বই পরিচিতি: অন্ধকারে চিকা

দ্রোহী এর ছবি
লিখেছেন দ্রোহী (তারিখ: শনি, ১২/০২/২০১১ - ৮:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

মুখবন্ধ:

ডিটেকটিভ গল্প/উপন্যাসের দিক দিয়ে বাংলা সাহিত্য বেশ সমৃদ্ধ হলেও স্পাই থ্রিলারের ক্ষেত্রে বাংলা সাহিত্য রীতিমত দুঃখজনক পর্যায়ে রয়ে গেছে। সেই উনিশশো ছেষট্টি সাল থেকে মেজর মাসুদ রানা একাই দুহাতে সামলাচ্ছে বাংলার স্পাই থ্রিলার জগত।

মাসুদ রানার সাফল্যে উদ্বুদ্ধ হয়ে জেমস হ্যাডলি চেজ, ফ্রেডেরিক ফোরসিথ, অ্যালিস্টেয়ার ম্যাকলীন, উইলবার স্মিথ প্রমুখ খ্যাতনামা লেখকেরা মাসুদ রানার গল্পগুলোকে নিজেদের গল্প হিসাবে চালিয়ে দিয়ে বিশ্বজোড়া খ্যাতি লাভ করে। মাসুদ রানা রয়ে যায় বাংলার ঘরে ঘরে।

প্রায় চুয়াল্লিশ বছর পর দুই হাজার দশ সালে এসে মেজর মাহমুদ খুদাপেটে মাসুদ রানার কাজের ভার খানিকটা লাঘবের দায়িত্ব নিলেন।

২০১১ সালে এসেও আমাদের অবস্থা “সমগ্র বাংলাদেশ দুই স্পাই”।

বাংলা সাহিত্যকে স্পাই থ্রিলারের পঙ্গুত্ব থেকে মুক্তি দিতে একটা সম্পূর্ন রঙিন স্পাই থ্রিলার সিরিজ চালু করার উদ্যোগ গ্রহণ করি। সেই উদ্যোগের ফসল মেজর মনির হোশেন সিরিজের প্রথম বই “অন্ধকারে চিকা”।

বই পরিচিতি:

জঁনরা/ক্যাটাগরি: স্পাই থ্রিলার
সিরিজ: মনির হোশেন
বইয়ের নাম: অন্ধকারে চিকা
লেখক: দ্রোহী সচলায়তন
প্রচ্ছদুর রহমান: দ্রোহী সচলায়তন
প্রকাশক: কাঁঠালবাগান প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা: ১৭৪
মূল্য: সাঁইত্রিশ টাকা মাত্র

অনৈসলামিক প্রচ্ছদ

Monir Hossain

ইসলামী প্রচ্ছদ

Monir Hossain_Islamic

কাহিনিসংক্ষেপ:

জাকাজাকে বাঁচাতে মেজর জেনারেল (অবঃ) হেকমত উল্লাহ গরুখোঁজা খুঁজছেন মেজর মনির হোশেনকে। ধুগো ইন্টেলের লন্ডন ব্রাঞ্চের শেষ খবরে জানা গেছে কুখ্যাত মাফিয়া ডন কালাদস্যুর কুড়ি ইউরো মেরে দিয়ে হাওয়ায় উবে গেছে মনির হোশেন। কালাদস্যু বার্ষিক ১০% সুদ আর সার্ভিস চার্জ ২ ইউরো, একুনে চব্বিশ ইউরোর হুলিয়া জারি করেছে মনিরের নামে।

অবশেষে জার্মানিতে মনির মুখোমুখি হল চিরশত্রু মাফিয়া সর্দার কালাদস্যুর। সঙ্গিনী রোখসানা।

ওদিকে মিশর থেকে জার্মানি এসেছে এক দুর্ধর্ষ আততায়ী। টার্গেট রোখসানা।

মনির কি পারবে এই ত্রিমুখী সংকট থেকে পাছা বাঁচিয়ে ফিরতে?

