আগামীকাল মেলায় ...

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: শনি, ২১/০২/২০০৯ - ৪:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আগামী কাল একুশে ফেব্রুয়ারিতে বইমেলায় আমাদের বই বের হওয়ার কথা । এখন পর্যন্ত সচলায়তনের নীড়পাতায় প্রথম পোস্টটা তাই বলছে । আগামী কাল এই বইটা কোন সমস্যা ছাড়াই মেলায় আসার আশা করছি আমরা সবাই । স্বাভাবিক ভাবেই এই কারনে অনেক সচলদের উপস্থিতি দেখা যেতে পারে মেলায় কালকে । ঘটনা প্রবাহ সম্ভবত এরকম হবে ...

আগামীকাল আমরা মেলায় যাব ।
1

যথারীতি একদল ভাদাইম্যা লোকজন নজরুল মঞ্চে গাদাগাদি করে ভাদাইম্যাদের যা কাজ, ভাদাইম্যাগিরি করতে থাকবে । আমরা গিয়ে তাদেরকে তাড়াব ।
2

ভাদাইম্যাদের কে তাড়িয়ে দিয়ে আমরা মঞ্চের কিনারে বসে পড়ব । মঞ্চের মাঝখানে প্রশস্ত ফাঁকা জায়গাটা রাখা হবে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের জন্য । আমরা অপেক্ষা করতে থাকব টুটুল ভাইয়ের জন্য ।
3

তারপর টুটুল ভাই মঞ্চে আসবেন । এসে বলবেন ...
4

চাইলে পোস্টটা এখানে শেষ করে দিতে পারতাম । পাঠকদেরকে জিজ্ঞেস করতে পারতাম কার কী মনে হয়, টুটুল ভাই কী বলবেন ? আসলে এখন আমি তাই করব, তবে তার আগে আমার যা মনে হয় বলে যাই ।

টুটুল ভাই বলবেন...

প্রেসে আর বাইন্ডিং এর লোকজন সারা বছর বিদেশী ভাষায় কথা বলে । হাতে কাজ কর্ম কম থাকে, তাই বলে "পিলিজ ছার" । আর এখন ফেব্রুয়ারি মাসে কাজের অভাব নেই, তাই খাঁটি বাংলা চর্চা করছে । জিজ্ঞেস করেছিলাম বইয়ের কাজ কদ্দূর, আজ বের করতে পারব কিনা । আমাকে সোজা বাংলায় বলে দিল, " না " ।

পুনশ্চঃ
আমি মনে প্রানে কামনা করি উপরের প্যারায় যা লিখেছি তা যেন ভুল প্রমানিত হয় ।


মন্তব্য

জাহিদ হোসেন এর ছবি

পেটের দায়ে দেশ থেকে বহুদূরে। সবাই বইমেলা এত কিছু লিখছে যে নিজেকে সামলে রাখা কঠিন হয়ে পড়ছে। ইসস-যদি এইসময়ে একবার দেশে যেতে পারতাম! কালকের প্রয়াস সফল হোক!
আমরা শুধু ছবি দেখে আর লেখা পড়েই যাই।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

এনকিদু এর ছবি

প্রয়াস সফল হোক ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

হিমু এর ছবি
এনকিদু এর ছবি

দেঁতো হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

দুর্দান্ত রম্য।
প্রেস আর বাইন্ডিংওয়ালারা তো আর ব্লগে আসে না। এমনকি মেলায় এসেও খোঁজ নেয় না প্রকাশকরা কীভাবে মাছের নীচে শাকচাপা দিচ্ছেন। তাই বাঁচলো টুটুলেরা।

আমরা আশা করতে পারি যে যাদুই মন্ত্রে হঠাৎ সব ঠিকঠাক হয়ে যাবে।
কিন্তু এ পর্যন্ত যা বুঝলাম, তাতে বলা যায় তেমন যাদু দেখাতে কঠিন কারিগর লাগে।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

এনকিদু এর ছবি

ধন্যবাদ দেঁতো হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

বিপ্রতীপ এর ছবি
এনকিদু এর ছবি

ধন্যবাদ দেঁতো হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মুস্তাফিজ এর ছবি

ভালোকথা এভাবে বসার আইডিয়াটা কিন্তু ভালো, গতকাল আমরা যে কয়জঞ্ছিলাম সেভাবে বসলে সেইরকম হতো

...........................
Every Picture Tells a Story

এনকিদু এর ছবি

হাঁ, শুরুতেই আমরা এভাবে বসে পড়লে আর উটকো লোকে লাফ মেরে মঞ্চে উঠে গিয়াঞ্জাম করতেও পারবেনা ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

কল্পনা আক্তার এর ছবি

সাংঘাতিক!! উক্ত বক্তব্য যদি সত্যি হয় তবে আমি আপনার মাথা ফাটিয়ে দিব (অপ্রিয় সত্যির ভবিষ্যত বানী করার দায়ে দেঁতো হাসি )।

...........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

এনকিদু এর ছবি

হেলমেট পড়ে মেলায় যেতে হবে মনে হচ্ছে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

এনকিদু এর ছবি

auto

এই যে আমার হেলমেট ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রেনেট এর ছবি

২০০৯ সালের সেরা পোস্ট চলুক চলুক
গুল্লি গুল্লি গুল্লি
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

এনকিদু এর ছবি

হেহ হে, লজ্জা দিতেছেন খাইছে


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ব্যাপক হইছে ব্যাপক... আমি তো এন্ডকদুর ফ্যানয়া গেলাম...

