বাজেগল্পঃ এক জুঁটি ও এক টেবিল আড্ডারু

শাহেনশাহ সিমন এর ছবি
লিখেছেন শাহেনশাহ সিমন (তারিখ: শনি, ১৫/০৮/২০০৯ - ১২:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এ কাবাব ঘরটা বেশ। স্কুল অব বিজনেসের সামনে মোটামুটি শস্তায় উন্নতমানের খাবার খাওয়ার সাথে উন্নত অর্থাৎ সুডো সুন্দরীদের ন্যাকামী দেখতে পারা যায়। বেশ লাগে। আমি এখানে প্রায়ই আসি নিশা'কে নিয়ে। মূলতঃ বিকালের দিকে। ওসময় একটু খালি থাকে আশপাশ। নিশ্চিন্তে বসে আড্ডা মারা যায়।

আজ এ কাবাব ঘরটায় অন্যান্য দিনের তুলনায় একটু ভিড়। একটা দল ঘোঁট পাকাচ্ছে। সবার আগে হাতি সাইজের একজনকে চোখে পড়ে দলটায়। সাথে আরো তিনজন আছে। একটু পর পর-ই আমাদের দিকে তাকাচ্ছে। বিসদৃশ! আরে বাবা, তোরা কি কখনো কোনো কাপল দেখিসনি!

নিশা টেবলে প্রায় নুয়ে পড়েছে। এসময় গালে হাত দিয়ে যখন কথা বলে, তখন ওকে দেখতে বেশ লাগে। একটু ঝুঁকে বল্লামঃ তোমাকে অনেক সুইট লাগছে এখন!

=> হইইই, ভাই-ভাবী আইছে। কেমন আছো সোনামনি?

মাথাটা উচিয়ে তাকালাম। দাঁড়িমুখো একটা ছেলে আমাদের দিকে পিত্তি জ্বালানো হাসি দিয়ে চেচাচ্ছে! আরো অনেকেই জুটে গেছে। এক আঙ্কেল মিটিমিটি হাসছেন তাদের দেখে। হয়ত ভাবছে তারুণ্যের উচ্ছাস। আরে বুড়ো ভাম, ওদেরটা উচ্ছাস তারুণ্যের প্রতীক, আর আমারটা কী? গুচ্ছকেশ কর্তন? এদিকে আমার রোমান্সের বারোটা বাজছে ওটার কী?

=> জানো, নতুন যে স্যারটা ক্লাস নিচ্ছেন, কী যে সুইইট!!!! যেন বেবী একটা! আমি ওর কাছে আরো ক্লাস করবো!
=> হ্যা, কইরো। আমার অবশ্য ওকে ভাল্লাগেনা, তাই রুহী যে সাবজেক্ট নিবে, আমি ওটাতেই করবো। হিহি।
=> দুষ্টু! স্যারের কথা শুনে জেলাস হও! আচ্ছা ওরা সব এভাবে লাউড শাউট করছে ক্যানো? বাট আমার অনেক কিউট লাগছে এই ক্রাউডকে!
=> হা! ঠিক। আমাদেরকে কিন্তু চেক-আউট করছে।
=> সিরিয়াসলি! কী বলো। নাহ, ওরা নিজেরাই হ্যাঙআউট করছে। ঐযে দ্যাখো বাচ্চাটা। কি কিউট! কিন্তু কোলে নিয়েছে যে ছেলেটা, দেখেছো? কী আগলি! নিশ্চই কাজের ছেলে!
=> নাহ! কামের পোলা না, ওটা ওদের সাথের একটা ধান্দাবাজ। বাচ্চাটা নিয়ে এদিকেই আসছে।
=> তাই! ওয়াও! আমি একটু কোলে নেই?
=> ফালতু কথা বলোনাতো। কোলে নিবে! তারপর ঐ ফাজিলগুলা তোমাকে শুলে চড়াবে! বুঝছো?
=> শ্যূল কী?

