আবারও রুপালী

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ০৩/০৭/২০১১ - ৯:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ইদানিং মোটাসোটা বই দেখলেই ভয় পাই । তাই খুজে খুজে দোকান থেকে একটা চিকন বই বের করলাম । শিরোনাম – “বিষয়ঃচলচ্চিত্র” সত্যজিৎ রায়ের লেখা চলচিত্র সমালচনা। বইটি পড়ে যেটা মনে হলো - কিছু বিষয় স্থির কিম্বা চলমান দুটি ক্ষেত্রে সত্য । যেমন- বিষয়বস্তু যেমনই হোকনা কেন দশর্ককে সেটা বোঝানোর ক্ষেত্রে যে ভাষা ব্যাবহার করা হয়, ক্যামেরার সাথে সাথে কম্পোজিশন, কালার এবং আধুনিক টেকনোলোজি সেই ভাষা প্রকাশে সাহায্য করে। একটি ছবি সাদাকালো করার আগে যেটা ভাবা জরুরী, ছবিটির বিষয়বস্তু সাদাকালো ছবির দাবি রাখে কিনা। এই সহজ কথা গুলো ছবি প্রসেসিং করার সময় কখনো ভেবে দেখিনি। ভাষা প্রকাশের বিষয়টি এতোটাই জরুরী যে, অভাব,দুখ্‌ কষ্ট প্রকাশে যেখানে সাদাকালো আলাদা দাবি রাখে, সত্যজিৎ রায় “অশনি সঙ্কেত” ছবিটি রঙিন করেছিলেন এর কিছু দৃশ্যের রঙিন চিত্রের ব্যাবহারের চাহিদায়।

আমার আগের পোস্টটিতে আমি সাদাকালো ছবির একটি সিরিজ করেছিলাম, উদ্দেশ্যটা ছিলো রুপালি পৃথিবী টা তূলে ধরা। এবারো সেই চেষ্টাই রইলো।

হোকনা সেটা রুপালি চাঁদের আলোয় অতি পরিচিত– এই রাত তোমার আমার –
১।
DSC_0185zz-1

কোন এক কালের রুপালি সপ্নের মতো রুপালি ইলিশ –
২।
20101219-DSC_0663

শৈশবের রুপালি ঘাষ ফুল-
৩।
DSC_0328-1

ঘরে আটকে পরা রঙিন কোন প্রজাপতির বিবর্ণ স্বপ্ন –
৪।
20100606-DSnC_0468

বিবর্ণ একঘেয়ে দিন –
৫।
20100606-DSC_0468

হারানো স্বাধীনতা –
৬।
DSC_0563

হারানো সম্পর্ক –
৭।
20101129-DSC_0088

হারানো সুর –
৮।
20101129-DSC_0074

তবু বুকে জ্বলে উঠুক প্রত্যয়ের আগুন –
৯।
20100807-DSC_0098

দেখুকনা আবার কোন কাঁচ-স্বপ্ন –
১০।
DSC_0139

ইচ্ছেরা আবার ডানা মেলুক হাওয়ায়
১১।
20101129-DSC_0068

রুপালি ধারায় ধুয়ে যাক সবার সকল কষ্ট – এই বর্ষায় –এই কামনায়
- মোঃ মোর্শেদ আনোয়ার (পুলক)


মন্তব্য

তারাপ কোয়াস এর ছবি

অপূর্ব! চলুক


love the life you live. live the life you love.

মোর্শেদ আনোয়ার(পুলক) এর ছবি

অনেক অনেক ধন্যবাদ ! মন্তব্য পেয়ে অনেক ভাল লাগলো।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ইলিশের ছবিটা কি আসলেই রাতের? নাকি দিনকে রাত করা হয়েছে? সুন্দর ছবিগুলো।

মোর্শেদ আনোয়ার(পুলক) এর ছবি

নাহ ছবিটি দিনের আলোয় তোলা। বুঝলাম ভাষা প্রকাশে ফেল মারছি!! অনেক অনেক ধন্যবাদ। হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দু:খিত, আমি আসলে লেখা পড়িনি। শুধুই ছবি দেখেছি।

মোর্শেদ আনোয়ার(পুলক) এর ছবি

দু:খিত হবার একদম কিছু নেই!! লইজ্জা লাগে ...যে কোন ভাবেই হক, আপনাদের সব মন্তব্য আমার জন্য অনেক বেশি জরুরি! সত্যি কথা বলতে , সেই উদ্দেশেই পোস্ট করা! চোখ টিপি

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

চলুক

মোর্শেদ আনোয়ার(পুলক) এর ছবি

অনেক অনেক ধন্যবাদ!

