মাশরাফির জন্য মন কাঁদে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৩/০২/২০১১ - ৯:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাশরাফি বিন মর্তুজা, ক্রিকেট সম্পর্কে যাদের জ্ঞান একেবারে ন্যুনতম তারাও এই নামটি সম্পর্কে পরিচিত৷ এই বোলার জাদু দেখান, তাঁর গতি দিয়ে৷ বাংলাদেশের জয়ের সঙ্গে এক অপরিহার্য নাম মাশরাফি৷ তাকে কিনা ভারতের বিরুদ্ধে না খেলানোর যত তোড়জোর!

কেন জানি মনে হচ্ছে এই খেলোয়াড় বারংবার বঞ্চিতই হচ্ছে৷কোলকাতা নাইট রাইডার্সের পক্ষে খেলতে গিয়ে সাইড লাইনে বসে ছিলেন পুরোটা সময়৷ এবার বাংলাদেশে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে৷ কিন্তু পরিনতি একই৷

বলতে পারেন, আরে সে ইনজুরির শিকার, আনফিট৷ কিন্তু দিনকয়েক আগে আবহনীর হয়ে মাঠে নেমে মাশরাফি কিন্তু প্রমাণ করেছে ইনজুরি এই মুহূর্তে মোটেই ভোগাচ্ছে না৷ তাছাড়া যেভাবে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে এই ক্রিকেটার, তারপরও কে বলবে সে আনফিট!

বলছে, কোচ বলছে সে আনফিট৷ বাণিজ্যিকভাবে বিরোধী অবস্থানে থাকা দুই পত্রিকা প্রতিদিন দু”রকম খবর দিচ্ছে মাশরাফিকে নিয়ে৷ একদলের পরোক্ষ দাবি, মাশরাফিকে বঞ্চিত করা হচ্ছে৷ অন্যদলের কথায়, এখন খেললে আরো কঠিন ইনজুরিতে পড়তে পারেন তিনি৷

পুরো বিষয়টাতে কেমন যেন রাজনীতির গন্ধ পাচ্ছি৷ কেন জানি মনে হচ্ছে, ভারতের বিরুদ্ধে মাশরাফিকে না খেলানোর একটা তোড়জোর চলছে৷ একথা লিখছি, পত্রিকার খবরগুলোর ভিত্তিতেই৷ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার পর, মাশরাফিকে দলে ফেরানোর সম্ভাবনা নিয়ে নির্বাচকদের মন্তব্য ছিল৷ এসব মন্তব্য পড়লে ঘুরে ফিরে যা দাঁড়ায়, তাতে মাশরাফি ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে কোনভাবেই মাঠে নামতে পারবেন না৷ প্রথম ম্যাচের পর সুযোগ পেতে পারেন তিনি৷

আচ্ছা, ২০০৭ সালের বিশ্বকাপে মাশরাফি ভারত বধে বিশাল ভূমিকা রেখেছিল বলেই কি তাকে না খেলানোর চেষ্টা? কি জানি, সরকারের ভারতপ্রীতি হয়তো ক্রিকেটেও ঢুকে গেছে৷ তাই, দাদাদের প্রথম ম্যাচে বিব্রত না করতেই একটু ‘ছাড়’ দিয়ে খেলার চেষ্টা চলছে, যার বলি হচ্ছেন মাশরাফি বিন মর্তুজা৷

- ডার্ক হর্স / Dark Horse


মন্তব্য

সুহান রিজওয়ান এর ছবি

একদমই আবেগ নির্ভর দর্শকের দৃষ্টি থেকে বিচার করেছেন বলে মনে হচ্ছে।

ইনজুরি থেকে মোটামুটি সেরে উঠেই কোচকে মুগ্ধ করাতে মাঠে নেমে গেছেন মাশরাফি। প্রথম ম্যাচে রান দিয়েছেন দশ ওভারে ৫৫ আর রান করেছেন ৮ ( একদম এটিই না হলে কাছাকাছি কিছু হবে), একে মাঠ দাপিয়ে বেড়ানো বলে না।

কোলকাতা নাইট রাইডার্স-এ সাইডবেঞ্চে বসে থাকার সাথে বর্তমান অবস্থার কোন মিল দেখি না। মাশরাফি ভালো বোলার- সন্দেহ নেই। তবে স্লগ ওভারে একমাত্র মাশরাফিকেই আমি দেখেছি দুইদুইবার শেষ ওভারে ১৮ রান ডিফেন্ড করতে ব্যর্থ হতে। একবার নাইট রাইডার্সের হয়ে, একবার জিম্বাবুয়ের বিপক্ষে।

বাস্তবতা মেনে নিতে হয়। বিশ্বকাপের দলে মাইক হাসি পর্যন্ত সুযোগ পান নি। সেটা নিয়ে বসে থাকলে চলে না। আর দাদাদের 'ছাড়' দেবার এই কনস্পিরেসি থিওরি এই মুহুর্তে সমর্থকেদের দ্বিধায় ফেলতে পারে মাত্র- টাইগার শিবিরে কোন ভালো ফল আনবে বলে মনে হয় না।

