নতুন দিনের গান-৭: পুরানো সেই দিনের কথা

অনিকেত এর ছবি
লিখেছেন অনিকেত (তারিখ: রবি, ২৭/১২/২০০৯ - ৪:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই বারের 'নতুন দিনের গান' আসলে পুরানো দিনের কথা কইছে।
সারা বছরের দৌড় ঝাপ শেষে বিদায়ী সূর্যের অস্তরাগে চোখ রেখে আমরা মনের অজান্তে একবার পেছনে ফিরে তাকাই। চেয়ে দেখি ফেলে আসা পথ, কুয়াশায় ঘেরা জীবন---

রবীন্দ্রনাথের এই গানটি সম্পূর্ণ তার মৌলিক সৃষ্টি নয়, একথা তো সবাই জানেনই। আর সেই সাথে এইটাও আমরা জানি---এইটে এখন আসলে তাঁরই গান হয়ে গেছে আমাদের কাছে।

শুনে দেখুন।
কেমন লাগল জানালে খুশি হবো।

শুভেচ্ছা

বরাবরের মত, যন্ত্রানুষঙ্গ আয়োজন ও বাদনঃঅনিকেত

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

রাহিন হায়দার এর ছবি

স্নেয়ারের আর হাই হ্যাটসের কাজটা দারুণ লাগলো! সব মিলিয়ে চমৎকার। বেয যোগ করে দেখবেন নাকি?
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

অনিকেত এর ছবি

আরেব্বাস-----!!
আমি আসলেই মুগ্ধ হয়ে গেলাম রাহিন--!
আপনি যে এত হট্টগোলের মাঝেও টের পেয়েছেন আমি বেজ গীটার দিইনি এইটা সর্বার্থেই আমাকে হতবাক করেছে।আমরা অনেকেই মিউজিক শুনি, গান শুনি। কিন্তু সেই অর্থে 'কান পেতে শোনা' হয়ত হয় না। অথবা এইসব 'ছোটখাট' ব্যাপারগুলো নিয়ে হয়ত মাথা ঘামাই না। কিন্তু আপনি যে মনোযোগ দিয়ে শুনেছেন---এতেই আমার কষ্ট সার্থক।

এইবার আসল প্রসঙ্গে আসি।

বেজ গীটারটা ইচ্ছে করেই দিচ্ছিলাম না কারন ব্যাক গ্রাউন্ডে একটা String Orchestration চলছিল। ভাবছিলাম সেইটাতেই কাজ সারবে।
কিন্তু আপনি বলছেন যখন, একবার বেজ দিয়ে দেখব কেমন শোনায়।

আবারো অসংখ্য ধন্যবাদ অমন মনোযোগ দিয়ে শোনার জন্য।

শুভেচ্ছা

রাহিন হায়দার এর ছবি

হাহাহা! শ্রোতা হিসেবে এমন পিঠ চাপড়ানি পাবার পর আসল কথাটা আর বলতে ইচ্ছা করছে না, একসময় টুকটাক বাজানোর চেষ্টা করেছিলাম বেয গিটার, তাই সহজে ধরতে পেরেছি। অবশ্য আপনি যে ব্যাকাপ দিয়েছেন এর পর বেয যোগ করা অপরিহার্য না। আমার মনে হল দিলে খারাপ হত না, ব্যক্তিগত দূর্বলতা আছে ওটার প্রতি।

গানে গানে সচল ভরিয়ে তুলুন।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

বর্ষা এর ছবি

বরাবরের মতোই বেশ ভালো লাগলো।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

অনিকেত এর ছবি

ধন্যবাদ বর্ষা---!!

তিথীডোর এর ছবি

গান:শুনতে তো ভালবাসি খুবই,
বুঝি কতটা প্রশ্নটা যদিও বিপদে ফেলে দেয়..
এজ ইউজুয়াল, অনেক ভাল্লাগলো অনিকেতদা --আগে জানাইনি হয়তো কথনো..
ভালো থাকুন, গাইতে থাকুন!!

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অনিকেত এর ছবি

গানটা শোনার জন্যে অনেক ধন্যবাদ তিথীডোর
ভাল থাকুন, সকল সময়

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বাহ্ বাহ্ খুব সুন্দর। আপনি একা এত কিছু করলেন কিভাবে? দুই জায়গায় একটু দ্রুত হয়ে গেছে মনে হলো।

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু পিপি 'দা।
কোন জায়গাগুলো দ্রুত লেগেছে, সেটা একটু বললে চেক করে নিতাম।
ভাল থাকুন, সব সময়...

