জলিল তুনে জলিল কিয়া ভাই

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: সোম, ০৩/০৯/২০১২ - ২:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একটাই কথা আছে বাংলাতে
মুখ আর বুক বলে একসাথে
সে হোলো ...


মন্তব্য

স্যাম এর ছবি

ইয়েয়েয়েয়েয়ে - দিছে রে দিছে------------ গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

সুজন চৌধুরী এর ছবি
অতিথি লেখক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গুল্লি

-এক জোনাকি

সুজন চৌধুরী এর ছবি
অতিথি লেখক এর ছবি

চলুক হো হো হো গড়াগড়ি দিয়া হাসি

-- ঠুটা বাইগা

সুজন চৌধুরী এর ছবি
সচল জাহিদ এর ছবি

ইয়া মাবুদ গড়াগড়ি দিয়া হাসি


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

সুজন চৌধুরী এর ছবি
অতিথি লেখক এর ছবি

গুরু গুরু গড়াগড়ি দিয়া হাসি উত্তম জাঝা!

--বেচারাথেরিয়াম

তিথীডোর এর ছবি

বেচারাথেরিয়াম? খাইছে
জয়তু সুকুমার। দেঁতো হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সুজন চৌধুরী এর ছবি
মাহবুব লীলেন এর ছবি

সুজনুসেপিয়েন্স জলিলোপিথেকাস বিডি

সুজন চৌধুরী এর ছবি
শাব্দিক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
চেয়ার থেকে পড়ে গেলাম গো মন খারাপ

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

সুজন চৌধুরী এর ছবি
অতিথি লেখক এর ছবি

মুভ্যিটা দেখবার সুযোগ এখনো হয়ে উঠে নি। তবে অনেকের কাছেই জলিল সাহেবের এই ডায়ালগের কথাটা শুনেছি। কেউ কি আমাকে বুঝিয়ে বলবেন যে জলিল সাহেব 'আর ইউ পম জ্ঞানা' দিয়ে আসলে কী বোঝাতে চেয়েছেন?

দ্রোণ মৈত্র

উজানগাঁ এর ছবি

এইটা দেখেন।

অতিথি লেখক এর ছবি

শুনলাম। খুব সম্ভবত ঘানাকে গানা উচ্চারণ করেছেন। কিন্তু আমি তো ফ্রম কিংবা এর কাছাকাছি কিছুই শুনেছি ঠিক পম বা এর খুব কাছাকাছি না। উনি ১৯ বললে আমাদের ২০ বানানোর অধিকার অবশ্যই আছে, তাই না?

দ্রোণ মৈত্র

সুমন চৌধুরী এর ছবি

অনেক চেষ্টা করতেছেন ...

দেঁতো হাসি

অনিন্দ্য রহমান এর ছবি

বিষয়টা এক্টু কন্টেক্সটে ফিট করি। জলিলকে 'জলিল' করা হইছে তিনি "বাংলা" হিরু বইলা। এইটা ন্যাক্কারজনক কাম। শ্রেণীবাদী আক্রমণ। কিন্তু জলিল শ্রেণীবাদের পাল্টা না দিয়া, ইংরাজি ফলাইছেন। উচ্চারণ এইখানে ভাইটাল না। ভাইটাল হইল, শ্রেণীবাদের পাল্টা দিতে গিয়া জলিল নিজেও যোগ দিছেন সেইম শ্রেণীবাদে। তিনি যদি কৈতেন, "হ বাংলা আমি হিরু, তর বাপে কৈত্থে আইছে" ?... তাইলে সেয়ানে সেয়ানে হইত। কিন্তু তিনি 'আম্মো ইংলিশ পারি ঠু' এই ভাব নিয়া তার বাংলাত্ব ঘুচাইতে মনযোগ দিছেন। বাংলা হিরু তার কাছেও আসলে 'গালি'। (আমার জলিল সাহেবের প্রতি সহানুভূতি আছে।)


