এরশাদ বাংলার অলঙ্কার

বাবুবাংলা এর ছবি
লিখেছেন বাবুবাংলা (তারিখ: রবি, ০৪/০১/২০০৯ - ৭:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এরশাদের দাবী হাসিনা তাঁকে কথা দিয়েছিল। কিন্তু হাসিনা এখন বলছে না। সুনীলের বরুনা কথা রাখেনি। এখন এরশাদের হাসিনাও কথা রাখছে না।
কথা ছিল দিন বদলের, কথা বদলের তো কথা ছিল না। এমনই যখন পরিস্থিতি, একটু ভেবেই দেখা যাক এরশাদ রাষ্ট্রপতি হলে আমাদের উপরি পাওনা কি।

জাতীয় পার্টির বহুল ব্যবহৃত এক শ্লোগান- “কে বলছে স্বৈরাচার, এরশাদ বাংলার অলঙ্কার”। এমন খাঁটি গিনি সোনার অলঙ্কার ধূলার ধরণীতে হেলায় ফেলে রাখা বড্ড অন্যায়। তাঁর মতো “আমিন জুয়েলার্স” মার্কা গুনীজনের জন্য বঙ্গভবনের আলো ঝলমলে শোরুমই যোগ্য স্থান।

৭৮ বছরের চিরতরুন এই এরশাদ সাহেব রাষ্ট্রপতি হলে আমরা বোনাস হিসেবে যা যা পেতে পারিঃ

১) প্রতি বিষ্যুদবার সন্ধ্যায় বঙ্গভবন থেকে বিটিভিতে সরাসরি সম্প্রচারিত হবে স্বরচিত কবিতা পাঠের আসর । সচলায়তনের যে সব কবিবৃন্দ কর্তৃপক্ষের লৌহশাসনের বেড়াজালে দিনের পর দিন অচল পয়সা হয়ে পড়ে রয়েছেন, তাদের জীবনে আতকা নাজিল হয়ে যাবে সৌভাগ্যের অর্ডিন্যান্স। অচল কঠিন পদার্থরূপ থেকে তথাকতিথ সচলদের তরলতাকে কাঁচকলা দেখি এক ধাক্কায় বিটিভির সৌজন্যে হয়ে যাবেন বায়বীয়- বাংলার আকাশে বাতাসে ভেসে বেড়াবে আপনার অমোঘ বাণী- “কাঁঠবেড়ালী কাঁঠবেড়ালী, তৈল কি তুমি খাও”।

২) সুযোগবঞ্চিত শিল্পী-অভিনেত্রীদের জন্য তৈরী হবে উপরে ওঠার শর্টকাট সিঁড়ি। মঞ্চ, চলচ্চিত্র, এনটিভি, আরটিভি, এটিএন, চ্যানেল আই, আর, এস—কোন চ্যানেলেই সুযোগ না পেয়ে যেসব ললনারা দিশা হারিয়ে আজ বিদিশা, তাদের জন্য চালু হয়ে যাবে বঙ্গভবনের সৌজন্যে চ্যানেল খাসমহল। নাচ হবে, গান হবে, হবে খাস মহলের শুটিং। উপরে ওঠার এ আসলেই এক শর্টকাট পথ- ৭৮ বছরের পুরানো, ওজনে একটু ভারী অলংকার গায়ে চড়িয়ে শুটিং হবে, কিন্তু তিন চার মিনিটেই শট ওকে হয়ে যাবার চান্সই বেশী।

৩) সমস্যাসঙ্কুল নিরানন্দ জীবনে আমরা পাবো নিয়মিত পাবো রসের উপাদান
বেকার রাষ্ট্রপতি—সুতরাং তিনি আটরশী থেকে বেনারসী দূর-দুরান্ত ভ্রমন করবেন। তিনি জুম্মাবারে নারী বদলের মতো করে মসজিদ বদল করবেন। হয়তো বা শীতের রাতে বাদশাহ হারুনুর রশীদ হয়ে কম্বল হাতে নিয়ে কমলাপুর, গুলিস্তানের পথে পথে হাটবেন। প্রতিটি ঘটনা ঘটবে, আর সচলায়তনের পাতা ভরে উঠবে রচনা, মন্তব্য, প্রতিক্রিয়ায়।

ইত্যাদি আরো কত কি!

সংসদীয় ব্যবস্থায় সকল রাষ্ট্রপতিই পালন করেন আলঙ্কারিক ভুমিকা,
কিন্তু আর কেউই এরশাদের মতো স্বয়ং অলঙ্কার নহেন।
আসুন আলঙ্কারিক পদে আমরা এক অলঙ্কারকেই অধিষ্ঠিত করি।


মন্তব্য

হিমু এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

একমত। এরকম বিনোদন জাতি মিস করতে চায়না। এরশাদকে বাদ দিয়ে কেন জিল্লুরকে এই পদ দেয়া হল জাতির বিবেকের কাছে সেই প্রশ্ন থাকলো।

অবাঞ্ছিত এর ছবি

ওরে কাক্কা.. জটিল লিখেছেন

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

ধুসর গোধূলি এর ছবি
আবির আনোয়ার এর ছবি

মামা কঠিন হইছে!!!!!
হো হো হো হো হো হো

ইশতিয়াক রউফ এর ছবি

"সুপার হিরো, সুপার হিরোইন"-এ এরশাদ দাদুকে বিচারক/প্রশিক্ষক হিসেবে নিয়োগ দানের জন্য পিটিশন করছি!

