নক্ষত্রসম্ভবা

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বিষ্যুদ, ১৯/০৪/২০১২ - ৪:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নীলাভ সাদা রহস্যের ঠান্ডা আলো পার হয়ে সবুজ মেরুজ্যোতিতে মিলিয়ে যায় ভবিষ্যযান, যাত্রীরা স্মৃতি হয়ে যায়, রয়ে যায় শুধু আমাদের নিওলিথিক স্বপ্নে। বহু লক্ষ বছর পরে কখনো জেগে উঠবে বলে। লোনা হাওয়া ছুটে আসে সমুদ্র থেকে, পরাক্রান্ত সেই হাওয়া উড়িয়ে নিয়ে যায় আনাচে কানাচের জমা হওয়া ধূলিবসন।

আকাশে নি:স্বর মঞ্জীর বাজিয়ে চলে যাচ্ছে নক্ষত্রঝড়। জন্মমৃত্যু এক হয়ে গেছে যে বিরাট মোহনায়, তার কিনারপাহাড়ের পাথরে রয়ে গেছে কারুকার্য্য। অন্ধকারে তা দেখা যায় না, দেখা যায় না তার বর্ণ। শেষরাত্রির শনশন পার হয়ে আকাশের কপালে জেগে ওঠে ঊষা, তারপরে জাগে জবাকুসুম সূর্য, কিছু পরেই উজ্জ্বল হয়ে হিরণ্যবর্ণ। সেই আলোতে দেখা যায় চিত্রল কথামালা, রক্তবর্ণ ও হিঙ্গুলবর্ণ রঞ্জকে রঞ্জিত।

ঝিনুক ছড়ানো বালি পার হতে হতে
দক্ষিণ থেকে আরও দক্ষিণে সরে যেতে থাকে ছায়া-
আবরণহীন পায়ের তলায় শিরশিরে সাদা ফেনার সিক্ত আবেদন
জড়িয়ে জড়িয়ে ধরে বলছে, "ফিরে এসো, ফিরে এসো"
কিন্তু ফেরার তো উপায় নেই চিত্রলেখার !

তার হাতের দর্পণ ভেঙে গিয়ে টুকরো টুকরো কাচ চারিদিকে,
ছড়িয়ে পড়া অগণন স্ফটিকে জ্বলছে একটাই সূর্য-
সেই সূর্য এখন কন্যারাশিতে, আকাশ অপরাজিতা-নীল।
হিরণ্যরথ আসবে বলে প্রথমে এলো পবনদূত
তারপরে ঝাঁকে ঝাঁকে নীলকন্ঠ পাখি, উদয়দিগন্ত থেকে-
কোথায় যেন বাঁশি বেজে ওঠে, কোথায় যেন বীণা....


মন্তব্য

সৌরভ কবীর  এর ছবি

ভালো লেগেছে।

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ সৌরভ কবীর।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আশালতা এর ছবি

দারুণ।

----------------
স্বপ্ন হোক শক্তি

তুলিরেখা এর ছবি

আজকাল কই থাকো আশালতা? একেবারেই দেখতে পাই না! চিন্তিত

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মোখলেছুর রহমান সজল  এর ছবি

কোথায় যেন বাঁশি বেজে উঠে, কোথায় যেন বীণা ....

দারুণ লেগেছে কথা গুলো। চলুক

তুলিরেখা এর ছবি

ধইন্যাপাতা লন। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তাপস শর্মা এর ছবি

অসাধারণ। চিত্রকল্পগুলি এত্তো জীবন্ত।

সেই সূর্য এখন কন্যারাশিতে, আকাশ অপরাজিতা-নীল।
হিরণ্যরথ আসবে বলে প্রথমে এলো পবনদূত
তারপরে ঝাঁকে ঝাঁকে নীলকন্ঠ পাখি, উদয়দিগন্ত থেকে-

তুলিরেখা এর ছবি

ধইন্যাপাতা লন, তাপস। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মাহবুব ময়ূখ রিশাদ এর ছবি

চলুক

------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কাজি মামুন এর ছবি

অনেকবার পড়লাম। মায়াবিষ্ট করে রাখার অদ্ভুত শব্দশক্তি রয়েছে লেখাটির মধ্যে। কিছু কোট করতেই হচ্ছে:

'রয়ে যাবে শুধু আমাদের নিউলিথিক স্বপ্নে।'
'আকাশে নিঃস্বর মঞ্জীর বাজিয়ে চলেছে নক্ষত্র ঝাড়।'
'ঝিনুক ছড়ানো বালি পার হতে হতে/দক্ষিণ থেকে আরও দক্ষিণে সরে যেতে থাকে ছায়া-'
'ছড়িয়ে পড়া অগণন স্ফটিকে জ্বলছে একটাই সূর্য-/সেই সূর্য এখন কন্যারাশিতে, আকাশ অপরাজিতা-নীল।'
'কোথায় যেন বাঁশি বেজে উঠে, কোথায় যেন বীণা'

বাঁশি ও বীণায় মেতে উঠে নক্ষত্রেরা, বাঁচিয়ে রাখে সম্ভাবনা, জেগে থাকে নিউলিথিক স্বপ্নেরা!

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ ভাই। হয়তো এইভাবেই বেঁচে থাকে স্বপ্নেরা। নইলে বিপুল দেশকালে কতটুকুই বা আমরা!
ভালো থাকবেন।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তারেক অণু এর ছবি
তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সুমিমা ইয়াসমিন এর ছবি

চমৎকার!

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ জানবেন, সুমিমা ইয়াসমিন। ভালো থাকবেন।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কল্যাণ এর ছবি

চলুক

_______________
আমার নামের মধ্যে ১৩

তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সুলতানা পারভীন শিমুল এর ছবি

কোথায় যেন বাঁশি বেজে ওঠে, কোথায় যেন বীণা....
শুনলেই কেমন উদাস লাগে...

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
কেমন আছেন সু পা শি?

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।