শহুরে বৃষ্টির রোজনামচা

অরফিয়াস এর ছবি
লিখেছেন অরফিয়াস (তারিখ: বুধ, ১৮/০৭/২০১২ - ৩:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ হলো, মেঘলা আকাশ, একটু পরপর অল্প অল্প বৃষ্টি হচ্ছে। শহুরে বৃষ্টি আমার কাছে রোমান্টিক নয়। সকাল বেলাতেই কাক-ভেজা হয়ে একটা রিকশা কিংবা সিএনজি এর জন্য অপেক্ষা করাটা কষ্টকর, তাও যদি গোড়ালি পর্যন্ত কাদা থাকে রাস্তায়। হঠাৎ একটা বড় গাড়ি সাই করে পাশ দিয়ে কাদা-জল ছিটিয়ে বেরিয়ে গেলো। অন্যমনস্ক থাকায় শেষ মুহূর্তে পেছাতেও পারলামনা। শালা @#@#বাচ্চা, অশ্রাব্য একটা গালি বেরিয়ে এলো আপনা থেকেই, পাশেই দাড়ানো লোকটা চমকে ঘুরে তাকালো। কি আশা করেছিলো কে জানে!

জায়গাটা বড়, আশেপাশে নানা কিসিমের লোক। অধিকাংশ অযথাই ঘন ঘন মাথা নেড়ে অদ্ভুত স্বরে ইংরেজি বলে চলেছে। কয়েকজন অতি উৎসাহী আবার মাঝে এক উঠতি বুদ্ধিজীবিকে নিয়ে জটলা করছে। কোনায় অন্ধকারে দাঁড়িয়ে ঘরভর্তি মানুষ দেখার একটা আনন্দ আছে। মনে হয় বিনা টিকিটের সার্কাসে আছি! অভুক্ত পথশিশুদের জন্য অনুষ্ঠানে কোট-টাই পড়া অভুক্ত লোকেদের সমাগম দেখে আস্তে করে বেরিয়ে এলাম।

এম্বুলেন্সটা অনেকক্ষণ ধরেই হর্ন দিয়ে চলেছে, কারো ভ্রুক্ষেপ নেই। রিকশাওয়ালাকে বললাম চেপে জায়গা করে দিতে, অবাক হয়ে ঘুরে তাকালো। ঘন্টাখানেক ধরে ঠিক একই জায়গায় আছে গাড়িগুলো। গ্লাসের ভেতরে আবছায়া, রোগীর আত্মীয়দের উদ্বিগ্ন চেহারা দেখে হঠাৎ মনে পড়ল, দেশে ইমার্জেন্সি সার্ভিসের আগে দরজায় পিৎজার হোম ডেলিভারি পৌঁছে! ব্র্যান্ড কালচারের উপর ভর করে আসলেই দেশ এগিয়ে চলেছে, ভাবতে ভালোই লাগে।

শেষ পর্যন্ত হাঁটুজল পার করে আসতে হলো, মেজাজ পুরো খিঁচে আছে। ধুর, এভাবে আর কদ্দিন? ড্রেনের গন্ধে নাক কুঁচকে তাকালাম। অজস্র মানুষের ভিড়ে এক কোনে বৃদ্ধ একজন, হাতে শতছিন্ন ছাতা আর সামনে রাখা টুকরিতে কিছু সবজি, ড্রেনের পাশেই কোনমতে জায়গা করে নিয়েছে। ভাবলেশহীন চোখে তাকিয়ে আছে জনস্রোতের দিকে। ভাবলাম, ঘ্রানের মতো স্বাভাবিক অনুভূতিগুলোও, কারো কারো জন্য শুধুই বিলাসিতা।

বেশ রাত হলো, এখন বৃষ্টির জোর অনেক। বারান্দায় বসে পিচের রাস্তায় বৃষ্টির দাপট দেখছি। আগে বারান্দা থেকে দূর পর্যন্ত দেখা যেতো। রাস্তার ঐদিকটায় কিছু গাছ ছিলো, উন্নতির পথে বাধা হয়ে দাড়িয়েছিলো সেগুলো। তাই এখন শুধু ইটের গাঁথুনি চোখে পড়ে। স্ট্রিট ল্যাম্পের আলোগুলো আগে হলদেটে ছিলো এখন সাদা। বদলেছে অনেক কিছুই।

একটা রিকশা টুং-টাং করতে করতে চলে গেলো। এতো রাতে!

