বদলে গেলেন বিদ্যা বালান

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: রবি, ২৫/০৩/২০১২ - ১২:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বদলে গিয়েছেন বিদ্যা বালান।
বদলে দিয়েছে কে?
আর কেউই নয়, বদলে যাও বদলে যাও স্লোগানদাতা প্রথম আলো

"বিদ্যার সঙ্গে কাজ করতে চান আমির" শিরোনামের খবরটি ছাপা হয়েছে গত ২০ মার্চ প্রথম আলোর বিনোদন পাতায় (পৃষ্ঠা # ২০)। সঙ্গে ছিল নিচের ছবিটি -

একই দিনে বাংলাদেশ প্রতিদিনে "বিদ্যা মওসুম" শিরোনামের খবর ছাপা হয়েছে শোবিজ পাতায়। সঙ্গে একই ছবি, একটু অন্যরকম -

গুগলিং করে জানতে পারলাম, মূল ছবিটি ছাপা হয়েছিল এফএইচএম পত্রিকার মার্চ সংখ্যায়।

প্রথম আলোর পর্দা-পুষিদা সংক্রান্ত কারিগরী দেখে ভাবছি - কে বলে - উটপাখি নয়, মানুষের জীবন চাই?


মন্তব্য

আবুল এর ছবি

সব যায়গায় উসতাদি করা যায়না, হু হু,,, খাইছে

তারেক অণু এর ছবি
স্বপ্ন-হীন এর ছবি

পর্দা নিয়ে তো তারা অনেক আগে থেকেই চিন্তিত

তাই একটু পর্দানশীল করে উপস্থাপন আর কী!!

মৃত্যুময় ঈষৎ(অফলাইন) এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

অকুতোভয় বিপ্লবী এর ছবি

আলুর সর্দার মনে হয় মমিন, তার মনে হয় দাঁড়ায়া যায়, তাই পড়েও যায়, তাই এইসব বাছপানা আর কি চোখ টিপি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

স্বপ্ন-হীন এর ছবি

হো হো হো গড়াগড়ি দিয়া হাসি

হিমু এর ছবি

"এখানে সুলভে ফটুশপ দ্বারা স্তনগিরি মোচন করে বড় বুক ছোট করা হয়, বেল্ট কাটপেস্ট করে নাভি আবৃত করা হয় এবং প্যান্ট কপিপেস্ট করে সতর ঢাকা হয়। আল-আলো।"

তারানা_শব্দ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

হিমু এর ছবি

হাসেন ক্যান? আমার তো রীতিমতো বিদ্যানুভূতিতে আঘাত লেগেছে। উচ্চ পয়োধরকে গুপ্ত করার বদলে এইভাবে লুপ্ত করে দেয়ায় তীব্র নিন্দাবাদ জানাই। আর দাবায়ে রাখতে পারবা না।

আলুপেপারের ফটুশপার ভাইয়া, আশা করি আপনি একদিন বিদ্যা বালানের দুর্গম গিরি ইস্ত্রি দিয়ে সমান করতে করতে হাত পাকিয়ে মুসা ইব্রাহিমের পর্বতজয়ের ছবি ফটুশপানোর কাজে প্রোমোশন পাবেন। আগ্রহ নিয়ে অপেক্ষা করছি ভাইয়া।

তারানা_শব্দ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
ঢাকার রাস্তাঘাটের বিজ্ঞপ্তির কথা মনে পড়ে গেল !

আশা করি আপনি একদিন বিদ্যা বালানের দুর্গম গিরি ইস্ত্রি দিয়ে সমান করতে করতে হাত পাকিয়ে মুসা ইব্রাহিমের পর্বতজয়ের ছবি ফটুশপানোর কাজে প্রোমোশন পাবেন।

হো হো হো

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

সায়ন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

কালো কাক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
বিদ্যা বালানের সতর ঢাকা ছবিও তো আছে, সেইসব বাদ দিয়ে এইটাতেই রোলার চালাতে হলো কেন ? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

আলু সবসময় "লেভেল প্লেইং ফিল্ড" পছন্দ করে!!!! আর আপনে দুষ্টু লুক আছে গিরি, পাহাড়, পর্বত নিয়া!!
বাউন্সি উইকেটে মতির সমস্যা হয়, তাই ফ্ল্যাট উইকেট বানায়া দিছে!!!! খাইছে

সুবোধ অবোধ

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
নুরুজ্জামান মানিক এর ছবি

"এখানে সুলভে ফটুশপ দ্বারা স্তনগিরি মোচন করে বড় বুক ছোট করা হয়, বেল্ট কাটপেস্ট করে নাভি আবৃত করা হয় এবং প্যান্ট কপিপেস্ট করে সতর ঢাকা হয়। আল-আলো।"