এংরাজি মিডিয়াম! উফ! হালার আজকে ফাইনাল ডোজ হয়েই যাইতো। এই গ্রুপের জন্য মনে হচ্ছে প্রজেক্ট মিস হবে! নাহ! আর থাকা যাবে না।

=> বেবী, লেটস মুভ টু আইসক্রিম পার্লার।
=> আই লাভ আইসক্রিম।
=> আই লাভ দ্য চিল্ড লিপ চোখ টিপি

ভরসা থাকুক আরো বিরল সুযোগ পাবার জ্যান্ত আশায়। হবে, সময় লাগবে, তবে হবে! বের হওয়ার সময় বিশাল গ্রুপের দিকে তাকালাম। নাহ, ঝামেলা না করে ভাগি!

আর এভাবেই, একটা সম্ভাবনার মাঝে ঘোঁট স্বার্থকভাবে পাকানোর আনন্দে সেই সতের জনের সবাই খাবার আর তাদের কয়েকজন সন্নিকটের জনৈক দুষ্ট আন্টির প্রতি ঝাঁপিয়ে পড়লো।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

ইয়ে, মানে...

শাহেনশাহ সিমন এর ছবি

বই কই?

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অতন্দ্র প্রহরী এর ছবি

খিদা লাগসিল। খায়া ফেলসি।

শাহেনশাহ সিমন এর ছবি

হজম হইছে?

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অতন্দ্র প্রহরী এর ছবি

এখনও না। এত্তোগুলা বই এতো তাড়াতাড়ি কি হজম হয়? চোখ টিপি

শাহেনশাহ সিমন এর ছবি

বালিকার নীচে আপনার মন্তব্যের পরে আমারটা দ্রষ্টব্য দেঁতো হাসি

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অতন্দ্র প্রহরী এর ছবি

দেখলাম খাইছে

দুষ্ট বালিকা এর ছবি

তুমি বই খাও? ...চিন্তিত

--------------------------------------------------
একটি বাদরে, কি যে আদরে, খাচ্ছিল দোলা, ডাল ধরে ধরে!!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতন্দ্র প্রহরী এর ছবি

ওই যে তুমি বলসিলা আমারে হ্যারি পটারের সবগুলা বই গিফট করবা, তখন দেইখো কীভাবে খাই দেঁতো হাসি

শাহেনশাহ সিমন এর ছবি

হজম হইলে উগরায় দ্যান। আইজকা আইতাছি বই নিতে। বই খেলাপিরে ছাড়ন নাই।

_________________
ঝাউবনে লুকোনো যায় না

শাহেনশাহ সিমন এর ছবি

হজম হইলে উগরায় দ্যান। আইজকা আইতাছি বই নিতে। বই খেলাপিরে ছাড়ন নাই। খাইছে

_________________
ঝাউবনে লুকোনো যায় না

দুষ্ট বালিকা এর ছবি

তোমারে ই-বুকগুলা মেইল করি... বই দেওয়া নিয়ে হল কথা...তাইনা...চোখ টিপি দেঁতো হাসি

--------------------------------------------------
একটি বাদরে, কি যে আদরে, খাচ্ছিল দোলা, ডাল ধরে ধরে!!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতন্দ্র প্রহরী এর ছবি

ই-বুক না। হার্ড কপি চাই দেঁতো হাসি

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

আমারে কিছু বই দ্যাও না মেইল করে দেঁতো হাসি । অ্যাটাচ করতে কষ্ট হইলে লিঙ্ক দিও।

হিমু এর ছবি

সবার আগে হাতি সাইজের একজনকে চোখে পড়ে দলটায়।

সিমন যাকে হাতি বলে, না জানি সে কীরাম হো হো হো !

ভাই, একটা ভুল ধরায় দেই, চেইতো না, জুঁটি > জুটি।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

শাহেনশাহ সিমন এর ছবি

সিমন যাকে হাতি বলে, না জানি সে কীরাম !

ইয়ে, মানে...

