আমি বাংলা ভালবাসি---

অনিকেত এর ছবি
লিখেছেন অনিকেত (তারিখ: মঙ্গল, ২১/০২/২০১২ - ৬:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চট্টগ্রামের বিখ্যাত কবিয়াল রমেশ শীলের কথা অনেকেই হয়ত জানেন। আঠেরোশ শতকে জন্ম নেয়া এই স্বভাব-কবি অজস্র গানের জন্ম দিয়েছেন। মাইজভান্ডারির গান তার হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিল। শুধু কি তাই? তদানিন্তন সমাজ-ব্যবস্থা, গ্রাম-বাংলার রূপ-বৈচিত্র্য, অর্থনৈতিক সঙ্কট হতে শুরু করে স্বদেশী আন্দোলন, আমাদের ভাষা আন্দোলন সবকিছুই তার কাব্যে গানে স্থান পেয়েছিল।

অমর একুশে ফেব্রুয়ারী উপলক্ষ্যে অনেক আগে একটি সঙ্গীত সংকলন বেরিয়েছিল--তাতে আরো অনেকের গানের সাথে রমেশ শীলের একটি গান ছিল। আজ সুদূর প্রবাসে বসে আমার কাছে কেবল স্মৃতিতে রয়ে যাওয়া একখানি অন্তরাই সম্বল। যতদূর মনে পড়ে গানটির সুর দিয়েছিলেন আমাদের আরো এক প্রিয়জন---শ্রদ্ধেয় আব্দুল লতিফ ('ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়')।

অমর একুশে উপলক্ষ্যে এই গানটি আমার সশ্রদ্ধ প্রণতি।

বরাবরের মত সঙ্গীতায়োজন, গায়ন-অনিকেত


মন্তব্য

তানজিম এর ছবি

বরাবরের মতই ভালো লেগেছে। একুশের শুভেচ্ছা নিন।

অনিকেত এর ছবি

ধন্যবাদ তানজিম।
শুভেচ্ছা নিরন্তর

কাজি মামুন (অতিথি লেখক) এর ছবি

রমেশ শীল মাইজভান্ডারির গানকে জনপ্রিয় করেছিলেন জেনে খুব ভাল লাগল। আসলে আমাদের জাতীয় ইতিহাসে অসাম্প্রদায়িক চেতনার শেকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত।
অনেক ভাল গেয়েছেন অনিকেতদা। একুশের প্রভাতে আপনার এই গান চারপাশের পরিবেশকে অনন্য মাত্রায় নিয়ে গেল। একুশের শুভেচ্ছ!

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ কাজী মামুন
একুশের শুভেচ্ছা আপনাকেও---

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

একুশের শুভেচ্ছা।

অনিকেত এর ছবি

একুশের শুভেচ্ছা আপনাকেও সবুজ পাহাড়ের রাজা---

সচল জাহিদ এর ছবি

চলুক

অসাধারন অনিকেতদা।

আপনার সাথে গান করার অভিলাষটা কখনই ছাড়া যাচ্ছেনা লইজ্জা লাগে । ব্যস্ততায় হাঁপিয়ে উঠছি।

হারমোনাইজিং কে ছিল বস?


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

অনিকেত এর ছবি

ধন্যবাদ জাহিদ বস।
হারমোনাইজিং আমিই করছিলাম---

শুভেচ্ছা নিরন্তর

তারেক অণু এর ছবি

সকালে উঠেই শুনলাম। চমৎকার।

অনিকেত এর ছবি

অশেষ ধন্যবাদ তারেক অণু!
শুভেচ্ছা নিরন্তর

নির্ঝরা শ্রাবণ এর ছবি

অনিকেত ভাইয়া,

সচলে আপনার লেখা পড়া হলেও আগে কখনো গান শোনার সৌভাগ্য হয়নি। এখন থেকে নিশ্চয় আর মিস হবেনা।

অসাধারণ লাগল। কথাগুলো আর সুরটা যেন একেবারে হৃদয় নিংড়ানো

অনিকেত এর ছবি

গানটা শোনার জন্যে এবং এমন সহৃদয় মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ নির্ঝরা শ্রাবণ।
ভাল থাকুন সকল সময়ে--

