কয়েক টুকরো দারুচিনি ০২

দ্রোহী এর ছবি
লিখেছেন দ্রোহী (তারিখ: শনি, ৩১/০৫/২০০৮ - ২:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

০১

চাচার বাসায় গৃহপারিচারিকা রাখা হবে। পাশের বাসার বুয়া তার পরিচিত এক কিশোরীকে নিয়ে এসেছে। চাচা মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, “তোর বাড়িতে কে কে আছে রে?”

সপ্রতিভ মেয়েটি কালবিলম্ব না করে উত্তর দিল, “আমার আব্বা, আম্মা, আর ছোট ভাই। আমার ভাই মাঝখানে শোয়!”

০২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে পড়ি। বাসা থেকে বিড়ি খাওয়ার পয়সা নিতে লজ্জা লাগে তাই মগবাজারে একটা ছাত্র পড়াতে যাই। সে এইচ.এস.সি পরীক্ষার্থী। তার বড় ভাই আমার বছর দুয়েকের ছোট হবে। ছাত্রের মা’কে আমি আন্টি ডাকি।

একদিন কথা প্রসংগে ছাত্রের মা আমাকে জিজ্ঞাসা করলেন, “তোমার মা’র বয়স কত?”

আমি বয়স বললাম। আন্টি বললেন, “ও! আমার মায়ের সমান বয়সী!”

আমি অবাক হয়ে ভাবলাম – আন্টি পাঁচ বছর বয়সে মা হলেন কোন জাদুবলে!

০৩

আমার বাসা কল্যাণপুরে। ইউনিভার্সিটিতে যাবার জন্য কল্যাণপুর বাসস্ট্যান্ডে সিএনজি ভাড়া করছি। প্রচুর সিগারেট খাই বলে বাসে উঠার আগে এক প্যাকেট ‘বেনসন এন্ড হেজেস’ কিনলাম। সিগারেট শখের জিনিষ – খেলে দামীটাই খেতে হয় তাই বেনসন এন্ড হেজেস খাই। সদ্য কেনা প্যাকেটটা ছিঁড়ে একটা সিগারেট মুখে দিলাম। আগুন জ্বালাতেই সস্তা সিগারেটের তিটকুটে স্বাদ পেলাম মুখে!

সিগারেটটা হাতে নিয়ে দেখি “নাসির গোল্ড” ছাপ্পড় মারা। অবাক হয়ে দোকানীকে জিজ্ঞাসা করলাম, "বিষয়টা কী?" পরিচিত দোকানী ততোধিক অবাক হয়ে বলল, “ক্যামনে কইতাম ভাই? বেনসনের গাড়ি এসেই তো দিয়ে গেল।”


মন্তব্য

হিমু এর ছবি

প্রথমটা খুব উঁচুদরের গল্প। সেই ধরনের গল্প, যেগুলো শুনে সবাই অনেক হেসে একসঙ্গে হঠাৎ চুপ করে যান বেদনার ব্যাপারটা বুঝতে পেরে।


হাঁটুপানির জলদস্যু

দ্রোহী এর ছবি

ধন্যবাদ। আমার উদ্দেশ্য সফল।


কি মাঝি? ডরাইলা?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

একমত।

অতিথি লেখক এর ছবি

মন্তব্য নিষ্প্রয়োজন।
-জুলিয়ান সিদ্দিকী

পুতুল এর ছবি

ভাবনার কথা: আন্টি পাঁচেই মা হলো কেইম্তে!
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

ধুসর গোধূলি এর ছবি

- শেষেরটা পইড়া ভাবলাম, "ইল্যুশন! এই দুনিয়ায় সবই ইল্যুশন!"

বেনসন & হেজেস নিয়া অবশ্য একটা জব্বর কাহিনী আছে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কেমিকেল আলী এর ছবি

১মটার মানে সত্যিই বুঝি নাই মন খারাপ

অতিথি লেখক এর ছবি

ধোয়াই যখন খাবেন, তখন বেনসন আর নাসিরে কি তফাৎ? একই তো, ধোয়া....

-রন্টি চৌধুরী

অতিথি লেখক এর ছবি

দারুচিনি টুকরো গুলোর তেজ আছে।

অভী আগন্তুক
------------------

রণদীপম বসু এর ছবি

প্রথম দুইটা অসাধারণ !
তৃতীয়টা ক্যামনে কইতাম ভাই?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

স্পর্শ এর ছবি

সবগুলা বুঝিনাই তয় সব গুলা পইড়া হাসছি !! দেঁতো হাসি

[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

শাহীন হাসান এর ছবি

ভাল-লিখেছেন, দ্রোহী।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

রায়হান আবীর এর ছবি

তিন্ট্টাই চ্রম।
লাস্টেরটা পড়ে হাসি থামাইতে পার্তেছিনা।
---------------------------------

বজলুর রহমান এর ছবি

আজ ৩১শে মে বিশ্ব তামাকবিহীণ দিবস।
যেহেতু কখনো সেবন করি নি, জানি না, দারুচিনি দিয়ে এ নেশা কিছুটা ঠেকানো যায় কিনা। সাধারণত অন্যান্য দিনেও নিকট বন্ধুদের মুখে সিগারেট দেখলে অনেক সময় মুখ থেকে টেনে ছুঁড়ে ফেলে দিই। তামাকের বদলে দারুচিনিই চলুক না! জটিলতা থাকলেও মজার, এবং মোটেই ক্ষতিকর নয়।

সবজান্তা এর ছবি

ম-চ-ৎ-কা-র


অলমিতি বিস্তারেণ

নিঝুম এর ছবি

আপনার দারুচিণি গুলো খেলাম। দারুচিনি খেলে হাসা হাসি করার নিয়ম আছে কিনা, ঠিক জানা নেই। তবে আমি হাসলাম। এই জিনিস খেয়ে হাসা যায়। ব্যাপক ভাবেই।

তবে পরিমানে কম ছিল। অবশ্য ধানী জিনিসের যেহেতু ঝাঁজ বেশী। সুতরাং, নো অভিযোগ। পরিশেষে...
দ্রোহী, জিন্দাবাদ।
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍এক নম্বরটা খুব জোশের হইসে হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দ্রোহী এর ছবি

ধন্যবাদ সবাইকে!


কি মাঝি? ডরাইলা?

মুহম্মদ জুবায়ের এর ছবি

পড়তে দেরি হলো। চমৎকার হয়েছে। দেঁতো হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

অতিথি লেখক এর ছবি

সব গুলাই জোস হইছে দুলাভাই।এত মজার মজার সব কৌতুক মনে রাখেন কেমন করে আপনি ???

"আমি অবাক হয়ে ভাবলাম – আন্টি পাঁচ বছর বয়সে মা হলেন কোন জাদুবলে!"

এই লাইনটা পড়ে সবচেয়ে বেশি হাসি পাইছে।

বিড়ি খাওয়া কি এখনো ছাড়েন নাই আপনি ??

~~টক্স~~

সৌরভ এর ছবি

প্রথমটা মাথার উপর দিয়া গেসে। ধরতে পারতেসি না।
দেখি, মাউলানা বন্ধুকে জিজ্ঞেস করতে হবে।


আবার লিখবো হয়তো কোন দিন

পরিবর্তনশীল এর ছবি

এক নাম্বারটা এত সুন্দর কেন?

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।