ছবি ব্লগ - বাংলার পাখি

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: বুধ, ০১/০৫/২০১৩ - ৭:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

395639_10152554188565497_1476785509_n

উপরের ছবিতে দেখছেন একটি পুরুষ বেগুনি মৌটুসি /Male Purple Sunbird / Certhia asiaticus , এবার নিচের ছবিটি দেখুন, এটিও বেগুনি মৌটুসি , কিন্তু নারী !

534919_10152554399155497_1880280853_n

লম্বা জিহবা দিয়ে সজনে ফুলের রস খাচ্ছে। ছবিটি রাজশাহীর সাহেব বাজার এলাকার বড় রাস্তার ধারে তোলা । আজকের পোস্টে গেলবার দেশে থাকার সময় মোলাকাত হয়েছে এমন কিছু পালকওয়ালা বন্ধুর ছবিসহ বাংলা, ইংরেজী এবং ল্যাটিন নাম থাকল। তবে জলচর পাখিদের নিয়ে একাধিক লেখা আসার কথা বিধায় তাদের ছবি কম থাকল।

চ্যানেল আইয়ের ভবন থেকে বাহির হচ্ছি এমন সময় সেই পরিচিত মুখের সাথে দেখা, জাঁকালো গোঁফের চিরতরুণ মানুষটা দেখা হতেই হৈ হৈ করে বললেন - মিয়াঁ, তোমার কোন পাত্তা নাই! তার পরপরই বুকে জড়িয়ে ধরলেন প্রিয় ছড়াকার লুৎফর রহমান রিটন। আবার পরের বার দেখা হবার সাথে সাথেই দিলেন লাইভ টিভি ক্যামেরার সামনে দাড় করিয়ে। কী চমৎকার একজন মানুষ , কত সহজেই আপন করে নিতে পারেন অচিনকে! এই পোস্টটি প্রিয় রিটন ভাইয়ের জন্য।

রিটন ভাই, ভালো থাকুন, সুখে থাকুন, লিখে যান ছড়ার পরে ছড়া।

বেগুনি কালেম / Purple Swamphen/ Porphyrio porphyrio
544617_10152491635585497_1383118020_n

খুড়ুলে প্যাঁচা / Spotted Owlet / Athene brama
574636_10152576792915497_1627661525_n

কালাটুপি মাছারাঙা / Black capped Kingfisher / Halcyon pileata
601159_10152469568090497_1756698369_n

সোনালী ডানার শঙ্খচিল- /Brahminy Kite / Haliastur indus
486539_10152682716710497_339737855_n

ছোট পানকৌড়ি / Little Cormorant / Microcarbo niger
534121_10152730507235497_2004590150_n

ছোট বাবুইবাটান / Small Pratincole / Glareola lactea
539778_10152579072990497_334311047_n

অপ্রাপ্তবয়স্ক পাতি শিকরে /Juvenile Shikra/ Accipiter badius

ধলাঘাড় মাছরাঙা / Collared Kingfisher / Todiramphus chloris
555241_10152432495800497_24182395_n

দেশী গাংচষা / Indian Skimmer/ Rynchops albicollis
533856_10152461356410497_2113542734_n

ধলাপেট সিন্ধুঈগল /White-bellied Sea Eagle /Haliaeetus leucogaster
734550_10152436853130497_753988034_n

নীলগলা বসন্ত / Blue-throated Barbet / Megalaima asiatica
379242_10152563510410497_1930844086_n

লালচে বক / Purple Heron / Ardea purpurea
IMG_3350

সবুজঠোঁট মালকোআ /Green-billed Malkoha/ Phaenicophaeus tristis
313878_10152607662535497_855816830_n

ধলাবুক ডাহুক / White-breasted Waterhen / Amaurornis phoenicurus
313750_10152628725375497_594114497_n

মদনা টিয়া / Red-breasted Parakeet/ Psittacula alexandri
391342_10152463688440497_1425130879_n

বড় কুবো / Greater Coucal / Centropus sinensis
227837_10152476343400497_2017650495_n

জার্ডনের বাজ/ Jerdons Baza/ Pernis jerdoni
164445_10152463684710497_2070755887_n

পাতি টুনটুনি / Common Tailorbird / Orthotomus sutorius
73353_10152476412005497_716899143_n

হলদে বগলা / Yellow Bittern / Ixobrychus sinensis
22087_10152461369165497_1036091784_n

সবুজ সুইচোরা /Green Bee-eater/ Merops orientalis
582475_10152439909850497_1366161634_n

