আমাদের রুবি রায়

অনিকেত এর ছবি
লিখেছেন অনিকেত (তারিখ: বিষ্যুদ, ২১/০৮/২০০৮ - ৬:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কত কিছু বদলায়
দিন আসে দিন যায়
বার বার প্রেমে পড়ে মন
রাম শ্যাম যেই হও
এই কথা জেনে লও
নিস্তার নেই বাপ ধন।

যে বয়েসে গোঁফ ওঠে
গলা শুনে ছাঁদ ফাটে
সে বয়েসে চোখে নামে ঘোর
মেয়ে দেখে রাতদিন
বুক করে চিন চিন
ঘোড়া রোগ হয়েছে যে তোর।

সেই সব দিন গুলি
কেউ কি যাইবে ভুলি
ভুলিবে কি করে সেই ক্ষন
সেই এক শুভ দিনে
মন তার নিল কিনে
অবহেলে কোন একজন।

বয়েসের ডিফারেন্স
মানে কোন রেফারেন্স?
মন শুধু কাছে তারে চায়
'আপা','ভাবি' ডেকে ডেকে
বাস স্টপে থেকে থেকে
কে জানে কি সুখ খুজে পায়

"রোদ জ্বলা দুপুরে
সুর তুলে নুপুরে"
বাস থেকে নামে সেইজন
একটি কিশোর ছেলে
রয়েছে দু'চোখ মেলে
যদি কভু আসে সেই ক্ষন!

যদি হেসে একবার
ডাকে,"এই জব্বার"
রিকশাটা ডেকে দাও ভাই
একছুটে ছুটে গিয়ে
রিকশাটা ডেকে দিয়ে
শেষে শুধু "টাটা বাই বাই"

আবুল কি জব্বার
এ ঘটনা বারবার
ঘটে চলে-মোরা অসহায়
দিন যায় রাত আসে
বাস স্টপে বাস আসে
আসেনা যে শুধু রুবি রায়।।


মন্তব্য

মুশফিকা মুমু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি দারুন, অসাধারণ লিখেছেন! *****
কিন্তু ভাবতেসি চিন্তিত আমাকে কেউ কোনও দিন রিকশাটাও ডেকে দিলনা মন খারাপ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অনিকেত এর ছবি

হে হে হে

অস্ট্রেলিয়ায়, যতদুর শুনেছি রিকশা পাওয়া যায় না
কাজেই......

মুশফিকা মুমু এর ছবি

তাতে কি? রিকশা না থাকলেই ডাকা যাবেনা এটা কোনও কথা হল?? মন খারাপ
এসব হচ্ছে না ডাকার এক্সকিউস মন খারাপ
তবে আজকাল কয়েকজনের লেখায় ঘোড়ারোগ কথাটা দেখলাম, আপনার লেখায় পড়ে মনেহচ্ছে এটাকি প্রেম জাতিও কিছু নাকি? চিন্তিত
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অনিকেত এর ছবি

ঘোড়ারোগ প্রেমিক-অপ্রেমিক নির্বিশেষে সকলের হতে পারে।

এইটা সাংঘাতিক ছোঁয়াচে ব্যারাম।

তবে বিভিন্ন ক্ষেত্রে এর manifestation ভিন্ন। যেমনঃ--

------প্রেমিকের 'ঘোড়ারোগ' মানে হল বেচারী এমন এক 'ঘোটকির' প্রেমে পড়েছে যে, সব কিছু বিচারে, তার ধরা ছোয়ার বাইরে। এই ধরনের প্রেম বাংলা সিনেমায় খুব দেখা যায়।

------ গরীবের 'ঘোড়ারোগ' মানে ছেড়া কাঁথায় শুয়ে রাজ প্রাসাদের স্বপ্ন দেখা।( খুব সম্ভবত গরীব হয়ে ঘোড়া কেনার সখ হলে যেমন আজব শোনায়, সেই ব্যাপারটা থেকেই এই প্রবাদ এসেছে।)

------ অনিকেতের 'ঘোড়ারোগ' হল একটা ঝামেলাহীন জীবনের স্বপ্ন দেখা।

মুশফিকা মুমু এর ছবি

ওহহহহহহহ আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ ব্যপারটা পরিষ্কার করার জন্য দেঁতো হাসি
আমারতো তাইলে অনেক ধরনের ঘোড়ারোগ চিন্তিত
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অনিকেত এর ছবি

হা হা হা

আবু রেজা এর ছবি

উত্তম! অতি উত্তম!!