অছ্যুৎ বলাই এর ছবি

সুহান, হাসির কেস পুরো ভিন্ন। সরলভাবে বললে, সে অসুস্থ থাকা সত্ত্বেও ১৫ জনের দলে ছিলো, সুস্থ হতে পারে নি, তাই বাদ; মাশরাফিকে ১৫ জনের দলে না রাখায় সেই সুযোগটাও দেয়া হয় নি। পারফর্ম্যান্স ফিটনেসের ব্যাপারগুলো নিচে বললাম। মাশরাফিকে নিয়ে একটা ক্যামোফ্লেজ সৃষ্টি করা হয়েছে। মাশরাফি মানেই লুলা!! আর সেই লুলা পোলাটাই ভাঙ্গা শরীর নিয়ে ৫০ ওভারের ম্যাচে 'পেস বোলার' হিসেবে খেলছে পুরোটা সময়! আমার পাড়ার ম্যাচে পেস বোলার হিসেবে খেলার অভিজ্ঞতা আছে। ফিটনেস ফেইক করা কাজটা অতো সহজ না।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অতিথি লেখক এর ছবি

আবেগ নির্ভর দর্শকের দৃষ্টি থেকে

একদমই মানছি আপনার এই কথা৷ আবেগই আমাদের সম্বল৷

কোচকে মুগ্ধ করাতে মাঠে নেমে গেছেন মাশরাফি

মাশরাফি অবশ্য কোথাও দাবি করেননি কোচকে মুগ্ধ করাই তার উদ্দেশ্য৷ কোচও কিন্তু বলেছেন, তাকে দলে নেওয়াটা কোচের উপর নির্ভরশীল নয়, এই সিদ্ধান্ত নেবে বিচারকরা৷ তাই, কোচকে মুগ্ধ করার বিষয়টা খুব একটা গুরুত্ব পাচ্ছেনা, অন্তত বাংলাদেশ দলের ক্ষেত্রে৷ আমি মনে করি, এর মাধ্যমে মাশরাফির মাঠে ফেরার আগ্রহটাই প্রকাশ পাচ্ছে, একেবারে লড়াকু যোদ্ধার মানসিকতা যেটা পেসারদের জন্য জরুরী৷

কনস্পিরেসি থিওরি এই মুহুর্তে সমর্থকেদের দ্বিধায় ফেলতে পারে মাত্র

আমি শুধু একটা আশঙ্কার কথা বলেছি মাত্র৷ এটাই সত্য এমনটা দাবি করছি না৷ দর্শক হিসেবে এতটা ঘাটানোর সাধ্যি আমার নেই৷'কনস্পিরেসি থিওরি' প্রচারের উদ্দেশ্যও আমার নেই৷

অদ্রোহ এর ছবি

বিশ্বকাপ যখন দোরগোড়ায়, তখন ব্যাপারটা চুকেবুকে যাওয়াই সবার জন্য ভাল।

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

অছ্যুৎ বলাই এর ছবি

সমস্যা থাকলে আলোচনা করাই ভালো, ফরগিভ অ্যান্ড ফরগেট সবক্ষেত্রে প্রয়োগ করলে ভুল থেকে শেখার স্কোপ থাকে না।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অনার্য সঙ্গীত এর ছবি

সুহানের মন্তব্যে সহমত।
লেখায় অফ যা

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

পুরো বিষয়টাতে কেমন যেন রাজনীতির গন্ধ পাচ্ছি৷

একদম ঠিক কথা।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

পোস্টের বর্তমান আবহাওয়ার প্রেক্ষিতে আমার উপরের মন্তব্য দ্বারা আমি যা বোঝাতে চেয়েছিলাম, সেটা পরিস্কার করা জরুরী বোধ করলাম।
আমার উপরের মন্তব্যে আমি বুঝাতে চেয়েছিলাম বাংলাদেশ ক্রিকেটের অভ্যন্তরীণ রাজনীতি; ভারত-বাংলাদেশ রাজনীতি না।
মাশরাফিকে নিয়ে ভারত-বাংলাদেশ রাজনীতি হবে সেটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না।

অছ্যুৎ বলাই এর ছবি

মাশরাফিকে দলে না রাখা নির্বাচকদের পক্ষ থেকে একটি অনেক বড়ো ভুল।

বিশ্বকাপের টীম সিলেকশনের ব্যাপারে নিয়মটি হলো -
১) ১৫তে থাকা কোনো ইনজুরড খেলোয়াড়ের বদলে স্ট্যান্ডবাই থেকে কাউকে নেয়া যাবে।
২) ১৫তে থাকা কেউ ইনজুরিতে না পড়লে স্ট্যান্ডবাই থেকে কাউকে ঢুকানো যাবে না, সে যতোই ফর্মে থাক বা ফিট থাক।

এই নিয়মের কারণেই অন্যান্য দলগুলো ইনজুরিতে পড়া খেলোয়াড়দেরকে দলে রেখেছে। ৯ ই ফেব্রুআরির ডেডলাইনে ইনজুরড কাউকে কাউকে বাদ দেয়া হয়েছে (যেমন, মাইক হাসি, প্রাভিন কুমার), আবার অনেক ইনজুরড খেলোয়াড় সেরে উঠেছে বা উঠছে। [মাইক হাসিকে বাদ দেয়াটা আমি অবশ্য অস্ট্রেলিয়ান নির্বাচকদের একটি ভুল হিসেবে দেখি। ওয়াটসন বাদে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যানই যেখানে ফর্মে নেই, সেখানে একজন ইনফর্ম হাসিকে বিশ্বকাপের পরের দিকে তারা প্রবলভাবে মিস করবে। ইন্ডিয়ার বিরুদ্ধে প্রাকটিস ম্যাচেই হাসির প্রয়োজনীয়তা বুঝা গেছে। ইন এনি কেস, হাসিকে ১৫ জনের দলে রাখা হয়েছিলো শেষ সময় পর্যন্ত, মাশরাফির ক্ষেত্রে পুরো উলটা নিয়ম, প্রথমেই আউট, তাকে সুযোগই দেয়া হয় নি।]