কবি-মৃত্যুময় এর ছবি

১, ২, ৫, ১১ খুব সুন্দর!! চলুক

মোর্শেদ আনোয়ার(পুলক) এর ছবি

অনেক অনেক ধন্যবাদ ! ৫ নং টা আমার অনেক প্রিয়, এক হাতে ভারি ক্যামেরা ধরে অন্য হাত তুলতে বেশ কষ্ট হয়ছিল ফোকাস রাখতে!

তিথীডোর এর ছবি

গুল্লি
৪, ৭ আর ১১তে তারা।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মোর্শেদ আনোয়ার(পুলক) এর ছবি

অনেক অনেক ধন্যবাদ ! ১১ নং টা আমার প্রথম কনসেপ্ট ভিত্তিক ছবি তোলার চেষ্টা ছিল! ভালো লেগেছে জানে অনেক ভালো লাগলো!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ

______________________________________
পথই আমার পথের আড়াল

মোর্শেদ আনোয়ার(পুলক) এর ছবি

অনেক অনেক ধন্যবাদ!

কৌস্তুভ এর ছবি

সুন্দর।

তবে হ্যাঁ, এসব কিছুই না - আমাকে কেউ এট্টা ডিএসএলআর গিফট করলেই এরচেয়েও ভালো ভালো ছবি আমি কতো তুলতাম! খাইছে দেঁতো হাসি

তারাপ কোয়াস এর ছবি

কৌস্তুভদা, আমাকে হাজার দুয়েক মার্কিন ডলার ওয়ের্ষ্টান ইউনিয়নে পাঠাইলে একটা চকচকা ডিএসএলআর উপহার হিসাবে আপনার কাছে পৌছে যাবে। কসম হাসি


love the life you live. live the life you love.

মোর্শেদ আনোয়ার(পুলক) এর ছবি

অনেক ধন্যবাদ ! হো হো হো ... ডি এস এল আর গিফট!!! ... স্কুলে থাকার সময় বিদেশরত মামা চাচাদের নিয়ে এরকম স্বপ্ন দেখতাম...বয়স কালে আইনত মামা চাচাদের নিয়ে দেখি...আশায় আশায় দিন যে গেল।।কিন্তু মন খারাপ...সেটা যাই হোকও...১, ৭, ৮ ছাড়া বাকি ছবি গুলো ডিজিটাল ক্যামেরা দিয়ে তোলা যেত!
ছবি তোলা নেশা হলে ফটোগ্রাফি নরামাল ক্যামেরা দিয়েও করা যাবে.....সীমাবদ্ধতা অবশ্যই থাকবে ...বেশির ভাগ লেন্সের দাম দেখলে যেটা আমিও বোধ করি মন খারাপ...আমার জানি আমার মত অনেকেই করে!

অপছন্দনীয় এর ছবি

আরে আগে বলবেন তো... এটুকুও যদি আপনার জন্য করতে না পারি তাহলে আর পেটুকভ্রাতৃত্বের অর্থ কী থাকে?

এই আপনাকে কথা দিলাম, কিনে নয়, আমারটাই আপনাকে পাঠিয়ে দেবো - ওটা কাজ করা বন্ধ করে দেয়া মাত্রই... ট্যাঁক থেকেও কিছু খসাতে হবে না, পাঠানোর খরচাও আমি-ই দেবো (ওই বস্তু এখানে ডাম্প করতে গেলে আমার মেইল খরচার কয়েকগুণ কড়ি গুণতে হবে কিনা...)

খালি একটু ধৈর্য ধরুন, এই আর বছর কয়েক মাত্র... ওটার লাইফ সাইকেল শেষ হলেই হলো...

আশালতা এর ছবি

ছবি এবং ক্যাপশন সবগুলোই সুন্দর। কিন্তু প্রথম ছবিটা অতি অতি সোন্দর্য।

----------------
স্বপ্ন হোক শক্তি

মোর্শেদ আনোয়ার(পুলক) এর ছবি

মন্তব্য পড়ে অনেক অনেক ভালো লাগলো... অনেক অনেক অনেক ধন্যবাদ

সুরঞ্জনা এর ছবি

বাহ! সুন্দর। হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

মোর্শেদ আনোয়ার(পুলক) এর ছবি

অসংখ্য ধন্যবাদ!!

