ঠেলে দেয়া সাইকেল, হারিয়ে যাওয়া পদক

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: মঙ্গল, ০২/০২/২০১০ - ২:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

এটি নিছ্ক গল্প -
"বাচ্চাকে প্রথমবারের মতো স্কুলে ভর্তি করিয়েছে বাবা।
বাচ্চা স্কুলে যায়, টিফিনে কলা পাউরুটি খায়। আর ক্লাস শেষে বাসায় ফিরে আসে। আসার সময় ডায়েরিতে লিখে নিয়ে আসে একগাদা হোমওয়ার্ক লিস্ট।
ওদিকে বাচ্চার বাবা অতি উৎসাহী; বাচ্চার সব হোমওয়ার্ক নিজেই করে দেয়।
স্কুলের টিচাররা টের পেয়ে গেলো, এসব বাচ্চার হাতের লেখা নয় - বাচ্চার বাবার।
তারা বাবাকে ডাক দিলো। বললো, "দেখুন - বাচ্চার কাজ বাচ্চাকে করতে দেন, আপনি কেনো ওর হোমওয়ার্ক করে দেবেন?"
বাবা হুঁ/হা বলে চলে গেলো।
কিন্তু, বাচ্চার হোমওয়ার্ক করে দেয়া বন্ধ করলো না।
টিচাররা আবার ডাকলো, বুঝালো। বাবা আগের মতোই কথা শোনে না।
এরপরে ১ম সাময়িক পরীক্ষা হলো, ফলাফল - বাচ্চার খাতা খালি, সব বিষয়ে প্রাপ্ত নম্বর - জিরো।
আবার বাবাকে ডাকা হলো। এবার - বাচ্চা ফেল করার অপরাধে বাবার শাস্তি হলো - কানে ধরে ১০০ বার উঠবস করা।"

পরীক্ষার খাতায় লিখে দেয়া নয়।
বাংলাদেশের চিংবাই মারমাকে ঠেলে দিয়েছেন জনাব আলি এবং আরো দু'জন যাদের নাম জানা যায়নি এখনো।
এই ঠেলে দেয়া মানে ধাক্কা দিয়ে ফেলে দেয়া নয়, বরং সামনে এগিয়ে দেয়া।
পরিচয়ে, চিংবাই মারমা আমাদের সাইক্লিস্ট, পত্রিকা থেকে জানা যাচ্ছে, আলি হলেন সাইকেল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক।
প্রথম আলো লিখেছে -
"প্রথম হয়েও অতি উত্সাহী ক্রীড়া কর্মকর্তার কারণে সোনাবঞ্চিত হলেন চিংবাই মারমা । সেই সঙ্গে বাংলাদেশও পেল না প্রত্যাশিত একটি সোনা। গতকাল সোমবার ১১তম দক্ষিণ এশীয় গেমসের খুলনা ভেন্যুতে অনুষ্ঠিত ৫০ কিলোমিটার রোড রেস ম্যাস স্টার্ট মহিলা সাইক্লিং ইভেন্টে এ ঘটনা ঘটে। খুলনার বটিয়াঘাটা এলাকার ‘জিরো পয়েন্ট’ থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও আফগানিস্তানের মোট ২০ জন মহিলা সাইক্লিস্ট ৫০ কিলোমিটার রোড রেস ম্যাস ইভেন্টে অংশ নেন। সকাল ৯টায় প্রতিযোগীরা একসঙ্গে যাত্রা শুরু করে রূপসা সেতু হয়ে ফকিরহাট ঘুরে জিরো পয়েন্টে ফিরে আসেন। ১ ঘণ্টা ২৪ মিনিট ৪২ সেকেন্ডে বাংলাদেশের চিংবাই মারমা সবার আগে ফিরে আসেন। তার পরেই ছিলেন ভারতের মোহিত মোহন। বাংলাদেশের মেয়ের সোনা জয়ের আনন্দে তখন ঘটনাস্থলে উপস্থিত শত শত মানুষ উল্লাসে ফেটে পড়ে। গণমাধ্যমের কর্মীরা চিংবাইয়ের প্রতিক্রিয়া নিতে ব্যস্ত হয়ে পড়েন তখন। কিন্তু কিছুক্ষণ পরই এ ইভেন্টের প্রধান কমিশিয়ার ইব্রাহিম ওমরের (মালয়েশিয়া) কাছে ভারত, শ্রীলঙ্কা ও নেপাল লিখিতভাবে বাংলাদেশি প্রতিযোগীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন। বিষয়টি নিয়ে জটিলতা দেখা দিলে ফলাফল ঘোষণা বিলম্বিত হয়।
অভিযোগটি খতিয়ে দেখতে ইভেন্টের প্রধান কমিশিয়ার ইব্রাহিম ওমর বিভিন্ন স্পটে থাকা কমিশিয়ারদের মতামত নেন। তাঁদের মধ্যে মালয়েশিয়ান কমিশিয়ার পাজেন মারমা ফাতেমার নিয়ম ভাঙার ঘটনাটি খেয়াল করেছেন বলে জানান। এই কমিশিয়ার জানান, চলন্ত অবস্থায় মোটরসাইকেল থেকে বাংলাদেশের জনৈক ক্রীড়া কর্মকর্তা চিংবাইকে ঠেলে এগিয়ে দিয়েছেন। এর পরপরই তাঁকে অযোগ্য ঘোষণা করে ভারতের মোহিত মোহনকে সোনাজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
---এ ব্যাপারে বাংলাদেশ মহিলা সাইক্লিস্ট দলের ম্যানেজার জোবেরা রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রতিযোগীকে ঠেলে দেওয়া হয়েছে কি না জানি না বা দেখিনি। এ অভিযোগ সত্য নয়।’ তবে তিনি স্থানীয় কিছু কর্মকর্তার অতি উত্সাহের ব্যাপারে অভিযোগ করেন। বলেন, তাঁদের কারণে প্রতিযোগিতায় অসুবিধা হচ্ছে।
বিষণ্ন চিংবাই জানান, ‘আমাকে কেউ ঠেলে দেয়নি। যে অভিযোগ দেওয়া হচ্ছে তা সত্য নয়।’"