খুশিমনে ভুলটা মেনে নিলাম ভবিষ্যতে ঠিক রাখার জন্য হাসি

_________________
ঝাউবনে লুকোনো যায় না

ধুসর গোধূলি এর ছবি

সিমন যাকে হাতি বলে, সে খোদ সিমন!
হাদিসে আছে, যে ব্যক্তি নিজের সমালোচনা করতে সে-ই সর্বাপেক্ষা বুদ্ধিমান। — কিন্তু সিমন কি হাতি বলে নিজের সমালোচনা করলো নাকি একটু গর্ব? চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

ইয়ে, এইখানে ব্যক্তিগত আক্রমন হলে আমি কইলাম খেলুম না খাইছে

অমিত আহমেদ এর ছবি

মুহুমুহুমুহুহাহাহাহাহাহাহহাহা!


ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল

অতন্দ্র প্রহরী এর ছবি

অমিত ভাই, আপনি এখন কোথায়? বাংলাদেশে নাকি কানাডায়? :-‌D

সাইফুল আকবর খান এর ছবি

ওহ্, চামে গিয়া বামে!
হাসি ইয়ে, মানে...
কাবাবঘরে একসাথে এত্তগুলান মেগাসাইজ হাড্ডি গিয়া হাজির হৈলেন এম্নে! ইশশিরে, ইট্টু দয়ামায়াও নাই! খাইছে
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

খাইছে

যুবকগুলান বহোৎ খ্রাপ চোখ টিপি

পরিবর্তনশীল এর ছবি

বুঝতে পারছি হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

তোমার বুদ্ধি কম্পিউটারের চেয়েও প্রখর খাইছে

জুয়েইরিযাহ মউ এর ছবি

পড়তে ভাল্লাগলো........হাসি

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

ধন্যবাদ হাসি

আরিফ জেবতিক এর ছবি

এই চিহ্নটা ( =>) ব্যবহার কইরেন না , চোখে লাগে।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

আচ্ছা।

সবজান্তা এর ছবি

এই গল্পে আমার নাম নাই দেঁতো হাসি, কারণ আমি সেই সুইট আপুর দিকে পিঠ দিয়ে বসেছিলাম...


অলমিতি বিস্তারেণ

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

হো হো হো

গৌতম এর ছবি

হো হো হো হা হা হা। জীবিত বা মৃত কারো ঘটনার সাথে এই ঘটনা মিলে নাই। খালি পান্থ আর সিমন ভাইয়ের কথা মনে পড়ছে।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

হো হো হো মনে পড়া দুষনীয় না, মিল পাওয়া দুষনীয় চোখ টিপি

এনকিদু এর ছবি

শ্যূল কী?

চড়াইলে টের পাবা


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

চড়াইলে টের পাবা

হো হো হো

খেকশিয়াল এর ছবি

মজা পাইলাম!

"দুষ্ট আন্টি" কথাটাই খারাপ হো হো হো

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতন্দ্র প্রহরী এর ছবি

এইটা তো একটা কমপ্লিমেন্ট। খেকু'দা, আপনার মনে কু দেঁতো হাসি

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

প্রহরীর লাগলো ক্যা চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

কই, আমার তো লাগে নাই খাইছে

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

তাই চোখ টিপি

নিবিড় এর ছবি

হায় কাবাব ঘর মন খারাপ দুষ্ট আন্টির কাহিনী শুনতে মঞ্চায় দেঁতো হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

আন্টিলোলুপ ঐ যুবকদের দৃষ্টি আকর্ষন করো চোখ টিপি

সুহান রিজওয়ান এর ছবি

আমার খোমা-ক্ষেত্রীয় স্ট্যাটাস অবলম্বনে এই লেকা লেকার জন্যে সিমন ভাইইয়ের লেকায় কমেন্টাইলাম না ...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

ট্যাগ দ্রষ্টব্য খাইছে

পান্থ রহমান রেজা এর ছবি

কারে কারে যেন চেনা চেনা লাগে। কিন্তু কমু না! মৃত কিংবা জীবিতের তো কোনো মিল নাই।
..................................................................

ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

সঠিক খাইছে

স্যাম এর ছবি

চলুক চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।