আলমগীর এর ছবি

চলুক চমৎকার। ৩:২৪: (দু্'টা ইন্সট্রুমেন্ট) একটু বেশী লাগে কি?
মন ভালো হইছেনি?

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু বস।
তুমি হলে আরো একজন তুখোড় শ্রোতা যে শুধু ভাল শোনার কান নিয়ে আছে তাই নয়, সেই সাথে সাংঘাতিক ভাল মিউজিক সেন্সও নিয়ে আছে।
তোমার মতামত যথার্থ।
৩:২৪ এ একর্ডিয়ান আর স্যাক্সোফোন একসাথে বেজেছে। প্রথমে ভেবেছিলাম যে হয়ত এদের মিশেলটা ভাল শোনাবে। কিন্তু তোমার কথা ঠিকই---যেকোন একটা থাকা উচিত ছিল।

অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন ভাল করে শোনা ও মন্তব্য করার জন্যে।
আর সবচেয়ে বড় ধন্যবাদ, তোমার মন্তব্যের শেষ লাইনটার জন্যে।

এখানে মাত্র দুইজন লোক সকল ভীড়-ভাট্টা ঠেলে এসে, আমার মন ভাল আছে কি না সেইটার নিয়ম করে খোঁজ নিয়ে যায়---তুমি তাদের একজন---

অনিঃশেষ কৃতজ্ঞতা---!!

সাঈদ আহমেদ এর ছবি

এই গানটা সব সময়ই জাতীয় বন্ধুসঙ্গীত মনে হয়। বন্ধুদের আড্ডাতেও গাওয়া হয়। যদিও হিমুর কথা মতন পিঠ চুলকে দেবার কথা, কিন্তু যন্ত্রানুষঙ্গে আমার সীমিত জ্ঞান বিবেচনায় রেখে শুধু ভালোলাগাটাই জানিয়ে গেলাম।

-----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

অনিকেত এর ছবি

ধন্যবাদ সাঈদ ভাই---
ভাল থাকুন, সকল সময়।

শুভেচ্ছা

ধুসর গোধূলি এর ছবি

- আমি সঙ্গীতের কিছুই বুঝি না, কেবল চোখ বুজে শুনি। নতুনত্বকে দুয়ার খুলে আসতে দেই ঘরে।
আপনার নতুন দিনের গানগুলো ভালো না লাগার কোনো কারণ খুঁজে পাইনি। সঙ্গীত কিছুটা বুঝলে হয়তো ত্রুটিগুলো (যদি থাকে) ধরে বলতে পারতাম অনিকেত'দা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অনিকেত এর ছবি

ধু গো,
অনেক ধন্যবাদ গানটা শোনার জন্য !!!

আমি সঙ্গীতের কিছুই বুঝি না, কেবল চোখ বুজে শুনি।

আর তো কিছুর দরকার নেই রে পাগলা। তোমার সঙ্গীত ভাল লাগে---এইই যথেষ্ট। বোদ্ধা হবার চেয়ে, সমালোচক হবার চেয়ে জরুরী হল সঙ্গীত উপভোগ করতে পারার মন থাকা---
তোমার সেইটা আছে----ভাল করেই আছে---
আর সেইজন্য তোমার ভাল লাগলেই আমার ভাল লাগে

ভাল থেকো বস,সকল সময়

বন্যরানা [অতিথি] এর ছবি

যন্ত্রের চেয়ে আপনার কন্ঠ শুনতেই বেশি ভালো লাগে।
০২:২৯ এ একটা নোট একটু সরে গেল কি?

অনিকেত এর ছবি

প্রথমেই অনেক অনেক ধন্যবাদ, বন্যরানা গানটা এত মনোযোগ দিয়ে শোনার জন্য।

আপনি ঠিকই ধরেছেন, ২:২৯ এ স্বরচ্যুতি ঘটেছে একটু।
কিন্তু এতে আমার মন খারাপ হয়নি একটুকুও। আপনি যে খুঁটিয়ে খুঁটিয়ে শুনেছেন এতেই আমার খুশিতে বাক-বাকুম অবস্থা।
তবে হ্যাঁ, ভবিষ্যতে সাবধান হবো।

ভাল থাকুন, আর ভা বভাল গান শুনুন

নিরন্তর শুভেচ্ছা

নাশতারান এর ছবি

খুব ভালো লাগল, অনিকেতদা !!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অনিকেত এর ছবি