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অতিথি লেখক এর ছবি

আমারো জলিল সাহেবের প্রতি সহানুভূতি আছে। বাংলা সিনেমারে নিয়া নাক শিঁটকানোয় তিনি তার মত কইরা প্রতিবাদ করছেন, এইটায় থাম্বস আপ। তবে ইংরেজি বলে যে তিনি তার বাংলাত্ব ঘুচাইতে চাইছেন, এইটায় একমত হইতে পারলাম না। আমরা বাংলাভাষী জনগণ অনেক আগে থেকেই ইংরেজির প্রতি অনুরক্ত, ইংরেজী বলতে পারাটা তার কাছে গর্বের বিষয়, তাই তার সিনেমার হিরো যখন বিশুদ্ধ বাংলা এক্সেন্টে, ভুল ব্যাকরণে ইংরেজী বলে, তখন তার শ্রেণীমোচন হয় বলে মনে হয় না।

---দিফিও

অনিন্দ্য রহমান এর ছবি

আমরা বাংলাভাষী জনগণ অনেক আগের থেকাই জলিল।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অতিথি লেখক এর ছবি

ভাই, জলীল সাহেব এতকিছু বুঝলেত হইতই, ইংরাজী কইয়া বাংলাত্ব ঘুচানোর ট্রাডিশন আমাদের রক্তে সেই ব্রিটিশ আমলেই ঢুকছে -- এখানে জলীল সাহেবের আর কিইবা করার আছে কন? হে তার মত কথার উত্তর দিছে, সমস্যা কি ? হে তো কিছু হইলেও কিছু করতেছে -- কোটি টাকা লগ্নি করতেছে (শখের বশে হইলেও), বাংলাদেশে কয়জন গার্মেন্টসওয়ালার এই সাহস আছে?

-- রামগরুড়

অতিথি লেখক এর ছবি

দেঁতো হাসি

দ্রোণ মৈত্র

শাফায়েত এর ছবি

ভাই ঘানার উচ্চারণ কিন্তু আসলেই গানার কাছাকাছি,গুগল ট্রান্স্লেটরে শুনে দেখেন।

হিমু এর ছবি

গুগল ট্র্যান্সলেটরে ৬৫টা ভাষা আছে। কোনটায় শুনে দেখতে বলছেন?

সজল এর ছবি

উইকির উচ্চারণ গানার কাছাকাছি, তবে গ এর উপর এমফেসিস আছে। /ˈɡɑːnə/
এখানে শুনতে পারেন।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

হিমু এর ছবি

জ্ঞানায় তাহলে সমস‌্যাটা কী?

শাফায়েত এর ছবি

ট্রানস্লেটরের ইংরেজী টু ইংরেজীটা দিয়েই শুনে দেখেন,উপরে সজল ভাইয়ের কথা ঠিক আছে। আমার পয়েন্টটা হলো ঘানাকে গানা বা জ্ঞানা বলার জন্য পচানোর কোনো কারণ নাই,বরং ঘানা উচ্চারণটাই ভুল,গ এর উপর এমফেসিস আছে ঠিকই কিন্তু "ঘ" উচ্চারণ করাটা ভুল।

হিমু এর ছবি

একটু কষ্ট করে গুগল ট্র্যান্সলেটরে ইংরেজী টু ইংরেজীটা দিয়ে Bangladesh লিখে উচ্চারণটা শুনে জানাবেন, কেমন শোনা যায়। কোনো শব্দের উচ্চারণ জানার জন্য গুগল ট্র্যান্সলেটর সবসময় সঠিক জায়গা না-ও হতে পারে।

