ফটোব্লগ - রাত্রিকালীন ছবি ও শব্দমালা (ছবি - কাব্য)

অনুপম ত্রিবেদি এর ছবি
লিখেছেন অনুপম ত্রিবেদি (তারিখ: রবি, ০৪/১০/২০০৯ - ১:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

Sunset ..::HDR::..

আমার আকাশে তোমার প্রলয় মেঘ - খেলা করে, হারিয়ে যায়, কোন এক দূর্বোধ্য বিজলী চমকানো আলোর অন্তরালে। জনাকীর্ণ পানশালায় তুমি দিতে চেয়েছিলে রমণীসূলভ উষ্ণতা। কিন্তু হায়, সস্তার তিন অবস্থার মতো তোমার আদিম আগ্রহেরও পড়ে গেলো ভাটা। তুমি কি গান জানতে? নাকি আমি উইন্ড চাইমের স্বরলিপিকে তোমার করুণ কোন গুন-গুন ভেবেছিলাম স্বপ্ন ভাঙ্গা ভোরে?

Tonight, I will melt in clouds..::HDR::..

যে রাস্তায় চলতে তুমি, তার প্রত্যেকটি বালুকণা আমি উলটে দেখেছি - তোমার সমস্ত অহং তাতে জড়িয়ে আছে। কি আশ্চর্য, তোমার অহমীকার ক্লেদ থেকে তুমি রংধনুর একটা রংকেও ছুটি দাওনি! আজ আমার এই উষ্ণ শহরে বয়ে চলা মেঘ তাই নিলীমায় হারায় তোমার বুকের সেই 'না পাওয়া সব বেদনা' কে সঙ্গী করে।

Dusk is here ...

তুমি ঘুমিয়ে আছো। তুমি ঘুমিয়ে থাকো। তোমরা এসেছো শুধু ঘুমুতে আর ঘুম পাড়াতে। আমি জেগে থাকি। আমরা জেগে থাকি নির্ঘুম এক নিশাচর প্রান হয়ে।

Moment of gold ..::HDR::..

যখন দিন তার আলো হারায়, তোমরা তাকে সন্ধ্যা বলো - কি এক বিমূর্ত মূর্খ তোমরা। আলো কি কখনো হারিয়ে যেতে পারে? সন্ধার সাজ শেষ হলে আসে যেই রাত্রি তার কি কোন আলো নেয়? ঐ আলোতে কি কখনো অবগাহন করেনা এই লাল-নীল আল-বাতাস? নিজস্ব চোখ দিয়ে যাকে দেখিনা - তার অস্তিত্ত্বের প্রশ্নই করি আমরা। হায়রে মানুষ! দিকে দিকে জ্বলে উঠে লন্ঠন, পিদিম, নিয়ন, আর্গন আর অসভ্য লজ্জাহীন সোডিয়াম।

When lights go down ..::HDR::..

দিন, মাস, বছর কেটে যুগ পার হয়ে গেলো - তোমায় দেখিনা। নাহ, আমি ঐ গন্ডমূর্খদের দলে নই। চোখ বুঁজে আমার শত খন্ডিত ভালোবাসার ময়নাতদন্ত রিপোর্টে তোমাকেই পড়ি। তুমি ঘুমিয়ে আছ। তোমরা ঘুমিয়াই থাকো। আমি জেগে রই আমাদের নিয়ে তারা আর জোনাকির আলয় ভিজে রাত্রি দেখবো বলে।

=================================================

(পুরোটাই একটা গদ্য-কাব্য। ছবি গুলো সন্ধ্যা ও রাতে তোলা। যদিও একেকটা প্যারা শেষে একটা করে ছবি, কিন্তু দয়া করে কেউ ছবি গুলোর সাথে কাব্যগুলোর সরাসরি মিল খুঁজতে যাবেননা যেন। শিরোনাম দেখলেই এদের মধ্যকার মিল বুঝতে পারা যাবে। আগের অপকর্ম গুলো ভালো লেগেছে জেনে আবারো কূকর্ম ফেঁদে বসলাম। যে কোন লঘূ বা গুরু পাপের ক্ষমা আগেই চেয়ে নিচ্ছি।)


মন্তব্য

ফারুক হাসান এর ছবি

ভাই, আপনেরে আমি হিংসা না করে পারছি না

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দুর্দান্ত রে ভাই! ২নম্বরটা ভয়াবহ সুন্দর।

অনুপম ত্রিবেদি এর ছবি

ক্যা বা, হিংসা কত্তিছেন ক্যা। হামি আবার আপনাক কি কইরল্যম???