Kaba


আপনার কপিটি আজই সংগ্রহ করুন।



আইডিয়া কৃতজ্ঞতা: হিমু


বানান আম্মা: বুনোহাঁস


ডিসক্লেইমার:
মেজর মনির হোশেন একটি কাল্পনিক চরিত্র। বাস্তবের মনির হোশেনের সাথে কোনরূপ মিল দুষ্টু পাঠকের অতিকল্পন। তার জন্য লেখককে দায়ী করা যাবে না এবং পোস্টটিকে মেটাব্লগিং হিসাবে চিহ্নিত করা যাবে না। বাস্তবের মনির হোশেন একজন চমৎকার মানুষ। তিনি সম্পর্কে লেখকের ভায়রা ভাই।


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অটোগ্রাফসহ কিনতে চাই। চলুক

দ্রোহী এর ছবি

কার? রোখসানার?

সৌরভ এর ছবি

আমারে এক্টা সৌজন্য কপি দিয়েন। মনিরোশেনের অটোগ্রাফ সহ।


আবার লিখবো হয়তো কোন দিন

দ্রোহী এর ছবি

সৌজন্য কপির কারবার নাই। নগদ কড়ি ফেলে খরিদ করতে হবে। হো হো হো

হিমু এর ছবি

রোখসানা কার সঙ্গী সেইটা বইয়ের পেছন পড়ে পষ্ট হচ্ছে না। তবে ব্যাপার না। মনির হোশেন যদি রোখসানাকে জাবড়ে ধরে "খুদা পেয়েচে কিচু খেতে দাউ না" না বলে, তাইলে বই স্টলে ফিরত দিয়া পয়সা তুইলা লমু। হুশিয়ার!

ধুসর গোধূলি এর ছবি

হারেরেরে ময়না! এইটা কি আর বাল্মিকি'র রামায়াণ পাইছোস যে যেমনে লিখবো তেমনেই ঘটবো? বইয়ের পেছনে তুইই বরং রোখসানারে জাপ্টায়া ধরে আড়িয়াল বিলে খেয়াতরী বাইতে থাক, ক্ষতি কি! নৌবিহার শেষে বাস্তবে ফিরা তোর ঘর রোশনাই করা গুলাবি কাচ্চাবাচ্চার জন্য শুক্না প‌্যাম্পাস হাতে নিয়া স্ট্যান্ডবাই হৈয়া থাকিস।

দ্রোহী এর ছবি

রোখসানা কার সঙ্গী সেটা মনির নিজেও জানে না! তবে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে মনির আর কালাদস্যুর গিয়ানজামে রোকসানা শেষমেষ বদ্দার ঘাড়ে গিয়ে পড়বে।

সুমন চৌধুরী এর ছবি
নৈষাদ এর ছবি

মনির হোশেন সিরিজের প্রথম বই বহুদিন পর একটানে নিয়ে গেল রহস্য-রোমাঞ্চের (রোমান্সের!) নতুন জগতে।

কাঁবা প্রকাশনীর মনোগ্রামে কী টিকটিকির ছবি? প্রথমে অন্য কিছু ভেবেছিলাম...অন্যকিছু। চোখ টিপি
আইডইয়াটা খুব ভাল লাগল।

দ্রোহী এর ছবি

হো হো হো

টিকটিকির আইডিয়া হিমুর।

অতিথি লেখক এর ছবি

খুবই বাজে আইডিয়া। আমি টিকটিকি সহ্য করতে পারি না। -রু

সুমন চৌধুরী এর ছবি

এই পর্বের শেষে ....

রোখসানাকে ইয়াআব্বা খাওয়াইয়া মিশরে নিয়া যাবে শুকনা গাঙের অজানা বোম্বেটে। পচুর মাইরধইর খাইয়া শুক্রবার দুপুর দেড়টায় স্ফীংসের সামনে বিকিনিভূষিতা রোখসানাকে খুঁজে পাবে মনির হোশেন। মিশরে ঢোকা অব্দি এক ফোঁটা পানি খাওয়া হয় নাই। তৃষ্ণায় মনিরের গলা কাঠ ....... (চলবে)

দ্রোহী এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

শাহেনশাহ সিমন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

_________________
ঝাউবনে লুকোনো যায় না

গৌতম এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

কৌস্তুভ এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

ছবি দেখে আমি পড়েছিলুম কাঁথা প্রকাশনী...

