হরমোন চিন্তা ৪ : পাগলামিটাই আসল

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: শনি, ২৫/০৪/২০০৯ - ২:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গিয়েছিলাম হলের প্রাক্তন রুমমেট ছোটভাইদের অনুরোধ রক্ষা করতে । আমি চলে আসার পর আমার আসনে নতুন যেই ছাত্র এসেছে তাকে নাকি আজকে ব্যপক র‌্যাগ দেয়া হবে । এই উপলক্ষে তারা আমার কাছে "খাওয়া" দাবি করল । ছোটভাইদেরকে এই সব সৃষ্টিশীল অকাজে আমি না বলতে পারিনা । আর তাছাড়া নতুন ছোটভাইটাকে অভয় দেয়াও দরকার । র‌্যাগ দেয়ার আগেই হার্ট (অথবা ব্লাডার) ফেইল করে যেন না বসে । অতএব অতন্দ্র প্রহরীর জন্মদিন উপলক্ষে ঝটিকা দাওয়াত বাদ দিতে হল ।

প্রাক্তন রুমমেট তিনজন, আমি আর সেই নতুন ছোট ভাই - মোট পাঁচজন গেলাম ধানমন্ডি বুমারসে । সেখানে দেখি আগে থেকেই একটা পার্টি চলছে । তাতে আবার কলেজ জীবনের পরিচিত কয়েকটি মুখ আছে । পরে জানতে পেরেছিলাম তাদের কোন এক সহপাঠী নাকি বিদেশ যাচ্ছে, তাকে বিদায় জানান হচ্ছে আজ রাতে । যাহোক, সেই দলের মধ্যে একটি ঊদ্ভিন্ন যৌবনা মেয়েকে দেখে আমার মাথায় হরমোন চড়ে গেল । আমি এমনিতেই পাগল, মাথায় হরমোন চড়ে গেলে তখন বদ্ধ পাগল হয়ে যাই ।

বাড়ি ফিরে সেই বন্ধুকে বললাম মাথায় হরমোন চড়ার কথাটা । বন্ধু জিজ্ঞেস করল মেয়েটি কি শাড়ি পড়েছিল কিনা । না । তবে কি সবুজ জামা পড়া মেয়েটি ? সেও না । আমার মাথায় হরমোন চড়েছে লম্বা চুলের মেয়েটিকে দেখে । এই কথা শুনে বন্ধু আঁৎকে উঠল । যাকে বিদায় দেয়া হচ্ছে, মেয়েটি নাকি তার ছোট বোন । আর বন্ধুর ছোট বোন বা ছোট বোনের বন্ধুর দিকে কুদৃষ্টি দেয়া নাকি ভাল না ।

চিন্তা করে দেখলাম, আমার বন্ধুর ছোট বোন হলে নাহয় এই কথা মানতে পারতাম । কিন্তু সে তো আমার "বন্ধুর বন্ধুর ছোট বোন" । কাজেই এই ক্ষেত্রে নিয়মটা ঠিক প্রজোয্য না । আর তাছাড়া আমি তো কুদৃষ্টি দিইনি । দূর থেকেই তার সৌন্দর্যের দেখে মুগ্ধ (মতান্তরে, মাথায় হরমোন চড়িয়ে মরেছি) হয়েছি মাত্র । আর মেয়েটি যদি "আমি তোমার অমুক বন্ধুর বন্ধুর ছোট বোন হই" লেখা একটি সাইনবোর্ড গলায় ঝুলিয়ে রাখত তাহলেও নাহয় আমি সতর্ক হতে পারতাম ।

কিছুক্ষণ এইসব আজাইরা প্যাঁচাল পেড়ে মাথা ধরিয়ে দেয়ার পর সহৃদয়বান বন্ধুটি ফেসবুকে সেই মেয়ের একটি ছবি দেখতে দিল । আবার সেই সাথে সাবধানও করে দিল, মেয়েটির বাবা কিন্তু আইনজীবি । আমি যদ্দূর জানতাম, পাগলের বিরুদ্ধে মামলা করা যায়না । আর এখন হরমোনের প্রভাবে আমি বদ্ধ পাগল । এখন আমাকে এসব কথা বলে লাভ হবে না । আর তাছাড়া দূর থেকে কাউকে দেখে মাথায় হরমোন চড়ানর বিরুদ্ধে বাংলাদেশে কোন আইন নেই ।