গুল্লি

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

আলতাইর এর ছবি

গুরু গুরু গুরু গুরু
কোলাকুলি

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

ম্যাঁও
নির্মল বিনুদুন। দেঁতো হাসি

অরফিয়াস এর ছবি

এই বিষয়ে উচ্চ তদন্তের দাবি জানাই, একই সাথে আমার এবং অনেকেরই "বিদ্যানুভূতিতে" আঘাতের জন্য অতি সত্বর উচ্চ আদালতের হস্তক্ষেপ কামনা করি।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

নুরুজ্জামান মানিক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সচল জাহিদ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

চরম উদাস এর ছবি

ভাগ্যিস ঐটা বিদ্যা বালান ছিলো। মেগান ফক্স হইলে আলুর বিশটা ফটোসাপুরে মিলেও দাবায়ে রাখতে পারতোনা।

অকুতোভয় বিপ্লবী এর ছবি

মেগান ফক্স হইলে এরা কম্পিউটারের সামনে ফিট হইয়া পইড়া থাকতো মিয়া!

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

অকুতোভয় বিপ্লবী এর ছবি

কেন যে এইসব করে এরা !

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হাসতে হাসতে পেটে খিল।

এত চমৎকার সার্জারী করেছে তার পরেও ধরে ফেললা; তোমারতো চোখ সাংঘাতিক হে!

অকুতোভয় বিপ্লবী এর ছবি

অপারেশন মোটেও সাক্সেসফুল হয়নাই পিপিদা, আমি বাইচ্চাকালে যখন ফটোশপ নিয়ে মজা করার ট্রাই করতাম, তখন আমার কাজ এর থেকে ঢের ভাল ছিল!

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

সাফি এর ছবি

লোগোটারে সুলেমানি বুরখা পরায় দেন না বস।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বিপ্লবী ভাই, আপনি একটু তুলির আঁচর দিয়ে দেন তাহলে চোখ টিপি

সাফি এর ছবি

নিন্দুকের মুখে ছাই দিয়ে বিদ্যার এই সুলেমানি ছবি ছাপালেই হত - বলেন সবাই সুভানাল্লাহ।

বিদ্যার বুকে ক্লোন টুল চালালো কি আমাদের মতি ভাই স্বয়ং?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এই তিনি যে সেই তিনি তার প্রমাণ দেন দিকিনি

তাসনীম এর ছবি

এটা তো সানি লিওনের ছবি।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সাম্য এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গুল্লি বিষয়টি তুলে আনার জন্য ধন্যবাদ, নয়তো আলুর এই কীর্তি অজানাই রয়ে যেত।

সাবেকা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

অনার্য সঙ্গীত এর ছবি

বিদ্যার বুকে হাত দেয়া প্রথমালুর ঠিক হয়নি! জাতি এ মানবে না!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নুরুজ্জামান মানিক এর ছবি

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

স্যাম এর ছবি

হো হো হো

রামগরুড় এর ছবি

কি অদ্ভুত, এই সব ইন্সগ্নিফিক্যান্ট এসহোল ইন্ডিয়ান ভাঁড় গুলারে মনে হয় শুধু উপমহাদেশের মানুষজন ছাড়া দুনিয়ায়র কেউই আর তেমন চেনেনা, যেমন আমরা কোন জাপানিজ বা কোরিয়ান আর্টিস্ট রে চিনিনা। মূলধারার মিডিয়া তে এইগুলারে নিয়ে ফিচার কি বন্ধ হবে না কখনই? দুনিয়াতে আরো কতদেশে আরো কত আর্টিস্ট আছে, তাদের নাম-ও আমরা জানিনা আজ পর্যন্ত্য।

নিলয় নন্দী এর ছবি

আমরা কোন জাপানিজ বা কোরিয়ান আর্টিস্ট রে চিনিনা

গড়াগড়ি দিয়া হাসি
তেনারা দেখতে যে সব একই রকম হয় রে ভাই। আলদা কইরা কেমনে চিনতাম?

স্বাধীন এর ছবি

কস্কি মমিন হো হো হো

কানা বাবা এর ছবি

কাউকে অসন্মান করলে যদি মানহানির মামলা হয় তবে এটা নিয়ে 'অংগহানির' মামলা করা যেতে পারে।

/----------------------------------------------------
ওইখানে আমিও আছি, যেইখানে সূর্য উদয়
প্রিয়দেশ, পাল্টে দেবো, তুমি আর আমি বোধহয়
কমরেড, তৈরি থেকো,গায়ে মাখো আলতা বরণ
আমি তুমি, আমি তুমি, এভাবেই লক্ষ চরণ।।

ধুসর গোধূলি এর ছবি

শান্তিমতো যে একটু দেখুম, সেই সিস্টেমও শালার আলু ওয়ালারা রাখলো না! মন খারাপ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মেয়েরাও আজকাল লুঙ্গি কাছা মারে তা জানতাম না।