তিথীডোর এর ছবি

চমৎকার!
একুশের শুভেচ্ছা অনিদা। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অনিকেত এর ছবি

ধন্যবাদ তিথী
তোকেও একুশের শুভেচ্ছা---

পরিবর্তনশীল এর ছবি

চলুক

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ পরিবর্তনশীল।
শুভেচ্ছা নিরন্তর

তানিম এহসান এর ছবি

কি ভরাট আর গভীর উচ্চারন, শব্দমালা, সংগীত আয়োজন। অনিকেতদা, একতারা অথবা দোতরা ব্যবহার করেছেন কি মাঝখান থেকে, নাকি ব্যােঞ্জা .. চমৎকার হয়েছে, শুধু এটার আওয়াজটা আরো একটু কমিয়ে দিলে বাকি যন্ত্রানুষঙ্গগুলো মনে হয় একসাথে কানে বাজতো। একটু খেয়াল করে দেখবেন কি?

এর আগে আপনার কোন গানই শুনতে পারিনি কম্পিউটার কনফিগারেশন এর জন্য। আগেরগুলো শুনে নেবো, পরের কম্পোজিশন এর জন্য অপেক্ষায় রইলাম। হাসি

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ ভাই তানিম! আপনি ঠিকই ধরেছেন আমি ব্যাঞ্জো ব্যবহার করছিলাম। আপনার কথা শুনে মনে হল আসলেই একটু কমিয়ে দিলে ভাল হত। অনেক অনেক ধন্যবাদ এত মনোযোগ দিয়ে গানটা শোনার জন্যে ও মন্তব্য করার জন্যে।

অনেক অনেক ভাল থাকুন। শুভেচ্ছা নিরন্তর।

নিটোল এর ছবি

দারুণ। চলুক

_________________
[খোমাখাতা]

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ নিটোল।
একুশের শুভেচ্ছা--

মিলু এর ছবি

গুরু গুরু চলুক
কি আর বলব! আমি বাংলা ভালবাসি! ভালো থাকবেন অনিকেতদা।

অনিকেত এর ছবি

অনেক অনেক ধন্যবাদ মিলু।
একুশের শুভেচ্ছা রইল তোমার জন্যে---

তাপস শর্মা এর ছবি

অনিকেত’দা একরাশ মুগ্ধতা এবং শ্রদ্ধা জানিয়ে গেলাম। ভাষার ভালোবাসা, অভিলাষা, আবেগ এবং অতৃপ্তি ঝড়ছে প্রতিনিয়ত। আমার ভাষা, আমার অহংকার......

ভাষাকে সালাম।

অনিকেত এর ছবি

ধন্যবাদ তাপস'দা।
একুশের শুভেচ্ছা রইল

দুর্দান্ত এর ছবি

গানটি ভাল লেগেছে। সঙ্গীতায়োজন নিতান্তই উচ্চমানের হয়েছে।

প্রশ্ন করি, 'মাইজভান্ডারি' কি আলাদা কোন ধরনের গান? নাকি এটা মাইজভান্ডারের আহাম্ম্দ আলী সাহেবের কবরের সামনে বাংলায় গাওয়া সুফি-কাওয়ালি?

বাংলার বেশীরভাগ সুফি সাধকই যে ভাবধারার প্রচার করে থাকে, সেটা আহমদিয়া ভাবধারার, যার সাথে গাংগা-ব্রহ্মপুত্র অববাহিকার প্রাচীন দরশন (বৈষ্নব, মহাজান বৌদ্ধ) দ্বআরা গভীরভাবে প্রভাবিত। আরবি/ফারসি ভাষার পরত সরিয়ে ফেললে বক্তব্য়ের মিলগুলো সুস্পষ্ট হয়।

ঠিক একারনেই কি গ্রামের সাধারন মানুষ সুফিদের এভাবে গ্রহন করেছিল?

