যান্ত্রিক

পুরুজিত এর ছবি
লিখেছেন পুরুজিত (তারিখ: মঙ্গল, ১৪/০৮/২০০৭ - ১:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিষাদের প্রথম স্তরে একটা প্রবণতা থাকে পৃথিবীসুদ্ধু সবাইকে দোষী ভাবার। ঘন্টাখানেক পর শুরু হয় আরো বাজে একটা পর্যায় যখন সবকিছু ফিরে আসে নিখুঁত ব্যুমেরাং এর মতোন।
আমার বাথরুমের চৌবাচচার আউটলেটটা সম্ভবত ব্লকড হয়ে আছে এক মাস ধরে। পানি নেমে যেতে সময় লাগে আর আমিও গোঁড়ালি পানিতে দাঁড়িয়ে টুপটাপ পড়ন্ত ফোঁটার মাঝে আবোল তাবোল ভাবি। আজকে যেমন পানির সাথে আমারো অদৃশ্য হয়ে যেতে ইচ্ছা করছিলো। বহতা জলের কি বিষাদ থাকে? সেও কি বাড়তে থাকা ভুলের নিচে হাঁসফাঁস করে ওঠে কখনো? নাহ, তার তো ছড়িয়ে পড়ার পথ আছে, আমিই কঠিনে বন্দী।
এখনো পানি নামে নি, একটা ছন্দহীন কবিতা লেখা যাক-

‘ভয় পেয়ো না তুমি যখন অদৃশ্য
আর একা।

আর বাইরে আকাশটা ভীষণ বিষণ্ন-
সকাল থেকে বৃষ্টি পড়ছে বিরামহীন।

ভয় পেয়ো না তুমি যখন
প্রিয় কন্ঠগুলো দূরে সরে যায়
অমোঘ অনিশ্চয়তায়।

আকাশ কাঁদছে – বরং ওকে সান্ত্বনা দাও...’

হ্যাঁ, এখন আর পানি নেই...


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কবিরা কি এভাবে তাদের প্রত্যেকটা কবিতার একটা করে "শানে নূযুল" লিখতে পারেননা? তাহলে খুবই ভাল হয়।

হিমু এর ছবি
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

স্বাগতম পুরুজিত।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

স্বাগতম!!!
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ঝরাপাতা এর ছবি

স্বাগতম, লেখাটা ভালো লেগেছে।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

পুরুজিত এর ছবি

ধন্যবাদ ঝরাপাতা,বিগ সি,অলৌকিক হাসান,এস এম থ্রি,প্রকৃতিপ্রেমিক,হিমু ভাই।
বাসা বদলাচ্ছি কয়েক দিন পরেই। কবিতা লেখার নতুন জায়গা খুঁজে বের করতে হবে...

হাসান মোরশেদ এর ছবি

সুস্বাগতম পুরুজিৎ ।
কবিতা যেমনই হোক,শানে নুযুল তো আরো বিপ্লব ।

৫ দিতে কার্পণ্য করলাম না হাসি

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

নতুন বাসা মানে নতুন কবিতা। কী মজা!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

স্বাগতম।

নজমুল আলবাব এর ছবি
জিফরান খালেদ এর ছবি

বড়ই মচেতকার হইল।

ওয়েলকামো........................

ইশতিয়াক রউফ এর ছবি

পুরু, দুঃখের বর্ণনাটা ভাল লাগলো পড়ে। যথার্থ! চোখ টিপি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।