শুভ জন্মদিন হে সচলায়তন

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: মঙ্গল, ০১/০৭/২০০৮ - ৫:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই লেখাটার জন্য আমি ঠিক যোগ্যতরজন নই। কিন্তু জন্মতারিখের বয়েস প্রায় ৪ ঘন্টা হয়ে গেলে বাধ্য হয়েই লিখতে বসা।

একটা বাজে, অস্থির এবং মন খারাপ করা সময় ছিল সেটা। ব্যাক্তিগত ভাবে দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছিলাম আমি, দেশ (এখন কি কেটেছে দুঃসময়, প্রিয় স্বদেশ?) এবং আমরা। ব্লগ জীবনের মাস চারেক বয়েস তখন। কিন্তু পুরনো বন্ধুদের কল্যানে নতুন ভাবটা নেই। বরং একটা মুরুব্বি মুরুব্বি ভাব চলে আসে প্রায় প্রথম ব্লগ দিবস থেকেই। বন্ধুদের তৈরি বলয়ে ঢুকে যাই সহজেই।

প্রায়ই অস্থির হত সেই বাড়ি। ভাল লাগত না। এমন এক খাইস্টা সময়ে ধুসর গোধুলি একটা লিংক দিয়ে বলে, শান্ত হোন, কিছু একটা হতে পারে। কিন্তু আল্লাহর দোহাই কাউরে বলবেন না। (প্রায় দেড় বছর পর বল্লাম, সমস্যা হবে না আশা করি। তবু কেউ কিছু বল্লে বলিস আমারে, দেবানে হুড়কো!)

ভার্চুয়াল জিন্দেগানির সুত্রে গড়ে উঠা বন্ধুতায় আরামবোধ হয়। কিবোর্ড, মাউস আর মনিটর হয়ে উঠে প্রিয় অনুসঙ্গ। ইন্টারনেট কানেকশনটা সবচে প্রয়োজনীয় বলে মনে হয়। একসাথে ভাবতে থাকি, আর কি আশ্চর্য সেইসব ভাবনায় কেমন একাকার হয়ে যায় অনেকে। ব্লগারু বলে একটা গ্রুপে প্রবেশ সেই সূত্রে। (কেমন আছ ব্লগারু? কতদিন বিনিময় হয় ভাব ভালবাসা।) প্রিয় অনেক ব্লগারের সাথে সেইসময়েই পরিচয়, বন্ধুতা এবং তারচে বেশি কিছু একটা হয়...

নিয়মিত বিরতিতে অশান্ত হয়ে ওঠার তরিকায় আবারও যখন উল্টাপাল্টা শুরু করে বাঁধ ভাঙার আওয়াজ, সেইসময় আমার প্রিয় বোন তার মহা ব্যাস্ত, ক্ষ্যাপা বন্ধুটির সাথে আলাপ করিয়ে দেয়। ব্লগারুর সূত্রে যার সাথে আগে আলাপ হয়েছে টুকটাক। সে রাতে অরূপ আমাকে আস্বস্থ হওয়ার মত কিছুই বলতে পারে না বা বলে না। শান্ত হতে বলেছিল কি? মনে নেই। তবে ঘন্টাখানেক জিটকে আমাদের আলাপ হয়। পরের রাতে হয়, তার পরের রাতেও মনে হয়। এরপর বিরতি, ৩/৪ দিন পর একটা ঘোষনা পেলাম সেই বাড়িতে। জিমেইল ওপেন করতেই একটা মেইল। সাথে ম্যাসেঞ্জারে অরূপের তাড়া, অপু ভাই জলদি ক্লিক করেন। তিন মাস আগে ধুসরের দেখানো লিঙ্কটা নতুনরূপে হাজির হয় অরূপের হাত ধরে, ‘সচলায়তন’। সেই শুরু।