দ্রোহী এর ছবি

শুকনা না ভেজা?

কৌস্তুভ এর ছবি

সেই প্রশ্নের সমাধানও বইয়ের শেষেই মিলবে আশা করি...

দ্রোহী এর ছবি

বিষয়টা নির্ভর করে বইয়ের শেষ দিকে মনির কতটা মার খাচ্ছে তার উপর। যদি মারের পরিমান সুসু করে দেবার জন্য যথেষ্ট হয় তাহলে অবশ্যই ভেজা...

গড়াগড়ি দিয়া হাসি

অতিথি লেখক এর ছবি

আর যদি মারও না খায়, হাতাহাতিও না করে তাহলে শুকনা...

গড়াগড়ি দিয়া হাসি

কুটুমবাড়ি

অনার্য সঙ্গীত এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
ওরে নো!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

দ্রোহী এর ছবি

আপনে কি বলতে চান যে মনির হোশেনের নল থুক্কু মনির হোশেনের পিস্তলের নল কিঞ্চিৎ বাঁকা? গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

অপছন্দনীয় এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

শুভাশীষ দাশ এর ছবি

ষ্টল নাম্বার কত? দেঁতো হাসি

ফাহিম হাসান এর ছবি
তারাপ কোয়াস এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি


love the life you live. live the life you love.

ধুসর গোধূলি এর ছবি

সুবহানাল্লা। অবশেষে আপনের কষাব্লক ছুটলো! কী খাটনি টাই না আমার দিতে হৈলো আপনের 'পিছনে'! চোখ টিপি

ডিসক্লেইমারে এগুলা কী লিখছেন মেম্বরজান? মেটাব্লগিং কি আবার! "সত্য কাহিনি'র ছায়া অবলম্বনে" কথাটা বাদ পড়ছে দেখি। আর আমার ল্যাখা ফ্ল্যাপ কো?

দ্রোহী এর ছবি

আর বইলেন না। কালাদস্যুরে বিশ্বাস নাই।

দ্রোহী এর ছবি

ষ্টল নাম্বার কত? দেঁতো হাসি

আপনার কপিটি আজই সংগ্রহ করতে বইমেলার ৪২০ নাম্বার স্টল "কাঁবা প্রকাশনী"র স্টলে ঢুঁ মারুন।

রোমেল চৌধুরী এর ছবি

শুভকামনা করি!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অমিত আহমেদ এর ছবি

টানটান উত্তেজনার বই, কাহিনী সংক্ষেপ থেকেই বোঝা যাচ্ছে। দুই কপির অগ্রিম বুকিং দিলাম। বুক স্পাইনে বইয়ের নাম নেই কেনো পাঠক জানতে চায়।

দ্রোহী এর ছবি

প্রচ্ছদুর রহমান যে বই থেকে চোথা মেরেছে সে বইয়ের স্পাইনে বইয়ের নাম ছিল না।

অতিথি লেখক এর ছবি

প্রচ্ছদের শানেনুযূল চাই দেঁতো হাসি দেঁতো হাসি দেঁতো হাসি

-অতীত

দ্রোহী এর ছবি

সে এক বিরাট ইতিহাস। ঘরে ছিল না ক্যারাছির তেল .....

ওসিরিস এর ছবি

হো হো হো

অপছন্দনীয় এর ছবি

মাসুদ রানার সাফল্যে উদ্ধুদ্ধ হয়ে জেমস হ্যাডলি চেজ, ফ্রেডেরিক ফোরসিথ, অ্যালিস্টেয়ার ম্যাকলীন, উইলবার স্মিথ প্রমূখ খ্যাতনামা লেখকেরা মাসুদ রানার গল্পগুলোকে নিজেদের গল্প হিসাবে চালিয়ে দিয়ে বিশ্বজোড়া খ্যাতি লাভ করে। মাসুদ রানা রয়ে যায় বাংলার ঘরে ঘরে।

গড়াগড়ি দিয়া হাসি =)) গড়াগড়ি দিয়া হাসি

(স্পাইরা দেখি সেই চুয়াল্লিশ বছর আগে থেকে এখনো 'মেজর'-এই আটকে আছে...)

