মোড়ক উন্মোচন : তৃণতুচ্ছ উনকল্প

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: মঙ্গল, ১৭/০২/২০০৯ - ১:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজকে মাহবুব লীলেনের বই তৃণতুচ্ছ উনকল্প মেলায় এল । মোড়ক উন্মোচন হল সন্ধ্যায়, নজরুল মঞ্চে । বইয়ের চরিত্র সচলেরা কেউই উপস্থিত ছিলেননা সেই অনুষ্ঠানে । চামে অন্যলোকে (আমার মত) প্রক্সি দিয়ে সেই অনুষ্ঠানে মোয়া খেয়েছে । সেই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের কয়েকটি ছবি দিলাম ।

মোড়ক উন্মোচনের জন্য নজরুল মঞ্চে গিয়ে বসলাম আমরা । কিন্তু তখন অন্য একটি বইয়ের মোড়ক উন্মোচন চলছিল, তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম ।
IMG_1459

সবজান্তা আগে ভাগে লীলেন ভাইয়ের সাথে ছবি তোলার জন্য এখানে এসে বসেছে । আসলে কিন্তু একঢিলে চাইর পাখি মারার চিন্তা ছিল । পাশেই একটা জায়গায় আড্ডা হচ্ছিল, তাতে তিনজন ঊদ্ভিন্ন যৌবনা ছিলেন । এখানে বসে সেদিকে লক্ষ্য রাখা সহজ ।
IMG_1467

যাই হোক, সবজান্তার ছবি তোলার পর আকতার ভাই বললেন, আমাকেও লীলেন ভাইয়ের সাথে একটা তুলে দাও ।
IMG_1468

এবার আমাদের লীলেন ভাইয়ের বইয়ের মোড়ক উন্মোচন । আমরা মাত্র কয়েকজন আছি । সাদামাটা একেবারেই অনাড়ম্বর অনুষ্ঠান । বইয়ের চরিত্র জলজ্যান্ত সচলেরাও কেউ নেই । আমরাই তাদের প্রক্সি দিলাম ।
IMG_1470

বই বেরিয়েছে লীলেন ভাইয়ের, কিন্তু নাচার শখ জেগেছে নজু ভাইয়ের । কেম্নে কী ?
IMG_1481

ছেলের হাতে মোয়া, অন্য ছেলেদের মাঝে বিলি করা হচ্ছে । মোড়ক উন্মোচনের পর মিষ্টিমুখ করাচ্ছেন আকতার ভাই ।
IMG_1482

লেখকের সাথে দেখা যাচ্ছে জায়গীরনামা খ্যাত জলীল ভাইকে ।
IMG_1483

লেখকের সাথে সবজান্তা আর খেঁকশিয়াল । খেঁকশিয়ালও মোয়া খায় । এখন থেকে মুরগির পাশাপাশি খেঁকশিয়ালের কাছে মোয়া রাখার আগেও চিন্তা করে নিতে হবে ।
IMG_1484

নজু ভাই নিজের বইয়ের প্রচারনায় লেগেছেন । তার ভাষায় বইটি নাকি 'ম্যাজিকাল রিয়েলিজম' নিয়ে লেখা । তাই এরকম ম্যাজিক রিয়েলিস্টিক একটা পোজ ।
IMG_1491

নজু ভাই আর লীলেন ভাইয়ের বই মেলায় নামার আগেই প্রথম মূদ্রনের বই সব শেষ । লেখকের দুইপাশে দাঁড়ান এই দুইজনের মত লোকেরা কিনেছে ফেলেছে সব বই । এদের কারনে সচল নুরুজ্জামান মানিক (সর্ব বামে) বই কিনতে পারেননি, শেষে লেখকের সাথে দেখা হয়েছে - এই স্বান্তনা নিয়ে বাড়ি ফিরেছেন ।
IMG_1492

স্বাক্ষর শিকারীদের পাল্লায় পড়েছেন লীলেন ভাই ।
IMG_1493

শুদ্ধস্বরের স্টলের সামনে রীতিমত ভিড় করে লোকে দুই লেখকের কাছ থেকে বইয়ে স্বাক্ষর করাছে ।
IMG_1496

পরিস্থিতির কারনে বাঘেও নাকি ঘাস খায়, প্রকাশক তামাক টানে মুখে নল লাগিয়ে ।
IMG_1500

আবারো নজরুল ভাই বইয়ের বিজ্ঞাপণে নেমেছেন । তবে এবার নিজের না, লীলেন ভাইয়ের বই ।
IMG_1502


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ম্যাজিকাল রিয়েলিটি? এইটা কী? খায় না মাথায় দেয়?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এনকিদু এর ছবি

এটা একধরনের রিয়েলিস্টিক ম্যাজিক । এই ব্যাপারে সৈয়দ দেলগীর আরো ভাল বলতে পারবেন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ও... আমি জান্তাম ম্যাজিক রিয়েলিজম...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এনকিদু এর ছবি

ওহ্‌হো, একটু ভুল হয়ে গেছে । ঠিক করে দিয়েছি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ধুসর গোধূলি এর ছবি
রণদীপম বসু এর ছবি