বিষণ্ন চিংবাই'এর বিষণ্নতা আমাদেরও ছুঁয়ে যায়।
জোবেরা রহমানের মতো আমাদেরও বলতে ইচ্ছে করে - এ অভিযোগ অসত্য।
অথচ টিভি ফুটেজ দেখাচ্ছে ভিন্ন ছবি -

auto

"ওপরের ছবিটি উচ্ছ্বাসের, গৌরবের। তখন পর্যন্ত তাই ছিল। কিন্তু একটু পর যখন নিচের ছবিটি বের হলো, তখন সব মিলিয়ে এটা জাতীয় লজ্জা। মহিলা সাইক্লিস্ট চিনবাই মারমা সোনা জিততে অসদুপায় অবলম্বন করেছেন; একটি মোটরসাইকেল আরোহীরা হাত ধরে টেনে তাঁকে এগিয়ে নিতে সাহায্য করেছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর পদক গেছে আর এই প্রতারণায় দেশের ক্রীড়াঙ্গনের কপালে লেগেছে লজ্জার কালি। নিচের ছবিটি টিভি থেকে নেওয়া।" (কালের কন্ঠ)

সাইকেল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আলির এই 'মহানুভবতা'র জন্য তাকে কোনো পদক দেয়া যায় কি?


মন্তব্য

ফাহিম এর ছবি

কানে ধরে উঠবস করানো যেতে পারে!!

=======================
যদি আমি চলে যাই নক্ষত্রের পারে —
জানি আমি, তুমি আর আসিবে না খুঁজিতে আমারে!

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

অনুপম ত্রিবেদি এর ছবি

আজ সকালে খবরটা পড়ে মেজাজটাই 'বিলা' হয়া গেলো। দূর্নীতির দৌড় সাইকেলের পেছনেও???

এই নেক্কারজনক ঘটনার দায়ে আলী মিয়াকে অবশ্যই আমাদের কিছু দেয়া উচিৎ আর তা হলো 'ইয়া আলী' বলে ঐ বেটার পাছায় একটা করে জোরছে গদাম !!

===============================================
রাজাকার ইস্যুতে
'মানবতা' মুছে ফেলো
টয়লেট টিস্যুতে
(আকতার আহমেদ)

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

আমাদের রন্ধে রন্ধে দূর্নীতি, সাইকেল কেন এর বাইরে থাকবে তাই অতি উৎসাহি কর্মকর্তা মহৎ কাজটি করতে এগিয়ে এলেন, আমাদের ললাটে কলংকের তিলক লেপে দিলেন। যে কপালে সোনার তিলক লাগার কথা সেখানে কলংকের তিলক। এই লজ্জা কার। টাকা দূর্নীতির দায়ে যদি সাজা হতে পারে তাহলে এর জন্য কী হওয়া উচিত? টাকা দূর্নীতির সাথে যেমন জাতীয় স্বার্থ জরিত, এর সাথে তার চেয়েও বেশী দেশের মান-সম্মান জরিত। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া উচিত। ধন্যবাদ সুন্দর গল্পের মাধ্যমে তুলে ধরার জন্য।
কামরুজ্জামান স্বাধীন। (দলছুট)

ফারুক হাসান এর ছবি

এইসব কুলাঙ্গারকে ধরে চাবকে পাছার ছাল তুলে দেয়া উচিৎ। শুধু তাই নয়, এই অপরাধের আইনত শাস্তি দেয়া দরকার। মেজাজটা এমন বিলা হয়েছে খবরটা পড়ে যে কী বলবো!

খুব খারাপ লাগছে চিংবাই মারমার জন্য, বেচারার কষ্টার্জিত জয় এমন শয়তানদের কারণে বিফলে গেল!

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আজব !

...........................

কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সুহান রিজওয়ান এর ছবি

আলীর কথা জানি না, সাফ ফুটবলের ঠিক আগে ডিডোরে সরায়ে দেয়ার পিছনে কারণটা আমার কাছে এখনো বোধগম্য না।

_________________________________________

সেরিওজা

তাহসিন আহমেদ গালিব এর ছবি

এখানেও দুর্নীতি???
... ... ...ক্ষমা করো প্রভূ

অতিথি লেখক এর ছবি

কিছুই বলার নাই । হতাশ হইছি আরেকবার ।

বোহেমিয়ান

হাসিব এর ছবি

চিপা দিয়া একটা মন্তব্য করি ।
আমি ঠিক নিশ্চিত না মটরসাইকেল থেকে হাত দিয়ে কতটুকু সময় সাপোর্ট দেয়া হৈছিলো । যদি সেইটা ৫ সেকেন্ডের বেশি হয় তাহলে আমি বলবো চিংবাইয়ের হ্যান্ডেল ঘুরিয়ে বা দিকে সরে যাওয়া উচিত ছিলো । এটা যদি সে না করে থাকে তাহলে মটরসাইকেলের সাপোর্ট গ্রহণ করার জন্য সেও দোষি ।

বর্ষা এর ছবি

চিংবাইয় তো জানতোই মনে হয়। ঠ্যালা দিয়ে আর কতটুকু সাহায্য করা যায়? ছাগ্লামি করার সীমা থাকে।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

যুধিষ্ঠির এর ছবি

একমত। শুধু আলীর দোষ দিয়ে কী লাভ। খেলোয়াড়ের খেলোয়াড়োচিত আচরণ কোথায় গেলো?

রণদীপম বসু এর ছবি

আমার কিন্তু, প্রতিযোগী ও সহায়তাকারী,দু'জনের জন্যই দুঃখ হচ্ছে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

হিমু এর ছবি

আলিকে বিটিভির ক্যামেরার সামনে ১০০ বার কানে ধরে ওঠবোস করানো হোক।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

জি.এম.তানিম এর ছবি

আন্তর্জাতিক পর্যায়ে খেলাধূলা হলো দেশের জন্যে সম্মান বয়ে আনার মাধ্যম। সেখানে এভাবে পদে পদে দেশের মুখে যারা চুনকালি লাগাচ্ছে তাদের কঠিন শাস্তি দেওয়া উচিৎ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ধুসর গোধূলি এর ছবি

- "সাইকেল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক", জনদরদী
সাইকেল আলি ভাইকে সাইকেল মার্কায় ভোট দিয়ে জনগণের খেদমত করার গুরুদায়িত্ব অর্পণ করা হৌক।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নাশতারান এর ছবি

এই বেআক্কেলকে ধরে জুতানো দরকার। মেজাজ খারাপ হয়ে গেলো।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

জেবতিক রাজিব হক এর ছবি

দেশদরদী আলি ভাইকে ঠ্যালা মারার পুরষ্কার সরূপ একটা 'ঠ্যালা পদক' প্রদাণ করা হোক। একটা আইক্কাঁ বাঁশ পশ্চাতদেশ বরাবর ঠেলে দিয়ে...

চড়ুই এর ছবি

চিংবাই , নিজেই হয়তো জানতো না তাকে এ ভাবে ঠেলে দেয়া হবে বা হয়েছে।
ওর এতো দিনের সাধনা কি ভাবে ধুলায় মিশে গেলো?
সাধনার কিছু খোয়া গেলে, এমন কষট ্যারা সাধনা করে নাই তারা বুঝবে না কখনো।

এই অপরাধের আইনত শাস্তি দেয়া দরকার। এক মত।

অমিত আহমেদ এর ছবি

কী ধরণের গর্দভ হলে এমন কান্ড করে মানুষ? সংবাদপত্রে খবরটা পড়ে, এখন পোস্টে ছবিটা দেখে মন তিতা হয়ে গেছে। এথলেটিক্সে সম্মান তো বাংলাদেশের কপালে বড় একটা জোটে না, অসম্মান কিন্তু সময়ে সময়ে বেশ জুটে যায়।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল

পান্থ রহমান রেজা এর ছবি

আজিব!!!
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

নীড় সন্ধানী এর ছবি

‍‌লজ্জায় শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে ইচ্ছে করছে মাথাটা!!!
মহাবিশ্বের সীমা থাকলেও থাকতে পারে, বেয়াক্কেলীর নাকি কোন সীমানা নাই।

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

শাহেনশাহ সিমন এর ছবি

একটা লোকদেখানো তদন্তকমিটি হয়েছে। যার কোনো ফলাফল আদৌ পাওয়া যাবেনা
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

আশরাফ মাহমুদ এর ছবি

পুরো নাক্কারজনক ঘটনা।
তাকে গদাম দেয়া হোক।
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

দুষ্ট বালিকা এর ছবি

মন খারাপ

-------------------------
ওলো সুজন আমার ঘরে তবু আইলোনা
এ পোড়া মনের জ্বলন কেন বুঝলোনা!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পত্রিকায় এ ঘটনার কোনো ফলো-আপই দেখলাম না।

সাইফুল আকবর খান এর ছবি

লজ্জা, লজ্জা, লজ্জা, পুরোটাই লজ্জা! মন খারাপ
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।