------------------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ফারুক হাসান এর ছবি

লেইখ্যে আর ফুটু তুইল্যে যে কারবারডি আপনে কইরছেন, ব্যায়াফক হিংসা না কইরে উফায় আছে?

অতিথি লেখক এর ছবি

সলিড বগুড়া।

গরীব
সাউথ কোরিয়া

উজানগাঁ এর ছবি

এই মাঝরাতে এইসব ছবি দেখলে মাথা আউলাই যায়। আমার ঘুম নষ্ট করার অধিকার আপ্নেরে কে দিছে?

অনুপম ত্রিবেদি এর ছবি

শাওন, তোমার মাথা তো আগে থেকেই আউলা। এ আর নতুন কি??

----------------------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মৃত্তিকা এর ছবি

খুবই সুন্দর ছবি এবং পোস্ট প্রোডাক্‌সন।

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ, মৃত্তিকা।

------------------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

আশরাফ মাহমুদ এর ছবি

আপনি তো অসাধারণ ছবি তুলেন হে! এডিটিং-টা চমৎকার।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ, আশরাফ ভায়া। আমার ছাই পাশ ছবি গুলো ভালো লেগেছে জেনে খুশি হলেম।

------------------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নির্জন স্বাক্ষর এর ছবি

কিছু কি কইতে হইব? ডি লা গ্র্যান্ডি।
তোমার ছবি নিয়া নতুন কিছু কওয়ার নাই। আজকে অফিসে এসেই ছবি গুলা দেখে চোখটা আরাম পাইলো। আর লেখাটা পড়ে একটু একটু উদাস লাগলো।

আরো দেখতে চাই। চলুক চলুক চলুক

----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

অনুপম ত্রিবেদি এর ছবি

আরো দেখবি??? দেখ, মানা করছে কেডা???

-------------------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ওরে কী ছবি রে... গুল্লি সব... সচলরে তো ফচল বানায়া দিলেন আপনেরা কয়জন মিল্লা...

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অনুপম ত্রিবেদি এর ছবি

নজরুল ভাই, আপনি সাহস দিলে তো চলবই, চলতেই থাকবো।

-----------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

জোশ্ হইছেরে ভায়া; তয় পোষ্ট ৪-এ
"সন্ধার সাজ শেষ হলে আসে যেই রাত্রি তার কি কোন আলো নেয়?" এবং
"ঐ আলোতে কি কখনো অবগাহন করেনা এই লাল-নীল আল-বাতাস?" বাক্য দুটিতে
যথাক্রমে 'নেয়, আল-বাতাস' সম্পর্কে কিছু বলবেন কি?
এস হোসাইন

---------------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"

অনুপম ত্রিবেদি এর ছবি

হোসাইন ভাই, পোষ্ট করার অনেক পরে এই ভুল আমার চোখে পড়েছিলো। ভয়ে ছিলাম - কখন ধরা খাই। ধরাটা আপনার কাছেই খেলাম। শুধরে দিলাম -

"সন্ধার সাজ শেষ হলে আসে যেই রাত্রি তার কি কোন আলো নেই?"

"ঐ আলোতে কি কখনো অবগাহন করেনা এই লাল-নীল আলো-বাতাস?"

-------------------------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

২নংটা দুর্দান্ত.. ফ্লিকারে আগেই দেখেছিলাম। জিয়াউল হক ভাই এর স্টাইল!