...................
শেষ ছবিতে মনে হইতেছে টুটুল ভাই ইশকুল মাস্টার... বেত হাতে ছাত্র শাষণ করতেছে... হো হো হো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এনকিদু এর ছবি

কী যে কয়, আপনিও লজ্জা দেন !
আপনি ফ্যান হয়েছেন, আমি তো এখন বাতাসেই উড়ে যাব !

শেষ ছবিতে আঁকতে চেয়েছিলাম নজরুল মঞ্চের মাঝখানের টেবিলের মত জিনসটা, যেখানে দাঁড়িয়ে সাধারনত মোড়ক উন্মোচনের অনুষ্ঠানটা করা হয় । ঠিক মত ফুটিয়ে তুলতে পারিনি মনে হচ্ছে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। কদু ভাই তো ফাটাইলেন দেখি! খুব মজা পেলাম। তবে এমনটা যেন আসলেই না ঘটে। কল্পনাপু তো মাথা ফাটাবেই, আমি না হয় ফেটে যাওয়া মাথাতেই আরেক ঘা বসিয়ে দিব চোখ টিপি

এনকিদু এর ছবি

আরে রাখেন আমার মাথা ফাটানি । আপনারে মেলায় না পাইলে আমি আপনার পেট ফাটামু কইলাম ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

এনকিদু এর ছবি

আমি তো জানতাম চোখ গালায় । মোট কথা হল থলি ফুটো করে ভেতরের নরম জিনিস পত্র বের করা । তা আপনি গালান আরা ফাটান সেটা আপনার মর্জি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

গৌতম এর ছবি

এনকিদু ভাইয়ের আর কী কী গুণা আছে দেখান। ব্যাটা তো দিন দিন সব্যসাচী হয়ে যাচ্ছে। ক্যামেরা দিয়া ছবি তোলে, প্রোগ্রামিং লিখে, ব্লগে লিখে আবার ছবিও আঁকে। মাঝে মাঝে মেলায় গিয়া আড্ডাও মারে। বাপরে!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

এনকিদু এর ছবি

আবার আড্ডায় তামাকও টানে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অমিত আহমেদ এর ছবি
এনকিদু এর ছবি

কাম মনে হয় আসলেই সারছে । এই মাত্র একটা কনসাল্টেন্সি করার ডাক পড়েছে, আজিজে যাইতেছি । দোয়া রাইখেন সবাই ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সুজন্দার অনুপস্থিতিতে সচলে কাট্টুনিস্টের বড়ো অভাব...

চলুক

ইমরুল কায়েস এর ছবি

মন্তব্য করতেছি অনেক দেরি কইরা । এই পোস্টটা সেইরকম হৈছে । প্রিয় পোস্টে নিয়া যাই , কি বলিস ?
......................................................
পতিত হাওয়া

এনকিদু এর ছবি

ধন্যবাদ । নিবি বলছিস ? আচ্ছা ঠিকাছে নিলি নাহয় ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

দৃশা এর ছবি

বাহ! চারিদিকে খালি পেতিভা আর পেতিভা ! (তালিয়া)
------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

এনকিদু এর ছবি

হে হে , কে কারে কি কয় । যত্তসব আজাইরা কথা ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

তানবীরা এর ছবি

একনিদু লেখা যা হয়েছে হয়েছে কিন্তু ছবির জবাব নেই, ফাট্টাফাট্টি

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

এনকিদু এর ছবি

ধন্যবাদ তানবীরা আপু দেঁতো হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ধুসর গোধূলি এর ছবি
এনকিদু এর ছবি

হে হেহ দেঁতো হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

হাসতেই আছি হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

এনকিদু এর ছবি

আইচ্ছা, হাসতেই থাকেন । কিন্তু সাবধান সবার সামনে হাইসেন না । শেষে কিনাকি মনে করবে, আর বদনাম হবে আমার ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সাইফুল আকবর খান এর ছবি

বেশ মজা হৈছে এনকিদু।
আমি জানি না টুটুল ভাই কী বলতেন বা সত্যি সত্যি কী বলেছেন পরদিন। আমি যাইতে পারি নাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমি অফিসে উদযাপন করেছি। মন খারাপ
হায়রে অমর অফিস!

মেলায় যাওনের লেইগ্যা আরেকবার সারাগায়ে উস্খুসানি হৈতেছে, দেখি কবে পারি।

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

রায়হান আবীর এর ছবি

নিজেকে এনকিদু ভাইয়ের ফ্যান বলে ঘোষণা করলাম।

=============================

এনকিদু এর ছবি

এমনিতেই নজরুল ভাই কয়দিন ধরে ফ্যানাইতাছিল এখন তুমিও ? আমি তো বাতাসেই উড়ে যাব ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।