ইরতেজা এর ছবি

ভালো লিখেছেন। আপনি কি বাংলা ক্রিকেটের বাবুবাংলা?

_____________________________
যুদ্ধাপরাধীদের বিচার চাই

_____________________________
টুইটার

নামহীন [অতিথি] এর ছবি

ঝাক্কাস !!!!

... নামহীন

ফাহিম এর ছবি

হো হো হো

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

জাহিদ হোসেন এর ছবি

উনাকে প্রেসিডেন্টের পদ যদি না দেওয়া যায়, অন্ততঃপক্ষে উনাকে প্রেসিডেন্টের উপদেষ্টা বানানো হোক।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

কীর্তিনাশা এর ছবি

চরম !!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আলমগীর এর ছবি

অলঙ্কার না কেলেঙ্কার।
তবে তারে প্রেসিডেন্ট না বানানোয় খুব বেজার হইছি মন খারাপ
বেচারা বুড়া মানুষ একটা আশা করছিল।

যুধিষ্ঠির এর ছবি

বেশ ভালো লাগলো।

আপনি কি বাংলাক্রিকেট ডট কম-এর বাবুবাংলা? উনিই যদি হয়ে থাকেন, তাহলে সচলায়তনে আপনাকে স্বাগতম (যদিও আমি নিজেই অতিথি হয়ে আপনাকে স্বাগত জানানোটা কেমন যেন একটা ব্যাপার হল)! ওখানে আপনার জম্পেশ রসালো সব লেখার দারুণ ভক্ত ছিলাম - আশা করছি এখানেও সেই ধারা অব্যাহত থাকবে।

বাবুবাংলা এর ছবি

ইরতেজা ও যুধিষ্ঠির,
জ্বী, ভাই। অনেক দিন পর সর্বত্রই আবার নড়াচড়া শুরু করে বাংলা ক্রিকেটের পাশাপাশি বাংলা ব্লগ সাইটেও ব্যবসা খুলেছি। আপনাদের এখানে পেয়ে ভালো লাগলো।

জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অতিথি লেখক এর ছবি

হাসতে হাসতে অবস্থা খারাপ। চোস্ত পোস্ট। ধন্যবাদ।
(মহসীন রেজা)

নামহীন [অতিথি] এর ছবি

এরশাদ তো আসলেই অলংকার!!
প্রতি নির্বাচনের আগেই তো এরশাদকে সাথে পাবার একটা প্রতিযোগিতা চলে, যেন ঈদের আগে গহনা কেনার মত ...

তাহলে সে অলংকার নয় কি?

... নামহীন

এনকিদু এর ছবি

বাবুবাংলা লিখেছেন:
“কাঁঠবেড়ালী কাঁঠবেড়ালী, তৈল কি তুমি খাও”।

গড়াগড়ি দিয়া হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অভ্রনীল এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এরশাদ কা গুরে নিয়া মশকরা করবেন না...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তানিয়া এর ছবি

জোশ গুল্লি গুল্লি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

প্রবল রকম খাসা হয়েছে !
বিশেষ করে দুই নম্বরটার তো জবাব নেই। হো হো হো

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনার দুটো পোস্টই ব্যাপক মজাদার। আরও লিখুন। নিয়মিত লিখুন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্নিগ্ধা এর ছবি

আপনি তো দেখি ভীষণ!!!! খুবই মজার লেখা। বাফেলোর ওই বরফের মধ্যেও যে আপনার রসবোধ জমে যায় নি, এতেই আচ্চয্যি!

আমিও একসময় ইথাকায় থাকতাম কিনা, ঐ ঠান্ডার কথা খুব জানি দেঁতো হাসি

কৌস্তুভ এর ছবি

শুধু শেষ অংশটুকুর জন্যই পঁচিশতারা দিতে মঞ্চায়...

অতিথি লেখক এর ছবি

উনাকে প্রেসিডেন্টের পদ যদি না দেওয়া যায়, অন্ততঃপক্ষে উনাকে প্রেসিডেন্টের উপদেষ্টা বানানো হোক।

জাহিদ ভাই, আপনি ভয়ংকর কথা বলে ফেলেছেন। এর্শাদকে যদি রাষ্ট্রপতির উপদেষ্টা বানানো হয় আর মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব যদি তার গুনধর উপদেষ্ঠার উপদেশ মতো এই বয়সে অসুস্থ্ শরীরে ভায়াগ্রা সেবন শুরু করেন, বোঝেন কি অবস্থা হবে!!!

রাতঃস্মরণীয়

অতিথি লেখক এর ছবি

চাচা আরেকবার কেরামতি দেখানোর সুযোগ পেলে কিছু নতুন কবিতা শুনতে পাইতাম।

........................
শ্যামল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।