এ তো যাচ্ছেতাই কাজকারবার শুরু হয়ে গেছে দেখছি ! মানী লোকের আর মান থাকলো না !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এনকিদু এর ছবি

হে হে


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

শেখ জলিল এর ছবি

দারুণ ছবি।
ক্যাপশনগুলো বেশ মজা দিয়েছে। ধন্যবাদ।
..তবে মোড়ক উন্মোচনে আরও সচলের উপস্থিতি থাকলে আনন্দ বাড়তো।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

এনকিদু এর ছবি

সহমত । সচলদের বইগুলোর মোড়ক উন্মোচনে দেখছি ঘুরেফিরে কয়েকজন চেনা লোক । আরো অনেকজন চেনা লোকে আশা করি মনে মনে, কিন্তু তাদের সাথে দেখা হয়না ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মৃদুল আহমেদ এর ছবি

এন্ড কদু খুব ভালো ক্যাপশনিস্ট হয়ে উঠেছে... এই পোস্টে তা প্রমাণিত! অবশ্য আগে থেকেই যে সে তেমনটা ছিল না, তা বলি কী করে?
---------------------------------------------
আমাকে ছুঁয়ো না শিশু... এই ফুল-পাখি-গান সবই মিথ্যা!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

এনকিদু এর ছবি

কে কারে কি কয় !

আর আপনি যে একলাইন পর পর একটা করে ছড়া বের করে আমাদের পেট ফাটিয়ে দেন । এই পোস্টের কয়েকটা ক্যাপশনের আইডিয়া কিন্তু আপনার ঐসব পেট ফাটানো কথা থেকে পেয়েছি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

হাসিব এর ছবি
এনকিদু এর ছবি

ধন্যবাদ


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

বিপ্রতীপ এর ছবি

নিজের বই হাতে দেলগীর ভাইকে বিরস মনে হচ্ছে ক্যান?

তৃণতুচ্ছ উনকল্প'র প্রচ্ছদটি দূর্দান্ত হয়েছে!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কী করবো? পান্থর হাতে যে বইটা দেখতেছেন সেটাই ছিলো আমার শেষ বই। তারপর ঢিলি ময়দান খালি।
কয়েক ঘন্টার মধ্যেই সবগুলো বই শেষ... এতে অবশ্য খুশিই হওয়ার কথা। কিন্তু দূর দূরান্ত থেকে তখনো বেশ কজন এসে দাঁড়িয়ে আছে বই কেনার জন্য। বেশ কয়েকজন বই না পেয়ে ফিরে গেছেন... তাই মন খারাপ...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

বিপ্রতীপ এর ছবি

খাইছে কস্কি মমিন!

কয়েকজন বই না পেয়ে ফেরত গেছে এতে তো খুশি হবার কথা...পরবর্তী সংস্করণ কবে আসছে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

এনকিদু এর ছবি

নজু ভাইয়ের বইতো বাজারে নামার আগেই বেস্ট-সেলার । মোড়ক উন্মোচনের দিন প্রথম মূদ্রনের সব বই শেষ । ইতিহাসে এরকম আর কবে ঘটেছে কে জানে ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সুমন চৌধুরী এর ছবি
তানবীরা এর ছবি

সহসা বইমেলায় উপস্থিত হওয়ার কোন সম্ভাবনা নেই। যাদের আছে তার লাকী

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মহামতি হেনরি লীলেন-এর বক্তব্য দিলে আরো ভালো হতো।

এনকিদু এর ছবি

মহামতি লীলেনের বক্তব্য পুরোটা মনে নাই । শুরুটা হয়েছিল এভাবে ...

" সপ্তম বইটা হাতে আসার পর অনুভূতি গুলো ভোঁতা হয়ে যায় ... "


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

কনফুসিয়াস এর ছবি

এনকিদুর ফটো সিরিজের ভক্ত হয়ে গেছি।

-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

এনকিদু এর ছবি

কনকি ? আমি আবার ফটোসিরিজ শুরু করলাম কবে । আমারে তো টুটুল ভাই কোন ইন্টারভিউ, সিভি ছাড়া এমনি এমনিই মাসকাবারী ফটু-ওয়ালার চাকরি দিয়েছে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নুরুজ্জামান মানিক এর ছবি

বই কেনার জন্য রাত সোয়া নয়টা পর্যন্ত থাকি এবং অবশেষে এক কপি পাই । এর মাঝে লীলেনের সৌ্জন্যে চা খাওয়া হয় শিব্বাড়ী মোড়ে , চা পান পর্বে কথা হয় মন্জুরুল ভাইয়ের সাথে । মুর্তালার সাথেও আলাপ হল ( ৯ বছর পর দেখলাম )।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

জ্বিনের বাদশা এর ছবি

জমজমাট!!
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

এনকিদু এর ছবি

হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

আবু রেজা এর ছবি

দারুণ!!! এনকিদুকে ধন্যবাদ।
-__________________________
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

এনকিদু এর ছবি

হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রায়হান আবীর এর ছবি

নজু ভাইকে বিরাট অভিনন্দন। গাজীপুর থেকে যেতে পারি নাই। উইকএন্ড এ আশা করি তার বই কিনবো (যদি থাকে), লীলেন ভাইয়ের টাও।