সুতরাং কমনসেন্সের সাথে গেলে মাশরাফিকে ১৫ থেকে বাদ দেয়া ভুল সিদ্ধান্ত ছিলো। কারণ, মাশরাফি ফিট হলেও তার দলে ঢোকার কোনো চান্স নেই, অন্য কেউ যদি ইনজুরিতে না পড়ে।

আবাহনীর সাথে ম্যাচে পুরো ১০ ওভার বল করা মাশরাফির ফিটনেসকেই সমর্থন করে। সাথে পুরোটা সময় মাঠে থাকা, ২টি এফোর্ট ক্যাচও তার আনফিট থিওরীর বিরুদ্ধে যায়। আবাহনীর এই ম্যাচটার ওপর লীগে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণ নির্ভরশীল ছিলো। সুতরাং সে আনফিট হলে আবাহনী তাকে নিয়ে এই রিস্কে যেতো না। আর পেস বোলিং সম্পর্কে ধারণা আছে এরকম যে কেউই জানেন, ফিটনেস ফেইক করা যায় না। আইদার ইউ হ্যাভ ইট, অর ইউ ডোনট। আনফিট পেসারের চেয়ে খনি বোলার ক্রিকেটে নেই। ফিটনেস না থাকলে স্পিন বোলিং করা যায়, ১০ ওভার পেস বোলিং না। আর বিশ্বকাপ শুরু হচ্ছে ওই ম্যাচের ২ সপ্তাহ পরে। বিশ্বকাপ চলবে একটা বিরাট সময় ধরে। পুরোপুরি ফিট মাশরাফিকে এর মধ্যে না পাওয়ার কোনো সম্ভাবনাই নেই।

অনেকে আবার ম্যাচ ফিটনেস নিয়ে বক্তৃতা দিবেন, লীগ ম্যাচ আর আন্তর্জাতিক ম্যাচের পার্থক্য নিয়ে বয়ান শোনাবেন, তাদের জন্য বলা যায় (যদিও এক্ষেত্রে তারা শুনতে প্রস্তুত নন), একজন অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়ের জন্য ম্যাচে ফিরতে ২/১টা ম্যাচই যথেষ্ট। শেভাগ, পন্টিংরা মাঠে নেমেই ফিফটি করতে পারলে লীগের ওই ম্যাচের পরে ২টা প্রাকটিস ম্যাচ খেলা মাশরাফির জন্য ছন্দ ফিরে পাওয়া কোনো ব্যাপার ছিলো না। মাশরাফির কামব্যাক ম্যাচগুলোর পরিসংখ্যানে গেলেই এটা বুঝা যাবে।

দলের ভেতরে পলিটিক্সের ব্যাপারটা মাঝে মাঝে বাইরে আসে। ক্যাপ্টেন হিসেবে কোচের অপছন্দ মাশরাফি, মাশরাফির ম্যাচ না খেলা, রকিবুলের অবসর, বুড়া মিয়া হাবিবুল বাশারকে কিক আউট, আশরাফুলের বিড়ালের ন্যায় লাইফ, মুশফিকের হাতের মাখনের স্তর দিনে দিনে পুরু হলেও উইকেট কীপার হিসেবে জহিরুল/ধীমানদেরকে অপাঙ্ক্তেয় ঘোষণা - এগুলা সুস্থ প্রাকটিস না। সাকিব-তামিমের ফর্ম আর স্পিন উইকেট এই অসুস্থতাকে কতোটা ঢেকে রাখতে পারবে দেখার বিষয়।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অতিথি লেখক এর ছবি

সহমত হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মাশরাফিকে দলে না রাখাটাই সবচেয়ে বড় ভুল। তবে ভারত-প্রীতির কারণে তাকে দলে রাখা হচ্ছেনা এমনটা ভাবতে পারছি না। মাশরাফি কেন, বাংলাদেশের কোন বোলারকেই আমি বিশ্বকাপে খেলছে এমন কোন দলকে গুঁড়িয়ে দিতে পারে (কিংবা আতংক সৃষ্টি করতে পারে) বলে মনে করি না।

স্বপ্নহারা এর ছবি

আপনার লেখার শেষ প্যারাটা পুরাই ফালতু জামাতি প্রোপাগান্ডা মনে হল! সরকারের ভারতপ্রেমের সাথে এটাকে জড়িত করা কষ্টকল্পনা তো বটেই, অসুস্থ কল্পনা...এইসব উদ্ভট থিওরি কোথায় পান?!
লেখাটা থেকেও তেমন কিছু পেলাম না...

