এক কালি ছত্রী পে ............

দময়ন্তী এর ছবি
লিখেছেন দময়ন্তী (তারিখ: রবি, ২১/০৯/২০০৮ - ৯:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এক কালি ছত্রী পে ............
ছবিটা ক'সপ্তাহ আগে তোলা ৷ এমনিই ঝুপ্পুস বৃষ্টিতে সারাদিন কোন কাজ হয় নি ৷ থামার পরে ক্যামেরা নিয়ে ব..
ছবিটা ক'সপ্তাহ আগে তোলা ৷ এমনিই ঝুপ্পুস বৃষ্টিতে সারাদিন কোন কাজ হয় নি ৷ থামার পরে ক্যামেরা নিয়ে বেরিয়ে খুটখাট করছি ৷ তখনও টিপটিপ পড়ছে ৷ হঠাত্ই দেখি এদের ৷ পরে যতবারই ছবিটা দেখছি, একটা অস্বস্তি পেয়ে বসছে ৷ অস্বস্তি কারণ এরকম ৩ জনে এক জিনিষ ভাগাভাগির রেওয়াজ উঠে যাচ্ছে দ্রুত ৷ আমি যেখানে থাকি সেখানে বাচ্চারা সব রেনকোট পরে স্কুলবাসে চড়ে ৷ আর নিতান্তই কেউ ছাতা নিলে রংচঙে ছাতা --- একলাটির জন্য ৷ সেটা দেখতেও ভারী চমত্কারই লাগত এতদিন ৷ ভুলেই গিয়েছিলাম ছোটবেলায় এটা কত স্বাভাবিক ছিল ৷ ভুলেই গিয়েছিলাম আমিও মলির সাথে একটা ছাতায় গুঁতোগুঁতি করে বাড়ী এসেছি ---- দুজনের বই একটা ব্যাগে ভরে সেটা একদম সাপটে ধরে --- গলা জড়াজড়ি করে আর্ধেক ভিজে বাড়ী আসা ৷

ভুলেই গিয়েছিলাম
"এক কালি ছত্রী পে যো আধে আধে ভিগ রহী থি
আধে শুখে আধে গিলে ---------------------'

শুধু যে ভাগ করে নিতেই ভুলে যাচ্ছি তাই না, আগে যে ভাগ করতাম সেই স্মৃতিও ভুলতে বসেছি ৷

আমাদের চারপাশের খোপগুলো ক্রমেই বাড়ছে ৷


মন্তব্য

দময়ন্তী এর ছবি

যা: ছবি লাগালাম যে! ছবিটা কোথায় গেল?
ছবি ছাড়া লেখাটার তো কোন মানেই হয় না৷

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

দময়ন্তী এর ছবি

যা: ছবি লাগালাম যে! ছবিটা কোথায় গেল? প্রিভিউতে তো দিব্বি দেখাল ছবিসহই ৷
ছবি ছাড়া লেখাটার তো কোন মানেই হয় না৷

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ছবিটা জুড়ে দিলাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দময়ন্তী এর ছবি

অনেক ধন্যবাদ ৷
আমি কোথায় গন্ডগোল করেছিলাম একটু বলবেন? দেখলাম ছবির অপশান ৷ ব্রাউজ করে সিলেক্ট করলাম ৷ ছবি আপলোডের আলাদা কোন বাটন দেখিনি ৷ প্রিভিউতে দিব্বি দেখাল ৷
তাহলে?

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমি শিউর না ঠিক কি ভুল হয়েছিল। দু কপি আপলোড করা দেখলাম। আপনি কোন একটা স্টেপ মিস করেছেন মনে হচ্ছে।

এখানে প্রায়শ জিজ্ঞাস্য দেখুন। একটা ভিডিও ও আছে।

http://www.sachalayatan.com/faq/show/716#q_772

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

পলাশ দত্ত এর ছবি

লেখার শেষ কথাটা ছবিটাকে অতিক্রম করে গেছে।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

এনকিদু এর ছবি

দিলে পাঁচ, না দিলে কিছু দেই না । এই লেখাটাতে কিছু দিতেই হবে, তাই পাঁচই দিলাম হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সবজান্তা এর ছবি