এনকিদু ভাইকে একের পর এর ছবি ব্লগে দেওয়ায় আন্তরিক ধন্য়বাদ (য- ফলা, যুক্তআক্ষ্র দিতে পারতেছিনা)

=============================

এনকিদু এর ছবি

ঠিকাছে, তাইলে এই সপ্তাহের শেষে দেখা হইতে পারে হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অমিত আহমেদ এর ছবি

আরে চরম!
সচল হিসেবে সেরম গর্বিত হইলাম।

ছবির জন্য এনকিদুকে ধন্যবাদ।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

এনকিদু এর ছবি

হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

কল্পনা আক্তার এর ছবি

আমি তো ওইখানেই ছিলাম তো মোয়া মিস করলাম কেমনে অ্যাঁ

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

এনকিদু এর ছবি

আগেভাগেই মঞ্চ থেকে নেমে পড়েছিলেন নাকি ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

শ্যাজা এর ছবি

নিজের পুরুফ সামলাইতে গিয়া মোড়ক উন্মোচনটা দেখা হিল না, এই দু:খ থেকেই যাবে মন খারাপ

------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...

এনকিদু এর ছবি

নিজের বইয়ের মোড়ক উন্মোচনটা খিয়াল রাইখেন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এই সিরিজ যখন শুরু হয়... প্রথম দুয়েকটাতে মহামতি লীলেনন্দা ছাপাছাপি বিষয়ক জ্ঞান দিতে শুরু করছিলেন। যা আমাদের মতো অধমদের জন্য খুবই উপকারী ছিলো।
সেটা বন্ধ করে দেওয়ায় দিক্কার জানাই... চোখ টিপি

আর এখানে কয়টা কথা বলে নেই। সত্যি বলতে নজরুল মঞ্চে যে মোড়ক উন্মোচনটা হয় ঐটা আমার নিজের ঠিক ততোটা পছন্দ না। মেলায় মোড়ক উন্মোচনের জন্য একটা ভালো ব্যবস্থা থাকা উচিত বলে মনে করি। যেখানে দর্শক বসার জন্য চেয়ার থাকবে, মাইক্রোফোন থাকবে, আর যেখানে মোড়ক উন্মোচনের জন্য আগে থেকে শিডিউল নিতে হবে। লোকে মেলায় ঢুকেই লোকে জানবে আজ কী কী বইয়ের মোড়ক উন্মোচন হবে।

এখন যেখানে মোড়ক উন্মোচন হয়... তার পাশেই নাচ গান চলে বেদম শব্দে। আরেকদিকে আছে তথ্য কেন্দ্রর মাইক থেকে অবিরাম ভেসে আসা মনোহর কথামালা। মোড়ক উন্মোচনে কে কী কয় তা পাশের লোকটা ছাড়া কেউ শুন্তে পায় না।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এনকিদু এর ছবি

আমার মতে, মেলায় একটার বেশি মাইক থাকাই উচিৎ না । যেই মঞ্চে নাচ-গান হচ্ছিল, সেই মঞ্চেই বইগুলোর মোড়ক উন্মোচন হলে মন্দ হত না ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

তীরন্দাজ এর ছবি

মাহবুব লীলেন ও সাঙ্গপাঙ্গ সচলদের জন্যে অনেক অনেক শুভকামনা বরফঢাকা মিউনিখ থেকে।

আজ মনে হয় শহর বরফে ডুবেই যাবে!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

কীর্তিনাশা এর ছবি

ছবি পুরা ফাটাফাটি।

মিস করলাম আবারো মন খারাপ

কিন্ত বই শেষ হয়ে গেলে কেম্নেকি? আমি বই কিনুম কেমনে????

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

এনকিদু এর ছবি

আপনি খালি মিস করেন, আর আফসোসের মন্তব্য দেন । মেলায় আসেন, বইয়ের ব্যবস্থা করা যাবে । দ্বীতিয় মূদ্রন এসেছে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

জাহিদ হোসেন এর ছবি

এই বইটি পড়তে খুবই আগ্রহ হচ্ছে। দেখি দেশে কাউকে কিনতে রাখতে বলবো এখনই। স্টার লেখকদের বই যে হারে উধাও হয়ে যাচ্ছে, তাতে আগেভাগে না কিনে রাখলে পরে হয়তো আর পাওয়াই যাবে না।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুন সব ছবি। কদু ভাই সত্যিই বই মেলার ফটো তোলার ব্যাপারে রীতিমত স্পেশালিস্ট হয়ে গেছে।

নজু ভাইয়ের ছবিগুলো দেখলে হাসি আটকানো মুশকিল। লীলেন ভাইকে বেশ ইশমাট লাগছে।

এনকিদু এর ছবি

নজু ভাইয়ের ক্যামেরায় এলার্জি আছে, ক্যামেরা দেখলেই ওনার কৈ জানি খাউজায় আর চেহারা এরকম চ্যাগায় ।

লীলেন ভাই তো এমনিতেই ইশমাট, লাগালাগির কিছু নাই ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।