শোনার জন্যে অনেক ধন্যবাদ বুনো হাঁস!
ভাল থেকো, সব সময়

তীরন্দাজ এর ছবি

বাহ! বেশ নরোম হাতে ধরা সুরগুলো। আমি মুগ্ধ!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অনিকেত এর ছবি

তীরুদা-আ-আ-আ-আ,
অনেক দিন পর যে!
কই থাকেন আপনি???
আপনাকে মিস করি এইখানে---
অনেক ধন্যবাদ গানটা শোনার জন্যে এবং এমন মায়াময় মন্তব্যের জন্যে
ভাল থাকুন, সকল সময়

সাইফুল আকবর খান এর ছবি

সুপারসোনিক! হাসি
চলুক

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু বস!!

s-s এর ছবি

সুন্দর! স্বরচ্যুতি আমিও ধরতে পেরেছি, সেটা অতি পরিচিত সুর বলেই। যন্ত্রসঙ্গীতে এই সুরটা বড় স্মৃতিকাতর করে।

অনিকেত এর ছবি

মনোযোগ দিয়ে শোনার জন্যে অনেক ধন্যবাদ, সেঁজুতি।
ভাল থাকুন, সকল সময়

আশরাফ মাহমুদ এর ছবি

ভালো লেগেছে। কিন্তু সঙগীতে আমার অজ্ঞতার জন্য এর চে' বেশি কিছু বলতে পারলাম না।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

অনিকেত এর ছবি

আশরাফ ভাই,
অনেক ধন্যবাদ গানটা শোনার জন্যে
ভাল থাকুন সকল সময়

ওডিন এর ছবি

চমৎকার! খুব ভালো লাগলো ভাই।
(ভেবেছিলাম আপনাকে একটু হিংসা করা উচিত- কিন্তু পুরোটা বারদুয়েক শোনার পরে আর ইচ্ছে করলো না। নিজের উত্তরণ হলো বলে মনে হচ্ছে চিন্তিত )
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু ওডিন
ভাল থাকো, সকল সময়
অনিঃশেষ শুভেচ্ছা

ওডিন এর ছবি

উপস দুইবার চলে আসছে। যাই হোক এবার চলুক
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

গৌতম এর ছবি

বস্ এসব কাজে আরেকটু নিয়মিত হলে হয় না! গানগুলো পাই অনেকদিন পর পর। আপনার সেই 'মেঘ বলেছে যাবো যাবো' এখনও কানে বাজে।

আরেকটা আব্দার কি করতে পারি?- রবীন্দ্রনাথের কিছু গান খালি গলায় শুনতে ইচ্ছে করে। আমি ঢাকায় রেকর্ডও খুঁজেছি, পাই নি। কিছু কিছু গান খালি গলায় গেয়ে আমাদের শোনাতে পারেন কি?

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অনিকেত এর ছবি

গৌতম দা,
অনেক ধন্যবাদ গানটা শোনার জন্য।

বস, আমার গানের কাজ গুলো হয়, যখন আমি খুব খারাপ থাকি----অথবা যখন খুব ভাল থাকি।অবশ্য ইদানিং ফুরসত যোগাড় করাটাও একটা যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই ইচ্ছে থাকলেও নিয়মিত হতে পারি না। আপনি এবং আপনারা কয়েকজন আমার ভুল-ত্রুটি সঙ্কুল এই কাজগুলো অপার স্নেহে আপন করে নেন বলেই মাঝে মাঝে ফিরে ফিরে আসি।

আপনার পছন্দের কোন গান থাকলে জানাবেন।
চেষ্টা করব সেটা নিয়ে কিছু করা যায় কি না।

ভাল থাকুন, সকল সময়।
অনিঃশেষ মঙ্গলকামনা

শুভাশীষ দাশ এর ছবি

শুনে খুবি ভালু পেলাম।

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু শুভাশীষ দা!