০১

আমার পরিচিত কেউ আমার সাথে ছাতা শেয়ার করতে চায় না। কারণ আমি ছাতা এমন বাজে ভাবে ধরি যে, নিজের মাথা সুন্দর ঢাকা থাকে, কিন্তু পাশের জনের মাথার উপর ছাতা থেকে ঝরে যাওয়া জলগুলি সব পড়তে থাকে।

০২

আপনার ছবিটা চমৎকার। অনেকদিন এত সুন্দর একটা ছবি দেখি না !

০৩

দুঃখ পাবেন না। পৃথিবী তো এমনই। এমনই তো হওয়ার কথা ছিলো। আপনি নিশ্চয়ই জানেন, মহাবিশ্ব সম্প্রসারণশীল। প্রতিনিয়ত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। আমরাও তাই দূরে সরে যাচ্ছি প্রতিনিয়ত। শুধু শরীরের দূরে সরে যাওয়াটাই না, মনের দিক থেকেও দূরে সরে যাচ্ছি ক্রমশ।


অলমিতি বিস্তারেণ

পরিবর্তনশীল এর ছবি

ছবিটা অনেক বেশি সুন্দর।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

পান্থ রহমান রেজা এর ছবি

ছবিটা দারুণ। সাথে লেখা অনুভূতিমালাো।

শুভ্রদীপ এর ছবি

"এক কালি ছত্রী পে যো আধে আধে ভিগ রহী থি
আধে শুখে আধে গিলে"

ইয়ে, মায়াও তো "এক আকেলি ছাত্রিমে"-ই ভিজেছিল, তাই না?

শুভ্রদীপ এর ছবি

বুঝতে একটু ভুল হয়েছিল। শব্দটা যদিও "আকেলি", তবে সেটা বোধহয় এখানে ছাতা-কেই বোঝাচ্ছে। আপনার এমন লেখায় আমার এই বেরসিকের মত মন্তব্য উপেক্ষা করবেন। দুঃখিত।

সচেতনা এর ছবি

'আগে যে ভাগ করতাম সেই স্মৃতিও ভুলতে বসেছি' - খুব সত্যিই আজকের সময়ে। আমাদের দুবোনের একটাই ছাতা ছিল অনেকদিন। একছাতার তলায় দুবোন একটা ইঁটের টুকরো জুতোর ডগায় ঠেলে এক্কা দোক্কা খেলতে খেলতে স্কুল থেকে বাড়ি ফেরা, ইচ্ছে করে ছাতা হেলিয়ে এর ওর মাথায় জল গড়িয়ে দেওয়া যেন গত জন্মের ঘটনা। ভুলে যাওয়া স্মৃতিসব ভীড় করে এলো - অনেক ধন্যবাদ দময়ন্তী । খুব সুন্দর ছবি। ভাল লেখা।

অধর এর ছবি

ভুলে যেতে চেয়েছিলাম ঐ সব স্মৃতি আপনি দিলেন না, আপনার শাস্তি হওয়া উচিৎ।

দময়ন্তী এর ছবি

মাহমুদ মুর্শেদ,
আবারও ধন্যবাদ ৷ দেখব লিঙ্কটা৷

পলাশ, এনকিদু, পরিবর্তনশীল, পান্থ রহমান,
ভাবনার সাথী হওয়ার জন্য ধন্যবাদ৷

সবজান্তা,

একটা সমাধান হল, আপনাকে ছাতা ধরতে না দেওয়া ৷ হাসি

মনের দিক থেকে দূরে সরে যাচ্ছি বলেই এগুলো আর আমাদের কাছে স্বভাবিক দৃশ্য হিসবে আসে না ৷ তাই হঠাত্ দেখলে একটা চমক লাগে ৷
ধন্যবাদ আপনাকে ৷