এসব বলতে বলতে ফেসবুকে স্ট্যাটাস মেসেজ দিলাম "পাগলের বিরুদ্ধে মামলা হয়না । হাঃ হাঃ হাঃ আমার মাথায় হরমোন উঠে গেছে । হাঃ হাঃ হাঃ । আমি এখন বদ্ধ পাগল । হাঃ হাঃ হাঃ । যতক্ষণ হরমোন না নামে আমি এরকমই থাকব ।"

এখনো ছবিটি দেখিনি । ছবিটি দেখতে শুরু করলেই নম্বর কমতে শুরু করবে । সেই সাথে প্রতিবার একটু একটু করে হরমোনও মাথা থেকে সরে যায় । যতক্ষণ ছবিটি না দেখব, মেয়েটিকে আরেকবার দেখার ইচ্ছেটা ততক্ষণই টিকবে । একটি মেয়েকে সুন্দরী বলে মনে করতে চাইলে এক বারের বেশি না তাকানই ভাল ।

ছবির লিঙ্কটা সামনে নিয়ে বসেছিলাম । ক্লিক দিব কিনা ভাবছি, এমন সময় শাহেনশাহ আমার স্ট্যাটাস মেসেজ দেখে শুধালেন, বিষয়টা কি ? সংক্ষেপে বললাম । সব শুনে শাহেনশাহ যেই প্রশ্নটা করলেন, তার জবাব দিতে গিয়ে নিজের কাছেই পরিষ্কার হয়ে গেল - মেয়েটি উপলক্ষ মাত্র, পাগলামিটাই আসল ।

মেয়েটার ছবি মিনিটখানেক দেখার পরেই হরমোন মাথা থেকে নেমে পড়েছে । কিন্তু পাগলামিটা এখনো যায়নি । এখন মাথায় ঘুরছে আজ সন্ধ্যায় আধো অন্ধকার আধো আলোয় যত উদ্ভিন্ন যৌবনাদের দেখেছিলাম তাদের কথা । কালকে শনিবার ছুটির দিন, আবার টিএসসি যাব, আবার মাথায় হরমোন চড়াব ।


মন্তব্য

খেকশিয়াল এর ছবি

------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

এনকিদু এর ছবি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ইশতিয়াক রউফ এর ছবি

ওরে কে কোথায় আছিস কদু ভাইকে কিছু ঢোলা পাতলুন এনে দে...

এনকিদু এর ছবি

ঢিলা পাতলুনে আপত্তি নাই, কিন্তু পৌনে পাতলুন যেন না হয় ভাই ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মুশফিকা মুমু এর ছবি

ঐ মিয়া, বাইরের সুন্দর্য কিছুনা, ভিতরের টাই আসল, তোমরা আজকাল কার ছেলেরা খালি বাইরেরটাই দেখো
এত কষ্ট করে এখানে সেখানে খোঁজার চেয়ে আন্টিকে বল। খাইছে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ইশতিয়াক রউফ এর ছবি

বাইরের সৌন্দর্যের সাথে ভিতরের সৌন্দর্যের সম্পর্ক সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, তা নিয়ে কিছু বলতে গিয়েও বললাম না। মুমু তো, তাই। দেঁতো হাসি

মুশফিকা মুমু এর ছবি

সমানুপাতিক বুঝলাম সমান সমান কিন্তু ব্যস্তানুপাতিক কি? কি বলতে গিয়ে বললা না সেটাই বুঝলাম না, তাই না বইলে ভালৈ করসো, তোমার হাইথট প্রশ্নের জবাব দিতে পারতাম না দেঁতো হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ইশতিয়াক রউফ এর ছবি

সমানুপাতিক হল Directly Proportional, আর ব্যস্তানুপাতিক হল Inversely Proportional.

কথা হল, ভিতর আর বাহিরের সংজ্ঞা অনুযায়ী দু'টাই সত্য হতে পারে। (ঐ যে শয়তানি হাসি দেয় যে, ঐ ইমো'টা)

এনকিদু এর ছবি

মুমু আপুর এই মন্তব্যটা বেশি মুমুয়িত হয়নাই । আগেরটাই ভাল (মানে বেশি মুমুয়িত আর কি ) । মন্তব্যের মুমুয়িত ভাব মন্তব্যের ক্রমের ব্যাস্তানুপাতিক ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

এনকিদু এর ছবি

এত কষ্ট করে এখানে সেখানে খোঁজার চেয়ে আন্টিকে বল।

আমি কি কইলাম আর আপনি কি বুঝলেন ইয়ে, মানে...

