ভোর

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১৮/০৯/২০০৯ - ৬:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

যখন ভোর আসলো, তখন জানালার সব ফুটোগুলো দিয়ে হুড়মুড় করে সূর্য ঢুকে পড়লো ঘরের ভেতর, ছেলেটার জন্য তাড়াহুড়া করে একটা ভোর নিয়ে আসার জন্য, খুব দ্রুত রাতটাকে শেষ করে দিয়ে। কিন্তু ছেলেটা ঘুমিয়ে ছিল শক্ত করে চোখ বন্ধ করে, আর সে খুব ক্লান্ত ছিল সারারাত স্বপ্ন দেখতে দেখতে, তাই যখন ভোর আসলো সে কিছুতেই ঘুম থেকে উঠতে পারলো না।

ওর ঘুম ভাঙলো আর তখন ওর মনে হলো ও ভীষণ ক্লান্ত।
সে আবার ঘুমিয়ে পড়লো।
আর সূর্যটা অপেক্ষা করলো ওর ঘরের মেঝেতে..
তারপর সূর্য হেলতে থাকলো, হেলতে থাকলো আর পৃথিবীটা চরকা নেড়ে সূর্যের সাম্রাজ্য গুটিয়ে দিতে থাকলো। তারপর যখন সে বাধ্য হয়ে ছায়াগুলোকে ঘরটা ছেড়ে দিলো, আর চলে গেলো ম্লান হয়ে।

তখন ছেলেটার ঘুম ভাঙলো।

চোখ ডলতে ডলতে ছেলেটা উঠে বসলো আধো অন্ধকার একটা ঘরে।
আর কখনোই জানলো না, সূর্যটা কতো তাড়াহুড়া করে এসেছিল, ওকে একটু রোদ দেবে বলে।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

লেখাটা খুব ভালো লাগলো... কিন্তু ভাই কার লেখা জানতেই পারলাম না... কে ভাই আপনি?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মুস্তাফিজ এর ছবি

জীবনে এমন সূযোগ আমাদের ঘুমিয়েই কেটে যায়, টেরই পাইনা।

...........................
Every Picture Tells a Story

রণদীপম বসু এর ছবি

হা হা হা ! লেখাটা কবিতার মতো। ভালো লাগলো।

কী ব্যাপার ! অতিথি লেখকরা যদি এভাবে নাম-গোত্রহীন করে লেখাকে ছেড়ে দেন, তাইলে প্রমাণপত্র থাকে কী করে ! পোস্টের নিচে বা উপরে কোথাও নিজের নামটা একটু লিখে দিলে ভালো হয না ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

চশমাওয়ালি এর ছবি

ভাল লাগল লেখাটা।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

অতিথি লেখক এর ছবি

ছোট লেখা কিন্তু ভীষণ অর্থবহ। ভাল লাগল। পড়তে পড়তেই শেষ হয়ে গেল।

আপনাদের সবাইকে অগ্রীম ঈদ মোবারক।

দলছুট।
===========
বন্ধু হব যদি হাত বাড়াও।

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুণ লেখা। চলুক

সাইফ তাহসিন এর ছবি

নাম প্রকাশে অনিচ্ছুক বা ভুলে যাওয়া অতিথি ভাইকে সচলে স্বাগতম, খুবই অসাধারণ একটা লেখা, এত অল্প কথায় বলে ফেললেন অনেক মূল্যবান কিছু কথা। আশা করব খুব তাড়াতাড়ি আবার কিছু উপহার দিবেন, আর নাম জানিয়ে যেয়েন।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ইশতিয়াক রউফ এর ছবি

বাহ!

অতিথি লেখক এর ছবি

কবিতার মতো গল্প।
বেশ ভালো লাগলো।
লেখককে শুভেচ্ছা।

তমিজ উদদীন লোদী

সুহান রিজওয়ান এর ছবি

ভালো লেগেছে। জানিয়ে গেলাম...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

শাহেনশাহ সিমন এর ছবি

চলুক

_________________
ঝাউবনে লুকোনো যায় না

মৃত্তিকা এর ছবি

ভালো লাগলো লেখা...

ঘাসপোকা [অতিথি] এর ছবি

আমি ঘাসপোকা। (আসল নাম নাই বা বলি)
সচলে এসে খুব কনফিউস্ড হয়ে গেছি। নিক কিভাবে অ্যাকটিভেট করে বুঝতে পারছি না। আমার কাছে কোন মেইল ও আসে নি.. ইয়ে, মানে...

হিমু এর ছবি

ঘাসু ভাই, এই লিঙ্কটা খুব মনোযোগ দিয়ে পড়ে দেখুন। তারপরও মনে কোনো প্রশ্ন জাগলে ফ্যাসিস্ট মডুদের কাছে মেইল করুন।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ঘাসপোকা [অতিথি] এর ছবি

মহা ঝামেলা লাগছে!

হিমু এর ছবি

ঘ্যাজম্যাজ করে লিক্তে থাকেন। ঝামেলার কিছু নাই।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ঘাসপোকা [অতিথি] এর ছবি

এই হচ্ছে রিপ্লাই.. মন খারাপ

This is an automatically generated Delivery Status Notification

THIS IS A WARNING MESSAGE ONLY.

YOU DO NOT NEED TO RESEND YOUR MESSAGE.

Delivery to the following recipient has been delayed:

Message will be retried for 2 more day(s)

Technical details of temporary failure:
The recipient server did not accept our requests to connect. Learn more at http://mail.google.com/support/bin/answer.py?answer=7720
[mail.sachalayatan.com. (10): Connection timed out]

----- Message header follows -----

MIME-Version: 1.0
Sender: আমার অ্যাডরেস@gmail.com
Received: by 10.142.67.9 with SMTP id p9mr176620wfa.306.1253368316072; Sat, 19
Sep 2009 06:51:56 -0700 (PDT)
Date: Sat, 19 Sep 2009 20:51:56 +0700
X-Google-Sender-Auth: c8c556ba94a12665
Message-ID: <312903f0909190651o4e09770fra617c26824ea8c78@mail.gmail.com>
Subject: about activating my nick
From: ".." <আমার অ্যাডরেস@gmail.com>
To:
Content-Type: multipart/alternative; boundary=001636e908084095490473ee8d58

----- Message body suppressed -----

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।