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

অনিকেত এর ছবি

ধন্যবাদ, অনেক ধন্যবাদ।

পান্থ রহমান রেজা এর ছবি

মেয়ে দেখে রাতদিন
বুক করে চিন চিন
ঘোড়া রোগ হয়েছে যে তোর।

দারুন বলেছেন।

অনিকেত এর ছবি

দেঁতো হাসি

রু এর ছবি

একটি কিশোর ছেলে
রয়েছে দু'চোখ মেলে
এটা শুধু কিশোরদের জন্যই না, সব যুবকদের ক্ষেত্রেও প্রযোয্য ।

অনিকেত এর ছবি

পুরুষ হলেই চলবে দেঁতো হাসি

সুমন চৌধুরী এর ছবি

বুঝলাম। এইবার সুর দেন এইটাতে।



অজ্ঞাতবাস

অনিকেত এর ছবি

ঠিকাছে, বস

সৌরভ এর ছবি

সুমন চৌধুরী লিখেছেন:
বুঝলাম। এইবার সুর দেন এইটাতে।




আবার লিখবো হয়তো কোন দিন

কনফুসিয়াস এর ছবি

সুমন চৌধুরী লিখেছেন:

বুঝলাম। এইবার সুর দেন এইটাতে।

আমিও লাইনে খাড়াইলাম।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

কীর্তিনাশা এর ছবি

আমিও ভোট দিলাম - এইবার সুর দেন এইটাতে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অনিকেত এর ছবি

অতি অবশ্য জনাব!

দেঁতো হাসি

জ্বিনের বাদশা এর ছবি

সেরম হইছে ,,,,
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু, থ্যাঙ্কু

খেকশিয়াল এর ছবি

হাহাহাহাহাহা জটিইইইইইল হইসে !

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু দেঁতো হাসি

আলমগীর এর ছবি

গাইয়া ফেলেন শুভ ভাই। +৫×

গুস্তাকি মাফ কি জিয়ে:

কত কিছু বদলায়
দিন আসে দিন যায়
বার বার প্রেমে পড়ে মন
রাম শ্যাম যেই হও
এই কথা জেনে লও
নিস্তার নেই বাপ ধন।

গাইতে পারি না তো। ৩নং আর ৬নং এ মাত্রা আরো একটা দিতে হয়।

এমনে করে গাইলাম।

কত কিছু বদলায়
দিন আসে দিন যায়
বার বার প্রেমে পড়ে এই মন
রাম শ্যাম যেই হও
এই কথা জেনে লও
নিস্তার নেই আর বাপ ধন।

অনিকেত এর ছবি

শিরোধার্য্য বাদশা আলমগীর !

তবে আমার ব্যাখ্যাটা শুনে নাওঃ

"কত কিছু বদলায়
= ১ ২ ৩ ৪
(পড়ো 'কত কিছু বদ লায়)

দিন আসে দিন যায়
=১ ২ ৩ ৪

বার বার প্রেমে পড়ে মন
=১ ২ ৩ ৪ ৫

রাম শ্যাম যেই হও
= ১ ২ ৩ ৪

এই কথা জেনে লও
= ১ ২ ৩ ৪

নিস্তার নেই বাপ ধন।
= ১+২ ৩ ৪ ৫
(পড়ো- নিস তার নেই বাপ ধন)"

কি? এখনও গোলমেলে লাগছে??

ঝরাপাতা এর ছবি

সেই সব দিন গুলি
কেউ কি যাইবে ভুলি

এই জায়গায় যাবে ইউজ করলে কেমন হয়। আগাগোড়া বিপ্লব।


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অনিকেত এর ছবি

'যাবে' মনে হচ্ছে যাবে না। ছন্দে ক্যাঁচাল লেগে যাবার সম্ভাবনা প্রবল। ভাবছি......

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

স্বপ্নাহত এর ছবি

চ্রম হৈসে। আমিতো আপ্নার্কবিতার্ফ্যান হৈয়া গেলাম হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু, থ্যাঙ্কু

আমি তো অনেক দিন ধরে আপনার লেখার ফ্যান।

অতন্দ্র প্রহরী এর ছবি

আসেনা যে শুধু রুবি রায়

আসলেই! কবিতাটা খুবই মজার লাগছে। এইবার ওয়েট করতেছি সুরসহ-টার জন্য। তাড়াতাড়ি মাঠে নামেন দেঁতো হাসি
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।