তানবীরা এর ছবি

ভালো লাগলো বরাবরের মতোই অনিদা।

অঃটঃ আপনি অনেকবার মেঘলাকে নিয়ে কিছু লেখার জন্য বলেছেন। একটু কেমন যেনো বিরতিতে আছি দাদা, একটু চাঙ্গা হলেই আবার কিছু একটা লিখে ফেলবো।

মন ভালো থাকুক, এই শুভেছা রেখে গেলাম।

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অনিকেত এর ছবি

ধন্যবাদ তানবীরা
মেঘলার কথকতা শোনার অপেক্ষায় রইলাম
ভাল থাকুন, সকল সময়

মামুন হক এর ছবি

ভাবছিলাম সচল থেকে কিছুদিন ছুটি নেব,হলোনা। কানে ধরে লগইন করিয়ে ছাড়লে বস। উচ্চগ্রামে অফিসের মধ্যেই বাজালাম তোমার বাজনা, সহকর্মী জিগায় সিন কী? লাঞ্চাওয়ারের আগেই বেচাইন হইলা ক্যান? তারপর সবাই কান খাড়া করে শোনে, বাজনা শেষে সমবেত মরহাবা!! আমি আর কই নাই বাজনাদার আমার আপন লোক, কী দরকার? সঙ্গীতের স্বার্থকতা মন ছুঁয়ে দেবার মধ্যেই--তোমারটা মন ছুঁয়ে,দুলিয়ে খানিকটা ঝাঁকিয়েও গেলো।

ভালো থেকো বস,সবসময় হাসি

অনিকেত এর ছবি

বস, অনেক অনেক ধন্যবাদ
এই অকিঞ্চিতকর মানুষটার বুকে আশার হাওয়া পুরে দেবার জন্যে,
ছায়াহীন এই মানুষটার আকাশে কিছুখনের জন্যে হলেও মেঘ হয়ে ছায়া দেবার জন্য---

অনিঃশেষ মঙ্গল কামনা

মৃত্তিকা এর ছবি

খোমাখাতাতেই শুনেছি একবার খাইছে
এখানে আবারও বলে যাই ভালো লাগার কথা.........কেমন করে যে বানান এসব! যেমন গান, তেমন বাজান!
এটা আমাকে ইচিঠি করে পাঠিয়ে দেবার অনুরোধ রাখলাম হাসি

অনিকেত এর ছবি

ধন্যবাদ মৃত্তিকা গানটা শোনার জন্যে।
গান পাঠিয়ে দিচ্ছি

শুভেচ্ছা নিরন্তর

সাইফ তাহসিন এর ছবি

হে হে হে, আমি দেখি লাস্ট মন্তব্যকারী। যাউকগা, লয়ে প্রলয়, সুরে অসুর এমুন গান গান কেমতে গান চোখ টিপি, রসিকতা করলাম, মিয়া এমুন গলা লইয়া চিপায় বয়া থাকেন কেলা। জলদি ১০ টা গান দিয়া একটা ওয়েব অ্যাল্বাম ছাড়েন, সেইটা আমরা রাস্ট্র করি। জনপ্রিয়তার তুঙ্গে আপনে আরেকখান অ্যাল্বাম ছাড়বেন, পরেরটা অবশ্যই ফাউ থাকবে না হাসি
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অনিকেত এর ছবি

হা হা হা
গান শোনা এবং এমন মারকাটারী আইডিয়া দেবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ বস।

ভাল থাকো সকল সময়।

ভ্রম এর ছবি

চমৎকার লাগলো অনিকেতদা!

অনিকেত এর ছবি

ধন্যবাদ ভ্রম

শুভেচ্ছা রইল

শেখ নজরুল এর ছবি

অনেক ভালো লেগেছে। ধন্যবাদ রাখলাম।

শেখ নজরুল

শেখ নজরুল

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ নজরুল ভাই
অনিঃশেষ শুভ কামনা

ভণ্ড_মানব এর ছবি

সঙ্গীতজ্ঞানের বিস্তর অভাব থাকার কারণে স্বরচ্যুতি টরচ্যুতি ধরতে পারিনাই।
তয় কান টা যে আরাম পেলো সেজন্য ধন্যবাদ জানিয়ে যেতে চাই বস। দেঁতো হাসি
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

অনিকেত এর ছবি

অশেষ ধন্যবাদ বস
শুভেচ্ছা নিরন্তর

আনন্দী এর ছবি

খুব ভাল লাগল, তবে শেষটা মনে হল হঠাৎ করে হল,
আরেকটু রেশ থাকলে ভাল লাগত আরও.....

আনন্দী

অনিকেত এর ছবি

ধন্যবাদ আনন্দী
ভবিষ্যতে খেয়াল রাখব।
ভাল থাকুন

মর্ম এর ছবি

ডুবে গিয়েছিলাম, এই উঠলাম...!!
~~~~~~~~~ ~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

অতিথি লেখক এর ছবি

এক কথায়,অসাধারন।।

hats off to u..

[বিষণ্ণ বাউন্ডুলে]

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।