আরো এক ভ্রান্ত ধারমার ছেলে বৈবাহিক সম্পর্কে লিপ্ততা নিল

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: শুক্র, ২৬/১২/২০০৮ - ১১:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ওই দিনকার কতা খুব মুনে পড়ে। কালুর হইটাল থিক্যা সুমন চাটুজ্যের পসায় মুরগী দিয়া ভাত মাইরা সুখীভাবে বিড়ি টানবার নুইছি। মীর নুশারফ হলের স্যামনে। হঠাশ টিনাসপুট থিকা তিনডা সবুজ রঙ্গা বাস আইল, ঢাকা যাইবার নিগা। আর ওই বাসগুইনার একটার মদ্যে আইল আয়শা, ঢাকায় ছাত্র পড়িবার নিগা। এই ছিন দেইকা সুমন আয়শার জাংলার সামনে আইগিয়া গেল। আয়শা একটা হাত জাংলার ভিতর দিয়া বাইরে পাঠিয়া দিল। আর সুমন চাটুজ্যে সেই হাত নিজের দুই হাত দিয়া খাবলিয়া ধরল।
বাস যতক্ষণ খাড়িয়া রইল, দুইজন দুইজমের মুহী বুবার নগাল চাইয়া রইল, উইথ ছলছল চোখ এন্ড হাত কচলানি।

ইয়ার পর কাইটা গেল বহুদিন। নানান হুজ্জতে পইড়া কে কার মতো পলাইল, বলা মুশকিল। কিন্তু এই দুই হাত দুই হাতরে ছাড়াইবার পারলো না। গতকাইল তারা বৈবাহিক সূত্রে লিপ্ততা নিল। আমি তাগো সাফল্য কামনায় নিই। দুয়া করি তারা যানি ছহি ছালামতে থাহে। এবং নিত্তি বছর এট্টা কইরা সুমন চাটুজ্যের ন্যায় আনন্দদায়ক বাচ্চা ফুটায়।


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অতঃপর তাহারা...

সবুজ বাঘ এর ছবি

অসুকে বাসর রাইত কাটাইল। একা একা। এইটা এট্টা কতারে দাদা?

তীরন্দাজ এর ছবি

বড়ই আনন্দের খবর! ওদের সুখী জীবন কামনা করি। এই হাতগুলোর সাথে আরো যেনো গন্ডাকয়েক সুখী কাচ্চাবাচ্চার হাত মিলে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সবুজ বাঘ এর ছবি

হ। যে একখান মামদো সম্দেশ রসগুল্লা মারলাম, তাতে এই দুয়া ছাড়া অন্য আর কি করা হারি?

মুস্তাফিজ এর ছবি

সুখী জীবন কামনা করি

আমাদের দল ভারী হচ্ছে

...........................
Every Picture Tells a Story

লাল কমল [অতিথি] এর ছবি

এ্যামতেই ম্যালা মানু, নিত্তি ছাও ফু্ট্যাইলে ক্যামতে অইব??????????

দ্রোহী এর ছবি

দুয়া করি তারা যানি ছহি ছালামতে থাহে। এবং নিত্তি বছর এট্টা কইরা সুমন চাটুজ্যের ন্যায় আনন্দদায়ক বাচ্চা ফুটায়।

আমিও দুয়া করি!!!


গরীবের আবার সিগনেচার!!!

আলমগীর এর ছবি

এইটা একটা কাম হইল!
বাচ্চা ফুডাক ফি বছর, এই দোয়া।

রায়হান আবীর এর ছবি

দুয়া করি তারা যানি ছহি ছালামতে থাহে। এবং নিত্তি বছর এট্টা কইরা সুমন চাটুজ্যের ন্যায় আনন্দদায়ক বাচ্চা ফুটায়।

আমিও দুয়া করলাম। হাসি

=============================

স্বপ্নাহত এর ছবি

হ!

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

মাহবুব লীলেন এর ছবি


জাহাঙ্গীর নগরে অনেক বাস
বাচ্চাকাচ্চা বেশি হইলেও আসার যাওয়ার কুনু অসুবিধা নাই

হইতে দেন

ধুসর গোধূলি এর ছবি

- বদ্দার স্ট্যাটাস বদলানি দেইখা এতোই আনন্দ হইছে যে মনে হইছে আমিও দেই স্ট্যাটাসটা বদলাইয়া। দেঁতো হাসি

ঈমানে কই, কতক্ষণ খালি ধেই ধেই কইরা নাচবার ইচ্ছা হৈছে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তারেক এর ছবি

বদ্দা ও তার পরিবার রে শুভেচ্ছা হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হ ছাও ফুটাক বেশি কইরা... ফুলের মতো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

স্নিগ্ধা এর ছবি

মাহবুব লীলেন এবং নজরুল ইসলামের মন্তব্যে সোওয়া পাঁচ দিলাম !

দময়ন্তী এর ছবি

নবদম্পতিকে অঢেল শুভেচ্ছা ৷

-----------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

দময়ন্তী এর ছবি

কিন্তু পরিবেশবন্ধু বাঘামামা কি "সুমন চাটুজ্জে' মানে গানওলা সুমনের কথা বললেন ? সে তো ফি বছর আজকাল আর "আনন্দদায়ক বাচ্চা' ফুটায় না ৷ একঘেয়ে থোড় বড়ি খাড়া ফুটায় কেবল ৷ সে লোকটাকে এখন আর সহ্য করা যায় না ৷ পুরো হেজে গেছে ৷

আমি বরং বলি, অন্য কারো মত নয়, যে যার নিজের মতই থাকুক সারাজীবন ৷
--------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

রণদীপম বসু এর ছবি

সব মানুষগুলান নষ্ট হইয়া যাইতেছে...!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রানা মেহের এর ছবি

- বদ্দার স্ট্যাটাস বদলানি দেইখা এতোই আনন্দ হইছে যে মনে হইছে আমিও দেই স্ট্যাটাসটা বদলাইয়া।

----- হয় না রে পাগল। সবার হয়না

সুমন চৌ আর আয়ষা ম্যাডাম বিকট সুখী হোন

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নজমুল আলবাব এর ছবি

বাঘা, তুমি একলা এইভাবে বিয়াটা খাইতে পার্লা? বন্ধু বেইমান...

ভুল সময়ের মর্মাহত বাউল

নামহীন  [অতিথি] এর ছবি

কচ্ছ্যান তো সুখে থাক, যখন দুই বছর পর দুড্যা ট্যাঁও নিয়্যা কবিনি যে - ক্যা যে বিয়্যা করিছিল্যাম! - তখুন কি কব্যাননি?

... নামহীন

অবাঞ্ছিত এর ছবি

আমিও বিয়া করতে চাই !!!

I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

পান্থ রহমান রেজা এর ছবি

আমাদের অবিয়াত্তদের সংখ্যা হ্রাসে শোক অনুভব করতেছি।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চোখ টিপি একই সাথে শালীওলা লোকের সংখ্যা বৃদ্ধিতে আশান্বিত হচ্ছি চোখ টিপি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।