বকরবকর.com- ২য় পর্ব

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৯/০৩/২০১০ - ৩:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলদের চলাচলে মুখর প্রথম লেখাটা পড়লাম। পড়েতো খুশি হয়ে গেলাম.....দেঁতো হাসি
প্রবাদে "খাল কেটে কুমির আনা" পড়েছি। সচল বন্ধুরা বোধহয় খাল কেটে তিমিমাছই নিয়ে এলেন...!!
অবশ্য মন্দ নয়। রিস্কতো আপনাদের...!! আমার কি......!? তাছাড়া তিমি শিকারীদের চান্ডবে দুনিয়ার তাবৎ তিমি মাছ শান্তিতে নেই আজ কোন সাগর কিংবা মহাসাগরে। খালে-বিলে যদি আশ্রয় জুটেই যায়........ ক্ষতি কি?

ফুলকপি, বাঁধাকপি, ফটোকপি, হার্ডকপি, সফটকপি প্রভৃতি কপিতে আজ আমরা কপিময়। আমাদের ছবি হয় হিন্দী ছবি কপি করে। আমাদের শিক্ষাজীবন বাঁচে নীলক্ষেতে কপি করা বই-পত্রের কল্যাণে। কারো কারো ছাত্রজীবন পেরিয়ে যায় অন্যের খাতা কপি করতে করতে। কপি-পেস্টের এই যুগে বসে তাই ড্যান ব্রাউন সাহেবের একটা ব্যাপার কপি করতে চাই। তাঁর 'দ্য ভিঞ্চি কোড' ছিল প্রথম প্রকাশিত কাহিনী। কিন্তু সংঘটিত প্রথম ঘটনা ছিল 'অ্যাঞ্জেলস অ্যাণ্ড ডেমনস'।
প্রথম লেখায় যা ছিল তার আগের ঘটনা তুলে ধরতে চাই। কপি এইখানেই। আশা করি এতে কপিরাইট আইনের লঙ্ঘন হবে না......ঃ)

আমি কথা বলতে শিখি যখন, সেসময়টাতেই আমার মা চাকরিতে যোগ দেন। আমার দেখভালের দায়িত্ব এসে পড়ে আমার বৃ্দ্ধ নানা-নানীর ঘাড়ে। আমার বাঁদরামী এবং উদ্ভট কীর্তিকলাপে তারা দিশেহারা হয়ে পড়েন। তারমধ্যে একটা ছিল চান্স পেলেই খোলা দরজা দিয়ে বেরিয়ে যাওয়া। বাবার 'ব্যবস্থা' নামক অদ্ভুত ব্যবস্থায় এর সাময়িক সমাধান ঘটলো, কিন্তু ঘরের ভেতরের দৌরাত্ম বেড়ে গেল বহুগুণ। সমাধান বের করলেন নানা। কাগজ-কলম (কিংবা পেন্সিল) ধরিয়ে দিতেন। এবার আঁক ছবি।
শুরু হল। নানুর সুপুরি কা্টার যন্ত্র, খেলনা বন্দুক, গাড়ি, বাথরুমের বদনা........ কিছুই রেহাই পেতনা আমার ছবির মডেল হবার হাত থেকে।

এসবের মাঝে বিশেষ করে মনে পড়ে বিছানার চাদরের ওপর আঁকা একটা ছবির কথা। আমাকে আগে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়া হত। সেদিন ম্যাকগাইভার দেখে দেখে খাচ্ছিলাম। একটা অ্যাকশন দৃশ্য খুবই ভাল লাগলো। খাওয়া শেষে জোরপূর্বক আমাকে শুইয়ে দেয়া হল। ঘুম আসছিলনা। ভাব্লাম ম্যাকগাইভারের অ্যাকশন দৃশ্যটা এঁকে ফেলি। কিন্তু উপায় কি? হাতের কাছে কোন কাগজ নেই। তাতে কি!? ইচ্ছা থাকিলে উপায় হয়। আমারো উপায় হল। সেদিনই মায়ের বিছানো নতুন চাদরটাকেই বেছে নিলাম ক্যানভাস হিসেবে। ছবি কেমন হয়েছিল তা জিজ্ঞেস করবেন না। কারণ ফর্মুলা ঐ একটাই। বৃত্ত, ত্রিভুজ এবং সরলরেখা।

