মহালয়া-ভোর

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শুক্র, ০৮/১০/২০১০ - ২:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বহু বছর হলো মহালয়া ভোর দেখা হয় না। না, ভুল বললাম, দিনটা আসে ঠিকই। সেই দিনের ভোরও দেখা হয়, কিন্তু সেই শিউলি-উঠান, রাশি রাশি ফুল ঝরতো যেখানে, সেই শীত শীত আলো-আঁধারিতে ভোর চারটেয় বেজে ওঠা আশ্চর্য আকাশবাণীর কল, সেই গান, "বাজলো তোমার আলোর বেণু", আর সেই সব সুর আর কথার ঝর্ণার মধ্য দিয়ে আলো হয়ে ওঠা সেই শরতের স্বর্ণঝরা ভোর, সেই আশ্চর্য কন্ঠটি বলে যে কিনা বলে উঠতো "আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জীর" অমনি ভিতরে বাহিরে ঘটে যেতো এক ম্যাজিক---সেই মহালয়া-ভোর আর আসে না। বহুকাল থাকি শিউলিবিহীন দেশে। কাশফুল আছে, নদীর তীর আছে, শুভ্র মেঘমালা আছে অপরাজিতানীল আকাশে, কিন্তু শিউলি নাই।

শিউলি নাই, অনুও নাই। আসলে আমিই নাই। মনে পড়ে মহালয়া ভোরে অনুহৃয়া আসতো নিয়ম করে, গেটের পাশে ছিলো সেই চেনা শিউলিগাছটা, আমাদের শিশুকাল থেকে আমাদের সঙ্গে সঙ্গেই যে বড়ো হয়ে উঠেছিলো। পুজোর ছুটির কত দুপুরখেলা ছিলো ওর ছায়ায়। কমলা বৃন্তের সেই কোমল সাদা ফুলগুলো, রাশি রাশি ঝরে পড়তো, হালকা নরম সৌরভ ছড়িয়ে যেতো বাতাসে। ওরা ফুটতে শুরু করলেই আমাদের সকলের মনে শারদীয়া আসতো। রোদ্দুরে শারদীয়া রঙ লাগতো, মাঠ ভরে যেতো কাশফুলে।
" ঢ্যামকুড়কুড় বাদ্যি বাজে ঢাকে পড়লো কাঠি/ যা দিবি মা তাই হবে আজ পরমান্নের বাটি।"

সে শিউলিগাছ হয়তো আজো আছে, হয়তো নেই। আমরা দুজনেই আর সেখানে নেই, ছিটকে কোথায় চলে গেছি দেশকালের স্রোতে।

অন্ধকার বারান্দা পেরিয়ে শিউলি উঠান
সেখানে আবছা ছায়ামায়া-
উঠান পার হয়ে ঘাসে ঢাকা মাঠ,
রাত্রিবাতাসে ঘাসেরা ঘুমিয়ে গেছে।
সব পেরিয়ে আকাশ, তাতে নক্ষত্রের হীরাপান্না।

গত সূর্যাস্তবেলায় যে পাখি উড়ে গেল
তার প্রবাসের অরণ্যের দিকে-
তার চলে যাবার দিকে যেমন চেয়েছিলো
আমার তৃষিত দুইচোখ
এখন তেমনি চেয়ে আছে
অন্ধকারের উপরের ঐ তারাগুলির দিকে।

ছায়াপথের ওড়নার দিকে চেয়ে আমি প্রার্থনা করি
কমলা জ্যেষ্ঠা তারার দিকে চেয়ে আমি প্রার্থনা করি
নীল চিত্রা তারার দিকে চেয়ে আমি প্রার্থনা করি
রাজহংসের পাখা ছাড়িয়ে ছায়াগ্নির দিকে চেয়ে আমি
প্রার্থনা করি-

এ সীমা টুটে যাক-
ঊর্ধ্বে ঐ প্রজাপতিমন্ডলের
ধ্যানমগ্ন ব্রহ্মহৃদয়ে মিলে যাক
এই ক্ষণভঙ্গুর মৃত্তিকাহৃদয়।


মন্তব্য

বিষণ্ণ বাউন্ডুলে [অতিথি] এর ছবি

সহজ;সাবলীল বর্ণনায়,সবসময়ের মত-ই সুন্দর ।

পূঁজো এসে গেল । সেই ছোট বেলা থেকে অভ্যাস,বছর জুড়ে রোযার সাথে সাথে অপেক্ষা - পূঁজো আসবে কবে,'আনন্দমেলা' পড়তে পাব কবে..

এখনো, এমনি কাটে দিন..

ভাল থাকুন,
ভোরের স্নিগ্ধতা ছড়ানো শিউঁলি ছোঁয়া শুভ্রতায় ভরে থাকুক আপনার প্রতিটি দিন । পূঁজোর শুভেচ্ছা.. । হাসি

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ বিষণ্ন বাউন্ডুলে।
শারদ শুভেচ্ছা রইলো।
----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

হরফ এর ছবি

শুভ মহালয়া তুলিরেখা। মন খারাপ করে দিলেন আপনি। আমার জীবনের বেশীরভাগ সময়-ই কেটেছে শিউলিবিহীন দেশে তবু আমার জননীর কল্যাণে মহালয়াহীন শরত কখনো কাটেনি। গতবছর-ও শুনেছিলাম মহালয়া সিডি-তে কিন্তু এবছর যে কি করে ভুলে গেলাম!!! সত্যি মন খারাপ হয়ে গেল জানেন। ভাল থাকবেন পূজো ভাল কাটাবেন।