শুভ্রদীপ,
আসলে কোটেশান চিহ্নটা ব্যবহার করাটা আমার মারাত্মক ভুল হয়েছে ৷ আগে আমি "কালি ছত্রী'ই শুনতাম ৷ পরে এক হিন্দীজানা বন্ধু ভুলটা শুধরে দেয় ৷ লেখার সময় সচেতনভাবেই "কালি ছত্রী' লিখতে লিখতে নিজের ভুলটার কথা ভেবে মনে মনে মজা লাগছিল ৷ কিন্তু অনবধানে উদ্ধৃতি চিহ্নটা দিয়ে ফেলেছি ৷ তাতে আপনার ভুল হওয়া স্বাভাবিক ৷ উদ্ধৃতিচিহ্নের মধ্যে ভুল শব্দবন্ধ দেখলে আমার নিজেরও বিরক্ত লাগে ৷

আমি আন্তরিক দু:খিত ও লজ্জিত ৷

তবে হ্যাঁ "আকেলি'টা "ছত্রী'র জন্যই প্রযোজ্য ৷ ভিজেছিল দুজনেই ৷ তাই "আধে শুখে আধে গিলে' ৷ হাসি

সচেতনা দিদি,
ঠিক বলেছ , সেই পা দিয়ে ইঁটের টুকরো এমনকি ডাবের খোলা দিয়েও এক্কাদোক্কা খেলতে খেলতে আসতাম আর ছাতা কাত করে মাথায় জলফেলা তো ছিলই ৷
পড়েছ , ভাল লেগেছে -- একগাল হাসি হাসি

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

দেবোত্তম দাশ এর ছবি

ছুঁয়ে যাওয়া লেখা,
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

সবুজ বাঘ এর ছবি

হ। ক্যাম্নে ক্যাম্নে জানি বড় অইয়া গেলাম গা। আর কয়দিন পরেই মইরা যামু। ভাবতেই ভালা লাগে। হাহাহাহাহা। পিথিবি এট্টা ভ্রান্ত ধারণা মাত্র।

সবজান্তা এর ছবি

পিথিবি এট্টা ভ্রান্ত ধারণা মাত্র।

বাঘাদার লাখ কথার এক কথা। তয় ভ্রান্ত ধারণার মইদ্দেও প্রেম খাউমের ব্যাপারটা আসলে ভ্রান্ত না চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

অতন্দ্র প্রহরী এর ছবি

ছবিটা খুব সুন্দর। আর লেখাটা কেমন যেন নস্টালজিক করে দিল! মনটাই খারাপ হয়ে গেল। পারতপক্ষে এমন লেখা আমি পড়তে চাই না (তারপরও বারবার পড়ে ফেলি!), কারণ এই ধরণের লেখাগুলো বারবার আঙ্গুল তুলে ভেংচি কেটে বলে, "তুমি বুড়ো হয়ে যাচ্ছ ধীরে ধীরে...."!
___________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

সৌরভ এর ছবি

ভালো লাগলো ছবিটা । শৈশবে ছাতা বড্ড অপ্রিয় ছিলো, ভিজতেই পছন্দ করতাম। আমাদের শহরটা ডুবে যেতো একপশলা বৃষ্টি হলেই। হাঁটু ডুবিয়ে ভিজে ভিজে স্কুল থেকে ফিরতাম।


আবার লিখবো হয়তো কোন দিন

হাসান মোরশেদ এর ছবি

'আমাদের গেছে যে দিন'- তা কিন্তু একেবারেই গেছে ।
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

রণদীপম বসু এর ছবি

আমাদের আসছে দিনগুলোও একবারই আসবে।

সাদা-কালো গ্রাউণ্ডের কারণেই হয়তো ছবিটা অনেক বেশি আবেগময়, নস্টালজিক ও মুগ্ধকর হয়েছে। একই সাথে লেখাটাও কোন অংশে কম নয়।
ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রানা মেহের এর ছবি

খুব সুন্দর লেখা
ছাতা - বৃষ্টি কোনটাই ভাগ করা হয়না আর
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

তানবীরা এর ছবি

দময়ন্তী, ভালো লাগল আপনার লেখা দেখে। আমরা এখনো তিনজন একটা ছাতা ভাগাভাগি করি, আমি বর আর মেয়ে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।