২ জুন ২০০৭। প্রথম ২/৩ লাইনের একটা টেস্ট পোস্ট দিলাম। মুছে ফেলে কয়েক ঘন্টা পরে আরেকটা টেস্ট। সেটা আর মোছা হয়নি। তবে এর পরের অনেক পোস্টই পরে ঘ্যাচাং করে দিই সচলের আনুষ্ঠানিক জন্মের আগ মুহুর্তে। আমার সেইসব লেখার মৃত্যু দিবস আজ (কমপক্ষে দশটা, যার মধ্যে ধুন্দুমার পিটাপিটি টাইপ দুইটা পোস্টও ছিল, হ্যা মাঝখানের ২৭ দিনে আমরা মারামারিও করেছি চোখ টিপি) আজ সচলায়তন এর জন্মদিন। শুভ জন্মদিন প্রিয় সচলায়তন। এই ই আজ বলব। এর চেয়ে বেশি বলা আমার প্রতিভায় কুলাবে না। যারা বলতে পারে তার এখন ঘুমাচ্ছে। তারা ঘুম থেকে উঠে কিছু করুক। তার আগে এইটাই স্টিকি পোস্ট। শয়তানী হাসি


মন্তব্য

নিঝুম এর ছবি

শুভ জন্মদিন সচল । যার কাছে আমার অনেক ঋণ ।
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন, সচলায়তন হাসি

~ ফেরারী ফেরদৌস

নজমুল আলবাব এর ছবি

মহা ষড়যন্ত্র করল সন্দেশ। প্রথম তিন ঘন্টা সে কিছুই করল না। কিন্তু যেই দেখল আমি একটা পোস্ট লেখা শুরু করছি, সাথে সাথে সে খটমট হিসাব করতে বসে গেল। আর সাথে সাথে আমার সাথে শুরু করল বিটলামি।
অনেক কষ্টে পোস্ট লেখার পর ( যেটা অনেক ভাল ছিল।) পোস্ট করার জন্য সংরক্ষণ বাটনে চাপতেই আমাকে একটা ছবি দেখাইলো যাতে লেখা আনএবল টু কানেক্ট... ইত্যাদি ইত্যাদি। নীল ফোটা দেয়া সেই বক্স আমার পুরা লেখাটাই হাপিস করে দিল :(।

কি আর করা, আবার লিখতে বসলাম। এইবার কোনমতে শেষ করলাম, আগে যা লিখছিলাম তার থাইকা একশভাগ বাজে লেখাটা যখন সংরক্ষন করতে চাইলাম তখন আমি লগ ইন নাই আর:(।

বেহায়ার মত আবার লিখতে বসলাম। আরও বাজে একটা লেখা প্রসব করে পোস্টানোর পর দেখি হিসাব কিতাব সমৃদ্ধ একটা পোস্ট ঝুলছে আমার মাথার উপরে মন খারাপ

তানবীরা এর ছবি

মন খারাপ কইরেন না, উনি উপড়ে ঝুলুক, আপনিই ফার্ষ্ট আমাদের কাছে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ।

তানবীরা এর ছবি

শুভ নববর্ষ, নিয়ে নানা হর্ষ,
কাটুক সময় এমনি, কাটুক না ক্ষতি কি -----

চুপিচুপি জানিয়ে রাখি, আমার আর সচলের জন্ম মাস কিন্তু একই বাংলায় ও ইংরেজীতেও।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍সচলায়তনের ওপর আমার ভীষণ রাগ! এতোদিন ভাবতাম, কোনওকিছুতেই (একটি ব্যতিক্রম বাদে) আমার অ্যাডিকশন নেই। আমার সেই বিশ্বাসে সচলায়তন কঠোর কুঠারাঘাত হেনেছে। এখন আমার অবস্থা এরকম:

এই কারণে সচলায়তনের ধন্যবাদ পাওনা আছে বলে কেউ কি মনে করেন?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

তানবীরা এর ছবি

ধন্যবাদ দিয়া কি হবে, শুকনা জিনিষ। আমি মনে কতি ভালো করে তেতুলের টক দিয়া চটপটি পাওনা সকল সদস্য এবং অতিথিরা। আমি আবার পেটুক মানুষ, খাওয়া ছাড়া কিছু মাথায় আসে না।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নজমুল আলবাব এর ছবি

নিশ্চয় সচলকে দেয়া হবে জাঝা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অপু ভাই,
আপনেই ফার্স্ট। আপনেরে উত্তম জাঝা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ মুর্শেদ ভাই। সচল এর প্রধান কারিগরদের একজন আপনি। আপনাকে শুভেচ্ছা।

ড্রুপাল কিন্তু আমার সাথে আজ ভালই বদমাশি করল :(। ভুলটা যদিও আমারই। সেভ করিনি লেখাটা। আবেগের তোড়ে মনে ছিলনা। শেষ করেই সংরক্ষন বাটনে টিপা দিয়েছি। তারপরই ধরা।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