দ্রোহী এর ছবি

মেজর থেকে প্রমোশন পেয়ে কর্নেল হলে যে বুড়োর খাতায় নাম লেখাবে।

ধুসর গোধূলি এর ছবি

প্রচ্ছদ নিয়া আমার দুইটা অবজার্ভেশন আছে। এক. রোখসানার গায়ে কাপড় চোপড় এতো ক্যান? কাঁটাকুটা কিছুই দেখা যায় না! মন খারাপ

দুই. পিছনের লেখায় "পদে পদে তার বিয়ের শিহরণ আর স্বেচ্ছামৃত্যুর হাতছানি"— এইখানে গোড়াতেই গলদ আই মিন, বানানে ভুল আছে। (বানান পুলিশ কোন্ডে?) 'প'এর সাথে একটা করে 'আ'-কার বদ পড়ে গেছেগো মেম্বরজান। মন খারাপ

দ্রোহী এর ছবি

রোখসানার গায়ে কাপড় আরো বেশি ছিল। কালাদস্যুর সাথে হাতাহাতির সময় কিছুটা কমেছে।

দুই. নিয়ে আর কী বলব। জীবন নিয়ে আর কত হাদুমপাদুম করবেন?

ধুসর গোধূলি এর ছবি

কালা খালি হাতাহাতি করে ক্যান? রোখসানারে হাতের কাছে পাইয়াও সে হাতের উপরই নির্ভরশীল? হুদাহুদি কি আর রোখসানা মিশরে গেছেগা, মেজর মনিরের লগে চাকভুম চাকভুম গানের শ্যুটিং করতে? কালারে দিক্কার।

হাদুমপাদুম আমি আর কই করলাম মিয়া? করলেন তো আপনে, শালি নিয়ে। এই পোস্টের প্রথম দুই নান্নামুন্না মন্তব্যকারী আপনের এই হাদুমপাদুমে তিঁতি বিরক্ত হয়ে অবশেষে নিজের ক্যপ্টেন ববি নিজেই খুঁজে নিছে! মন খারাপ

দ্রোহী এর ছবি

কালা ব্যাচেলর। তাই হাতই ভরসা। তার হাতাহাতি বিরক্ত হয়ে কবি গান লিক্সে - কালারে কইরো গো মানা সে যেন আর হাতাহাতি করে না।

রোক্সানা মিশরে গেল কখন? গাঁজা খাইছেননি মিয়া? অ্যাঁ

এই পোস্টের প্রথম দুই নান্নামুন্না মন্তব্যকারী আপনের এই হাদুমপাদুমে তিঁতি বিরক্ত হয়ে অবশেষে নিজের ক্যপ্টেন ববি নিজেই খুঁজে নিছে!

স্যারের হিসাব পরিষ্কার হইল কিন্তু মাওলানার হিসাবে তো গিয়ানজাম লাইগা গেল! একটু কিলিয়ার করেন!

ধুসর গোধূলি এর ছবি

আপনে মিয়া খালি গুটিবাজী করেন। আমার লগে আমার জিগরী দোস্তের কাইজ্যা লাগানের তালে আছেন খালি। আপনে হৈলেন জাকাজা পরিষদের প্রতিষ্ঠাতা এন্টিপাট্টি। আপনের কাছে মওলানার হিসাব কিলিয়ার করুম ক্যান?

নাশতারান এর ছবি

রোখসানার কাঁটাকুটা দেখতে চান কেন? সে কি মৎসকুমারী?

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

ধুসর গোধূলি এর ছবি

হে হে হে
না, রোখসানা হলো ময়নাকুমারী। বইয়ের শেষ লাইনটা হলো, "ময়না + রোখসানা"।

রানা মেহের এর ছবি

এটা কি মেজর অনন্ত জলিলের পরের সিনেমার কাহিনী? চোখ টিপি

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

দ্রোহী এর ছবি

সি সি সি! এইসব কী বলেন। খাইছে

এইটা একটা স্পাই থ্রিলার। মেজর মনির হোশেন একজন নামী দামী স্পাই।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

অনুপম ত্রিবেদি এর ছবি

পুরাই পাঙ্খা। মনির হোসেনের কি পেচন তেকে গুলি করার কুনু ছিন নাই? না থাকলে কিনুম না ... ... ... ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

