শেকড় নিস্তেজ
জেগে আছে ভাঙনের সুর
ঢেউয়ের রূপালী ফেনায় জনপদ কথা বলে
হারানো স্মৃতির এ কী প্রহসন!
প্রাচীর লুটিয়ে পড়ে প্রাচীন আঘাতে
জনপদ মিশে যায় স্রোতের...
১.
তুমি আমায় ছুঁয়ে দেখো।
আমার চোখের জমাট নীলে হাজার কালীদহ,
বুকের ভেতর উতোরচাপান-
বেহুলার ভেলা ডুবছে অহরহ।
২.
গভীরতা বলে কিছু নেই,
থাকলে- আরো গভীরে ...
বরফের মসৃণ শীতলতা নয়,
নয় তুষার-তীব্র ফাঁদ
রাত-আঁধারে গোলাপের আঘাত-
নশ্বর ও করুণ;
কে বলে মরণের তুষার সেখানে নাই
তার কৌলিন্য নিয়ে?
যে যেভাবে পারে
মেলে ধ...
আকাশ দিয়ে মানুষ চ'লে যায়,
পড়েও থাকে না কিছুই
কেনো এই অদ্ভুত খেলা?
অন্দর পেছনে রেখে উড়ালের
রীতি কী ক'রে জেনেছে মানুষ?
আকাশ-বারান্দায় অবশেষ থাকরো না কিছ...
সারা রাত ভরে দেখা স্বপ্নগুলো ভোররাতে লিপ্ত হতে থাকে মৈথুনে- মস্তিষ্কের
খিঁচুনি তাড়া করে বেড়ায়
সত্যি, একদম সারাটা দিন!
আমি যেনো স্বপ্নের দাস!
বিকেল হতে...
রক্তনামা
সবইতো রক্তের খেল
রক্তের ওঠানামা, রক্তের হাসি
কান্নাও যেনো
রক্তের নোনা স্রোত
চোখের কোমর ধরে যেই চোখ নাচে
গ্রীবার কাছাকছি যেই ঠোঁট
যেই শ্ব...
এই কবিতাটি সচলেই লিখেছিলাম, অতিথি হিসেবে । আবার দিতে ইচ্ছে হল, দিয়ে দিলাম । নিখাদ নির্ভেজাল ফাঁকিবাজি যারে বলে আরকি !
ভালবাসা এক বুনো জন্তু
ভালবাসা এক ...
বৃষ্টি কি তুই বলতে পারিস
কোন মেঘে আজ আসবি নেমে?
কোন পাখিটার ভিজবে ডানা?
কখন যাবে সময় থেমে?
কোন পাতাটার দুচোখ বেয়ে
মাটির ভিটেয় কান্না নামায়?
কোন ঘাসে আজ ফ...
পোষাকী হলে একমুখি সড়কেও ঘোরানো যায় চাকা,
উল্টোদিকে।
সন্তানবতী হলে বউ, ব্লাডি সিভিলিয়ান যায় মাতৃমঙ্গলে,
যানজট ঠেলে।
বুকের ভেতর ছিলো আমার মস্তবড় মাঠ
মাঠের ভেতর ছড়িয়ে ছিলো ছেলেবেলার স্মৃতি
দুরন্তপনা, হারিয়ে যাওয়া, ঘুড়ির পিছে দৌড়
হারিয়ে গেছে মাঠটা আমার বুকের কাছে নেই
ক...