আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে- ৪

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: সোম, ০৯/০৭/২০০৭ - ৯:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-৪আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-৪

মুতিয়া ....................... ।
আমার ৭ মাসের পোলা ওরে দেইখা হাসতে হাসতে হাসতে ........................................।
আর আমাগো হাব্লাবুল বশার তো ওরে দেইখাই ..................................................................... ।
এক্কেরে মহাপ্লাবন।


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

গ্রেট!
দারুণ হয়েছে!!

সৌরভ এর ছবি

কখনো হাসি নাই মুরালির এই ভাব দেখে, আজকে হাসতেছি।
আপনার আকাঁ অপূর্ব।


আবার লিখবো হয়তো কোন দিন

ইশতিয়াক রউফ এর ছবি

ভাই আপনার পুত্রধনের কি মেডিক্যাল ইন্স্যুরান্স আছে? থাকলে পাঠায় দেন তৃতীয় টেস্টের জন্য। মুরালির চেহারা দেখে হাসার মত লোক বিরল সব বয়সেই।

সুজন চৌধুরী এর ছবি

হাহাহ হাহ!!
ইশতিয়াক ভাই আপনার মন্তব্য পড়ে না হেসে পারলাম না।
ওরে ১ম যেদিন দেখলাম সেইদিন থেকেই হাসতেছি।
আমার রাগটা আসলে হাব্লাবুলের উপর।
অন্যকিছু খেল্লে ও তো পারে, হুদাই মাঠে পানি দেওয়ার কাম কী ?
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

ইশতিয়াক রউফ এর ছবি

হাবিbull বা ষাঁড় কে নিয়ে বলার ভাষা নাই আমার আর। প্রথমত #৩ ছাড়া তার আর কোথাও নামার কোন কারণ দেখি না। পলায়নপর ব্যাটিং বাদ দিতে হবে আমাদের। নামার আগে বাশারের ঘাড়ে কষে একটা কিল দিয়ে দেখা যায়। তাহলে আর পিচ/বল না বুঝে আড়াআড়ি হাঁকরাবে না বলে আশা করা যায়। দ্বিতীয় বিকল্প হল মাঠে নামার দেড় ঘন্টা আগে থেকে ছোটঘর তালাবন্ধ করে দেওয়া। মানুষকে জোরপূর্বক সংযমী ও চিন্তাশীল করতে এর চেয়ে কার্যকর পন্থা বিরল। বাঙ্গালি সেদিনই ভাল খেলে যেদিন তাদের মেজাজ অতিরিক্ত ফুরফুরে না থাকে। শ্রীলংকা পর্যন্ত সিরিয়াস, ওদিকে বাংলাদেশ উড়ুউড়ু। তামাশা।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হাবিbull বা ষাঁড় !!!
ঝাক্কাস - - -

মুহম্মদ জুবায়ের এর ছবি

দারুণ। এতো কম কথায় কতোকিছু বলে ফেললেন!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

দ্রোহী এর ছবি

জটিল!!!!!!!!!!!!!!

খোমা খানা যা এঁকেছেন, দেখে হা হয়ে গেলাম। আপনার জন্য পাঁচুদার তরফ থেকে একখানা ৫ বরাদ্দ করলাম।
__________
কি মাঝি? ডরাইলা?

মাশীদ এর ছবি

হা হা হা!
হাব্লাবুল!
জোশ!
মাঠে পানি দিয়ে পিচের বারোটা বাজানোর এমন কনজিসটেন্ট ফর্ম আর কয়জনের আছে!


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

সুজন চৌধুরী এর ছবি

ধন্যবাদ মাশীদ ।
আপনার সম্পূর্ণ ১মত।
আপনি কী ছায়ানটে ছিলেন?
কেমন যেন চেনা চেনা লাগছে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

মাশীদ এর ছবি

তাও ভাল হিমুর মত বলেন নাই 'চীনা-চীনা' লাগছে খাইছে

তারপর বলেন ক্যামনাছেন সুজন্দা?
ছায়ানটের খবর কি?


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

সুজন চৌধুরী এর ছবি

আমিও হিমুর মতই বলতাম তবে সিওর হয়ে নিলাম।
ছায়ানটের খবর জানিনা বহুকাল।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

অচেনা এর ছবি

বিপ্লব হাততালি

-------------------------------------------------
যত বড়ো হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা,
আমি ভালোবাসি মোর ধরণীর প্রজাপতিটির পাখা॥

তারেক এর ছবি

আপনার পোলা আরেকটু বড় হইলে আমারে দাওয়াত দিয়েন। নিজে গিয়ে পা ছুঁইয়া আসুম। ওর পদধূলি ছাড়া জীবন আন্ধার।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নজমুল আলবাব এর ছবি

মজা পাইছি

হাসিব এর ছবি

১০এ ১০ ।


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

ঝরাপাতা এর ছবি

যা একেঁছেন দাদা। অপূর্ব সৃষ্টি, পাওনা রইল মিষ্টি। ডায়াবেটিকস নাই তো?

_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসান মোরশেদ এর ছবি

চোখ তো না যেনো কতবেল হাসি
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হিমু এর ছবি

হাবুকে দাদৈতিহাসিকে ঢোকানো যায় না? যে কোন কাজে গুহা থেকে বেরিয়ে পাঁচ মিনিটের মাথায় কোন না কোন অজুহাত দিয়ে ফিরে আসে?


হাঁটুপানির জলদস্যু

সুজন চৌধুরী এর ছবি

অবশ্যই, ব্যাটা খালি ভুলে যায় ওর কাজটা কী ছিল।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

ইরতেজা এর ছবি

হে হে হে মুতিয়া
__________________________________
ত্রসরেণু অরণ্যে

_____________________________
টুইটার

ফারুক হাসান এর ছবি

ইহা দেখিয়া আবার মুরালি বলিয়া না উঠে, এরকম আঁকলে খেলবো না কিন্তু!

-----------------------
এই বেশ ভাল আছি

সুজন চৌধুরী এর ছবি

বল ছাড়ার ঠিক আগে ও এমনে কইরাই তাকায়
কেউ হাসে কেউ ডড়ায়।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

ফারুক হাসান এর ছবি

হায় মুরোলি,দুসরা বোলার মুরোলি
তুমি আর কোরোনাকো বল ঐ হাব্লাবুলকে
তোমার দুসরার ঘূর্ণিতে তার পিচ ভেজানো জল ঝরে পড়ে।

-----------------------
এই বেশ ভাল আছি

সুজন চৌধুরী এর ছবি

কোনও ভাবে হাব্লাটাকে এগুলা জানাতে পারলে মন্দ হতো না।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

অমিত এর ছবি

হাব্লাকে জানায় আর কি হইবো !! এইটা দেইখা যদি মুতিয়ার বল একটু সোজা আইতো তাইলে না বুঝতাম। হাব্লা যে বানভাসী আছে তাই থাকব।

সুজন চৌধুরী এর ছবি

হ শ্রীলংকায় সুনামীর কারণ হাব্লাবুল।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

হযবরল এর ছবি

ঝাক্কাস দাদা। পিটিয়েই যাচ্ছেন আপনি। আপনার ছেলে কেমন পেটায় ?

সুজন চৌধুরী এর ছবি

পোলায় আছে ভালোই খালি কামড়ায় আর থাপরা-থাপরি করে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

হযবরল এর ছবি

বলেন কি সে কি তবে রাষ্ট্রনায়ক হবে?

সুজন চৌধুরী এর ছবি

হাহহা
হযবরল |
দেখি বড় হলে বলবোনে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।