সমস্যাটা কোচ-আর সাকিবের...এর সাথে সরকারকে জড়িত করার মানে নেই। মাশ্রাফিকে রাখার জন্য আবাহনীর ব্যাকিং ছিল সবচেয়ে বেশি! সাকিব অধিনায়ক হিসেবে বেশ ভাল পলিটিশিয়ান..."আমি এইরকমই", এই ভাব নিয়া সে অনেক কিছু করেই পার পেয়ে যাচ্ছে। হয়ত দলের মধ্যে ভাগাভাগি হোক এটা কোচ চাননি...খেলার মাঠের অভিজ্ঞতা থেকে জানি, টিমে দুইজন প্রমিনেন্ট খেলোয়াড় থাকলে বাকিরা দুইজনের কারো না কারো ছায়াতলে হাজিরা দেন। আর মাশরাফি সুস্থ হবেই, এটা কেউই বলেনি...সে যেন সুস্থ হওয়ার তাড়নায় নিজেকে শেষ না করে ফেলে সেটা দেখাটাও জরুরি। হয়ত সেজন্যেই সে ফিট হতে পেরেছে...

অন্যদিকে, শফিউল-রুবেল-নাজমুল কেউই এখন বোলার হিসেবে মাশ্রাফির চেয়ে খারাপ না...মাশ্রাফি বিশ্বকাপে সম্পদ অলরাউন্ডার হিসেবে, কিন্তু সে কয় ম্যাচ খেলতে পারত সেটা কারও জানা নেই...মাঝপথে টিম থেকে বের হয়ে যাওয়াও টিমের জন্য খুব ক্ষতিকর!

বলাইদা'র মন্তব্যে সহমত, যে টিমের এইসব কোন সুস্থ চর্চা নয়, এই করেই পাকিস্তান চিরকালীন ফালতু টিম রয়ে যায়, ভারত একসময় তলানিতে ছিল..
হয়ত সিডন্স চ্যাপেল-এর ভাবশিষ্য!

আর পিপিদা'ও ঠিক বলেছেন, আমাদের কেউ ওয়ার্ন-মুরলী-ব্রেট লি-স্টেইন নন (এখন পর্যন্ত) যে একাই বিপক্ষকে ধসিয়ে দেবেন। মাশ্রাফি ইনিংসের শুরুতে অসাধারণ হলেও স্লগ ওভারে আমার দেখা সবচেয়ে বাজে বোলার...

আমি নিজে মাশ্রাফির ব্যাপক ভক্ত, কিন্তু এসব বিবেচনা করে আমি নিজেও চুপ হয়ে গিয়েছি! আমাদের এখন যা আছে তা নিয়েই সাজাতে হবে...ভারতের বিপক্ষে তিনজন পেসার খেলানো উচিত, কারণ ভারতীয় দলে বেশ কয়জন বাঁহাতি যাদের বিপক্ষে বাঁহাতি স্পিন ব্যাপক হাস্যকর হয়ে যাবে...

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

অতিথি লেখক এর ছবি

মাশ্রাফিকে রাখার জন্য আবাহনীর ব্যাকিং ছিল সবচেয়ে বেশি

চমৎকার লিখেছেন৷ আহা, নির্বাচকদের মাঝেও মাশরাফির এমন ব্যাকিং থাকলে বিশ্বকাপ দলে নাম নিশ্চিত হয়ে যেত৷
আসলে আমাদের রাজনীতি, আমাদের সংবাদমাধ্যম আমাদেরকে এমনটা ভাবতে শেখায়৷ সব জায়গায় রাজনীতি, দুর্নীতির আশঙ্কা আমাদের নিত্যসঙ্গী৷

আর মাশরাফি সুস্থ হবেই, এটা কেউই বলেনি

আমি কাল বেঁচে থাকবো এমনটা কেউ বলেনি৷ তবে, সম্ভাবনা আছে, বয়স কম, রোগ বালাই নাই৷ তাই এই সম্ভাবনা৷ আপনার ক্ষেত্রেও বিষয়টা প্রযোজ্য৷ খেলার মাঠে চিন্তা করলে মাশরাফির সম্ভাবনা ছিল বিশ্বকাপের আগে সুস্থ হবার, কিন্তু সেই সম্ভাবনাটুকুকে গুরুত্ব দেওয়া হয়নি৷ এজন্যই বঞ্চিত তিনি৷

ভারতের বিপক্ষে তিনজন পেসার খেলানো উচিত

আপনার সঙ্গে সম্পূর্ণ একমত৷ এই জায়গাটাতেই মাশরাফিকে দরকার ছিল৷ যেটা প্রমাণ হয় ২০০৭ সালে৷ ভারত বধে ৩৮ রানে চার উইকেট কম সাফল্য নয়৷

- ডার্ক হর্স / Dark Horse

স্বপ্নহারা এর ছবি

মাশরাফিকে দলে না রাখার ব্যাপারে সিডন্স-সাকিবের ভূমিকাই সবচেয়ে বেশি...নির্বাচকদের সামনে আশ্রাফুল-রকিবুল-কাপালি ঝামেলাও ছিল...যেখানে মনে হয়, সব কূল রক্ষার জন্যই মাশ্রাফি বাদ...আ্মিতো চাই, মাশ্রাফি আশ্রাফুল-রকিবুলের বদলে দলে থাকুক.....
যাই হোক, আসল কথা এই দলটাই বিশ্বকাপ খেলবে, তাই তাদের সবার জন্য শুভকামনাটাই জরুরী...ব্যক্তির চেয়ে দল ও দেশ অবশ্যই বড়...