খুবই দুঃখিত ব্যাপারটাতে। ব্যাপারটা ড্রুপালের নয়, ওয়েব হোস্টের। ব্যাটারা টাকা নিচ্ছে ঠিকই কিন্তু পর্যাপ্ত পরিমান সার্ভিস দিচ্ছে না। শিঘ্রী কিছু একটা করতে হবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নজমুল আলবাব এর ছবি

শালাদের পাছায় গরম কল্কির ছ্যাকা দেন ধইরা। দরকার হইলে আমারে খবর দিয়েন।

তানভীর এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন। আন্তরিক ধন্যবাদ এর উদ্যোক্তা সবাইকে।

= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙ্গা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।

তারেক এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন।
পিচকি টা এক বছরেই অনেক বেড়ে উঠেছে।:)
পিক-টপিকঃ নজমুল ভাই, ফোন কইরা যে বললেন আজ সন্ধ্যা সাতটায় আপনার বাসায়, ঠিক আছে তো? দেইখেন রান্না যেন ভালো হয়। মেন্যু তে কি থাকতেছে?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নজমুল আলবাব এর ছবি

মিয়া দিলাতো হাটে হাড়ি ভাইঙ্গা। এখন রান্ধন হবে কই? তবু যখন আসবেই বলছ, কি আর করা।

ভুল সময়ের মর্মাহত বাউল

মুশফিকা মুমু এর ছবি

হাসি শুভ জন্মদিন সচলায়তন হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

থার্ড আই এর ছবি

আহারে বাছা...এক বছর হয়ে গেলো....? কয়কি ?? সময় কোন দিক দিয়া যায়?? টের পাইনা কেন???
সচল এমন ভাবে সময় খায় যে টেরই পাইনা। জয় হোক সচলায়তনের।
শুভ হোক জন্মদিন।
মডুরা একটা নতুন ব্যনার উপহার দেন।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সচলায়তনের জন্মদিনে কিছুই লেখা হলোনা, সেজন্য খারাপ লাগছে। সন্যাসীর কথায় সুর মিলিয়ে বলতেই হয় সচলায়তনের প্রতি একটা বিরাট আ্যডিকশন আছে। কিন্তু ব্যক্তিগতভাবে খুবই দৌড়ের উপর আছি। তাই আলবাব ভাইকে ধন্যবাদ সুন্দর একটা লেখার জন্য।

সেইসাথে সচলায়তনে পেছনে যারা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ (ঠিক জানিনা কে কে আছেন তাই নাম উল্লেখ করতে পারছিনা, কাকে রেখে আবার কার কথা বলি) ।

সচলায়তন আরো বড় হোক, সুন্দর লেখায় ভরে যাক সচলায়তনের হোস্ট সার্ভারের হার্ডডিস্ক, সেই কামনা করছি।

আকতার আহমেদ এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন

শেখ জলিল এর ছবি

বর্ষপূর্তিতে সচলের সকল কারিগরদের প্রাণঢালা শুভেচ্ছা।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

পান্থ রহমান রেজা এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন।

অমিত আহমেদ এর ছবি

এই তো সবে শুরু। সচলায়তন অবিনাশী হবে!
সন্দেশ এর পোস্টটাতে সচলে মোট কতজন ব্লগার। মোট কত পোস্ট। এসব তথ্যও থাকতে পারতো।
পোস্টের জন্য ধন্যবাদ অপু ভাই।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ অমিত। তোমারে মিস করতাছি মিয়া।

ভুল সময়ের মর্মাহত বাউল

কীর্তিনাশা এর ছবি

সচলায়তনের শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। একই সাথে এর পেছনে যেসব সৃষ্টিশীল কারিগর রয়েছেন তাঁদের জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতÁতা।

সচল আমার জীবনধারা পুরোপুরি পাল্টে দিয়েছে। নতুন করে অর্থবহ হয়ে উঠেছে সবকিছু। একটুকু বাড়িয়ে বলছি না আমি।

