বিবর্ণ আকাশে আজ রূপবতী মেঘ, সৌরভের জন্মদিন !

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: বুধ, ০৯/০১/২০০৮ - ২:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পরিচয়টা অন্য কোথাও, অন্য কোনো নামে, অন্য প্রেক্ষিতে।
অনুভূতি শুন্য কেউ একজন, সংক্ষেপে অশুকেএ। নিজস্ব মফস্বলের টি-স্টলে নিত্য মুখ। কমেন্টে লিংক দেয়ার আইটি শেখানোয় প্রথম আলাপ। এর আগে সোজা-সাপ্টা মন্তব্যে দৃষ্টি কেড়েছে বেশ কয়েকবার। তখনও বিবর্ণ আকাশের খোঁজ পাইনি। এক সময় "দহন-দাসত্ব এবং জলকবিতা বিষয়ক", "এখানে তার থাকার কথা ছিল" কিংবা "একলা হতে চাইছে আকাশ .." পড়ে এক অনন্য মুগ্ধতা ভর করে।

পরে বিবর্ণ আকাশে চোখ মেলে দেখি ভীষণ মায়াময় লেখনীর ডায়েরী। চুপিচুপি পড়ে নিই অনেকগুলো যাপিত জীবন। প্রায়ই মন খারাপের দৃশ্যকাব্য। "আপাদমস্তক পেসিমিস্ট" ধারণা প্রমাণের চেষ্টা পরতে পরতে। অথচ মিলে না অশুকেএ-এর সাথে। যদিও বলা আছে - "একজন দুর্বল ও ভীত মানুষ ,বাঙালি", যেমনটি আমি নিজেকেও ভাবি, সেটা অনুভূতি শুন্য কেউ একজন থেকে অনেক দূরে। অশুকেএ সত্য উচ্চারণে আগ্রাসী, হোক না অপ্রিয়। কেনো জানি মনে হতো - আমি আমার ভেতর থেকে বেরিয়ে অন্য যে সাহসে প্রকাশিত হতে চাই সেটা অশুকেএ - সৌরভ। হয়তো সে সাহসেই, কেউ যখন একবার অনুভূতি শুন্য কেউ একজনের ভার্চুয়াল ক্যারেক্টার নিয়ে কমেন্ট চেয়েছিল, বলেছিলাম - সৌরভ দেখতে অনেকটা আমার মতো, প্রিয় খাবার বাদাম, মন খারাপ হলে কাগজ ছিড়ে।

চলতি সময়টাকে খুব বিভ্রম মনে হয়।
সোডিয়াম আলোয় রঙ বদলে মানুষ চেনা দায়, তখন এক রকম বিষন্নতা ভর করে আমাদের চারপাশে। এ বিষন্নতাকে সংগোপনে লালন করে সৌরভের বিবর্ণ আকাশ, সৌরভ, এবং অনুভূতি শুন্য কেউ একজন। তার মোহ জাগানিয়া বিষন্ন কথকথার বৃষ্টি আমাদের ভিজিয়ে দেয় - ভালো লাগায়, ভাবায়, সীমাবদ্ধতার কষ্ট জাগায়। কেবল মননের সৌরভ থেকে যায় মুগ্ধতায়।

আজ ৯ জানুয়ারী।

"বিবর্ণ আকাশে আজ রূপবতী মেঘ,
নিস্প্রাণ শহরে আজ জিপসী সকাল,
শুন্য রাজপথে আজ রূপসী মিছিল।"

আজ সৌরভের জন্মদিন।

এক আকাশ শুভকামনা!


মন্তব্য

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন সৌরভ । প্রথম মন্তব্যকারী হবার গৌরব অর্জন করলাম। হাসি


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- হয় নাই মাঝি, আমরা যুগ্মভাবে সেই গৌরব অর্জন করলাম চোখ টিপি
_________________________________
<সযতনে বেখেয়াল>

সুজন চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

আড্ডাবাজ এর ছবি

শুভ জন্মদিন। চীজকেক সহ শুভেচ্ছা।

হিমু এর ছবি

শুভ জন্মদিন। সাথে শুকনা কাঁথা।


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

শুভ জন্মদিন। ভালো থাকবেন আজ এবং অনাগত দিনগুলোয়।

পুনশ্চ: বিষণ্ণতার প্যাটেন্ট কি রেখেই দেবেন নিজের কাছে? সিংহভাগ কোথাও ফেলে দিলে হয় না?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হাসান মোরশেদ এর ছবি

শুভ জন্মদিন সৌরভ ।
এ বছর সৌরভ লেখালেখিতে আরো নিয়মিত হোক ।

----------------------------------------
সঙ্গ প্রিয় করি,সংঘে অবিশ্বাস

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ধুসর গোধূলি এর ছবি
ধুসর গোধূলি এর ছবি

- অনেক অনেক সালামসহ শুভ কামনা আজকের দিনে কেবল মাত্র 'সিবাগেইগী কিং' এর জন্য।

আর দশদিন বাকী... চোখ টিপি

_________________________________
<সযতনে বেখেয়াল>

ইশতিয়াক রউফ এর ছবি

শুভ জন্মদিন।

রানা মেহের এর ছবি

সৌরভ,
বিষন্নতা নয়,
হোক মন ভালো করা অনুভব।

শুভ জন্মদিন

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নিঘাত তিথি এর ছবি

সৌরভ নামের ভদ্রলোককে কোন বিশেষ দিনে শুভকামনা জানানোটা খানিকটা বিব্রতকর, সে অভদ্রের মত তাতে কোন উত্তর দেয় না। কি আর করা, লেখককেই উইশ করি। শিমুল, পোস্টটা খুব ভালো হয়েছে! যার জন্মদিন তাকে মনে হয় "শুভ জন্মদিন" জানানো উচিৎ।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন !

আজকাল এর ছবি

মরহুম ব্লগার 'আজকাল'এর পক্ষ থেকে অনুভূতিশুন্য কেউ একজনকে জন্মদিনে শুভেচ্ছা।

ধ্রুব হাসান এর ছবি

শুভ জন্মদিন

জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল, কি বলেন? Cheers দাদা !!

শেখ জলিল এর ছবি

শুভ জন্মদিন সৌরভ। ধন্যবাদ আনোয়ার সাদাত শিমুল।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

ফারুক হাসান এর ছবি

শুভ জন্মদিন!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

সবজান্তা এর ছবি

শুভ জন্মদিন সৌরভ ভাই।
------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

আমিও দিলাম হাসি

বিব্রত উটপাখি এর ছবি

বিব্রত উটপাখির প্রথম ব্যবহার।
-
অশূকেএ

আরিফ জেবতিক এর ছবি

শুভ জন্মদিন । ভালো থাকুন । লিখতে থাকুন ।

নজমুল আলবাব এর ছবি

শুভ জন্মদিন সৌরভ। ভাল থাকবে সবসময়।

ভুল সময়ের মর্মাহত বাউল

দৃশা এর ছবি

"যাও ফিচ্চি আইজকা থোমার ভার্থডে"...এর লাইগা কিছু কইলাম না...তয় আমি কিন্তু একখান মেডল তৈয়ার কইরা রাখছি আপনার তরে।
তা আমাদের ক্লাস 10 পড়ুয়া ভাবী কিরাম আছে?

অবশেষে জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছার মাঝে আমার এক ছটাক শুভেচ্ছা কোন এক চিপায় ঘুপচি মাইরা রইল। দুর্দান্ত সময় কাটুক।

দৃশা

রেজওয়ান এর ছবি

শুভ জন্মদিন সৌরভ। যেখানে যেই অবস্থাতেই থাকেন না কেন হাসতে ভুলবেন না।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা।
আরো অনেক বেশি সাফল্য ধরা দেক সৌরভকে। আশার মত ঝলমলে হোক জীবন।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

টুটুল এর ছবি

হাফি বাড্ডে সৌরভ...
আজ শুধুই আপনার দিন...
ভালো থাকুন ... সুস্থ থাকুন... আনন্দে থাকুন

___________________________
"LOVE ME... IF YOU CAN"

সুলতানা পারভীন শিমুল এর ছবি

শুভ জন্মদিন সৌরভ !
এই বছর যেন আপনাকে আর কাগজ ছিঁড়তে না হয় ।
ভালো থাকুন...

..........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সুমন চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

কনফুসিয়াস এর ছবি

রংধনু ভরা আকাশের শুভেচ্ছা।
শুভ জন্মদিন।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ঝরাপাতা এর ছবি

এক সৌরভকে সবাই মহারাজ নামে চেনে, আরেক সৌরভকে কি নামে ডাকা যায়? দু:খরাজ? দু:খ-সুখের মাঝেই সৌরভ বিলিয়ে যাক সুরভি.... সব অনুভূতি অন্যের জন্য বিলিয়ে দিয়ে নিজে একাই ফেরী করে যাবে গাঢ় অন্ধকার তা হবে না.... তাই জন্মদিনে শুভকামণা আর প্রত্যাশা কারো জন্য.... রাইট দেয়ার ওয়েটিং ফর সৌরভ.....


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সৌরভ এর ছবি

বিব্রত, বড়ই বিব্রত, পলায়নপর মানুষ
-
আজ সকালে অনেক দেরিতে ঘুম থেকে উঠেই দেখি, বড্ড বিপদে ফেলে দিয়েছেন শিমুল।
তারপরে দেখি আমাকে উদ্ধার করেছেন সন্দেশ। আমার জন্যে একটা বিব্রত উটপাখির অনুভূতিকন তৈরি হয়েছে। সুজনদার কাছে এইজন্যে কৃতজ্ঞতা।

সব্বাইকে ধন্যবাদ অসংখ্য, এই প্রথম এতোগুলো মানুষের শুভেচ্ছায় স্নাত হলাম সম্ভবত।
অভিযোগমাখা ভালোবাসাও জানিয়েছেন কেউ কেউ। সেসবের জবাব নিয়ে কোন একটা পোস্ট দেবো আশাকরছি।

-
আজকাল কে অনেক দিন পরে দেখলাম।
কেমন আছেন? হাসি


আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

সুবিনয় মুস্তফী এর ছবি

সৌরভ, হ্যাপি বার্থডে! কাইন্দা লাভ নাই বুজলেন্নি - তাই খালি হাসি দেন ear to ear! ভাল থাকেন, আর আজকে উপলক্ষ্যে একটা চিয়ারফুল লেখা দেন! হক মাওলা।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

দিগন্ত এর ছবি

শুভ জন্মদিন সৌরভ ।আমি ই মনে হয় লাস্ট।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

রাশেদ এর ছবি

সৌরভকে শুভ জন্মদিন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।