--------------------------------------------------------------------------------
"আজকে আমার মনের মাঝে ধাঁই ধপাধপ তবলা বাজে"

ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে

তুলিরেখা এর ছবি

আরে এখন তো ইউটিউবেও মহালয়া। আমি তো প্রায়ই ওখান থেকেই শুনি।
কিন্তু ঐ যে ছোটোবেলার স্মৃতি, সেই শেষরাতের আলো-আঁধারি শেফালি-সৌরভ ঐ অনেক প্রার্থনার নীল আকাশ (মেঘ যেন সরে যায় সেদিন সেই প্রার্থনা), সেই অনুষঙ্গ গুলো তো আর নেই। মাঝে মাঝে মনে হয় সত্যিই কী ছিলো নাকি স্মৃতির মায়াঞ্জন? হাসি
ভালো থাকুন হরফ, শারদ শুভেচ্ছা।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তিথীডোর এর ছবি

মায়া মায়া লেখা, সবসময়ের মতোই...

পুজোর শুভেচ্ছা রইলো দিদি! হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তুলিরেখা এর ছবি

তোমাকেও শারদ শুভেচ্ছা তিথীডোর।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নৈষাদ এর ছবি

তুলিরেখা, প্রস্তাবনায় আপনার কয়েকটা চমৎকার শব্দ, বাক্য আমার শৈশব, কৈশোরের স্মৃতিকে একসাথে ফিরিয়ে আনল। অনেক ধন্যবাদ।

শরতের সকাল ঢাকাতেও সেরকমই, শুধু সেই অনুসঙ্গ গুলি নেই। তারপরও সময় করে প্রতি বছর শরতকে উপভোগ করা হয়, শিউলি দেখা হয়...। অতীতের অভ্যাসে শারদীয় সংখ্যাগুলি কেনা হয় (হয়ত পড়া হয়না), হেমন্তের পর আরেক প্রিয় ঋতু শীতের জন্য অপেক্ষা করি...।

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ নৈষাদ।
আমার শারদীয়া শুভেচ্ছা নিবেন।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কৌস্তুভ এর ছবি

পুজো ভাল কাটুক সবার। ভাল-মন্দ পড়ুক পেটে। হাসি

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ কৌস্তূভ।
উত্তম উত্তম খান। তবে উত্তম-মধ্যমের ব্যাপারে সাবধান। হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

যেখানে বসে লিখছি তার খুব কাছেই একটা শিউলি গাছ। গন্ধ আসে। হাসি
আপনাকে পূজোর অনেক শুভেচ্ছা। ভালো থাকুন।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

তুলিরেখা এর ছবি

চমৎকার! শিউলি আমার সত্ত্বায় এমান করে জড়িয়ে গেছে যে যেখানে যাই আমার শারদস্বপ্নে সে ঠিক এসে হাজির হয়। আসলে কী জানেন, অচেনা বিনিসুতার মালা জুড়ে রেখেছে দুনিয়ার এপার ওপার, যেখানেই যাই তার কাছ থেকে তো দূরে যাবার উপায় নাই। হাসি
ভালো থাকবেন, শারদ শুভেচ্ছা নেবেন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

বইখাতা এর ছবি

খুব ভালো লাগলো, সবসময়ের মতোই। 'অনুহৃয়া' - সুন্দর তো! এর মানে কি?

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ বইখাতা।
অনুহৃয়া নামটা আমারও খুব সুন্দর লাগতো, মানে জানি না। অভিধানে খুঁজলে হয়তো মিলবে।
শারদ শুভেচ্ছা নিন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

দেবোত্তম দাশ এর ছবি

মহালয়ার দিনটা অফিসে বসে কাটালেও মন্দ কাটেনি। মনে পড়ছে সেই সব দিনগুলির কথা
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ।
শারদ শুভেচ্ছা নিন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সুরঞ্জনা এর ছবি

সুন্দর বর্ণনা মহালয়ার।
শিউলি ফুলটাই যেন কেমন, লেখাতেও কত সুন্দর হয়ে ফোটে। হাসি
শারদীয়া শুভেচ্ছা।
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ সুরঞ্জনা।
শারদীয়ার শুভেচ্ছা রইলো।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সুমন চৌধুরী এর ছবি
তুলিরেখা এর ছবি

ধন্যবাদ।
আপনাকেও শারদ শুভেচ্ছা।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুভ মহালয়া!

আচ্ছা মহালয়ার ভোরে এখনো কি আগের মতো আকাশবাণী কোলকাতাতে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি, দেবব্রত বিশ্বাসের গান শুনতে পাওয়া যায়?



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ।
বহুকাল খোঁজ পাই না আকাশবাণীর, এখন কী হয় বলতে পারি না।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অনিন্দিতা চৌধুরী এর ছবি

বরাবরের মতোই মনকাড়া ভাষা।
বড্ড দেরী করে ফেল্লাম ।
মহালয়া চলে গেছে আগেই।
শারদীয় শুভেচ্ছা জানিয়ে গেলাম। ভাল থাকবেন।

WWW.BONDHU.IN এর ছবি

শুভ মহালয়া, শারদীয় শুভেচ্ছা সব্বাইকে।
WWW.BONDHU.IN

asar amontron roilo.

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।