মা ফিরে এসে দুনিয়া কাঁপানো চিৎকার দিলেন। তারপর এমন মার দিলেন সে আর বলার মত নয়।

আমার আঁকাআঁকির অধ্যায় শেষ হবার কাহিনী বলে শেষ করি। স্কুলে (কিন্ডারগার্টেনে) আমার ক্লাসের এক অনিন্দ্য সুন্দরীকে আমি বড়ই পছন্দ করতাম।কখনও কখনও যেচে তার ক্লাসওয়ার্ক-হো্মওয়ার্কও করে দিতাম। তবে সে আমকে এতটুকুও পছন্দ করত না। কিভাবে তার মুখে একঝলক মিষ্টি হাসি দেখা যায় ভাবতে লাগলাম।
তারপর.................. "ইউরেকা"...!! পোর্ট্রেট!! ওর একটা ছবি এঁকে ওকে দেখাব ঠিক করলাম। যেই ভাবা সেই কাজ। বহু সময় নিয়ে আর পরিশ্রম দিয়ে এঁকে ফেললাম ব্যাপারটা। তারপর সুযোগ বুঝে তাকে দেখালাম সেই ঘটনাটা। কিন্তু এ কী!!?? কোথায় সে খুশিতে নেচে উঠবে, তা না, সে ভ্যাঁ করে কান্নায় ভেঙে পড়ল। টিচার দৌড়ে এলেন। পরীর মত একটা মেয়ে কাঁদছে, সেটা উপেক্ষা করা অসম্ভব! তিনি ছবিটা দেখলেন এবং মনে করলেন যে মেয়েটাকে ভেঙানোর জন্য আমি ছবিটা এঁকেছি!!!!!!!!!!!!!!!!!!!!!!!

"হায় সেলুকাস! কী বিচিত্র এ দেশ!!" সেদিন বাকি সময়টুকু নীল ডাউন হয়ে থাকতে থাকতে বোধহয় তাই ভাবছিলাম আমি। ঐ শিক্ষককে আমি দোষ দেই না। তারতো আর যানার কথা নয় যে আমার ছবির ফর্মুলা একটাই !!
*(আগের ঘটনা থেকে কপি-পেস্ট করুন)

সেই থেকে খোদা হাফেজ পাবলো পিকাসো।
ফ্রীতে আরেকটা তথ্য দিয়ে রাখি। দুনিয়াতে সবচেয়ে লম্বা নাম ছিল কিন্তু পিকাসোর। নামটা হচ্ছে ঃ

"পাবলো ডিয়েগো হোসে ফ্রান্সিস্কো দ্য পাওলো হুয়ান নেপলোসুনো সি ত্রানো ম্যারিয়ালস বেমোডিয়াস ত্রিনিদাদ রুইজ পিকাসো"
(মাঝে কয়েকটা মিসিং। ২৬টা হবার কথা।)


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ছবি কই? ছবি দেন মিয়া। ভূমিকা এত লম্বা করলে হবে?

শাফক্বাত এর ছবি

ফাটাফাটি লেখেন তো আপনি!! একেবারে একটানে শেষ করে ফেলা যায়। আপনিই পারবেন পিকাসো হইতে, চালায়ে যান!
================================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।

তাসনীম এর ছবি

চলুক

নাম দিতে ভুলবেন না, পিকাসো নয়, আপনার নিজের নামটা।

+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

রাহিন হায়দার এর ছবি

আপনার লেখার মধ্যে কি জানি একটা আছে। পড়লে ভ্যাক করে হাসি এসে পড়ে।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

লিখতে থাকেন।
.
___________________________________________
ভাগ্যিস, আমার মনের ব্যাপারগুলো কেউ দেখতে পায় না!

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

রেনেট এর ছবি

পাঠকদের আগ্রহ ধরে রাখা বেশ কঠিন কাজ। দ্বিতীয় লেখাতেও সেই কাজ ভালোভাবেই করেছেন।
তবে--
সচলের অন্যতম প্রধান ছড়াকার আকতার ভাই অতিথি লেখক থাকার সময় নিজের নাম দিতেন না বলে তার নাম হয়ে গিয়েছিল "বেক্কল ছড়াকার"।
আপনাকেও কেউ এরকম নাম দিয়ে দেয়ার আগেই আপনি আপনার নাম/নিক লেখার সাথে জুড়ে দিন। নইলে বকর বকর.com ছাড়া অন্য কোন শিরোনামে কিছু লিখলে পাঠকেরা বুঝবে না ঐটাও আপনার লেখা কিনা।
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ধুসর গোধূলি এর ছবি
শাফক্বাত এর ছবি

বাহ...!!!
ধন্যবাদ......!!!!
এতখানি আশা করিনি........!!!!!