মেয়েটা উপলক্ষ মাত্র, পাগলামিটাই আসল । এখন মুরুব্বীদেরকে খবর দিলেই তো আমার পাগলামির চিকিৎসা করে ফেলবে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রেনেট এর ছবি

মনটা উদাস হয়া গেল মন খারাপ
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

এনকিদু এর ছবি

আপনাদের ঐদিকে টিএসসি নাই ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রায়হান আবীর এর ছবি

দেঁতো হাসি

এনকিদু এর ছবি

দেঁতো হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

লুৎফুল আরেফীন এর ছবি

পাগলামীটাই আসল? শিওর?!
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ

এনকিদু এর ছবি

যেই মেয়েকে অনেকবার দেখলেও সুন্দরী বলে মনে হয়, সেরকম মেয়ে পাওয়া যাচ্ছেনা । তাই আপাতত পাগলামিটাই (মতান্তরে অনুসন্ধান) আসল । শিওর ।

পাগলের কথা শোনেন কেন ? কিনা কি বলে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

গৌতম এর ছবি

তাই তো বলি কালকে আপনার চোখ কোন্দিকে কোন্দিকে যেন যাচ্ছিলো...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

এনকিদু এর ছবি

হে হে , আর আপনি বুঝি আমার উপর নজর রাখছিলেন ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্পর্শ এর ছবি

ছবি আছে না? তাইলে ঠিকাসে! দেঁতো হাসি
রবিবার যাওয়ার কথা না? চিন্তিত নাকি অন্যকাজে?


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

এনকিদু এর ছবি

আপনাকে নিব না, টিকিট কাটেন, তাহলে সাথে নিব ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নজমুল আলবাব এর ছবি

হু, পাগলা হইছে, বাইন্দা রাকতে ওইবো। এই রশি আন...

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

এনকিদু এর ছবি

যত মোটা রশিই আনুক, শক্ত গেরোর জন্য দরকার কোমল হাত ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

শাহেনশাহ খুশ হুয়া

এনকিদু এর ছবি

এই কথা জাইনা হরমোন-চড়া-পাগলও খুশ হুয়া দেঁতো হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মাহবুব লীলেন এর ছবি

যাওয়ার অত ভালো ভালো জায়গা রাইখা পোলাপান কেন যেন টিএসসিতে গিয়ে শুকনা চিড়া চিবায়...

এনকিদু এর ছবি

গুলশান বনানী থেকে শুরু করে পুরান ঢাকা পর্যন্ত, এমনকি ঢাকার বাইরে ফ্যান্টাসি আশুলিয়া সব ঘুরে ফিরে দেখে আমি এবং সমমনা ও কাছাকাছি বয়সের কয়েকজন এই সিদ্ধান্তে এসেছি যে, আমাদের চোখে সুন্দর বলে মনে হয় এমন মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং ঢাকা মেডিক্যাল মিলে যেই বিশাল ক্যাম্পাস অঞ্চল তার মধ্যেই ঘুরে ফিরে বেড়ায় । এর বাইরে কোথাও কোন সুন্দর মেয়ে দেখা গেলে তা নেহায়েতই কাকতালীয় ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রণদীপম বসু এর ছবি

পাগলামী করার আগে এই লাইনে পুরান পাগলের লিস্টিটা সঙ্গে রাখছেন তো !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এনকিদু এর ছবি

হ, আপনি কোন চিন্তা নিয়েন না ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

পান্থ রহমান রেজা এর ছবি

ওই মিয়া, তুমি তো সবসময় ক্যামেরা নিয়া ঘুরো, তা ছবি তোলো নাই ক্যা! তাইলে দেখতে পারতাম, হরমোন চড়াইতাম। চোখ টিপি

এনকিদু এর ছবি

উহুঁ, এই জিনিস চোখের লেন্সে দেখে মগজের মেমোরি কার্ডে ছবি জমা করতে হয় । ক্যামেরা ব্যবহার করা যাবে না । শাস্ত্রে নিষেধ আছে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

মাথায় হরমোন চড়ে গেল

হরমোনরে চলতি বাংলায় কী জানি কয়? হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।