আয়নামতি1 এর ছবি

সুন্দর চলুক

মোর্শেদ আনোয়ার(পুলক) এর ছবি

অনেক অনেক ধন্যবাদ!

বইখাতা এর ছবি

সুন্দর। প্রথম ছবিটায় একটা অতিপ্রাকৃত ভাব আছে!

মোর্শেদ আনোয়ার(পুলক) এর ছবি

অনেক অনেক ধন্যবাদ! ১ম ছবিটি রাতে লং এক্সপোসারে তোলা ...সেই সাথে গ্রিন ফিলটারিংয়ের জন্য পাতাগুলা একটু বেশি চকচক করছে । ইচ্ছা করেই করা যেন পুর্নিমা আবহ আসে ...মেঘের কারনেও সব মিলিয়ে একটু অন্যরকম হয়ে গেছে হয়ত! ...শাবনুর হয়ে যায়নি তো ?

অপছন্দনীয় এর ছবি

চলুক

মোর্শেদ আনোয়ার(পুলক) এর ছবি

অসংখ্য ধন্যবাদ!!

ছাইপাঁশ এর ছবি

১ আর ৬ নম্বর ছবিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে।

মোর্শেদ আনোয়ার(পুলক) এর ছবি

অনেক অনেক ধন্যবাদ!!

রোমেল চৌধুরী এর ছবি

চমৎকার!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

মোর্শেদ আনোয়ার(পুলক) এর ছবি

অনেক অনেক ধন্যবাদ!!

সাত্যকি. এর ছবি

সবাই তো আমার কথা দেখি বলেই দিয়েছে।
তবু আবার বলি, সুন্দর, সুন্দর, খুব সুন্দর।

মোর্শেদ আনোয়ার(পুলক) এর ছবি

সবাইকে বলেছি...আপানাকেও বিশেষ ভাবে বলছি ...ধন্যবাদ অনেক অনেক অনেক ধন্যবাদ!! হাসি

দুষ্ট বালিকা এর ছবি

হুট করেই দেখে প্রায় নির্বাক বনে গেলাম! ফটোগ্রাফি না করলেও শখ আছে ষোলআনা। ছবিগুলো ভালো লাগলো! হাসি আপনি নিয়মিত লিখুন! আর বিষয় চলচ্চিত্র আমার প্রিয় বই গুলোর একটা! হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মোর্শেদ আনোয়ার(পুলক) এর ছবি

ফটোগ্রাফি ইচ্ছাটা থাকলে অবশ্যই শুরু করে দিন...প্রথমে একটু সময় নিবে কিন্তু এরপর দেখবেন ক্যামেরা আপনার কথা গুলো বলা শুরু করছে! আমি খুব অল্পতেই অনুপ্রানিত হই। নিয়মিত লেখার কথা শুনে আর অনেকের ভালোলাগা দেখে ইচ্ছাটা অনেক গুন বেরে গেলো হাসি । "বিষয়ঃ চলচ্চিত্র" পরে ভাবছিলাম কিভাবে "cinematography" শিখবো!

তানিম এহসান এর ছবি

তবু বুকে জ্বলে উঠুক প্রত্যয়ের আগুন - অসাধারন লেগেছে, সবগুলা ছবিই অসাধারন। রুপালী একটা অদ্ভুত বঙ, তাকে সাদাকালো ফ্রেমে আনার মুন্সিয়ানা মুগ্ধ করলো। বিমুগ্ধ করলো আসলে, মিস করে গিয়েছিলাম, এই শেষরাতে আবেশ ছড়ালো আপনার বহিঃপ্রকাশ!! অভিনন্দন,

মোর্শেদ আনোয়ার(পুলক) এর ছবি

এইতো কিছুদিন হলো সাদাকাল ছবি নিয়ে কাজ করা শুরু করেছি এরপ্রতি আলাদা দুর্বলতা নিয়ে ...আপনার মন্তব্য অন্যরকম ভালো লাগলো ...অনেক অনুপ্রাণিত করলো! অফিস এ চুপ করে আমার লিখাটা খুলে দেখি কে কি মন্তব্য করল...হরতালের দিনে সকাল বেলা আপনার মন্তব্যটাও আলাদা একটা ভালো লাগা দিল...অনেক ধন্যবাদ! হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।