আমি চাই, এই পেসাররাই মাশ্রাফির অভাব ভুলিয়ে দেবে!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

অতিথি লেখক এর ছবি

মাশরাফির প্রতি আমার কেমন একটা দুর্বলতা আছে।
তবুও, বোর্ডের সিদ্ধান্তই যেহেতু চূড়ান্ত, সো এইখানে আর ভারতপ্রীতির গন্ধ না খোঁজাটাই মনে হয় ভালো হবে।
মাশরাফির জন্য শুভকামনা। বাংলাদেশ দলের জন্য শুভকামনা।

---আশফাক আহমেদ

মানিক চন্দ্র দাস এর ছবি

ভারত কে জেতাতে শুধু মাশরাফি কে না খেলালেই হবে এটা আপনার কেন মনে হচ্ছে? যে খেলোয়াড়েরা এখন আমাদের দেশের হয়ে খেলবে তাদেরই কি ভারতকে হারানোর যোগ্যতা নেই? সুহান ভাইয়ের বক্তব্যের সাথে সহমত।

অতিথি লেখক এর ছবি

আমার মতে, মাশরাফিকে ১৫ জনের দলেও না রাখাটা কিছুটা বিলাসিতা (নাকি নির্বাচকদের নির্বুদ্ধিতা?) হয়ে গেছে। বিশ্বকাপের প্রথম ম্যাচই ভারতের সাথে আর মাশরাফি ভারতের বিপক্ষে পরীক্ষিত সৈনিক। খোদা না খাস্তা, আমরা বোধ হয় মাশরাফিকে প্রবলভাবেই মিস করব সে ম্যাচে। টেকনিক্যালি, অন্তত প্রথম দু-তিনটা ম্যাচে মাশরাফিকে এখন আর দলে নেওয়ার তেমন সুযোগ নেই।

এখন মাশরাফির অভাবে দর্শকদের হাত কামড়াতে না হলেই হয় (মাশরাফির নিজেরও বোধ করি খেলতে না পেরে একই অবস্থা - ইন ফ্যাক্ট, তার নিজের অসতর্কতা ও খামখেয়ালিপনাও অনেকটা দায়ী এর জন্য)!

বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকবে। শুভকামনা থাকবে মাশরাফির জন্যও। যত শীঘ্র সম্ভব সে দলে ফিরবে, তার পরিচিত বিধ্বংসী রূপ আমরা এই বিশ্বকাপেই দেখার সুযোগ পাব - এটাই এখন আমাদের সাধারণ দর্শকদের চাওয়া-পাওয়া হওয়া উচিত।

আর রাজনীতির কথা কী বলি। সবকিছুর ভিতরেই রাজনীতির গন্ধ শোঁকাটা আমাদের জাতীয় চরিত্র হয়ে দাঁড়িয়েছে। আসুন অন্তত খেলাধূলাকে এর থেকে দূরে রাখি।

কুটুমবাড়ি

ফারুক হাসান এর ছবি

পোস্টের বক্তব্যের সাথে অসহমত।

মূল বক্তব্যটা ফালতু। ভারতপ্রেমের কারণে মাশরাফিকে বাদ দেয়ার ফ্যান্টাসিটা আজগুবি ছাড়া আর কিছুই না। গত বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়লাভে কেবল মাশরাফির একক কোনো ভূমিকা ছিল না, জয়টা ১০০ভাগ দলগত।

এবারের টিম, মাশরাফি ছাড়াই, ২০০৭য়ের চেয়ে অনেক ভাল। বোলিং ডিপার্টমেন্টে শফিউল ও রুবেল মাশরাফির অভাব পূরণে যথেষ্টই সক্ষম।

বোলার মাশরাফির চেয়েও আসলে বেশি প্রয়োজন ছিল ব্যাটিং পাওয়ার প্লেতে ব্যাটসম্যান মাশরাফির। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা ব্যাটিং পাওয়ার প্লে। সেখানে মাশরাফিকে কাজে লাগানো যেত।

মাশরাফিকে দলে রাখতে হলে ১৫ জনের দলে তাকে নেয়া ফরজ ছিল। এখন যতই হাউকাউ হোক না কেন, মাশরাফির বিশ্বকাপ খেলা সুদূর পরাহত, বাস্তব কারণেই। সুতরাং এই নিয়ে জল ঘোলা করার কোনো মানে হয় না। আলু কালু পত্রিকার যারা জল ঘোলা করতে চায়, তারা ইতিমধ্যেই একটা ক্যাচাল লাগিয়ে ফেলেছে- মাশরাফি আর জিমি সিডন্সকে মুখোমুখি দাড় করিয়ে। কোচের হাতে তুলে দেয়া ১৫ জনের লিস্টের বাইরের কারো জন্য সময় দেয়া, বিশেষ নজড়দারি করার মত সময় কোচের এখন নাই। আলু পত্রিকার সাম্বাদিক ভাইদের সেটা উপলব্ধি করা জরূরী। মাশরাফিকেও বাস্তবতা মেনে নেয়া উচিত। অযথা কোচের সাথে ঝগড়ার কোনো কারণ দেখি না।

দুটো ব্যাপার পরিস্কার।
(১) যেমনটা বলাইদা বলেছেন - নির্বাচকের বলদামির কারণে মাশরাফির সার্ভিস থেকে বাংলাদেশ বিশ্বকাপে বঞ্চিত হবে।
(২) ক্রিকেট দল, কোচ, নির্বাচক দলের বাইরেও আরেকটা দল আছে যারা সবসময় ঘোঁট পাকিয়ে, দলের আভন্ত্যরীণ কোন্দলকে উষ্কে দিয়ে নিজেদের স্বার্থ হাছিলের ধান্দায় থাকে। মাশরাফি এখন তাদের হাতের পুতুল।