দ্রোহী এর ছবি

বস। মেজর মনিরের গুলি পিচন তেকেই বাইরায়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

নাশতারান এর ছবি

Smiley

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ওরে মেম্বর ভাই, আমি যে প্রথম কপির ইটা রাখলাম, আর আমার বইটা কাঁবা থেকে বের টের করা যায় কিনা সেইটা দেখার জন্যে হাদিয়া হিসেবে প্রথম পঞ্চতারকা, প্রথম ফেসবুক শেয়ার, প্রথম চিকা আর প্রথম মন্তব্য রেখে গেলাম কালকে রাতে, সেগুলোর কী হবে?! সব আপনার দোষ, দুইবার করে পোস্ট করে ফেলতেছেন একই জিনিস! মন খারাপ

লন, এখন আবার নতুন করে ইটা রাখলাম, পাঁচ তারা দিলাম, এবার মেজর মনির হোশেন আর কালাদস্যুর অটোগেরাফ সহ একটা কপি আমারে পাঠায়া দেন। দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

দ্রোহী এর ছবি

লেখকের অটুগাট চান নাই দেখে আপনের লগে আইজ থিকা পান-তামুক বন।

হাসিব এর ছবি

মনির হোশেনের বাকোয়াজিতে অনেক কিছু বায়রায় আস্চে।

দ্রোহী এর ছবি

বস। মনির হোশেন কিন্তু আপনের নামে কঠঠিন অভিযোগ করছে লুলামির।

ধুসর গোধূলি এর ছবি

লুল্ছিব্বাই, লুল্ছিব্বাই— মেম্বর আপনেরে লুল কৈছে। তাও আবার সবার সামনে!

হাসিব এর ছবি

মনিরোশেন ছাড়া আর কারো কাছে এই অভিযোগবিয়োগ নাই। কারণটা কী?

কৌস্তুভ এর ছবি

দুরকমের প্রচ্ছদের আইডিয়াটা গুল্লি হয়েছে। কিন্তু কভারের দাড়িওয়ালা লোকটা কে, কালাদস্যুর বস?

দ্রোহী এর ছবি

দাঁড়িওয়ালা লোকটি মেজর মনির হোশেনের আব্বাশ্বশুর আর বোরকা পরিহিতা মহিলা হচ্ছেন রোকসানা। হো হো হো

ধুসর গোধূলি এর ছবি

কর্তৃপক্ষ দ্যাটস ইট!

আমার নান্নামুন্না আব্বাশ্বশুরের নামে কুৎসা রটানোর দায়ে মেম্বরের (বউ-পুলা শুদ্ধা) ব্যাঞ্চাইলাম।

অনার্য সঙ্গীত এর ছবি

বোরকা থেকে বোরোনো হাত দেখে তো ওইজনরে পুরুষ লোক মনে হইতাছে চিন্তিত

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

দ্রোহী এর ছবি

দশাসই কেউ ছাড়া মেজর মনির হোশেনকে পেলে পুষে বড় করার ভার আর কেউ নিতে পারবে?

অতিথি লেখক এর ছবি

হো হো হো হো হো হো হো হো হো
------------------------
Sad Songs
Sad Quote

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শর্মিলা চু বোস নিয়ে এরকম প্রচ্ছদ চাই।

দ্রোহী এর ছবি

ঘটনা কী? পুরান মালের আড়ত ধরে টানাটানি করেন কেনু?

ঢাকাইয়্যা যাদুকর () এর ছবি

এই পুস্ট এত্তো দেরীতে পড়লাম অ্যাঁ

উত্তম জাঝা!

দ্রোহী'দা, এইবার কালাদস্যুরে নিয়া একটা থ্রিলার লিখেন - নাইলে মেজর মনিরোশেন তো রাগ করপো...

দুর্দান্ত এর ছবি

পরের পর্ব কনে? নাকি কাঁবা প্রকাশন খালি বইমেলায় চালু থাকে?

দ্রোহী এর ছবি

সব মিলায়ে ৫০ কপি বিক্রি হইছে। চোখ টিপি তাই পরের পর্ব আর আইবো না। মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।