ছবিব্লগ যেতে যেতে পথে-হিমছড়ি,কক্সবাজার : রেনেসাঁ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৬/১০/২০০৯ - ১০:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

আগের ছবি

আগের চেয়ে কক্সবাজারের আইন শৃংখলা পরিস্থিতি একটু ভালো মনে হল। প্রায় সারা রাতই বিচে পর্যটকদের আনাগোনা দেখা যায়। আর মাঝরাতে রিক্সা নিয়ে ঘোরার আনন্দতো বলে বুঝানো যাবেনা। সব মিলিয়ে দারুণ সময় কাটালাম সেখানে। ভেবেছিলাম সাগরের পানি দেখে ছেলে ভয় পাবে কিন্তু বাস্তবে হল উল্টোটা। একসময় সে তার মাকে ফোন করে জানালো একমাস সে ঢাকায় ফিরবে না। ঢাকার রুটিন লাইফে সেও বোধহয় হাঁপিয়ে উঠেছিল। পাঁচদিনের সফর শেষ হল নয় দিনে। ধন্যবাদ এটিএম বুথ।

মনে রাখবেন অফ সিজন এ কক্সবাজারের সব হোটেলেই চাহিদা মত ডিসকাউন্ট পাওয়া যায়।

১. বাচ্চার জন্য ঘন্টা চুক্তির সাইকেল
IMG_2831

২. হোটেল সি গাল এর সামনের কাঠের ব্রিজ
IMG_2962

৩. বিচ ভলিবলের একটি দৃশ্য যদিও পোষাক গতানুগতিকIMG_2866

৪. দাঁতে খাবার ঢুকেছে
IMG_2879

৫. পানিতে পিতা-পুত্র
IMG_3316

৬. সাগরের বুকে রেখে যাচ্ছে পায়ের চিহ্ন
IMG_3300

৭. আমার নরওয়েজিন শিক্ষক ক্রিষ্টিনের শখ শাড়ি পরার । ব্লাউজ ছিলনা তাই কি যেন পরে শাড়ি পেঁচিয়ে রেখেছেIMG_3012

৮. বাম থেকে প্রফেসর রবার্ট (নরওয়ে), প্রফেসর মঞ্জু মিশ্র (নেপাল), প্রফেসর আন্দ্রে (নরওয়ে)
IMG_2732

৯. প্রকৃতিতে বসন্ত শেষ হলেও কক্সবাজার হোটেল সি গাল এর কৃষ্ণচুড়া গাছে তখনও ফুল ছিল। IMG_2695

১০.
IMG_2915

কক্সবাজার থেকে হিমছড়ির দূরত্ব প্রায় দশ কিলোমিটার। যাতায়াতের জন্য রয়েছে বিভিন্ন রকমের যানবাহন। তবে রিক্সা বা হুড খোলা জীপ (চাঁদের গাড়ি) আমার বেশী পছন্দ। এতে পুরোটা সময় প্রকৃতিকে দেখতে দেখতে যাওয়া যায়। ইদানিং পাওয়া যাচ্ছে ব্যাটারী চালিত রিক্সা বা অটোরিক্সা, ভাড়া আপ-ডাউন ৩০০ থেকে ৩৫০ টাকা। রিক্সা ভাড়া ১৫০ থেকে ২০০ টাকা। রিক্সাতে গেলে সময় লাগে প্রায় একঘন্টা, সময় বাঁচাতে চাইলে অটোরিক্সা বা আর গ্রুপ বড় হলে চাঁদের গাড়ি নেয়া ভাল। আর হ্যাঁ হিমছড়ি পাহাড়ে উঠতে চাইলে পানির বোতল নিতে ভুলবেনা। সবার জন্য টিকিট বাধ্যতামুলক।

১১. হিমছড়ি যেতে রাস্তার পাশের পাহাড়IMG_3257

১২.
IMG_3274

১৩.
IMG_3287

১৪. ইহা কোন দন্ত প্রদর্শনী নয়, সিঁড়ি বাহিয়া পাহাড়ে উঠিবার দৃশ্যIMG_3341

১৫. পাহাড়ের ওপর থেকে তোলা ছবি
IMG_3354

১৬. হিমছড়ি ঝর্ণা
IMG_3385

হিমছড়িতে ভালো রেষ্টুরেন্টু আছে তবে "সান ড্যানসার" এর আন্টি এবং আংকেলের খাবারে পাবেন ভিন্ন এক স্বাদ। দামও কম। এই আন্টি-আংকেল একসময় ছিলেন কলাতলি 'এ্যানজেল ড্রপ' এ।