কালো কাক এর ছবি

এই ছবিটা প্রথমে দেখেছিলাম ফেসবুকের কোন পেজে। লুঙ্গি কাছা মারার ব্যাপারটাই মনে হয়েছিলো তখন। পরে দেখি আরো ঢাকাঢুকির ব্যাপার আছে খাইছে
প্রথম আলোর এই মোমিন বিজনেস কি টয়লেটের কিবলামুখিতা প্রকাশ হওয়ার পরে নতুন নীতি ? চিন্তিত

ব্যঙের ছাতা এর ছবি

হাঃ হাঃ হাঃ হিঃ হিঃ হিঃ হো হো হো
পুনম পান্ডের ছবিকে আলুমতি কেমন করে ছাপায়, দেখতে মন চায়। কোলকাতার মত কী আমরা রাস্তা অবরোধ করব? চিন্তিত

শেহাব এর ছবি

গুগল ইমেজে দেখলাম এই ভদ্রমহিলার বেশি কাপড়অলা ছবির কোন অভাব নাই। প্রথম আলো এত কষ্ট করতে গেল কেন বুঝলাম না।

সৌরভ কবীর  এর ছবি

হো হো হো

রিফাত এর ছবি

মজা পাইলাম। গড়াগড়ি দিয়া হাসি

অগ্নির এর ছবি

এত পর্দা-নশীন মনোভাব সত্বেও প্রথম আলোরে সবাই ইসলামবিরোধী কয় ক্যান এইটাই তাজ্জব !

নীড় সন্ধানী এর ছবি

গুল্লি গড়াগড়ি দিয়া হাসি

প্রথমালোর বিরুদ্ধে অঙ্গহানির মামলা হতে পারে না?

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

রাতঃস্মরণীয় এর ছবি

অঙ্গহানী না হলেও নিদেনপক্ষে স্তনহানির মামলা হতে পারে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

রাতঃস্মরণীয় এর ছবি

বিদ্যার নিম্বাঙ্গের দিকে তাকিয়ে হঠাথই মনে হলো যেনো সে কাছা মেরে লুঙ্গী পরে তার আবার কোমরে বেল্ট পরা। ভালোই চোখ টিপি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সঞ্জয় কুমার চৌধুরী  এর ছবি

এই বিষয়ে দেখা আমার তৃতীয় পোস্ট (একটি সামুব্লগে engla/29563877 - ২১সে মার্চ, আরেকটি খুঁজে পাচ্ছি না)! কেবল মন্তব্যগুলোই লাভ!

(কোনো এক বিচিত্র কারণে word verification আসছে না, chrome, safari, firefox, mozilla কোনটাতেই না - তাই লিঙ্ক পোস্ট করতে পারলাম না.)

Damayanti -পাসওয়ার্ড নাই  এর ছবি

ক্কি ক্কান্ড! বিদ্যার তামিলনাড়ুর তো পুরো বারোটা বাজিয়ে ছেড়েছে| আহারে

অতন্দ্র প্রহরী এর ছবি

বিদ্যা বালান "প্রথম আলো"-র ছবিটা দেখলে নির্ঘাত মানহানির মামলা করত! চোখ টিপি

আশরাফ এর ছবি

মামলার গ্রাউন্ডটা মনে হয় 'মানহানি' না হয়ে 'মানবৃদ্ধি' হবে শয়তানী হাসি

আনোয়ার এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দেঁতো হাসি

অচিন  এর ছবি

একজন অর্ধনগ্ন ভিনদেশি নায়িকা নিয়ে সচলায়তনের গুনিজনদের এতো আগ্রহের কারণ বোঝা গেল না।

সৃষ্টিছাড়া এর ছবি

আগ্রহটা "অর্ধনগ্ন ভিনদেশি নায়িকা " নিয়ে নয়, আগ্রহটা প্রথম আলোর হাস্যকর কর্মকান্ড নিয়ে।

শামীম এর ছবি

পাসওয়র্ড সংক্রান্ত ঝামেলায় আগে এই সারমর্ম ছবিটা এখানে শেয়ার করতে পারিনি:

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

হিমু এর ছবি

এই ছবিটা দেখে বুঝলাম, আলুপেপারের পাঠক আইকিউ সম্পর্কে আলুপেপারে কামলা খাটা মেট্রিকপাশ বিভাগীয় সম্পাদকগুলি কী পরিমাণ অবগত।

দ্রোহী এর ছবি

দুইপাশের দুই এমেজলিল অন্তত ভাইজানরা কারা?

কল্যাণ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

_______________
আমার নামের মধ্যে ১৩

হাসিব এর ছবি

এই পোস্টটা অত্যধিক দুষ্ট।

দুর্দান্ত এর ছবি

"এমেরিকান এপারেলস" এর "মেড ইন বাংলাদেশ" বিজ্ঞাপনের কি হাল করে দেখেন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।