পালাসি কুরাঈগল / Pallas,s Fish Eagle / Haliaeetus leucoryphus
IMG_3990

দেশি মেটেহাঁস/ Spot-billed Duck /Anas poecilorhyncha
IMG_3859

পাতি ফটিকজল / Common Iora / Aegithina tiphia
IMG_6286

পাতি কুট / Eurasian Coot / Fulica atra
IMG_2643

সোনাকপালি হরবোলা / Golden-fronted Leafbird / Chloropsis aurifrons
IMG_6321

মেটেমাথা কুরাঈগল / Grey-headed Fish Eagle / Ichthyophaga ichthyaetus
13008_10152548566690497_182105825_n

বড় পানকৌড়ি / Great Cormorant / Phalacrocorax carbo
66904_10152568023995497_1690151468_n

এশীয় দাগিপ্যাঁচা/ Asian Barred Owlet / Glaucidium cuculoides

খয় রা পাখ মাছরাঙা / Brown-winged Kingfisher/ Pelargopsis amauroptera
603136_10152474679620497_535118386_n

খয় রা মাথা গাংচিল /Brown-headed Gull/ Chroicocephalus brunnicephalus

কালামাথা বেনেবৌ / Black-hooded Oriole / Oriolus xanthornus
59763_10152561051785497_1917594913_n

ছোট সহেলি /Small Minivet / Pericrocotus cinnamomeus
285202_10152573015605497_149145332_n

পালাসি গাংচিল / Pallas's Gull / Ichthyaetus ichthyaetus

বড় কাঠঠোকরা / Greater Flameback /Chrysocolaptes guttacristatus
IMG_4356

মেটেটুপি বাটকুড়ালি / Grey-capped Pygmy Woodpecker / Dendrocopos canicapillus
IMG_4854

বাংলা শকুন / White-rumped Vulture /Gyps bengalensis
IMG_4507

ছোট হলদেকুড়ালি / Lesser Yellownape / Picus chlorolophus
IMG_4457

পাতি ময়না / Common Hill Myna/ Gracula religiosa
IMG_4339

তিলা নাগঈগল / Crested Serpent Eagle /Spilornis cheela
734805_10152515117615497_122826405_n

এই ঝাপসা ছবিটা দেবার একমাত্র কারণ, এটি যাবতীয় মোরগ+মুরগীর আদিপুরুষ, বনমোরগ, লাওয়াছড়ায় তোলা ছবি, লাল বনমুরগি /Red Junglefowl / Gallus gallus
IMG_4622

এই পাখিটির নাম আপনাদের বলতে হবে! ( সুন্দরবনে দেখা মিলেছিল তার )
IMG_6295


মন্তব্য

রামগরুড় এর ছবি

পোস্ট বরাবরের মতই চরম ! ছবিতে পাখির নামের সাথে কোথায় ছবিগুলো তুলেছিলেন তার এক লাইন ক্যাপশন দিলে ক্ষতি কি? তাহলে ছবির সাথে কমিউনিকেশনটা ভালভাবে করা যেত।

তারেক অণু এর ছবি

হুম কোন ক্ষতি নাই! পরের বার দিয়ে দিব হাসি

লুৎফর রহমান রিটন এর ছবি

আরে মিয়া কর্ছো কি! এতো পাখি কুথায় রাখি? দেঁতো হাসি

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

তারেক অণু এর ছবি

মনের মাঝে , ছন্দ সাজে দেঁতো হাসি

Ullash এর ছবি

জোসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস

তারেক অণু এর ছবি
পিনাক পাণি এর ছবি

চমৎকার অনু'দা , আরো লাভবান হতাম যদি কোন কোন এলাকাগুলোয় তাঁদের বিচরন উল্লেখ থাকতো।
আমি এদেশের পাখি বিষয়ক কম দামে মোটামুটি ভালো বই খুঁজছই। রোনাল্ড আর হালদার এর একটা বই দেখলাম 'আ ফটোগ্রাফিক গাইড টু বার্ডস অফ বাংলাদেশ' -বইটার দাম তো অনেক- যা আমার সাধ্যের বাইরে। অন্য কোন বই ভালো বই কিন্তু দাম কম- সাজেস্ট করতে পারবেন?

চলুক চলুক চলুক

তারেক অণু এর ছবি

রনি ভাইয়ের বইটা ভাল, এছাড়া ফিল্ড গাইড হিসেবে আপাতত ইনস্কিপে বইটার কথা মনে পড়ছে কিন্তু সেটার দামও অনেক!