১৭. আন্টি-আংকেল IMG_3331

রেনেসাঁ


মন্তব্য

মুস্তাফিজ এর ছবি

বিচ ভলিবলের প্রধান শর্ত হচ্ছে স্বতস্ফুর্ততা, যা এখানে নেই।
কোন বীচেই আমাদের মতন আয়োজন করে ভলিবল খেলা হয়না।

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ইউরোপিয়ান বিচ ভলিবল প্রতিযোগিতা দেখেছিলাম। ছবিও তুলেছিলাম। সেটাও বেশি ভালো লাগে নাই।
সিনেমাতেই ভালো এইসব।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

মুস্তাফিজ এর ছবি

আমিও বার্সায় দেখেছি, সবাই যখন ঘোরাঘুরিতে ব্যস্ত আমি তখন খেলা দেখতে, তাতে প্রাণ ছিলো, আনন্দ ছিলো, কিছু একটা মিস্‌ করলে হেসে গড়াগড়ি খাওয়া ছিলো, বিচ ভলিবল আসলে তেমনই, কঠিন কোন নিয়ম কানুন নাই, রেফারির বাঁশী ফু নাই, সবচাইতে বড় কথা দলাদলি নাই, সবাই সব টীমকে সাপোর্ট করছে। এসবকে যখন নিয়ম কানুনের বেড়াজালে আটকে প্রতিযোগিতায় নিয়ে আসা হয় তখন তা কেবলই অন্য আর দশটা খেলার মতই হয়ে যায় নামটা শুধু থাকে বিচ বল।

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

রেনেসাঁ [অতিথি] এর ছবি

ধন্যবাদ মিঃ মুস্তাফিজ ও মিঃ চৌধুরী। এখানে দুই দলে দুইজন করে মহিলা বিচে ভলিবল খেলছিল তাই বোধহয় আয়োজকরা নাম দিয়েছে বিচ ভলিবল। সত্যিকারের বিচ ভলিবলের কোন চিত্র এখানে ছিল না। দর্শকরাও দেখলাম হতাশ হয়ে ফিরে যাচ্ছে।

তবুও আয়োজকদের ধন্যবাদ তারা কিছু একটা করার চেষ্টা করেছে।

হিমু এর ছবি

ছবিগুলি দেখে আরাম পাইনি মন খারাপ



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

রেনেসাঁ [অতিথি] এর ছবি

ধন্যবাদ হিমু, আগামীতে ভালো করার চেষ্টা করব।

সচল জাহিদ এর ছবি

ছবিগুলোতে প্রকৃতির থেকে ব্যক্তি অধিক প্রাধান্য পেয়েছে।

----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

রেনেসাঁ [অতিথি] এর ছবি

আমি কক্সবাজারের পুরো বিষয়টা ধুলে ধরতে চেয়েছি।

এনকিদু এর ছবি

প্রথম ছবির কমলা জামা পড়া ছেলেটা কে ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রেনেসাঁ [অতিথি] এর ছবি

কমলা জামা পরা ছেলেটা সাইকেলের মালিক।

অতিথি লেখক এর ছবি

অসাধারণ!! খুব ভালো লাগলো। অনেক দিন পর নিজের জন্মস্থানকে দেখালাম।

রেনেসাঁ [অতিথি] এর ছবি

ধন্যবাদ । নাম দিতে ভুলে গেছেন, বোধহয় হামিদা আখতার!

সুহান রিজওয়ান এর ছবি

৬ আর ১৬ বেশ লেগেছে- এগুলোতে একটু প্রকৃতি পরিবেশ ধরা যায়।

---------------------------------------------------------------------------

মধ্যরাতের কী-বোর্ড চালক

রেনেসাঁ [অতিথি] এর ছবি

ধন্যবাদ সুহান

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।