
কে রে এটা? সচলের কেউ নাকি? হেসেই যাচ্ছি হো হো হো
-----
তাইলে আর কী হালাল তো হয়েই গেলো! মন খারাপ

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আয়হায়!! এই জটিল জিনিস আগে শুনেন নাই? অ্যাঁ
আপনার জীবন তো সাড়ে তেরো আনাই বৃথা। খাইছে
আমি তো একেক্টা গান শোনার পর থিক্যা আসল গানগুলাই ভুইলা গেছি। ইয়ে, মানে...
________________________________________________________
হ, আইডিয়া-লেখা-গাওয়া মিলিয়ে সচলের একজনের কথাই মনে পড়ে বৈকি শয়তানী হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আয়নামতি এর ছবি

না ভাই আগে শুনিনাই। এ জন্য অবশ্য আপনার একটা ধন্যবাদ পাওনা।
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- । শুনে ফেলছি তো! এখন জীবনের মান তাইলে অনেক বাড়লো না রে! চাল্লু
____________________________________
এই চুপ, চুপ, সাক্ষী চুপ, নামটা বলো না..... শয়তানী হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- কোলাকুলি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে
-----------------------------
কিছু কথা থাক না গুপন শয়তানী হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আয়নামতি এর ছবি

বুনোহাঁসের প্রোফাইল পিকটার সাথে আপনার তোলা মানুষের ছায়ার ফটুকটার বেশ মিল পেলেম দেঁতো হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হুমম... দুই ছায়াই কোনও এক অভিন্ন পূর্বপুরুষ থেকে বিবর্তিত হয়েছে বোধহয় ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

ছবি দেথে রীতিমতো প্রেমে পড়ে গেলাম জায়গাগুলোর।

---------
রাধাকান্ত

সাক্ষী সত্যানন্দ এর ছবি

দেখিয়া আসুন চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

সুয়োগ পেলে মোটামুটি ঢু মারি সাক্ষী দাদা । দুটা ঈদের ছুটি কাটাই ঘুরে ঘুরেই । সচলে আসার পর দেশের ভেতর ও বাহিরের অনেক জায়গার সন্ধান পেলাম । ইচ্ছা রখছি ঘোরার। বেশিদিন তো আর বাচবো না তাই যত দেখি তত লাভ।

--------------
রাধাকান্ত

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।