প্রিয় সচলায়তন যুগ যুগ ধরে আমাদের মাঝে আলো ছড়াও তুমি। আর একই সাথে সকল সচলদেরও জানাই অশেষ শুভেচ্ছা। যাদের প্রানবন্ত, সৃষ্টিশীল, তথ্যনির্ভর লেখায় প্রতিদিন সচল সমৃদ্ধ হচ্ছে।

-----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ইশতিয়াক রউফ এর ছবি

আমাকে ডাক দিয়েছিলেন হিমু ভাই। প্রথম যখন লিংক দিলেন, তখন দেখলাম কেমন যেন ভাঙা-চোড়া একটা সাইট। আশ্বাস দিয়ে বললেন, হবে। ভুলেই গিয়েছিলাম। ঠিক একবছর আগে হিমু ভাই আবার গুঁতো দিলেন। আজকে আমার সচল হবার ১ বছর পূর্তি। ব্যক্তিগত জীবনের একেবারে শূন্য একটা সময় পার করতে পেরেছি সচলায়তন আর তার সাথে সংযুক্ত অসাধারণ সব মানুষের সৌজন্যে। ধন্যবাদ আপনাদের সবাইকে। অভিনন্দন, সচলায়তন।

বিপ্লব রহমান এর ছবি

জয় হোক!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

রেনেট এর ছবি

সচলায়তনের এক বছর পূর্তিতে প্রাণঢালা অভিনন্দন। সচলায়তনকে আজকের পর্যায়ে আনতে জড়িত সকলকে অসীম কৃতজ্ঞতা।
জয়তু সচল হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

নুরুজ্জামান মানিক এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন ।

২। অমিত আহমেদের মত আমিও মনে করি সন্দেশ এর পোস্টটাতে সচলে মোট কতজন ব্লগার আর মোট কত পোস্ট এগুলি থাকতে পারে ।

******************************************** A life unexamined is not worthliving.-Socrates

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন, সচলায়তন!

খেকশিয়াল এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন
সচলায়তন সংশ্লিষ্ট সকল কারিগর আর লেখক লেখিকাদের অনেক শুভেচ্ছা

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

লুৎফর রহমান রিটন এর ছবি

সচল আমি সচল তুমি নাম দিয়ে যায় চেনা।

সচলায়তনের জন্মদিনে এর নেপথ্য নায়কদের বিশেষ করে অরূপ-হিমু-মুর্শেদকে আমার উষ্ণ অভিনন্দন।
জয়তু সচলায়তন।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

নজমুল আলবাব এর ছবি

আমার বাড়িতে রিটন ভাইয়ের প্রথম কমেন্ট। ধন্যবাদ।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

খালি খাওয়ার গপ্পো কর্লে ক্যাম্নে কী! মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রায়হান আবীর এর ছবি

hp birthbay (pc te avro nai মন খারাপ )
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

আহমেদুর রশীদ এর ছবি

বাজাও, জন্মদিনের ঢোল।তাকদুম তাকদু..ম

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

নজমুল আলবাব এর ছবি

আপনার ঢোল বাজানিতে আমরা নাই। একলা একলা কেক খান, আর মনে মনে শান্তি নেন মে'ভাই।

ভুল সময়ের মর্মাহত বাউল

আহমেদুর রশীদ এর ছবি

নাই মানে? বাজাতে বাজাতে ফাটানো শেষ করে এখন আমি জানি না ভাব!
ক্যান জিন্দাবাজারে কেক পাওয়া যায় না? নিয়ে আসো। কোক দিয়ে ভিজিয়ে কাউরে না পাইলে একলা একলা খাও।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

কনফুসিয়াস এর ছবি

নজমুল ভাইরে এই পোস্টের জন্যে অনেক অনেক ধন্যবাদ।
শুভজন্মদিন প্রিয় সচলায়তন।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

নজমুল আলবাব এর ছবি

এই আরেক সচল মুন্সি। শুভ জন্মদিন কনফু।

মাহবুব লীলেন এর ছবি

অপুর কান্নাকাটিটা ভালোই হয়েছে
চিরবিদায় নিয়ে কোথাও চলে যাবার আগে স্মৃতিচারণ করতে করতে যেমন মানুষ কান্নাকাটি করে তেমনি হয়েছে

কান্দো
পেট ভইরা কান্দো

০২
আমাকে সচলায়তনের লিংকটা পাঠিয়েছিল হাসান মোরশেদ
আর লাইনে ঢোকার জন্য ঠেলাটা দিয়েছিল আরিফ জেবতিক