চেয়ারটা ছেড়ে উঠতে উঠতে মনে হলো, অজস্র মানুষের ভিড়ে দিনশেষে আমরা সবাই ভীষণ একা। এই অনুভূতিটা বদলায়না, কিংবা বদলে দেয়া যায়না।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

চেয়ারটা ছেড়ে উঠতে উঠতে মনে হলো, অজস্র মানুষের ভিড়ে দিনশেষে আমরা সবাই ভীষণ একা। এই অনুভূতিটা বদলায়না, কিংবা বদলে দেয়া যায়না।

ভালো বলেছেন।

বৃষ্টি ভেজা এমন অনেক মুহূর্তই আছে শুধু আপনার মত এত গুছিয়ে বলতে পারতাম না। চলুক
ভালো থাকবেন অরফিয়াস ভাই ।

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ। ভালো থাকুন আর শহুরে বৃষ্টির স্বাদ নিতে থাকুন।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

কড়িকাঠুরে এর ছবি

গতকাল রাতে(তাই তো) আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ দেখে অবাক হয়েছিলাম- এখন কী শ্রাবণ! ওরা ভ্রুক্ষেপ না করে তখন ডানায় ভর দিয়ে আমার সীমানা ডিঙ্গাতে ব্যাকুল ।
শহুরে শ্রাবণ আমাদের এরকম অনেক খণ্ডচিত্র দেখিয়ে যায়- এসব নিয়েই এ শহর, অবাক হলেও...

অরফিয়াস এর ছবি

হুমম, এখন শ্রাবণ। আসলেই এসব নিয়েই আমাদের শহর !!

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সত্যপীর এর ছবি

চমত্কার চলুক

..................................................................
#Banshibir.

অরফিয়াস এর ছবি

কথা নাই, রেগে টং । আপনাদের চক্রান্তের তেব্র পেতিবাদ এইহানেও জানাইয়া গেলাম !!

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সত্যপীর এর ছবি

আরে অইব অইব, চক্রান্ত ভবিষ্যতেও অইব। পরেরটায় আয়া পইরেন, নাইলে দেশে ভোজ দিতেসি গিয়া খাড়ান।

..................................................................
#Banshibir.

অরফিয়াস এর ছবি

ঠিক আছে লাইন দিলাম !! পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

বন্দনা এর ছবি

আমার শহরে ও বৃষ্টি এসছে। তীব্র গরমের পরে কত কাঙ্খিত এই বৃষ্টি ।

অজস্র মানুষের ভিড়ে দিনশেষে আমরা সবাই ভীষণ একা

খুব খুব ঠিক কথা।বৃষ্টির দিনে বোধহয় আর ও বেশি করে এইসব অনুভূতিগুলা মাথাচাড়া দিয়ে উঠে।লেখা ভালু পাইলাম।

অরফিয়াস এর ছবি

একেই মনে হয় বলে "মন খারাপের বৃষ্টি"। আপনাকে ধন্যবাদ। হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

রিয়েল ডেমোন এর ছবি

ভালো হাসি

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ। হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

মুস্তাফিজ এর ছবি

আমাদের নুতন শহরেও বৃষ্টি হয়। কিন্তু দেশের মতন না। ভিজতে ইচ্ছা করে না, দৌড়ে পালাতে হয়।

...........................
Every Picture Tells a Story

অরফিয়াস এর ছবি

আসলেই, হয়তো শহর বুঝে বৃষ্টিও বদলায় !!

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

শাব্দিক এর ছবি

গতকাল সারাটা দিন এই ঘ্যানঘ্যানে বৃষ্টি, কেমন যেন মন খারাপ করা। মন খারাপ
লেখা চলুক

অরফিয়াস এর ছবি

আসলেই।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

প্রদীপ্তময় সাহা এর ছবি

এইখানে তো এত বৃষ্টি যে না চাইলেও ভিজতে হবেই।
একসপ্তাহের বেশি হয়ে গেল, শুধু বৃষ্টি আর বৃষ্টি।

জায়গায় জায়গায় ত বন্যা।

অরফিয়াস এর ছবি

হুমম এইবার বেশ বন্যা হচ্ছে। মন খারাপ

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি

শেষটা দুর্দান্ত!