পৃথিবীর বহু শব্দের উচ্চারণ কোনো একটা নির্দিষ্ট ভাষার বর্ণ দিয়ে বোঝানো সম্ভব না। সেটার জন্য ফোনেটিক অ্যালফাবেট থাকে। তাই ঘানাকে গানা বললেও কোনো সমস্যা নাই, আর সেজন্যও জলিলকে পচানো হচ্ছে না। "আর ইউ ফ্রম ঘানা" কথাটাই ফানি, সেটাকে অন্য কনটেক্সটে রেখে দেখানো হচ্ছে শুধু। এই সহজ জিনিসটা না বুঝলে তো সমস্যা।

আর জলিল ঘানাকে গানা বলায় সেটা কপালের ফেরে শুদ্ধ শোনাচ্ছে, ওরে দিয়ে পারলে "ঘিরে ঘিরে ঘনায়েছে ঘনঘোর ঘনঘটা" বলায়েন।

আর বটমলাইন হচ্ছে, জলিল আজকে শান্তিনিকেতনী বাংলা বা ওয়েস্টমিনস্টারি ইংরেজি বললেও অনেকে হাসবে। তার বাচনভঙ্গি ছাড়াও হাসানোর আরো অনেক কিছু তার স্টকে আছে। হাসলেও লোকে তাকে যথেষ্ট ইতিবাচকভাবেই গ্রহণ করেছে, এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই।

অনিন্দ্য রহমান এর ছবি

চলুক
আরেক্টু ডিফিকাল্ট টাস্ক দেয়া যায়, গহন ঘন ছাইল গগন ঘনাইয়া হাসি


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

হিমু এর ছবি

কিংবা "গায়ে ঘা হয়েছে"

অনিন্দ্য রহমান এর ছবি

গায়ে ঘা, ঘায়ে গা লাগাসনে।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সুজন চৌধুরী এর ছবি

"ঘিরে ঘিরে ঘনায়েছে ঘনঘোর ঘনঘটা" গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

অতিথি লেখক এর ছবি

ওরে দিয়ে পারলে "ঘিরে ঘিরে ঘনায়েছে ঘনঘোর ঘনঘটা" বলায়েন।

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
জলিল সাহেব যে কী বলতে পারেন তা ভাবতেই পেটে খিল ধরে যাচ্ছে।

দ্রোণ মৈত্র

স্যাম এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

সজল এর ছবি

সমস্যা নেই, বলতে চাচ্ছিলাম না জেনে হলেও জলিল এই উচ্চারণটা কাছাকাছিই করেছে। নিজেও উচ্চারণ নিয়ে বকলম, অ্যাকাডেমিক আগ্রহ থেকে উচ্চারণটা ঘেটে দেখা।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

গুল্লি

---------------------
আমার ফ্লিকার

সুজন চৌধুরী এর ছবি
phoenix এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