"আইডিয়াবাজ" আমার (গায়েবী) নাম

এই মনে হয় লেখকের নাম। আইডিয়াবাজ?
================================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।

সাইফ তাহসিন এর ছবি

জানিনা পিকাসো নিকে কেউ লিখেন কিনা, নাহলে সচলের পিকাসো নিকটা মনে হয় আপনার জন্যেই জমা করে রাখা ছিল। আপনে যখন নাম দিবেন না, তখন আপনার নাম ধরে নিলাম সচল পিকাসো! কি কন মিয়া ভাই? কবুল হইয়ে ২টা খাসী আর একটা গরু কাইটা দাওয়াত দেন, আকিকা হইয়া যাউক

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

রাহিন হায়দার এর ছবি

টেবিল চাপড়ে সমর্থন জানাইলাম!
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

সাফি [অতিথি] এর ছবি

আমি কিবোর্ড চাপড়াইলাম।

ধুসর গোধূলি এর ছবি
কাকুল কায়েশ এর ছবি

লা-জওয়াব! বক্কা পিকাসো? চোখ টিপি চোখ টিপি

======================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

দ্রোহী এর ছবি

আপ্নে এক্কাম করেন........নাম ন্যান "বকাসো"!

আর ছবি হিসাবে চালবাদুড় ঢালীর অনুকরণ করতে পারেন। নকল মোচের বদলে নকল দাড়ি লাগাইবেন, যাকে বলে Vandyke beard। সেই দাড়ি থাকবে আকাশের দিকে তোলা। কাঁধে থাকবে মোরগের বদলে একটা কাক।

কাকুল কায়েশ এর ছবি

প্লিজ, আর কাউকে আমাদের নতুন অতিথি ভাইয়ের নাম নিয়ে রিসার্চ না করতে অনুরোধ করছি। কেননা, আমরা অতিথি ভাইয়ের নাম পেয়ে গেছি। বকাসো-র মত সুন্দর নাম আমি জীবনেও শুনি নাই। দেঁতো হাসি দেঁতো হাসি একদম পারফেক্ট হইসে। হাসি হাসি
হয়ে যাক তাহলে অতিথি ভাইয়ের আকিকা!!

=====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

নাশতারান এর ছবি

দ্রোহীদা, আমার মাথায় "বকাসো" আসতে না আসতেই দেখি আপনি বলে ফেলেছেন। দেঁতো হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

বোহেমিয়ান এর ছবি

খেক খেক!! সিরাম নাম দিয়েচেন গো দ্রুহীদা ।
বকাসো
বকাসো ভাই , চলুক আপনার বকর বকর!
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

অতিথি লেখক এর ছবি

হা হা হা হা!!! ব্যাপক মজাক। পিকাসো সাহেব খালি ছবি আঁকতেন আর ভাস্কর্য বানাইতেন। আপনে দেখি ছবি আঁকার পাশাপাশি মজার সাহিত্যচর্চা করেন। হাসি :)

.com পর্ব ৩ চাই। হাসি

- মুক্ত বয়ান

গৌতম এর ছবি

আমি অবশ্য একবার বাবার পাঞ্জাবি নষ্ট করেছিলাম। অবশ্য ঠিক নষ্ট করি নাই- এক আংকেলের পাঞ্জাবিতে দেখি নানাজাতের বাহারি সব ফুলের ছবি কলারে-হাতে-বুকে। ভাব্লাম বাবার পাঞ্জাবিটা পুরোপুরি সাদা- একটু ঠিকঠাক করে আংকেলেরটার মতো সুন্দর করে দেই। এই করতে গিয়ে যে বকা খেতে হবে, সেটা কে জানত! এইজন্যই ছোটবেলা থেকেই বিশ্বাস করা শুরু করেছিলাম- দুনিয়ায় কারো ভালো করতে নেই। মন খারাপ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভাগ্যিস বকরবকর.com এর লেখকরে কেউ বকরী নাম দেয় নাই!!