অতিথি লেখক এর ছবি

চলুক
একদম মনের কথা বলেছেন বস। এইকথাগুলাই বলতে চাচ্ছিলাম, কিন্তু গুছায়ে লিখতে পারতেছিলাম না।

-------------------------------
মৌন কথক

অতিথি লেখক এর ছবি

মাশরাফিকে ১৫ জনের দলে না রাখাটা হয়ত ভুলই ছিল, কিন্তু এর মধ্যে ভারতপ্রিতি খুজেঁ বের করে আনাটা... নাহ ভাই, আপনার কল্পনা শক্তির তারিফ না করে পার্লাম্না।
মাশরাফি ইস্যুটা আসলে গত ১৯ তারিখেই শেষ হয়ে যাওয়া উচিৎ ছিল, পত্রিকা গুলো হুদাই মানুষ নাচাচ্ছে, দলের মধ্যেও একটা রেষারেষি এরাই তৈরি করে ফেলছে মনে হচ্ছে। মনে আছে এর আগে একবার অধিনায়কত্ব নিয়ে সাকিব-মাশরাফিকে মুখোমুখি করে ফেলল মিডিয়া, অথচ ওদের দুজনই বারবার বলছিল ওদের মাঝে কোন সমস্যা নাই।
বিশ্বকাপের দুই-চারদিন আগে এইসব বিতর্কে (যেই তুলুক না কেন) আমি শুধু দলের ক্ষতিই দেখতে পাচ্ছি, তাই সমালোচনা গুলো বিশ্বকাপের পরের জন্য তুলে রাখেন, এমনিতেও এখন এইগুলো বলে লাভ নেই, কারন দলে পরিবর্তন আনা এই মুহুর্তে সম্ভব না।

-----------------------------
মৌন কথক

হিমু এর ছবি

শফিক গেলমানীয় পোস্ট হয়েছে। আসুন একটা দৃশ্য কল্পনা করি। মনমোহন সিং পাগড়ি খুলে বাতাস করতে করতে ফোন করেছেন শেখ হাসিনাকে। বলছেন, ম্যাডাম প্রাইম মিনিস্টার, ইউ নিড টু গেট রিড অফ মাশরাফি। ইউ নো উই সাপোর্ট ইয়োর গভর্নমেন্ট। আই উড আর্জ ইউ টু পন্ডার ওভার দ্য পয়েন্ট দ্যাট দিস মাশরাফি গাই ইজ আ থ্রেট টু দ্য সভেরেনটি অফ ইনডিয়া। উই নিড টু লুক ফরওয়ার্ড টু ক্লোজিং দ্য গ্যাপ বিটুইন টু নেশনস। শেখ হাসিনা তখন বলছেন, স্যার প্রাইম মিনিস্টার, উই উইল ডেফিনিটলি পুল মাশরাফি আউট। ডু নট ওয়ারি। লং লিভ দ্য ফ্রেন্ডশিপ বিটুইন ইনডিয়া অ্যান্ড আওয়ামী লীগ। ... এইটাই তো লিখতে চেয়েছিলেন, তাই না হাসি?

অতিথি লেখক এর ছবি

আমিও সুহান রিজওয়ান ভাই এর সাথে একমত।
---------------------------------------------------------
Sad Quote
Sad Poems

অতিথি লেখক এর ছবি

ফারুক হাসানের মন্তব্য টুকে দিচ্ছি।

ক্রিকেট দল, কোচ, নির্বাচক দলের বাইরেও আরেকটা দল আছে যারা সবসময় ঘোঁট পাকিয়ে, দলের আভন্ত্যরীণ কোন্দলকে উষ্কে দিয়ে নিজেদের স্বার্থ হাছিলের ধান্দায় থাকে। মাশরাফি এখন তাদের হাতের পুতুল।

এটাই হল এই পোস্টের উপযুক্ত প্রতিক্রিয়া।
একটা ব্যক্তিগত কৌতুহল, শিবিরের লোকেরা যথেষ্টই চৌকস ও ঝানু হয় বলে আমার ধারণা ছিল। নিজেদের মনের কথা তারা আরো তেল-মাখন মাখিয়ে বলতে পারঙ্গম। সেখানে "কালোঘোড়া"র মত জবরদস্ত বলদিয়া রিক্রুটেড হয়ে গেল কিভাবে ?

-------------------
সাত্যকি

-------------------

অছ্যুৎ বলাই এর ছবি

বলতে ভুলে গিয়েছিলাম, পোস্টের ছাগুবক্তব্যে দ্বিমত। পোস্ট লেখকও আশাকরি তার বক্তব্যের ভুলটা বুঝতে পারবেন। এ ব্যাপারে তার একটা মন্তব্য আশা করি। নাহলে স্টেরিওটাইপড দাদাবিদ্বেষী ছাগুপোস্ট সচলে কেন থাকবে, এ প্রশ্ন আসবে।

ইন জেনারেল, সুযোগসন্ধানী ছাগুরা সুযোগ হেলায় হারায় না, সেটা ফালানী হত্যা হোক, টিপাইমুখী বাঁধ হোক আর মাশরাফি কেস হোক। প্রত্যেকটা বিষয়ই দরকারী; কিন্তু ছাগুরাই ম্যাৎকারে ম্যাৎকারে বিষয়টার গুরুত্ব নষ্ট করে ফেলে। তাদের কাজই এই। বাংলাদেশের স্বার্থে বাঁশ দেয়া, সাথে বাংলাদেশের সরকারকেও বাঁশ দেয়া; বাংলাদেশ যতো ডুববে, তাদের মজা ততো বাড়বে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অতিথি লেখক এর ছবি