আবুল হায়াত শিবলু এর ছবি

সবুজঠোঁট মালকোয়া আর বড় কুবো কোথায় দেখেছিলেন ? ভাল লাগল। লাস্টের পাখিটার নাম বলেন।
ভাল হইছে। লেখা -গুড়- হয়েছে

তারেক অণু এর ছবি

সবুজঠোঁট মালকোয়া দেখেছিলাম শ্রীমঙ্গলের চা বাগানে আর কুবো সুন্দরবনে।

শিশিরকণা এর ছবি

যাহ্‌!! বাংলাদেশে এত রকম পাখি আছে নাকি? আচ্ছা পাখি তো পাখিই, এতরকম প্রজাতি কিভাবে আসলো? মানে বিবর্তনের ধারায় কোত্থেকে কী হইল? সবার দাদা কি টেরোডাক্টিল?

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

তারেক অণু এর ছবি

টেরোডাক্টিল কিন্তু বিচিত্র ধরনের সরীসৃপ! এমনকি তারা ডিম দিত কিনা এখন পর্যন্ত জানা যায় নি, হয়ত তারা বাদুড়ের মত সরাসরি বাচ্চা দিত। পাখি এসেছে অন্য প্রজাতির ডাইনোসর থেকে। আর ওড়ার অনেক এসেছিল পালক। একটা লেখা হবে নাকি ?

শিশিরকণা এর ছবি

দেন দেন। এতরকম পাখি কইত্থন আসলো জানতে কৌতুহল হচ্ছে।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

অসুন্দর বনে(ঢাকা) থেকে কেমনে সুন্দরবনের পাখির নাম কমু ভাই??!!
যাই হোক,বরাবরের মতই গুল্লি

সুবোধ অবোধ

তারেক অণু এর ছবি

ঢাকাতেও কিন্তু এখন মেলা পাখি বিশেষ করে প্যাঁচা আর চিল

অতিথি লেখক এর ছবি

মৌটুসি দুটিকে অনেক সুন্দর লাগছে। বিশেষ করে পুরুষটিকে। বেগুনি কালিমটার ছবিটি কোথায় তুলেছেন। আমি প্রকৃতিতে বেগুনি কালিম দেখিনি। গুলিস্তান ও কাটাবন এ পাখির দোকানে বিক্রি করতে দেখেছিলাম। যখন ময়না,টিয়ে, বেগুনি কালিম, ইত্যাদি পাখি যখন বাজারে বিক্রি করতে দেখি তখন খুবই কষ্ট হয়। আর পালাসি কুরাঈগল তো মনে হয় বিপন্ন প্রজাতির পাখি। খুব ভাল লাগল পোষ্টটি।
--------------------------------------
মুহাম্মদ আসাদুজ্জামান

তারেক অণু এর ছবি

কালেম দেখেছিলাম টাঙ্গুয়ার হাওরে। আগে বাজারে বিক্রি হত, এখনো হয় নিশ্চয়ই চুরি করে লইজ্জা লাগে মন খারাপ

পালাসি কুরাঈগলের অবস্থা খুবই খারাপ বিশ্বে

স্পর্শ এর ছবি

পোস্টটা দেখে মন ভালো হয়ে গেল। বাংলা শকুনটাকে সবচেয়ে বড়সড় মনে হচ্ছে। দারুণ!

শেষের পাখিটা টুনটুনি?


ইচ্ছার আগুনে জ্বলছি...

তারেক অণু এর ছবি

শকুন আসলেই বড় আকৃতির!

aal maruf russell এর ছবি

শেষের পাখিটা কী কালচে ফটক? ডাস্কি ওয়ার্বলার। আমার কাছে তাই মনে হইতেসে। দেঁতো হাসি

তারেক অণু এর ছবি
মানিক চন্দ্র দাস এর ছবি

আপনে মিয়া খ্রাপ লুক রেগে টং

তারেক অণু এর ছবি

ক্যান অ্যাঁ

তারানা_শব্দ এর ছবি

কোন কারণ নাই, আপনি কারণ ছাড়াই খ্রাপ লোক, লোকমুখে শুনেছি! চোখ টিপি

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

তারেক অণু এর ছবি
তারানা_শব্দ এর ছবি

ঘটক পাখি-অণু! দেঁতো হাসি

শেষের পাখিটা মনে হয় চড়ুই পাখি।

সুন্দর পোস্ট, ভাইয়া!