--------------------
আমার ফ্লিকার

---------------------
আমার ফ্লিকার

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ অনিক, হুম এই ছবিটা জিয়া'র কাজ দেখেই অনুপ্রাণিত হয়ে তোলা। আর এই ছবিটা আমি জিয়াকেই উৎসর্গ করেছি।

-------------------------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সুহান রিজওয়ান এর ছবি

আপনের কোবতে আর পড়লুম না !!! কী ছবি দিয়েছেন মাইরি...

কথাই বেরুতে চাচ্ছে না মুখ দিয়ে !!!
সচলে ফটোর জন্যে একটা আলাদা সেকশান খোলা আবশ্যক হয়ে পড়েছে দেকচি...

---------------------------------------------------------------------------

মধ্যরাতের কী-বোর্ড চালক

অনুপম ত্রিবেদি এর ছবি

সুহান ভায়া, এতো কষ্ট করে একটা কোবতে ফাঁদলাম আর তা কিনা আপনি পড়লেনইনা !! কাজটা কি ঠিক হলো??

তা ভায়া বুয়েট জীবন চলছে কেমন??

------------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

বর্ষা এর ছবি

উহুরে, এই ছবি ব্লগের লোকজন গুলা কি শুরু করছে। মন উদাস করা সব ছবি দেয় আবার সাথে কি সব যেনো লেখে।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

অনুপম ত্রিবেদি এর ছবি

আহা, আহা, মন উদাস হয়েছে দিদিমনির। এখন কি করা???

----------------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মূলত পাঠক এর ছবি

কী সব অসাধারণ ছবি! ছবি তো আমরাও তুলি, কিন্তু এই সব দেখলে মনে হয় আমরা বোধ হয় অন্য গ্রহে বাস করি, এমন আকাশ বাতাস জল আমরা দেখি না তো!

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ, পাঠক দা। ভালো লেগেছে জেনে বেশ লাগলো।

---------------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মুস্তাফিজ এর ছবি

এই পোলাপানের পেছনে এখন ছবিতোলা শেখার জন্য ঘুরতে হবে দেখা যায়।

...........................
Every Picture Tells a Story

অনুপম ত্রিবেদি এর ছবি

মুস্তাফিজ ভাই, আমার বলার কিছু নাই, কিচ্ছু নাই।

---------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সাফি [অতিথি] এর ছবি

ভাইরে ভাই এডি কি তুলসেন! এগুলারে কি HDR কয়?

অতিথি লেখক এর ছবি

অসাধারন। অনেকেই আছে সাধারন ছবি স্রেফ এফেক্ট এর জোর দিয়ে পার করতে চায়, আপনার কাজ গুলোয় পোস্ট প্রডাকশন খুবই tasteful এবং subject matter এর সাথে খাপ খাওয়ানো। ছবিগুলো সম্ভবত HDR নয়।আমার ধারনা লং এক্সপোযার ও shadow/highlight manipulation এর combination.
৪র্থ ছবিটি..........মনে হয় যেন এ জগতের নয়।

অনুপম ত্রিবেদি এর ছবি

সাফি ভাই & অতিথি (যেহেতু নাম নাই) অনেক ধন্যবাদ। আপনাদের অবগতির জন্য ছবিগুলোর তথ্য দিলাম -

১, ৩ & ৫ নং ছবি - সিঙ্গেল ফাইল HDR
২ নং ছবি - লং এক্সপোজার & সিঙ্গেল ফাইল HDR
৪ নং ছবি - HDR from 7 exposure blending.

ধন্যবাদ।

----------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নাজনীন খলিল এর ছবি

অসাধারণ !

অনেক শুভেচ্ছা।

অনুপম ত্রিবেদি এর ছবি

সবাইকে অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য। আপনাদের অনুপ্রেরণাই আমার সামনে চলার পাথেয়।

---------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

সুহাস ভাই ঠিক কি লিখবাম বুজবার পারতাছি না
তয় ৩ লম্বর ছবিটা কইলজায় বারী দিছে

জলপুত্র তথাস্থু

অতিথি লেখক এর ছবি

হাইরে ছবি....................... কবে ধরা দিবা মন খারাপ

নীরব

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।