বাংলাদেশ যতো ডুববে, তাদের মজা ততো বাড়বে।

এই লাইনটায় আপত্তি জানাচ্ছি৷ বাংলাদেশের প্রতি আপনার যেমন ভালোবাসা আছে, আমার কিন্তু কম নেই৷ আমাদের দেশ, আমার অহংকার - গর্বের সঙ্গেই বলি এই কথা৷ কিন্তু দেশের কোন অসঙ্গতি নিয়ে বলাই কি দেশ বিরোধিতা? আপনার কথা শুনে মনে হচ্ছে, আপনি সেই দলে যারা বিশ্বাস করে দেশপ্রেম প্রদর্শন মানেই হচ্ছে আওয়ামী লীগকে সমর্থন করা৷দুঃখিত ভাই, মনে প্রাণে বিশ্বাস করি শেখ মুজিব জাতির জনক৷ এর অর্থ এই নয়, যে বর্তমান সরকারকে তোষামোদ করে চলতে হবে আমার৷
পোস্ট বিষয়ে আসছি, মাশরাফিকে নিয়ে যা কিছু লিখেছি, সেটা আমার নিজস্ব মতামত মাত্র৷ হয়তো, তাকে নিয়ে আমার হতাশারই বহিঃপ্রকাশ ঘটেছে এখানে৷পত্রিকাগুলোতে প্রকাশিত নানা মন্তব্য দেখেও এটাই মনে হয়েছে৷ এই নিয়ে অসহমত থাকতেই পারে৷ সাধুবাদ জানাই যেকোন প্রাসঙ্গিক মন্তব্যকে৷

- ডার্ক হর্স / Dark Horse

অছ্যুৎ বলাই এর ছবি

আপনাকে কিন্তু ছাগু বলি নাই। সুযোগসন্ধানী ছাগুদের চরিত্র সম্পর্কে বলেছি। আপনার কাছ থেকে শুধু একটা মন্তব্য চেয়েছি, যাতে মাশরাফিকে বাদ দেয়ার কারণ হিসেবে বাংলাদেশ সরকারের ভারতের সাথে হাত মিলানো তত্ত্ব সম্পর্কে আপনার স্পষ্ট বক্তব্য থাকবে।

এখানে সহমত-অসহমত নিয়ে মাথা না ঘামানোই ভালো। যেমন, মাশরাফিকে দলে রাখার ব্যাপারে সুহান ও আমার ভিন্নমত আছে; কিন্তু আমাদের উদ্দেশ্য একই, তাহলো দেশের স্বার্থ। কিন্তু যেসব ছাগু "মাশরাফির বাদ পড়া খারাপ; কারণ, সেটা ভারতের ষড়যন্ত্র" বলতে চায়, তাদের সাথে আমার অমিল আছে, কারণ, তাদের উদ্দেশ্য দেশের যায়গামতো বাঁশ দেয়া। সরকারের কাজের সমালোচনা করা আর হাওয়াই তত্ত্বের ওপর ভর করে স্বাধীন বাংলাদেশের সরকারকে ভারতের দালাল বানিয়ে বক্তব্য দেয়া এক জিনিস না।

আপনার বক্তব্য ক্লিয়ার করেন। মাশরাফি কি ভারতের ষড়যন্ত্রে বাদ পড়েছে?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

দ্রোহী এর ছবি

উটপোঁদ শুভ্রকে বাংলাদেশ দলের কোচ ও প্রধান নির্বাচক বানাবার জোর দাবি জানিয়ে গেলাম। তাহলে আশরাফুল-মাশরাফুল নির্বিশেষে সবাই খেলার সুযোগ পাবে। পত্রিকাওয়ালারও কাঁদুনি গাইবার সুযোগ পাবে না।

Pial এর ছবি

প্রথম আলো/শুভ্র মাশরাফির বাদ পড়ার পর কাঁদুনি গায়নি|

ধুসর গোধূলি এর ছবি

মাশরাফির জন্য তো আলু-উটপোঁদ শুভ্র কাঁদুনি গাইবে না। এদের কাঁদুনি সংরক্ষিত আছে/থাকে রদ্দিমালের জন্য।

অতিথি লেখক এর ছবি

মাশরাফি খেলতে পারবে না দেখে আমাদের দুঃখ কম হয়নি ভাই...অনেক দুঃখ পেয়েছি। তবে ব্যাপার হল কি, একটা দলের মাঝে অনেক কিছুই থাকে যেটা আমাদের মতো ক্রিকেট পাগল মানুষেরা অনেক সময় বুঝতে চাই না। আপনার ভারত ষড়যন্ত্রের কথা বলাটা আমার কাছে যুক্তিযুক্ত ঠেকল না। তবে হ্যা, ষড়যন্ত্র একটা হচ্ছে এটা ঠিক। মাশরাফি বাদে এমন অনেক খেলোয়াড় আছেন যারা কিছুদিনের মধ্যে সিডন্সের কাছে দৃষ্টিকটু।

কি আর করার আছে ভাই, যারা আছে, তাগোর লাইগাই এহন ঘরে বইয়া দোয়া করেন...হাসি

_______________________________________________________________

মেঘদুত

অতিথি লেখক এর ছবি

একটা দলের মাঝে অনেক কিছুই থাকে যেটা আমাদের মতো ক্রিকেট পাগল মানুষেরা অনেক সময় বুঝতে চাই না