অনিকেত এর ছবি

দুর্দান্ত'দা, অনেক ধন্যবাদ গানটি শোনার জন্যে এবং মন্তব্য করার জন্যে।
আপনি ঠিকই ধরেছেন--মাইজভান্ডারি গান গুলো আহাম্মদ আলী সাহেবের কবরের সামনে গীত ভক্তিমূলক গান। তবে ঠিক প্রথাগত কাওয়ালীর মত সুর নয়, গায়ন রীতিও সেই রকম নয় তো বটেই। মাইজভান্ডারির গানগুলো সুফিয়ানা ভাবের, অসাম্প্রদায়িকতা ও অধ্যাত্মবাদকে স্পর্শ করে রচিত। 'বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি', কিংবা 'ইস্কুল খুইলাছে রে মওলা' ---এইসবই আমাদের মাইজভান্ডারির গানের প্রকৃষ্ট উদাহরণ।

আর গ্রামবাংলার সাধারণ মানুষের সুফিবাদের প্রতি আকর্ষনের যে চমৎকার ব্যাখ্যা আপনি দিয়েছেন--আমি তাতে মুগ্ধ হয়েছি। আমি এইরকম করে আগে ভাবিনি।

অনেক অনেক শুভেচ্ছা রইল।

প্রদীপ্তময় সাহা এর ছবি

অসাধারন অনিকেতদা ।

'আমার হৃদয়' শোনার পর থেকেই অপেক্ষায় ছিলাম আপনার পরের গানটার জন্যে ।

একুশের শুভেচ্ছা নেবেন ।

অনিকেত এর ছবি

অসংখ্য ধন্যবাদ প্রদীপ্ত'দা।
আপনাকেও একুশের শুভেচ্ছা--

নিঘাত তিথি এর ছবি

বাহ, খুব ভালো লাগলো, আগে শুনি নি আমি গানটা।

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ তিথি! আপনার গানের গলাটা অসাধারণ। একুশের গানটা আপনাদের খুব ভাল হয়েছে।
অনেক শুভেচ্ছা

কনফুসিয়াস এর ছবি

সাংঘাতিক ভাল লাগলো শুনে। দারুণ।

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অনিকেত এর ছবি

অশেষ কৃতজ্ঞতা কনফুসিয়াস!
শুভেচ্ছা জানবেন

নিঃসঙ্গ পৃথিবী এর ছবি

চলুক গুরু গুরু হাততালি

অনার্য সঙ্গীত এর ছবি

অতি অসাধারণ! গুরু গুরু

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ অনার্য ভায়া---
শুভেচ্ছা নিরন্তর

ধূসর জলছবি এর ছবি

চমৎকার চলুক

অনিকেত এর ছবি

ধন্যবাদ ধূসর জলছবি
শুভেচ্ছা নিরন্তর

উজানগাঁ এর ছবি

খুবই ভাল লাগল অনিকেতদা। শেয়ার দিলাম।

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ উজানগাঁ
শুভেচ্ছা নিরন্তর

তারাপ কোয়াস এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু অপূর্ব! এই মাঝরাত্রিতে গানটা শুনে বিষণ্ণ মাখা এক মিশ্র অনুভূতিতে আক্রান্ত হলাম। চমৎকার গানটির জন্য অনেক অনেক ধন্যবাদ অনিকেত'দা। ভাল থাকবেন।

(অট: বেজ গীটার যোগ করলে মন্দ হতো না অনিকেত'দা হাসি


love the life you live. live the life you love.

অনিকেত এর ছবি

বেজ গীটার যোগ করলে মন্দ হতো না অনিকেত'দা

আহা, এই না হলে আমার পল! সাবাস! একমাত্র তুমি ধরতে পেরেছ যে বেজ গীটার ছিল না।
অনেক ধন্যবাদ পল মনোযোগ দিয়ে শোনার জন্য। আমি আসলে গোটা গানটা একতারার উপর রাখতে চেয়েছিলাম তাই বেজ গীটার যোগ করিনি। কিন্তু সব হয়ে যাবার পরে তোমার মত আমারো মনে হচ্ছিল, বেজ গীটার থাকলে খারাপ হত না।

আবারো অনেক ধন্যবাদ পল! তোমার নতুন বাজনা শোনার অপেক্ষায় রয়েছি বস।

কল্যাণ এর ছবি

গুরু গুরু

_______________
আমার নামের মধ্যে ১৩

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।