আসলাম

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৬/০৭/২০০৭ - ১০:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

সবাই এইখানে ---------!

আমিই বা বাকি থাকি ক্যান?
ভালই লাগতেছে।
পুরনো মানুষগুলোরে পাইয়া খুব ভাল লাগতেছে।


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

ওয়েলকাম। কন তো আমি কেডায়?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অরূপ এর ছবি

স্বাগতম! হাততালি
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

আলভী এর ছবি

অছ্যুত বালাই> মনে লয় আপনে হোসেইন।
অরূপদা> থ্যাংকস।

সৌরভ এর ছবি

পুরা হারিকেন বাত্তি লাগাইছি আপনার ইমেইল এর জন্যে। শেষ পর্যন্ত নয়্যা নওশারে দিয়া রক্ষা।

লন, পান-বিড়ি লন।

ওই রহমত, লাইটার টা দে স্যারেরে।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

হিমু এর ছবি

স্বাগতম আলভী।


হাঁটুপানির জলদস্যু

সৌরভ এর ছবি

আবার জিগান?
বলাইটা যে কে নয়, সেইটা বলেন।
আমারতো মাঝেমধ্যে মনে হয়, বলাই আসলে চোর।
অথবা আরিফ জেবতিক কিংবা ত্রিভুজ নিজেই।
হোসেইনও হইতে পারে।

বড়ই সমস্যা ভদ্রলোকের, বলতে চায়না।
একদিন বাচালায়তনে আইসেন বলাই দা, বুঝবেন হাউ মেনি ধানে হাউ মেনি রাইস।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

হাসিব এর ছবি

স্বাগতম । বাইদিওয়ে এই আলভী আমাগো তেলাচুরায় না তো ?


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

আলভী এর ছবি

সৌরভ > আমাকে কেউ খুঁজছে ভাবতে বেশ লাগে। থ্যাংকস।
হিমু> থ্যাংকু।

আলভী এর ছবি

হাসিব> বুঝলাম না। বুঝায়ে বললে ভাল হত।

আরশাদ রহমান এর ছবি

স্বাগতম সচলায়তনে!

সৌরভ এর ছবি

সারছে।
আলভি, বিভ্রান্ত হবেন না।
হাসিব হইলেন বিপ্লব রহমান।
এবার বলেন, আমি কে?

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

হাসিব এর ছবি

বলাই হোসেইন হইলে আলভীর তেলাচুরা হইতে সমস্যা কি ? গড়াগড়ি দিয়া হাসি


তারেক এর ছবি

স্বাগতম আলভী ভাই। শুরু করেন লেখালেখি। হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আলভী এর ছবি

সৌরভ> আপনি অনুভূতিময়----

আলভী এর ছবি

ঠিকাছে @ হাসিব।

হাসিব এর ছবি

চ্যাটরুমে আহেন সবাই । গ্যাজাই ।


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

কারুবাসনা এর ছবি

স্বাগতম আলভী

color=red]
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।[/color]


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আলভী আসছেন স্বাগতমও কইলাম।
এইখানে কিন্তু প্রতিদিন একটা লেখা মাস্ট করার নিয়ম চালু করার প্রস্তাব হইছে। আশা করি অচিরে তা চালু হয়েও যাবে।
সুতরাং তাড়াতাড়ি এক সপ্তাহের লেখা দিয়া তারপরে নিরুদ্দেশ হইয়েন।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

দৃশা এর ছবি

আপনার শিরোনাম পইড়া একখান গান মনে পড়ছে...
"আসলাম ভাই...হামারি আসলাম ভাই...দুবাইকা চশমা...চীন কি চাড্ডি...ওর ইরানি চায়ে।।"...ফিকয...
জানি এই আসলাম সেই আসলাম না...স্বাগতম।

দৃশা

অরূপ এর ছবি

আলভী
ছাগুতাড়না বাদ দিয়ে মন দিয়ে লিখতে বসো!

-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

কনফুসিয়াস এর ছবি

বাহ! আপনারে এইখানে দেখে ভাল লাগছে। বেশ কদিন খোঁজাখুজি করেছি।
স্বাগতম। লিখতে থাকুক পটাপট।

-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ঝরাপাতা এর ছবি

স্বাগতম ব্রাদার। আরেকজন প্রিয় মানুষের দেখা পেলাম।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসান মোরশেদ এর ছবি

সুস্বাগতম আলভী ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পুরা হারিকেন বাত্তি লাগাইছি আপনার ইমেইল এর জন্যে।

কন তো আমি কে? হা হা হা।
স্বাগতম।

নজমুল আলবাব এর ছবি

স্বাগতম

দ্রোহী এর ছবি

স্বাগতম!!! নাটক ও নায়িকারা কেমন আছে?
__________
কি মাঝি? ডরাইলা?

অছ্যুৎ বলাই এর ছবি

আলভী ভাইকে বিভ্রান্ত করার জন্য বলাই, হাসিব আর সৌরভের শাস্তি চাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুমন চৌধুরী এর ছবি

স্বাগতম্ !
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অচেনা এর ছবি

স্বাগতম্ !

-------------------------------------------------
যত বড়ো হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা,
আমি ভালোবাসি মোর ধরণীর প্রজাপতিটির পাখা॥

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।