সহমত৷ - ডার্ক হর্স

অতিথি লেখক এর ছবি

শেষের দিকের মন্তব্যগুলো পড়ে সত্যিই একটু খটকা লাগলো। প্রথম দিকে কেউ কেউ লেখকের সাথে সহমত জানাচ্ছিলেন, কেউ কেউ অসহমত। কিন্তু কেউ একজন লেখায় ছাগুগন্ধ পেয়ে যাওয়ার সাথে সাথে আবার সহমত জানানো লেখকেরা ডিসক্লেইমার দিতে শুরু করলেন। -অদ্ভুত, তারা কি পুরো লেখা না পড়েই কমেন্ট করেছেন?

আর ভারতবিরোধীতার সাথে ছাগু হওয়ার সম্পর্কটাও আমার কাছে পরিস্কার না। মাঝে মাঝে বিভিন্ন ব্লগের ছগু-ভাদা তর্ক দেখে মনে হয় বাংলাদেশ বলে কোন দেশ নেই, ভারত এর নিন্দা মানেই পাকিস্তানপ্রিতি আর পাকিস্তানের নিন্দা মানেই ভারতপ্রিতি।

-------------------------------
মৌন কথক

অছ্যুৎ বলাই এর ছবি

কিন্তু কেউ একজন লেখায় ছাগুগন্ধ পেয়ে যাওয়ার সাথে সাথে আবার সহমত জানানো লেখকেরা ডিসক্লেইমার দিতে শুরু করলেন।

পোস্টে মূল বিষয় ২টা।
১) মাশরাফির বাদ পড়া উচিত কিনা।
২) মাশরাফিকে বাদ দেয়া ভারতীয় দাদাদের তুষ্ট করতে আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্র কিনা।

আমি কাউকেই দেখছিনা, যে পুরো পোস্টে সহমত জানিয়ে পরে ডিসক্লেইমারে গেছেন। ইনফ্যাক্ট ২ নম্বর পয়েন্টটা এতো ফালতু যে ওটায় ফোকাস করলে ১ নম্বর পয়েন্টই (যেটা মূল সমস্যা) আর আলোচনায় আসবে না।

এই পোস্টে যেটা করা হয়েছে তার নাম ভারতবিরোধিতা না, তার নাম হলো বাংলাদেশের পোন্দে বাঁশ ঢুকানো। ভারতবিরোধিতার ক্যামোফ্লেজ সৃষ্টি করে বাংলাদেশকে বাঁশ দেয়ার উদাহরণ স্বাধীনতা যুদ্ধের সময়কার অপপ্রচারণাগুলো, যেখানে মূল কাজ ছিলো মুক্তিযোদ্ধাদেরকে বাঁশ দেয়া। আর এখানে মুক্তিযোদ্ধাদের পরিবর্তে এসেছে বাংলাদেশ সরকার। ভারতের কোনো আকামকে হাইলাইট করা হচ্ছে না, যেটা সীমান্তে বাংলাদেশী হত্যার ক্ষেত্রে হয়। 'ভাদা' শব্দটা ছাগুদের আবিষ্কার। আমি এখন পর্যন্ত কোনো ব্লগে কোনো ভারতের দালাল বাংলাদেশী দেখি নাই। দুয়েকটা উদাহরণ দিয়েন। তাহলে ছাগুদের হারের সাথে একই রেটে ভারতের দালালী করা বাংলাদেশী আলোচনায় আসবে কিনা বুঝতে পারবো।

ছাগুদের ট্রিক বুঝতে এই পোস্ট একটা পারফেক্ট উদাহরণ হতে পারে। মাশরাফিকে না নেয়ার আসল সমস্যার আলোচনা বাদ দিয়ে আওয়ামী লীগ সরকারের দেশ বিক্রির ষড়যন্ত্র নিয়েই আলোচনা হবে। মাশরাফির খেলা-না খেলার বিষয় ওখানেই শেষ।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ধুসর গোধূলি এর ছবি

কথিত আছে, আমাদের আশু ভারতের বিপক্ষে ব্যাট হাতে ঝলসে উঠলেই ভারতের অবস্থা কাহিল হয়ে যায়। পরিসংখ্যানও মোটামুটি তাই বলে। দাদা'দেরকে তাদের প্রথম খেলায় বিব্রতকর অবস্থা থেকে মুক্তি দিতে তো তাহলে আশুকেই দল থেকে বাদ রাখাটা বেশি দরকারী ছিলো।

রাজনীতির গন্ধ পেলে এখানে পান, মাশরাফি কেনো খেলছে না, সেখানে মূলত নির্বুদ্ধিনীতি থাকলেও আপনি যে রাজনীতির গন্ধ খুঁজছেন সেটা সেখানে পাবেন না।

অমিত আহমেদ এর ছবি

মাশরাফিকে নিয়ে নির্বাচকদের হিসেবে কিছু ভুল থাকলেও তাদের সদিচ্ছা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। পোস্টের দ্বিতীয় অংশটুকু কাঁঠালপাতা চিবানো প্রানীসদৃশ মস্তিষ্কধারীর পক্ষেই লেখা সম্ভব। এই ধরনের ছাগুপোস্ট সচলের প্রথমপাতায় দেখতে ইচ্ছে করে না।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।