সুজন চৌধুরী এর ছবি
অবনীল এর ছবি

"হ্যালো কাম হিয়ার ইউ ফম গানা? হয়ার ইউ ফম গানা? অর আফ্রি...হুইচ কান্টি ফম...হয়ার...হুইচ...হয়ার ইউ ফম আফ্রিকা? টেল মি গানা? ট্যাল মি হয়ার ইউ ফম? ইউ থিং বাংলা ছবি হিরো মিনস্‌ দে আর আনএডুকেটেড? হোয়া ডু ইউ থিং? ইউ ফম গানা? ইওর মা ফম..ম্‌ম্‌ ..ম
াদার ফম রাশিয়া? হোয়া ডু ইউ থিং? ইউ আর লিভিং ইন বাংলাদেশ ওকে? ম্যান ইউ হ্যাভ টু রেস্পেক্ট ইন বাংলাদেশ। বিকজ্‌ ইউ আর ইটিং ফুড ফম বাংলাদেশ। সো, ডোন্ট সে বেংগলি মুভি। ওকে?"
~~~ এম. এ. জলিল অনন্ত। গুরু গুরু গুরু গুরু
তবে এ ঘটনাটা একটু ভিন্ন দৃষ্টিভংগীতে দেখা এই লেখাটার প্রতি দৃষ্টি আকর্ষন করছিঃ https://www.facebook.com/notes/al-mymoon/%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%87-%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B8-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%9A%E0%A7%8B%E0%A6%96%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BF/414058135310332

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

অতিথি লেখক এর ছবি

চলুক

-- রামগরুড়

সুজন চৌধুরী এর ছবি
হিমু এর ছবি

জলিল বাংলা সিনেমার উপকার করছে, তাই জলিলকে নিয়ে হাসা যাবে না, এরকম একটা টোন আছে লেখাটায়। নোট পড়ে মনে হলো, জলিল যদি আয়রনম্যান থেকে গার্মেন্টসমালিক না হতো, তাহলে হয়তো তাকে নিয়ে হাসাহাসি নোটলেখকের বিবেচনায় হালাল হতো। জলিলের কাজ আর জলিলের কথা দুইটা ভিন্ন জিনিস, দুইটার বিচারও আলাদা।

সুজন চৌধুরী এর ছবি
অতিথি লেখক এর ছবি

চলুক

দ্রোণ মৈত্র

ধুসর জলছবি এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
তবে এই কেরিক্যাচারের চেয়েও মিস্টার জলিল সাহেব এর সাক্ষাৎকার আরও বেশী আনন্দদায়ক দেঁতো হাসি । আসে পাশে এরকম দু একটা চরিত্র থাকা ভাল, মন খারাপের সময় কাজে দেয়। দেঁতো হাসি

সুজন চৌধুরী এর ছবি
রোবোট এর ছবি

আমি অবশ্য গানার লোকজনের মুখেও গানাই বলতে শুনেছি। আর পোম/প্রম বলেছে বলেও মনে হয়নি। যে যা বলেনি তার মুখে সেটা জুড়ে দেয়াটা ভালো লাগেনা। আমার কাছে জলিল সাহেবের ভংগীটাই ভালো লাগেনি। বাংলায় কথা বললে সমস্যা কি?

নিলয় নন্দী এর ছবি

এই ভিডিওটার চেয়েও পরিস্কার ছবি আমি ফেসবুকে দেখলাম।
ভদ্রলোক টিভি চ্যানেলের অনুষ্ঠানে এসেছেন, পোষাকের ধরন আর চুলের কায়দাটা দেখেন। হাততালি
কপালে ঠিক চুলের নিচে কালি। একই অবস্থা দু'পাশে, চিপের কালি টেনে গাল পর্যন্ত এনেছেন।
বাংলা ছবির হিরু শুড রেসপেক্ট হিমসেলফ। চিন্তিত

চরম উদাস এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জলিল দীজ্ঞজ্ঝীব্বি হ্বৌক!

নিলয় নন্দী এর ছবি

উদাস ভাইয়ের প্রোফাইল পিকচারটা গুগল ইমেজ সার্চে খুঁজে পেলাম। নিচে লেখা আছে Smiling Monkeys at Monkey Forest Resort Ghana.
আমরা একজন জ্ঞানার ব্লগার পেয়ে গেছি !
গুল্লি

সত্যপীর এর ছবি

হাততালি গড়াগড়ি দিয়া হাসি

..................................................................
#Banshibir.

চরম উদাস এর ছবি

চিন্তিত

ধুসর জলছবি এর ছবি

কস্কি মমিন! দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

আয় হায়! চ.উ. দা, ইউর প্রো-পিক ইজ অলসো পম গানা?

শাব্দিক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

CannonCarnegy এর ছবি

হে হে উদাসদা ইজ অলছো পম গানা গড়াগড়ি দিয়া হাসি খাইছে

নাশতারান এর ছবি

সবই ঠিকাছে। তবে জলিল ভাই কিন্তু সবসময় গভীর V-নেকের জামাকাপড় পরেন। খুউপ খিয়াল কইরা। দেঁতো হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।