যাহোক... লেখাটা ভালো লাগলো। পড়ে আনন্দ আছে। তবে বানানের ব্যাপারটা একটু খেয়াল রাইখেন
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

বিলীন অরণ্য [অতিথি] এর ছবি

হা হা হা হা... এক্কেবারে ঠিক্কথা।

আইডিয়াবাজ বকাসো ভাইকে স্বাগতম।

বোহেমিয়ান এর ছবি

চমৎকার করে এগোয় আপনার লেখা । চলুক
তবে তথ্য বিভ্রাট আছে বোধহয় , ভিঞ্চি কোড এর আগে এঞ্জেলস এন্ড ডেমন ই প্রকাশ পেয়েছিল , কিন্তু জনপ্রিয় হয় নি ।
এই লেখাটিকে আমরা প্রিকুয়েল বলতে পারি ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

তাহসিন আহমেদ গালিব এর ছবি

বকাসো ভাই, চমৎকার সূচনা।
সামনের লেখাগুলোর প্রতি আগ্রীম শুভকামনা!

নীল রোদ্দুর এর ছবি

বাহবা!
দারুন লিখেন আপনি!
ঝরঝরে স্লিম লেখা!.
--------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

দুষ্ট বালিকা এর ছবি

ভাই বকাসো এরপর থেকে আইডিয়াবাজীর পরে নাম দিতে ভুইলেন না! হাসি

মচৎকার লিখেছেন ভাই! অতি সুন্দর! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নীড় সন্ধানী এর ছবি

‍‌খুব মজা পেয়েছি এই লেখা পড়েও!
আমিও আপনার নিক বকাসো সমর্থন করলাম হাসি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তিথীডোর এর ছবি

চলুক

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আইডিয়াবাজ [অতিথি] এর ছবি

মাই নেম ইজ 'আইডিয়াবাজ' (নট 'খান')

এই সাইটটা আমার পিসিতে অনেক স্লো আসে......... তাই ছবি আপলোড-টোড সহজে হয়না। আবার বেছে বেছে ঠিক ক্লাইম্যাক্সের মুহুর্তে কারেন্ট চলে যায়... এও এক সমস্যা।
তাছাড়া নিয়ম-কানুন ব্যাপার-স্যাপার ১০০% বুঝে উঠতে কিছু সময় নেব (অত তাড়া কিসের!!??)

গঠনমূলক সমালোচনার জন্য ধন্যবাদ। বানান ভুলগুলো টাইপিং মিসটেক।
প্রিকুয়েল এর ব্যাপারটা বোধহয় জানতাম না......
জানাবার জন্য ধন্যবাদ।

আশা করি ভবিষ্যতে আরো লিখব এবং ভালো লিখার চেষ্টা করব।
হতচ্ছাড়া কারেন্ট আমাদের সহায় হোক।

সুরঞ্জনা এর ছবি

সচলে স্বাগতম।
আইডিয়াবাজের চেয়ে 'বকাসো' বা 'পিকাসো' বহু বহু গুণে ভালো।
এটা দিয়েই চালাতে পারিস। অথবা, গুরুজন প্রদত্ত 'রুই-আম' টাই চালু রাখতে পারিস। লেখা ভাল।
তোর 'হয়'। বাকি কবিগুলাকেও লাইনে আনো এবার। দেঁতো হাসি
চলুক
................................................................................
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অতিথি লেখক এর ছবি

জটিল হয়েছে, অনেক হাসলাম লেখাটা পড়ে। ঃ)

রাতঃস্মরণীয় এর ছবি

স্বাগতম!

চলুক ................................

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

একজন পাঠক এর ছবি

আপনার লেখা পড়ে নিজের ছেলেবেলা মনে পরে গেল।"বাবার 'ব্যবস্থা' নামক অদ্ভুত ব্যবস্থায়" আমার ক্যানভাস হয়েছিল ঘরের দেওয়াল আর মেঝে।ভাল লাগলো

অতিথি লেখক এর ছবি

ভাই চলতে হবে আগাতে হবে। সেটাই আমাদের প্রচেস্টা।

- নাজরেন

অ আ ক খ এর ছবি

পড়ে মজা পেলুম

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।