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

তারেক অণু এর ছবি
ধুসর জলছবি এর ছবি

এত পাখি আছে বাংলাদেশে। নাহ এই জীবন বৃথা ( গভীর দীর্ঘশ্বাসের ইমো হবে )
পক্ষী তারেক অণুর পাখির পোস্ট ভাল লেগেছে খুব।

তারেক অণু এর ছবি

আমাকে পাখিই বানায়ে ছাড়লেন চিন্তিত

অতিথি লেখক এর ছবি

যেমনে উইড়া বেড়ান,কি আর বলা চলে???
খাইছে

সুবোধ অবোধ

ধুসর জলছবি এর ছবি

দেখলেন, আমি একা না, এটা জনগণের সকলের মনের কথা খাইছে

তারেক অণু এর ছবি
সাফিনাজ আরজু এর ছবি

হে হে, জলছবির সাথে একমত হলাম। খাইছে

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

তারেক অণু এর ছবি
সাফিনাজ আরজু এর ছবি

চলুক চলুক
দারুন পোস্ট অনুদা। আফসুস জীবনে কিছুই দেখা হলনা। মন খারাপ

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

তারেক অণু এর ছবি

ধুর, জীবন তো সবে শুরু!

সুমাদ্রী এর ছবি

কত অপরিচিত পাখি দেখে ফেললাম, এরা যে বাংলাদেশেই থাকে এটাও জানা হল। ধন্যবাদ।

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

তারেক অণু এর ছবি
সচল জাহিদ এর ছবি

চলুক চলুক চলুক


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

তারেক অণু এর ছবি
শাব্দিক এর ছবি

অসাধারণ পোস্ট।
ছোট্ট সহেলি আর বেগুনি নারী মৌটুসিটা (ওইটা তো বেগুনি না) দারুণ কিউট।
আর ধাঁধার উত্তর পারলাম না। মন খারাপ

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

তারেক অণু এর ছবি

হুম ছেলে মৌটুসিকে পছন্দ হল না?

শাব্দিক এর ছবি

লইজ্জা লাগে , ঐটা বলা যাবে না।

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

তারেক অণু এর ছবি
মনি শামিম এর ছবি

কি সুন্দর সুন্দর সব পাখিরে বাবা!

মনি

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

পক্ষী বিষয়ক পোস্টটা সবুজ সুইচোরার মতই কিউটি কিউটি হইছে অণু ভাই। ছোটবেলায় আমার গ্রামে অনেক টকটকা হলুদ রঙের মিষ্টি পাখি দেখেছিলাম; গাছের ডালে ডালে নাচে, “হলদে পাখি” নাম। এবার বাড়ি যেয়ে খুঁজলাম, পেলাম না। ছোট ছেলেমেয়েদের ডেকে সুধালাম (প্রকৃতির সমস্ত গোপন খবর ওদের কাছে থাকে) জবাব পেলাম না! আপনার কছে কি আছে হলদে পাখির খবর?

------ফয়সাল ইজা

তারেক অণু এর ছবি

তিন ধরনের পাখি আছে হলদে, এখানে বেনেবৌ-এর ছবি আছে তো, বাকিগুলো দেখতে হবে, দেখা মিলেছিল অবশ্য সবগুলোরই

নৈর্ব্যক্তিক এর ছবি

আমার প্রশ্ন অন্য। পাখিরা আপনাকে পোজ দেয় কেন? কাহিনী কী?

তারেক অণু এর ছবি

আরে না, পালায়ে যায় সব পাখা মেলে! মহা ফাজিল!

সাব্বির রহমান  এর ছবি

চলুক চলুক ছবি গুলো জটিল তুলেছেন , অণু-পক্ষী ভাই হাসি হাসি দেঁতো হাসি

তারেক অণু এর ছবি
অমি_বন্যা এর ছবি

এত পাখি আছে তা আগে জানা ছিল না। কেমন আছেন অনু দা। লেখায় অজস্র তারকা

তারেক অণু এর ছবি

আপনার লেখা পাচ্ছি না অনেকদিন!

tokkhok এর ছবি

শেষেরটা কি বাবুই?

তারেক অণু এর ছবি

না চিন্তিত

tokkhok এর ছবি

তাইলে টুনটুনি।।।

তারেক অণু এর ছবি

না

স্যাম এর ছবি

এরকম পোস্টের একটা স্লাইড শো ভার্শন করা যায়না ? ফুল স্ক্রীনে দেখতাম এক্টার পর একটা মনোমুগ্ধকর ছবি!

তারেক অণু এর ছবি

হুম, আপনার কাঁধেই দিমু কিন্তু ! আচ্ছা, ঐ ব্যানারের কথা খেয়াল রাইখেন

প্রৌঢ় ভাবনা এর ছবি

হাঁ ভাই, এই লম্বা জীবনে অনেক কিছুই দেখেছি কিন্তু মনে হচ্ছে, কিছুই দেখি নাই।
পোস্টের বিষয়ে আর না ই বলি।

তারেক অণু এর ছবি
নিরবতা এর ছবি

দারুন লাগলো। চমৎকার পোস্ট হাততালি

তারেক অণু এর ছবি
তন্ময় এর ছবি

এইটা টুনটুনি পাখি না অণুদা ?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।