না হলে অপুর এই সম্পূর্ণ রঙিন কান্নাটা দেখার সুযোগ হতো না আমার

নজমুল আলবাব এর ছবি

আপনারে কে বলছে আমার কান্নাকাটির পরিমাপ নিতে? যেই দুইজন আপনারে এইখানে আনছে তাদের সাথে আজকে আমার মোলাকাত হচ্ছে না, এইটা তাদের ভাগ্য, নয়ত এমন নাখান্দা আঙুলবাজরে এইখানে আনার রেজাল্ট হাতে হাতে ধরাইয়া দিতাম।

যাউগ্গা, শুভ জন্মদিন।

ভুল সময়ের মর্মাহত বাউল

হিমু এর ছবি

সচলায়তনকে জন্মদিনে শুকনা কাঁথার শুভেচ্ছা!


হাঁটুপানির জলদস্যু

নজমুল আলবাব এর ছবি

আপাতত এইটা আপনেই বেবার করেন।

ভুল সময়ের মর্মাহত বাউল

স্বপ্নাহত এর ছবি

শুভ জন্মদিন। হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

নজমুল আলবাব এর ছবি
মৃদুল আহমেদ এর ছবি

শুভ হোক শুভ হোক এ জন্মদিন...
দরকারি লেখাটায় ভালোবাসা নিন!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

নজমুল আলবাব এর ছবি

মৃদুলের ছড়ার মৃদু ভক্ত থেকে ক্রমে প্রবল ভক্ত হয়ে উঠছি। ধন্যবাদ।

ভুল সময়ের মর্মাহত বাউল

মুজিব মেহদী এর ছবি

প্রায় একমাস লগইন হতে পারি নি। আজ এই শুভ দিনে আর পারা গেল না। শুভেচ্ছা বলছি সচলায়তনকে, পালটা শুভেচ্ছা ও বলতে পারুক বা না পারুক।
আজ থেকেই আবার নিয়মিত হওয়া যায় কি না তার জন্য পরিকল্পনা করছি।

আমার মতো একজন অনিয়মিত ব্লগারও দেখি সচলায়তনে ৬৭টা পোস্ট লিখে ফেলেছি (সন্দেশের মতে)। দারুণ ব্যাপার বটে! সচলায়তনের আগামী জন্মদিনে তালিকার চূড়ায় ওঠা যায় কি না ভাবছি।

ধন্যবাদ আলবাব ভাই।

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

নজমুল আলবাব এর ছবি

মুজিব ভাই আইছে তাইলে।

ভুল সময়ের মর্মাহত বাউল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ধুন্দুমার পিটাপিটি টাইপ দুইটা পোস্টকে অকালে মেরে ফেলার কি দরকার ছিল, অপু ভাই? দ্যাখেন তো কোনোভাবে আবার পুনর্জীবন দেয়া যায় নাকি ওগুলোকে...
সচলায়তনের জন্মদিনে সচলায়তনকে ভালবাসা...

..........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নজমুল আলবাব এর ছবি

সেইসব সময়েতো লোহার জাইঙ্গা পইরা সচলে ঘুরাঘুরি করতেন অনেকে! যে দিন গেছে তারে কি ফিরায়া আনা ঠিক হবে? তারচেয়ে এইইতো ভাল। শান্তি শান্তি কুল কুল...

দ্র: লোহার জাইঙ্গা শব্দের আব্বা হলেন শ্রীমান অরূপ মশায় শয়তানী হাসি

--------------------------------------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

অনিন্দিতা এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন।
লেখা ও বিশেষ ব্যানারের জন্য নজমুল আলবাবকে অসংখ্য ধন্যবাদ।

নজমুল আলবাব এর ছবি

আপনাকেও ধন্যবাদ অনিন্দিতা। শুভ দিন।

ভুল সময়ের মর্মাহত বাউল

মাশীদ এর ছবি

ভাইজান আপনি মানুষ ভাল না। খামাখা চোখে পানি নিয়ে আসেন। ঠিক না।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

নজমুল আলবাব এর ছবি

যাক, তোমারে অন্তত কমেন্টের ঘরে পাওয়া গেল। একেবারেই ছেড়ে দিলা? এইটা কিন্তু সহ্যএবল নয়।