অরফিয়াস এর ছবি

দেঁতো হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অতিথি লেখক এর ছবি

সমস্যা হয় আমাদের, যারা মফস্বল না গ্রামের অদ্ভুত সুন্দর বৃষ্টি দেখে আসছি। তারপরে এই শহরের বৃষ্টি, শহরের ম্রিয়মাণ চাঁদ, এগুলো আর ভাল্লাগেনা মন খারাপ

হিল্লোল

অরফিয়াস এর ছবি

গ্রামের বৃষ্টি খুব সুন্দর কি? কিজানি, আমি নিজে ছিলাম একটা গ্রাম্য এলাকায় পাঁচ বছর, বৃষ্টি হলে ঘরে বসেই খালি সুন্দর লাগতো, বাইরে বের হলেই অবস্থা খারাপ।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চমৎকার ব্লগ
৫ তারা

______________________________________
পথই আমার পথের আড়াল

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ নজু ভাই। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ক্রেসিডা এর ছবি

যার নামে আঁকিবুকি অংকের খাতাতে
আজ যদি পাই তাকে একা চৌমাথাতে,
শুনশান রাস্তা, বারিষ কা ওয়াস্তা
আমরা দু'জন মিলে ভিজবো এক ছাতাতে।

[সংগ্রহিত]

সুন্দর লেখা॥ চলুক

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ।

[শব্দটা মনে হয় "সংগৃহীত" হবে।]

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ক্রেসিডা এর ছবি

হু, ধন্যবাদ চলুক

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

সুলতানা পারভীন শিমুল এর ছবি

"অজস্র মানুষের ভিড়ে দিনশেষে আমরা সবাই ভীষণ একা। এই অনুভূতিটা বদলায়না, কিংবা বদলে দেয়া যায়না।"
ভীষণ ভালো লাগলো, অরফিয়াস। চলুক

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ। হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

পথিক পরাণ এর ছবি

বৃষ্টিকথন ভালো লাগলো- চলুক

এসো কর স্নান নবধারা জলে বলবে কে আর?
শহরে বৃষ্টি জল কাদামাখা নোংরা দেদার।

(তৎকালীন) সুমন চট্টোপাধ্যায়---

অরফিয়াস এর ছবি

এসো কর স্নান নবধারা জলে বলবে কে আর?
শহরে বৃষ্টি জল কাদামাখা নোংরা দেদার।

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ত্রিমাত্রিক কবি এর ছবি

এইখানে বৃষ্টি হইলেই পেইন। এমনিতেই মরার ঠান্ডা তার উপর বৃষ্টি হইলে সহ্য হয়? যাই হোক আপনার বৃষ্টিকথন ভালা পাইলাম।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ কবি। হাসি, হিম ঠান্ডায় পাহাড়ি বৃষ্টিতে ভেজার অভিজ্ঞতা হয়েছিল কয়েকবার।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

নীড় সন্ধানী এর ছবি

বৃষ্টিকথন সবসময় ভালো লাগে। নিরাপদ বৃষ্টি দেখতে ভালো লাগে(বারান্দায় বসে চায়ের কাপ হাতে)। নিরাপদ বৃষ্টিতে ভিজতে ভালো লাগে(ছাদে কিংবা ঘরের সামনের বাগানে ঘুরতে ঘুরতে)। পথের বৃষ্টি ততক্ষণই ভালো যখন আমি নিরাপদে বাড়ি ফিরবার কাছাকাছি। হাসি

কিন্তু বৃষ্টি ভীষণ বিরক্তিকর যখন

"সকাল বেলাতেই কাক-ভেজা হয়ে একটা রিকশা কিংবা সিএনজি এর জন্য অপেক্ষা করাটা...... তাও যদি গোড়ালি পর্যন্ত কাদা থাকে রাস্তায়।"

মন খারাপ

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

অরফিয়াস এর ছবি

আসলেই বিরক্তিকর, আর এখন রাস্তার যা অবস্থা !!

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।