ভুল সময়ের মর্মাহত বাউল

নজমুল আলবাব এর ছবি

চিন্তা করবি পরে, আগে শয়তানটারে সরা। বদ লাগে।

ভুল সময়ের মর্মাহত বাউল

ধুসর গোধূলি এর ছবি

- শয়তানটারে নাহয় সরাইলাম (অই হালার ভাই, যা ভাগ; গেছেগা! দেঁতো হাসি )
কিন্তু চিন্তা কর্তাছি সন্দেশের একটা পোস্টে। সারা বছর ধইরা পোস্টাইতে পোস্টাইতে দুনিয়া কাইত কইরালাইলাম আর আমি রেজাল্টশীটে ফেলটুশ মারার মতো নিজের নামটা পোস্টারুর লিস্টে খুঁইজাই পাইলাম না! আপনেই কন সহ্য হয় এই দুঃখ? মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আপ্নে কমেন্টাইসেন বেশি, পোস্টাইসেন কম। আমারে দ্যাখেন - ধর্মেও-আছি-জিরাফেও-আছি অবস্থা হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি
শ্যাজা এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন।

শুভেচ্ছা জানানোর ব্যপারে আমি বরাবরই পিছিয়ে পড়ি তবু ভরসা, শুভেচ্ছা কখনো বাসি হয় না!

সচলায়তনের কারিগরগণকে আন্তরিক অভিনন্দন।। তাঁদের নিরলস পরিশ্রম আর আন্তরিক প্রচেষ্টায় সচলায়তন আজ যেখানে পৌঁছেছে এক বছরের আয়ুষ্কালে সেই স্থান অভাবনীয়। অনেক তিক্ত ও অম্ল-মধুর অভিজ্ঞতা সত্বেও ওঁরা যেভাবে সকলের প্রতি সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দেন, সেটি সচলায়তনের প্রতি তাঁদের গভীর ভালবাসা ও আন্তরিকতারই বহি:প্রকাশ।

সকল সচল বন্ধুদের শুভেচ্ছা, অভিনন্দন..


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

নজমুল আলবাব এর ছবি

শ্যাজাদির জন্য শুভকামনা।

ভুল সময়ের মর্মাহত বাউল

ফারুক ওয়াসিফ এর ছবি

সারাদিন কত আবুল-কাবুলরে নিয়া থাকতে হলো। ইচ্ছা ছিল, নওমুসলিমের জেদে প্রথম পোস্ট দিব। পারলাম কই?
অপু ভাই, আপনার পোস্ট দেখে দেল শান্ত হইল।
সব কিছুর

আগে এইটাই স্টিকি পোস্ট।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ ফারুক ভাই।

জোশ আসে যখন তখন দেখবেন সামনে আবুল আইসা দাড়ায়া আছে, নয়ত কাবুল ডান হাতের তর্জনি মুখের ভেতর ঢুকিয়ে দাতের ফাঁকে লেগে থাকা বিস্কিট রগড়ে মজা নিচ্ছে আর আপনার দিকে পিপড়ার মত মিট মিট চোখে তাঁকিয়ে আছে। এইটাই সিস্টেম।

পোস্টের বিষয়ে কি আর বলিব। সন্দেশ ব্যাটা আমারে স্টিকি থাকিতে দিলনা। মন খারাপ

ভুল সময়ের মর্মাহত বাউল

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন !

বেশ তো বড় হয়ে গেছিস ! পুরো এক বছর বয়স হয়ে গেল তোর ! এবার সুন্দর দেখে একটা বউ আন !










কি মাঝি? ডরাইলা?

নজমুল আলবাব এর ছবি

দ্রোহী ভাইজান থাকায় শেষ পর্যন্ত একটা কেক জুটল।

ভুল সময়ের মর্মাহত বাউল

পুতুল এর ছবি

অনেক দিন হয়েগেল নতুন কোন লেখা পাচ্ছি না।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নজমুল আলবাব এর ছবি

এই লেখাটা দেয়ার পরই সচল বিপর্যয় ঘটল। আর এর পর থেকে আমার লেখার বিপর্যয চলছে। ধন্যবাদ আপনাকে, খোঁজ নেয়ার জন্য।

ভুল সময়ের মর্মাহত বাউল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।